২০২২ নারী টি২০আই নর্ডীয় কাপ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
২০২২ নারী টি২০আই নর্ডীয় কাপ
তারিখ২৭ মে ২০২২ – ২৯ মে ২০২২
স্থানসুইডেন
ফলাফল সুইডেন সিরিজে জয়ী
দলসমূহ
 ডেনমার্ক  নরওয়ে  সুইডেন
অধিনায়কবৃন্দ
টিনা এরিখসেন মুতাইবা আনসার গুঞ্জন শুক্লা
সর্বাধিক রান
টিনা এরিখসেন (৪৩) আয়েশা হাসান (৬৬) কাঞ্চন রানা (১১০)
সর্বাধিক উইকেট
টিনা এরিখসেন (৩) পরিধি আগরওয়াল (২)
ফারিয়াল জিয়া সফদার (২)
গুঞ্জন শুক্লা (৯)

২০২২ নারী টি২০আই নর্ডীয় কাপ ছিল একটি টোয়েন্টি২০ আন্তর্জাতিক (টি২০আই) ক্রিকেট সিরিজ যেটি ২০২২ সালের মে মাসে সু্‌ইডেনে অনুষ্ঠিত হয়।[১] সিরিজে স্বাগতিক সুইডেনের সাথে অংশগ্রহণ করে ডেনমার্কনরওয়ে[২][৩] সিরিজে নিজেদের প্রথম তিন ম্যাচে জয়লাভ করে চ্যাম্পিয়ন হয় সুইডেন।[৪]

দলীয় সদস্য[সম্পাদনা]

 ডেনমার্ক  নরওয়ে[৫]  সুইডেন[১]
  • টিনা এরিখসেন (অধি.)
  • অ্যান-সোফিয়া স্লেবস্যায়ার
  • অ্যানেট ল্যংবি
  • এন অ্যানারসেন
  • ক্রিস্টিনা মোসুমগর্ড
  • দিব্যা গোলেছা
  • নাতাশা হল্মগর্ড
  • নিতা পরমার
  • মারিয়া কার্লসেন (উই.)
  • রনিয়া নিলসেন
  • লুইসা খ্রিস্টেনসেন
  • শার্লট প্যালেসেন
  • সিগরিড বুখভেল্ট
  • সোফিয়া পিটারসেন
  • মুতাইবা আনসার (অধি.)
  • পূজা কুমারী (সহ-অধি.)
  • অনুশকা সৌরভ গোরড (উই.)
  • আমনা দস্তগীর
  • আয়েশা হাসান
  • ক্রিস্তিনা পির্ৎসখালাভা
  • দুলমিনি সৌভাগ্য গামাগে
  • পরিধি আগরওয়াল
  • প্রাচী কুমারী
  • ফারিমা সাফি
  • ফারিয়াল জিয়া সফদার
  • মিসবাহ ইফজাল
  • রম্য ইমাদি
  • হিনা হুসেইন
  • গুঞ্জন শুক্লা (অধি.)
  • কাঞ্চন রানা (সহ-অধি.)
  • অভিলাষা সিং
  • আনিয়া বৈদ্য
  • ইমান আসিম
  • জুলিয়েতা জিলফিদু
  • ডেইজি হোম
  • নিহা কায়ানি
  • মেঘনা আলুগুনুলা (উই.)
  • রেশমি গুঞ্জগুন্তে সোমাশেখর
  • সিংনে লুন্ডেল (উই.)
  • সিয়েনা লিনডেন
  • সূর্য রাভুরি
  • সোফি এল্মস্যো

পয়েন্ট তালিকা[সম্পাদনা]

অব দল খেলা হা টাই ফহ পয়েন্ট এনআরআর
 সুইডেন ১০ +৩.৩৪১
 নরওয়ে −২.৫৯৪
 ডেনমার্ক −২.৩৫০

     চ্যাম্পিয়ন

সূচি[সম্পাদনা]

