আবু সুউদ এফেন্দি
অবয়ব
আবু সুউদ এফেন্দি | |
---|---|
![]() | |
ব্যক্তিগত বিবরণ | |
জন্ম | ৩০ ডিসেম্বর ১৪৯০ |
মৃত্যু | ২৩ আগস্ট ১৫৭৪ (৮৪ বছর) |
পিতামাতা | শাইখ মুহিউদ্দিন মুহাম্মদ এফেন্দি (পিতা) |
আবু সুউদ এফেন্দি (তুর্কি: মুহাম্মদ আবু সুউদ এফেন্দি, ৩০ ডিসেম্বর ১৪৯০ – ২৩ আগস্ট ১৫৭৪[১]) ছিলেন একজন উসমানীয় হানাফি আলেম ও আইনবিদ।
আবু সুউদের পিতার নাম শাইখ মুহিউদ্দিন মুহাম্মদ এফেন্দি[১] ১৫৩০ এর দশকে তিনি বুরসা, ইস্তানবুল ও রুমেলিয়ায় বিচারক হিসেবে দায়িত্বপালন করেছেন। ১৫৪৫ সালে সুলতান প্রথম সুলাইমান তাকে সাম্রাজ্যের প্রধান মুফতি নিয়োগ দেন। আমৃত্যু তিনি এই পদে বহাল ছিলেন।[২] উসমানীয় বিচারব্যবস্থাকে পুনর্গঠন করার কাজে তিনি সুলাইমানকে সহায়তা করেছেন। এছাড়াও তার প্রদত্ত বেশ কিছু ফতোয়ার কারণেও তাকে স্মরণ করা হয়।
টেলিভিশনে দৃশ্যায়ন
[সম্পাদনা]তুরস্কের সুলতান সুলেমান টিভি ধারাবাহিকে আবু সুউদ এফেন্দির ভূমিকার তুর্কি অভিনেতা তুনজেল কুরতিজ অভিনয় করেছেন।
তথ্যসূত্র
[সম্পাদনা]- Schneider, Irene (২০০১)। "Ebussuud"। Michael Stolleis (ed.)। Juristen: ein biographisches Lexikon; von der Antike bis zum 20. Jahrhundert (German ভাষায়) (2nd সংস্করণ)। München: Beck। পৃষ্ঠা 192। আইএসবিএন 3-406-45957-9।
![]() |
উসমানীয় জীবনী বিষয়ক এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |
![]() |
কুর্দি ব্যক্তিত্ব বিষয়ক এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |