২০২২ নিউজিল্যান্ড পুরুষ ক্রিকেট দলের ওয়েস্ট ইন্ডিজ সফর

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
২০২২ নিউজিল্যান্ড পুরুষ ক্রিকেট দলের ওয়েস্ট ইন্ডিজ সফর
 
  ওয়েস্ট ইন্ডিজ নিউজিল্যান্ড
তারিখ ১০ আগস্ট ২০২২ – ২১ আগস্ট ২০২২
অধিনায়ক নিকোলাস পুরান কেন উইলিয়ামসন
একদিনের আন্তর্জাতিক সিরিজ
ফলাফল ৩ ম্যাচের সিরিজে নিউজিল্যান্ড ২–১ ব্যবধানে জয়ী হয়
সর্বাধিক রান নিকোলাস পুরান (১২১) ফিন অ্যালেন (১২৪)
ড্যারিল মিচেল (১২৪)
সর্বাধিক উইকেট জেসন হোল্ডার (৭) ট্রেন্ট বোল্ট (৮)
সিরিজ সেরা খেলোয়াড় মিচেল স্যান্টনার (নিউজিল্যান্ড)
টোয়েন্টি২০ আন্তর্জাতিক সিরিজ
ফলাফল ৩ ম্যাচের সিরিজে নিউজিল্যান্ড ২–১ ব্যবধানে জয়ী হয়
সর্বাধিক রান শামার ব্রুকস (১০৫) গ্লেন ফিলিপস (১৩৪)
সর্বাধিক উইকেট ওডিন স্মিথ (৭) মিচেল স্যান্টনার (৬)
সিরিজ সেরা খেলোয়াড় গ্লেন ফিলিপস (নিউজিল্যান্ড)

নিউজিল্যান্ড পুরুষ ক্রিকেট দল ২০২২ সালের আগস্ট মাসে তিনটি একদিনের আন্তর্জাতিক (ওডিআই) ও তিনটি টোয়েন্টি২০ আন্তর্জাতিক (টি২০আই) ম্যাচ খেলার জন্য ওয়েস্ট ইন্ডিজ সফর করে।[১][২] ওডিআই সিরিজটি ২০২০–২০২৩ আইসিসি পুরুষ ক্রিকেট বিশ্বকাপ সুপার লিগের একটি অংশ হিসেবে খেলা হয়।[৩] এ সফরের আগে নিউজিল্যান্ড দল নেদারল্যান্ডসের বিরুদ্ধে একটি সিরিজ খেলে।[৪]

প্রাথমিকভাবে সফরটি ২০২০ সালের জুলাই মাসে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।[৫][৬] কিন্তু কোভিড-১৯ মহামারির কারণে সফরটি শঙ্কার মুখে পড়ে যায়।[৭][৮] ২০২০ সালের জুন মাসে সফরটি আনুষ্ঠানিকভাবে স্থগিত করা হয়।[৯] ২০২২ সালের জুন মাসে সফরের পুনর্নির্ধারিত সূচি নিশ্চিত করা হয়।[১০][১১]

টি২০আই সিরিজে নিউজিল্যান্ড ২–১ ব্যবধানে জয়ী হয়।[১২] ওডিআই সিরিজেও নিউজিল্যান্ড ২–১ ব্যবধানে জয়লাভ করে।[১৩]

দলীয় সদস্য[সম্পাদনা]

 ওয়েস্ট ইন্ডিজ  নিউজিল্যান্ড
ওডিআই[১৪] টি২০আই[১৫] ওডিআই ও টি২০আই[১৬]

পাঁজরের চোটের কারণে টি২০আই সিরিজ চলার সময়ে ম্যাট হেনরি নিউজিল্যান্ড দল থেকে বাদ পড়ে যান, যে কারণে ওডিআই সিরিজের জন্য নিউজিল্যান্ড দলে বেন সিয়ারসকে যোগ করা হয়।[১৭] ওডিআই সিরিজ শুরুর আগে কিমো পল, গুডাকেশ মোতি ও শিমরন হেটমায়ার ওয়েস্ট ইন্ডিজের ওডিআই দল থেকে ছিটকে যান, যে কারণে দলে ইয়্যানিক ক্যারিয়া ও জার্মেইন ব্ল্যাকউডকে যুক্ত করা হয়।[১৮] একই সাথে ওডিন স্মিথকেও ওয়েস্ট ইন্ডিজের ওডিআই দলে রিজার্ভ খেলোয়াড় হিসেবে রাখা হয়।[১৯]

টি২০আই সিরিজ[সম্পাদনা]

১ম টি২০আই[সম্পাদনা]

