সিমেন্ট
এই নিবন্ধটিতে কোনো উৎস বা তথ্যসূত্র উদ্ধৃত করা হয়নি। |
এই নিবন্ধটি অত্যন্ত সংক্ষিপ্ত। |
সিমেন্ট বালি ঘটিত (Silicious), এলুমিনা ঘটিত (Argillaceous) মাটি এবং চুন ঘটিত (Calcareous) পদার্থের সমন্বয়ে তৈরী একটি জটিল ধরণের মিশ্রনের মিহি গুঁড়ো পদার্থ। সাধারণত সিমেন্ট ধূসর বা সবুজ ধুসর বর্ণের হয়। সিমেন্ট হল সেই জাতীয় পদার্থ যাদেরকে পানি বা অন্য কোন তরলের সাথে মিশ্রিত করলে কাদার মত নমনীয় পদার্থ পাওয়া যায় এবং তা কিছু সময়ের মধ্যে জমে গিয়ে বিভিন্ন দৃঢ়তার শক্ত পদার্থ গঠন করে।

সিমেন্ট বাড়ী-ঘর, রাস্তা, সেতু ইত্যাদি যাবতীয় নির্মাণ কাজের প্রধান উপাদান। সিমেন্ট যা কংক্রিট তৈরী করার প্রধান একটি উপাদান।
সিমেন্টের মূল উপাদানগুলি হল -
- সিলিকা (Sillica)
- এলুমিনা (Alumina)
- লাইম (Lime)
- আইরন অক্সাইড (Iron Oxide)
- ম্যাগনেসিয়াম অক্সাইড (Magnesium Oxide)
সিমেন্ট কয়েক ধরনের হয়ে থাকে। যেমন:
- পোর্টল্যান্ড সিমেন্ট
- পজুলানা সিমেন্ট
- অধিক অ্যালুমিনা সমৃদ্ধ সিমেন্ট
- ক্ষয়রোধী সিমেন্ট
- পানিরোধী সিমেন্ট
- রঙিন সিমেন্ট ইত্যাদি
এর মধ্যে সবচেয়ে বেশি ব্যবহৃত হয় পোর্টল্যান্ড সিমেন্ট।
সিমেন্ট ব্যবহারের আগে তার গুণমান যাচাই করা জরুরি এবং এর জন্যে বিভিন্ন রকমের সিমেন্ট পরীক্ষা করা হয়। রাসায়নিক উপাদানের উপস্থিতির পরীক্ষা, মিহিত্বের পরীক্ষা, সেটিং সময় পরীক্ষা, চাপ সহন ক্ষমতার পরীক্ষা, ইত্যাদি পরীক্ষার মাধ্যমে সিমেন্টের গুণমান যাচাই করা হয়।
তথ্যসূত্র[সম্পাদনা]
Building Materials & Construction - P. RAY (Book).
বহির্সূত্র[সম্পাদনা]
সিমেন্ট পরীক্ষা (Cement Test).