আরশাদুল কাদরী

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
হাফিয-এ-মিল্লাত

আরশাদুল কাদরী
ব্যক্তিগত তথ্য
জন্ম০৫ মার্চ ১৯২৫
সায়্যিদপুরা, বালিয়া, উত্তর প্রদেশ, ভারত
মৃত্যু২৯ এপ্রিল ২০০২,
ধর্মইসলাম
জাতীয়তাভারতীয়
আখ্যাসুন্নি (সুফি), হানাফি
ব্যবহারশাস্ত্রহানাফি
ধর্মীয় মতবিশ্বাসমাতুরিদি
পেশাইসলামি পণ্ডিত
মুসলিম নেতা
পূর্বসূরীমাওলানা আবদুল লতিফ
পেশাইসলামি পণ্ডিত

আরশাদুল কাদরী (৫ মার্চ ১৯২৫ - ২৯ এপ্রিল ২০০২) ভারতীয় একজন সুন্নি ইসলামি পণ্ডিত, লেখক এবং ধর্ম প্রচারকর্মী ছিলেন, যিনি বেরলভী আন্দোলনের সাথে যুক্ত ছিলেন ও ভারতে শিক্ষাপ্রতিষ্ঠান এবং সংস্থা প্রতিষ্ঠা করেছিলেন। যিনি ভারতে বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান ও সংস্থা প্রতিষ্ঠা করেছিলেন।[১]

প্রাথমিক জীবন ও শিক্ষা[সম্পাদনা]

তিনি ১৯২৫ সালে ভারতের উত্তর প্রদেশের বালিয়া, "সাইয়িদপুরে" মাওলানা আবদুল লতিফের পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। মাওলানা আবদুল লতিফ ছিলেন একজন ধর্মীয় পণ্ডিত। আরশাদুল কাদরীর দাদা মাওলানা আজিমুল্লাহ শাহও খ্যাতিমান পণ্ডিত ছিলেন।[২]তিনি তার দাদা এবং পিতার অধীনে তার প্রাথমিক এবং মাধ্যমিক শিক্ষা লাভ করেন। তারপর তার উচ্চ শিক্ষা চালিয়ে যাওয়ার জন্য তিনি আল জামিয়াতুল আশরাফিয়া ইসলামী সেমিনারিতে চলে যান। আশরাফিয়াতে, তিনি শাহ আব্দুল আজিজ মুরাদাবাদীর তত্ত্বাবধানে অধ্যয়ন করেন যিনি হাফিজ-ই-মিল্লাত নামেও পরিচিত এবং ১৯৪৪ সালে আশরাফিয়া, মুবারকপুর থেকে তার শিক্ষা শেষ করেন।[২]

রচনাবলি[সম্পাদনা]

তার উল্লেখযোগ্য রচনা হল:[২][৩]

  • তাবলিগি জামাআত
  • জের ও জবর
  • লালা জর
  • যলযলা
  • দাওয়তে ইনসাফ
  • আনওয়ার-ই-আহমদি
  • দিল কি মুরাদ
  • জালওয়া-ই-হক
  • শরিয়াত
  • লিসানুল ফিরদাউস
  • মিসবাহুল কুরআন (৩ টি খন্ড)

জীবনী[সম্পাদনা]

জিয়াউল মোস্তফা কাদেরী হায়াত-ও-খিদমত (হুজুর সদরুশ শরিয়াহর জীবন ও কর্ম) শিরোনামে আরশাদুল কাদরীর জীবনী রচনা করেছেন।[৪]

আরশাদুল কাদরীর শিক্ষক: হুজুর আমিনে শরীয়ত শাহ রফাকাত হোসাইন মেহবুবে খুদা-এর একজন ছাত্র ছিলেন আল্লামা আরশাদুল কাদরি

মৃত্যু[সম্পাদনা]

তিনি ২০০২ সালের ২৯ শে এপ্রিল মৃত্যুবরণ করেন এবং ঝাড়খণ্ডের জামশেদপুর ফয়জুল উলূম মাদরাসায় তাকে দাফন করা হয়।

আরও দেখুন[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. The Milli Gazette, OPI, Pharos Media। "Who is to be blamed?, The Milli Gazette, Vol. 3 No. 11"। Milligazette.com। ২০১৬-০১-১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৫-০৯-২০ 
  2. "Allama Arshadul Qadri"। Jamia hazrat Nizamuddin Aulia। ৬ সেপ্টেম্বর ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৪ জুন ২০২০ 
  3. Jamal Malik (২৭ নভেম্বর ২০০৭)। Madrasas in South Asia: Teaching Terror?। Routledge। পৃষ্ঠা 52–। আইএসবিএন 978-1-134-10763-6 
  4. Life and works" of Huzoor Sadrush Shariah Rehmatullahi Alay (Pages 462-464)

বহিঃসংযোগ[সম্পাদনা]