১০ আগস্ট ২০২২
১৩:৩০
স্কোরকার্ড
নিউজিল্যান্ড 
১৮৫/৫ (২০ ওভার)
 ওয়েস্ট ইন্ডিজ
১৭২/৭ (২০ ওভার)
কেন উইলিয়ামসন ৪৭ (৩৩)
ওডিন স্মিথ ৩/৩২ (৪ ওভার)
নিউজিল্যান্ড ১৩ রানে জয়ী
স্যাবাইনা পার্ক, কিংস্টন
আম্পায়ার: নাইজেল ডুগুইড (ওয়েস্ট ইন্ডিজ) ও প্যাট্রিক গাস্টার্ড (ওয়েস্ট ইন্ডিজ)
ম্যাচ সেরা খেলোয়াড়: মিচেল স্যান্টনার (নিউজিল্যান্ড)
  • ওয়েস্ট ইন্ডিজ টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।

২য় টি২০আই[সম্পাদনা]

১২ আগস্ট ২০২২
১৩:৩০
স্কোরকার্ড
নিউজিল্যান্ড 
২১৫/৫ (২০ ওভার)
 ওয়েস্ট ইন্ডিজ
১২৫/৯ (২০ ওভার)
নিউজিল্যান্ড ৯০ রানে জয়ী
স্যাবাইনা পার্ক, কিংস্টন
আম্পায়ার: প্যাট্রিক গাস্টার্ড (ওয়েস্ট ইন্ডিজ) ও লেসলি রিফার (ওয়েস্ট ইন্ডিজ)
ম্যাচ সেরা খেলোয়াড়: গ্লেন ফিলিপস (নিউজিল্যান্ড)
  • নিউজিল্যান্ড টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।

৩য় টি২০আই[সম্পাদনা]

১৪ আগস্ট ২০২২
১৩:৩০
স্কোরকার্ড
নিউজিল্যান্ড 
১৪৫/৭ (২০ ওভার)
 ওয়েস্ট ইন্ডিজ
১৫০/২ (১৯ ওভার)
গ্লেন ফিলিপস ৪১ (২৬)
ওডিন স্মিথ ৩/২৯ (৪ ওভার)
শামার ব্রুকস ৫৬* (৫৯)
ইশ সোধি ১/৩৬ (৪ ওভার)
ওয়েস্ট ইন্ডিজ ৮ উইকেটে জয়ী
স্যাবাইনা পার্ক, কিংস্টন
আম্পায়ার: গ্রেগরি ব্র্যাথওয়েট (ওয়েস্ট ইন্ডিজ) ও নাইজেল ডুগুইড (ওয়েস্ট ইন্ডিজ)
ম্যাচ সেরা খেলোয়াড়: ব্র্যান্ডন কিং (ওয়েস্ট ইন্ডিজ)
  • নিউজিল্যান্ড টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।

ওডিআই সিরিজ[সম্পাদনা]

১ম ওডিআই[সম্পাদনা]

১৭ আগস্ট ২০২২
১৪:০০ (দিন/রাত)
স্কোরকার্ড
নিউজিল্যান্ড 
১৯০ (৪৫.২ ওভার)
 ওয়েস্ট ইন্ডিজ
১৯৩/৫ (৩৯ ওভার)
কেন উইলিয়ামসন ৩৪ (৫০)
আকিল হোসেন ৩/২৮ (১০ ওভার)
শামার ব্রুকস ৭৯ (৯১)
টিম সাউদি ২/৩৯ (১০ ওভার)
ওয়েস্ট ইন্ডিজ ৫ উইকেটে জয়ী
কেনসিংটন ওভাল, ব্রিজটাউন
আম্পায়ার: গ্রেগরি ব্র্যাথওয়েট (ওয়েস্ট ইন্ডিজ) ও জোয়েল উইলসন (ওয়েস্ট ইন্ডিজ)
ম্যাচ সেরা খেলোয়াড়: শামার ব্রুকস (ওয়েস্ট ইন্ডিজ)
  • ওয়েস্ট ইন্ডিজ টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
  • ইয়্যানিক কারিয়া ও কেভিন সিনক্লেয়ার (ওয়েস্ট ইন্ডিজ)-এর ওডিআই অভিষেক হয়।
  • বিশ্বকাপ সুপার লিগ পয়েন্ট: ওয়েস্ট ইন্ডিজ ১০, নিউজিল্যান্ড ০।

২য় ওডিআই[সম্পাদনা]

