বিষয়বস্তুতে চলুন

ওসমান বাঙ্গালী

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

মাওলানা ওসমান বাঙ্গালী ছিলেন ষোড়শ শতাব্দীর বাংলার একজন আলেম[] তিনি মূলত মুঘল আমলে সম্ভল শহরে তাঁর শিক্ষাদানের জন্য বেশ পরিচিত ছিলেন।[]

জীবনী

[সম্পাদনা]

উসমান, বাঙ্গালী বংশোদ্ভূত।[] তিনি ইসলামি শিক্ষাকুরআন শিখে মাওলানা খেতাব অর্জন করেন।[]

পরে তিনি হিন্দুস্তানের সম্ভল শহরে চলে যান যেখানে মশহুর শায়ের মিঞা হাতেম সম্ভলীর অধীনে তালিম নেন। উচ্চশিক্ষার জন্য তিনি গুজরাতে গিয়ে ওজীহুদ্দীন আলবীর শাগরেদ হন। আলবী সাহেব মুফতি ইউসুফ বাঙ্গালীর ওস্তাদও ছিলেন।[] কামাল মোহম্মদ সম্ভলীর আসরারিয়া গ্রন্থ অনুসারে, মাওলানা ওসমান বাঙ্গালী পড়ালেখা শেষ করে সম্ভলে ফেরত এসে বসবাস স্থাপন করেন। সেখানে তাঁর অনেক ছাত্র ছিল এবং তাঁর বৃদ্ধ বয়সে, তাঁর ছাত্ররা নিয়মিত তাঁর বাড়িতে আসতেন। এক বার, তাঁর ওস্তাদ মিঞা হাতেম সম্ভলী ও ছাত্র আব্দুল কাদের বদায়ূনী (যিনি পরে হিন্দুস্থানের প্রথম মুফতি-ই-আজম হন) এক​সাথে মাওলানা ওসমান বাঙ্গালীকে দেখতে যান।[]

আরও দেখুন

[সম্পাদনা]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. চট্টোপাধ্যায়, ভাস্কর (১৯৮৮)। Culture of Bengal: Through the Ages: Some Aspectsবর্ধমান বিশ্ববিদ্যালয়]। পৃষ্ঠা ২১২। 
  2. শঙ্খধর, ব্রজেন্দ্র মোহন (১৫ আগস্ট ১৯৭১)। "৪. সম্ভল: দ্য ইন্টেলেকচুয়াল অ্যাম্ফিথিয়েটার"Sambhal: A Historical Survey [সম্বল: একটি ঐতিহাসিক সমীক্ষা]। কুমার ব্রাদার্স পাবলিকেশন্স। পৃষ্ঠা ৬৮। 
  3. "هندوستان ميں علوم مشرقيه كى رفتار ترقى كا ترجمان"। ১৯৯৯: ২৭৪। 
  4. (۶۰۸) یاد شیخ یوسف بنگالی رحمہ اللہGulzar-e-Abrar (উর্দু ভাষায়)। পৃষ্ঠা 358–359। 
  5. আব্দুল কাদের বদায়ূনী"II. An account of the learned men, most of whom the author has met, or from those whom he has received instruction."মুনতাখাব-উত-তাওয়ারিখ। পৃষ্ঠা ১৮৮।