২৭ মে ২০২২
১০:০০
স্কোরকার্ড
নরওয়ে 
৭৬/৯ (২০ ওভার)
 সুইডেন
৭৭/২ (৮.১ ওভার)
আয়েশা হাসান ২৩ (৫১)
গুঞ্জন শুক্লা ২/৭ (৪ ওভার)
অভিলাষা সিং ২২* (২১)
পরিধি আগরওয়াল ১/৬ (১ ওভার)
সুইডেন ৮ উইকেটে জয়ী
গুটস্টা ভিকেড ক্রিকেট ক্লাব মাঠ, কোলস্‌ভা
আম্পায়ার: অনুকূল কোরদে (সুইডেন) ও বিনায়ক কোরদে (সুইডেন)
ম্যাচ সেরা খেলোয়াড়: গুঞ্জন শুক্লা (সুইডেন)
  • নরওয়ে টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
  • আনিয়া বৈদ্য, কাঞ্চন রানা, ডেইজি হোম, সূর্য রাভুরি (সুইডেন), ক্রিস্তিনা পির্ৎসখালাভা ও পরিধি আগরওয়াল (নরওয়ে)-এর টি২০আই অভিষেক হয়।

২৭ মে ২০২২
১৪:০০
স্কোরকার্ড
নরওয়ে 
৬৪/৭ (২০ ওভার)
 সুইডেন
৬৬/১ (৯ ওভার)
ফারিয়াল জিয়া সফদার ১১ (৩০)
সোফি এল্মস্যো ২/১ (১ ওভার)
কাঞ্চন রানা ২৭* (২৮)
পরিধি আগরওয়াল ১/৮ (১ ওভার)
সুইডেন ৯ উইকেটে জয়ী
গুটস্টা ভিকেড ক্রিকেট ক্লাব মাঠ, কোলস্‌ভা
আম্পায়ার: অনুকূল কোরদে (সুইডেন) ও বিনায়ক কোরদে (সুইডেন)
ম্যাচ সেরা খেলোয়াড়: গুঞ্জন শুক্লা (সুইডেন)
  • নরওয়ে টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
  • ইমান আসিম (সুইডেন) ও ফারিমা সাফি (নরওয়ে)-এর টি২০আই অভিষেক হয়।

২৮ মে ২০২২
১০:০০
স্কোরকার্ড
সুইডেন 
১৫৯/৫ (২০ ওভার)
 ডেনমার্ক
৮৮ (১৬.৫ ওভার)
অভিলাষা সিং ৪৩ (৪৩)
টিনা এরিখসেন ৩/৪১ (৪ ওভার)
নিতা পরমার ২০ (২৩)
গুঞ্জন শুক্লা ৪/২০ (৩.৫ ওভার)
সুইডেন ৭১ রানে জয়ী
গুটস্টা ভিকেড ক্রিকেট ক্লাব মাঠ, কোলস্‌ভা
আম্পায়ার: বালমুরালি মণি (সুইডেন) ও সূচি সিওয়াচ (সুইডেন)
ম্যাচ সেরা খেলোয়াড়: গুঞ্জন শুক্লা (সুইডেন)
  • সুইডেন টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
  • অ্যান-সোফিয়া স্লেবস্যায়ার, অ্যানেট ল্যংবি, এন অ্যানারসেন, টিনা এরিখসেন, দিব্যা গোলেছা, নিতা পরমার, মারিয়া কার্লসেন, রনিয়া নিলসেন, লুইসা খ্রিস্টেনসেন, সিগরিড বুখভেল্ট ও সোফিয়া পিটারসেন (ডেনমার্ক)-এর টি২০আই অভিষেক হয়।

