বিষয়বস্তুতে চলুন

ধম্মসঙ্গণী

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

ধম্মসঙ্গণী বা ধম্মসংগহ হলো একটি বৌদ্ধ ধর্মগ্রন্থ, এবং থেরবাদ বৌদ্ধধর্মের পালি ত্রিপিটকের অংশ। এটি অভিধম্মপিটকের সাতটি গ্রন্থের মধ্যে প্রথম।[]

গ্রন্থটি মতিক দিয়ে শুরু হয়, যা ধর্মের শ্রেণীবিভাগের তালিকা, বিভিন্নভাবে ধারণা, ঘটনা, রাষ্ট্র, নিদর্শন ইত্যাদি হিসাবে অনুবাদ করা হয়। পাঠ্যটিতে নিদানের অভাব রয়েছে, যদিও ভাষ্যগুলি রেকর্ড করে যে এমন তৈরি করার চেষ্টা করা হয়েছিল যা বুদ্ধকে স্বর্গীয় রাজ্যে অভিধম্ম প্রচার করছেন।[] থেরবাদ ঐতিহ্য এটিকে শারিপুত্রকে আরোপিত করে, যিনি প্রথম বৌদ্ধ পরিষদে সুত্ত গ্রন্থের অংশ হিসেবে অভিধম্ম আবৃত্তি করেছেন বলে মনে করা হয় এবং এটিকে অশোকের সাম্রাজ্য থেকে মাহিন্দা শ্রীলঙ্কায় এনেছিলেন এমন প্রামাণিক শিক্ষা বলে মনে করেন।[] পালি বৃত্তিতে এর শিরোনাম সংক্ষেপে 'ধস'।[]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. Von Hinüber, Oskar (১৯৯৭)। A Handbook of Pali Literature (English ভাষায়) (1st Indian সংস্করণ)। New Delhi: Munishiram Manoharlal Publishers Pvt. Ltd.। পৃষ্ঠা 65=68। আইএসবিএন 81-215-0778-2 

বহিঃসংযোগ

[সম্পাদনা]