দৈনিক কালের কণ্ঠ
ধরন | দৈনিক সংবাদপত্র |
---|---|
ফরম্যাট | ব্রডশিট |
মালিক | ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড |
প্রকাশক | ময়নাল হোসেন চৌধুরী |
সম্পাদক | হাসান হাফিজ |
প্রতিষ্ঠাকাল | ১০ জানুয়ারি, ২০১০ |
ভাষা | বাংলা |
সদর দপ্তর | প্লট-৩৭১/এ, ব্লক-ডি, বসুন্ধরা আবাসিক এলাকা, খিলক্ষেত, ঢাকা |
ওয়েবসাইট | kalerkantho |
দৈনিক কালের কণ্ঠ বাংলাদেশের একটি জাতীয় দৈনিক পত্রিকা। এটি বসুন্ধরার ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের পক্ষে ২০১০ সালের ১০ জানুয়ারি আবেদ খান-এর সম্পাদনায় প্রথম প্রকাশিত হয়। পত্রিকাটি প্রিন্ট সংস্করণ আড়াই লাখের কোটা পার করেছে বলে দাবি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের। তবে সেটা ছিল প্রকাশনার প্রথম এক বছর।[১][যাচাইকরণ ব্যর্থ হয়েছে] বর্তমানে এর প্রচারসংখ্যা আড়াই লাখের বেশি।[২][যাচাইকরণ ব্যর্থ হয়েছে] ২০২১ এর মে মাসে ২,৯০,২০০ টি অনুলিপি প্রচারিত হওয়ায় আরো চারটি পত্রিকার সাথে এটি ৩য় সর্বোচ্চ প্রচারিত বাংলা পত্রিকা।[৩]
নিয়মিত আয়োজন
[সম্পাদনা]দৈনিক কালের কন্ঠের নিয়মিত আয়োজনে রয়েছে- খবর, শিল্প বাণিজ্য, খেলা, পড়ালেখা, সম্পাদকীয়, মুক্তধারা, দেশে দেশে, প্রিয় দেশ। ফিচারপাতা হিসেবে আছে- শনিবারে অবসরে , রবিবারে দলছুট, সোমবারে এ টু জেড, মঙ্গলবারে ঘোড়ার ডিম, বুধবারে ঢাকা ৩৬০ ডিগ্রি/ক্যাম্পাস/চাকরি আছে, বৃহস্পতিবার রঙের মেলা, শুক্রবারে দশদিক/কথায় কথায়/শিলালিপি।
কালের কণ্ঠের অনলাইন সংস্করণে বাংলার পাশাপাশি ইংরেজি ভাষায়ও খবর ও বিশ্লেষণ প্রকাশিত হয়।
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ Kantho, Kaler। "কালের কণ্ঠ"। ৪ মার্চ ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৭ ফেব্রুয়ারি ২০১৪।
- ↑ "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ২ ডিসেম্বর ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১ ডিসেম্বর ২০১৬।
- ↑ "দেশের মিডিয়া তালিকাভুক্ত পত্র-পত্রিকার পরিসংখ্যান" (পিডিএফ)। চলচিত্র ও প্রকাশনা অধিদপ্তর। ২০২১-০৫-০৫। সংগ্রহের তারিখ ২০২১-০৯-২৫।