২৮ মে ২০২২
১৪:০০
স্কোরকার্ড
নরওয়ে 
১১২/১ (১৫ ওভার)
 ডেনমার্ক
৭৮/৪ (১৫ ওভার)
আয়েশা হাসান ৩৩* (৫০)
টিনা এরিখসেন ২১ (২৫)
হিনা হুসেইন ১/৭ (১ ওভার)
নরওয়ে ৩৪ রানে জয়ী
গুটস্টা ভিকেড ক্রিকেট ক্লাব মাঠ, কোলস্‌ভা
আম্পায়ার: বালমুরালি মণি (সুইডেন) ও সূচি সিওয়াচ (সুইডেন)
ম্যাচ সেরা খেলোয়াড়: আয়েশা হাসান (নরওয়ে)
  • ডেনমার্ক টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
  • বৃষ্টির কারণে ম্যাচটি ইনিংসপ্রতি ১৫ ওভারে খেলা হয়।
  • ক্রিস্টিনা মোসুমগর্ড, নাতাশা হল্মগর্ড, শার্লট প্যালেসেন (ডেনমার্ক) ও মিসবাহ ইফজাল (নরওয়ে)-এর টি২০আই অভিষেক হয়।

২৯ মে ২০২২
০৮:৩০
স্কোরকার্ড
ডেনমার্ক 
৮৮/৯ (২০ ওভার)
 সুইডেন
৮৯/৫ (১৬.৪ ওভার)
টিনা এরিখসেন ১২ (১৬)
সোফি এল্মস্যো ৪/২০ (৪ ওভার)
জুলিয়েতা জিলফিদু ২৪* (২৭)
লুইসা খ্রিস্টেনসেন ২/২৫ (৪ ওভার)
সুইডেন ৫ উইকেটে জয়ী
গুটস্টা ভিকেড ক্রিকেট ক্লাব মাঠ, কোলস্‌ভা
আম্পায়ার: বালমুরালি মণি (সুইডেন) ও ভরানীধর কস্তুরীরঙ্গন (সুইডেন)
ম্যাচ সেরা খেলোয়াড়: সোফি এল্মস্যো (সুইডেন)
  • ডেনমার্ক টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।

২৯ মে ২০২২
১৩:০০
স্কোরকার্ড
নরওয়ে 
৭৭/৯ (২০ ওভার)
 সুইডেন
৭৮/১ (১০.৪ ওভার)
রম্য ইমাদি ১৫* (৫১)
রেশমি গুঞ্জগুন্তে সোমাশেখর ২/৯ (৩ ওভার)
কাঞ্চন রানা ৩৪* (৩০)
সুইডেন ৯ উইকেটে জয়ী
গুটস্টা ভিকেড ক্রিকেট ক্লাব মাঠ, কোলস্‌ভা
আম্পায়ার: বালমুরালি মণি (সুইডেন) ও ভরানীধর কস্তুরীরঙ্গন (সুইডেন)
ম্যাচ সেরা খেলোয়াড়: রেশমি গুঞ্জগুন্তে সোমাশেখর (সুইডেন)
  • নরওয়ে টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Nordic Cup 2022"সুইডীয় ক্রিকেট ফেডারেশন (সুইডীয় ভাষায়)। ২২ মে ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৬ মে ২০২২ 
  2. "Sweden Cricket to host Women's Nordic Cup in May 2022"জারস্পোর্টজ (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৪ মে ২০২২ 
  3. "Nordic T20 underway in Sweden"ক্রিকেটইউরোপ (ইংরেজি ভাষায়)। ২৮ মে ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ মে ২০২২ 
  4. "Sweden secure Nordic Cup with day to spare"ক্রিকেটইউরোপ (ইংরেজি ভাষায়)। ২৯ মে ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৯ মে ২০২২ 
  5. "Norge Swedish Triangular Series - kvinnelandslaget"নরওয়েজীয় ক্রিকেট ফেডারেশন (নরওয়েজীয় ভাষায়)। সংগ্রহের তারিখ ৫ মে ২০২২ 

বহিঃসংযোগ[সম্পাদনা]