১৯ আগস্ট ২০২২
১৪:০০ (দিন/রাত)
স্কোরকার্ড
নিউজিল্যান্ড 
২১২ (৪৮.২ ওভার)
 ওয়েস্ট ইন্ডিজ
১৬১ (৩৫.৩ ওভার)
ফিন অ্যালেন ৯৬ (১১৭)
কেভিন সিনক্লেয়ার ৪/৪১ (৮.২ ওভার)
ইয়্যানিক কারিয়া ৫২ (৮৪)
টিম সাউদি ৪/২২ (৭ ওভার)
নিউজিল্যান্ড ৫০ রানে জয়ী (ডিএলএস পদ্ধতি)
কেনসিংটন ওভাল, ব্রিজটাউন
আম্পায়ার: জোয়েল উইলসন (ওয়েস্ট ইন্ডিজ) ও নাইজেল ডুগুইড (ওয়েস্ট ইন্ডিজ)
ম্যাচ সেরা খেলোয়াড়: ফিন অ্যালেন (নিউজিল্যান্ড)
  • ওয়েস্ট ইন্ডিজ টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
  • বৃষ্টির কারণে ওয়েস্ট ইন্ডিজের লক্ষ্য ৪১ ওভারে ২১২ নির্ধারণ করা হয়।
  • বিশ্বকাপ সুপার লিগ পয়েন্ট: নিউজিল্যান্ড ১০, ওয়েস্ট ইন্ডিজ ০।

৩য় ওডিআই[সম্পাদনা]

২১ আগস্ট ২০২২
১৪:০০ (দিন/রাত)
স্কোরকার্ড
ওয়েস্ট ইন্ডিজ 
৩০১/৮ (৫০ ওভার)
 নিউজিল্যান্ড
৩০৭/৫ (৪৭.১ ওভার)
কাইল মেয়ারস ১০৫ (১১০)
ট্রেন্ট বোল্ট ৩/৫৩ (১০ ওভার)
টম ল্যাথাম ৬৯ (৭৫)
জেসন হোল্ডার ২/৩৭ (৭ ওভার)
নিউজিল্যান্ড ৫ উইকেটে জয়ী
কেনসিংটন ওভাল, ব্রিজটাউন
আম্পায়ার: জোয়েল উইলসন (ওয়েস্ট ইন্ডিজ) ও লেসলি রিফার (ওয়েস্ট ইন্ডিজ)
ম্যাচ সেরা খেলোয়াড়: টম ল্যাথাম (নিউজিল্যান্ড)
  • নিউজিল্যান্ড টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
  • বিশ্বকাপ সুপার লিগ পয়েন্ট: নিউজিল্যান্ড ১০, ওয়েস্ট ইন্ডিজ −২।[২০]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Bracewell earns NZ Test call-up for England tour, Williamson nears return"ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৩ মে ২০২২ 
  2. "Williamson, Boult return for Caribbean white-ball tour"ক্রিকবাজ (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৪ জুলাই ২০২২ 
  3. "Men's Future Tour Programme" (পিডিএফ)আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ইংরেজি ভাষায়)। ১১ জুলাই ২০১৯ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০ জুন ২০১৮ 
  4. "Bracewell, Fletcher and Tickner join familiar core for England Test tour | Winter workloads to be managed"নিউজিল্যান্ড ক্রিকেট (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৪ মে ২০২২ 
  5. "WEST INDIES International Cricket Calendar for 2020 RELEASED"ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৫ অক্টোবর ২০১৯ 
  6. "West Indies announce home series against New Zealand, South Africa and Australia over next three years"ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৫ অক্টোবর ২০১৯ 
  7. "New Zealand: Men's tours 'most unlikely', women won't go to Sri Lanka"ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৩ এপ্রিল ২০২০ 
  8. "New Zealand say Scotland and Ireland games 'highly unlikely'"ব্রিটিশ সম্প্রচার কর্পোরেশন স্পোর্ট (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৩ এপ্রিল ২০২০ 
  9. "Bangladesh Test series against New Zealand postponed"ব্রিটিশ সম্প্রচার কর্পোরেশন স্পোর্ট (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৩ জুন ২০২০ 
  10. "CWI brings the hottest "summer of cricket" with visits by Bangladesh, India and New Zealand"ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১ জুন ২০২২ 
  11. "India to tour WI and USA for white-ball series in July-August"ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১ জুন ২০২২ 
  12. "Brooks and King star in thrilling win"ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৫ আগস্ট ২০২২ 
  13. "Kyle Mayers hundred in vain as four New Zealand half-centurions seal series 2-1"ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২২ আগস্ট ২০২২ 
  14. "West Indies name squad for CG United ODI Series vs New Zealand"ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১১ আগস্ট ২০২২ 
  15. "West Indies name 16 players for Goldmedal T20I Cup, powered by Kent Water Purifiers vs India and for T20I vs New Zealand"ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৮ জুলাই ২০২২ 
  16. "Williamson, Boult and Southee return as NZ pick full-strength white-ball squad for WI tour"ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৪ জুলাই ২০২২ 
  17. "Ben Sears replaces injured Matt Henry in squad for West Indies ODIs"ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৪ আগস্ট ২০২২ 
  18. "West Indies make forced changes for CG United ODI Series vs New Zealand in Barbados"ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৬ আগস্ট ২০২২ 
  19. "Hetmyer, Paul and Motie ruled out of New Zealand ODI series"ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৭ আগস্ট ২০২২ 
  20. "2023 ODI World Cup: West Indies' direct-qualification hopes take a beating"ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৩ আগস্ট ২০২২ 

বহিঃসংযোগ[সম্পাদনা]