২০২২ এস্তোনিয়া ক্রিকেট দলের ফিনল্যান্ড সফর

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
২০২২ এস্তোনিয়া পুরুষ ক্রিকেট দলের ফিনল্যান্ড সফর
 
  ফিনল্যান্ড এস্তোনিয়া
তারিখ ১৯ জুন ২০২২
অধিনায়ক নাথান কলিনস আর্সলান আমজাদ
টোয়েন্টি২০ আন্তর্জাতিক সিরিজ
ফলাফল ২ ম্যাচের সিরিজে ফিনল্যান্ড ২–০ ব্যবধানে জয়ী হয়
সর্বাধিক রান নাথান কলিনস (১২৪) আর্সলান আমজাদ (৮২)
হাবিব খান (৮২)
সর্বাধিক উইকেট নাভিদ শহিদ (৩) হাবিব খান (৪)

এস্তোনিয়া পুরুষ ক্রিকেট দল ২০২২ সালের জুন মাসে দুটি টোয়েন্টি২০ আন্তর্জাতিক (টি২০আই) ম্যাচ খেলার জন্য ফিনল্যান্ড সফর করে।[১] সিরিজটি উভয় দলের জন্য ২০২২–২৩ আইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপ ইউরোপ বাছাইপর্বের উপআঞ্চলিক টুর্নামেন্টসমূহের প্রস্তুতি হিসেবে গণ্য হয়।[২] সিরিজে ফিনল্যান্ড ২–০ ব্যবধানে জয়ী হয়।[৩]

দলীয় সদস্য[সম্পাদনা]

 ফিনল্যান্ড[১]  এস্তোনিয়া[৪]
  • নাথান কলিনস (অধি.)
  • বনরাজ সিং পাড়াল (সহ-অধি.)
  • অরবিন্দ কুমার মোহন (উই.)
  • আতিফ রশিদ
  • আমজাদ শের
  • জোনাথান স্ক্যামানস (উই.)
  • নাভিদ শহিদ
  • পিটার গ্যালাগার
  • প্রবীণ কুমার
  • মহেশ তাম্বে
  • মুহাম্মদ ইমরান
  • মোহাম্মদ আসাদুজ্জামান
  • মোহাম্মদ জিয়াউর রহমান
  • রাজ মোহাম্মদ
  • স্বপন মেহতা
  • আর্সলান আমজাদ (অধি.)
  • আদিত্য সাভিও পাল
  • আশীষ রানা
  • ইলিয়াস হাসান
  • কাল্লে ভিসলাপু
  • বিমল দ্বিবেদী
  • মশিউর রহমান
  • মাইদুল ইসলাম
  • মার্কো ভাইক (উই.)
  • মুরালি ওবিলি
  • মোহাম্মদ শোয়েব
  • রমেশ তান্না
  • স্টুয়ার্ট হুক (উই.)
  • হাবিব খান

টি২০আই সিরিজ[সম্পাদনা]

১ম টি২০আই[সম্পাদনা]

১৯ জুন ২০২২
১০:৩০
স্কোরকার্ড
ফিনল্যান্ড 
১৩৯/৬ (২০ ওভার)
 এস্তোনিয়া
১১৬/৪ (২০ ওভার)
নাথান কলিনস ৪৫ (৪১)
হাবিব খান ২/৩৫ (৪ ওভার)
হাবিব খান ৩১ (৩০)
মহেশ তাম্বে ১/১৫ (৪ ওভার)
ফিনল্যান্ড ২৩ রানে জয়ী
কেরাভা জাতীয় ক্রিকেট মাঠ, কেরাভা
আম্পায়ার: ক্লাইড জনস্টন (এস্তোনিয়া) ও দেবাশীষ রায় (ফিনল্যান্ড)
  • এস্তোনিয়া টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
  • প্রবীণ কুমার, মুহাম্মদ ইমরান (ফিনল্যান্ড), আর্সলান আমজাদ, ইলিয়াস হাসান, বিমল দ্বিবেদী ও মোহাম্মদ শোয়েব (এস্তোনিয়া)-এর টি২০আই অভিষেক হয়।

২য় টি২০আই[সম্পাদনা]

১৯ জুন ২০২২
১৫:০০
স্কোরকার্ড
ফিনল্যান্ড 
১৮২/৭ (২০ ওভার)
 এস্তোনিয়া
১৭১/৬ (২০ ওভার)
নাথান কলিনস ৭৯ (৫৪)
হাবিব খান ২/২৫ (৪ ওভার)
আর্সলান আমজাদ ৬২ (৫২)
নাভিদ শহিদ ৩/৪২ (৪ ওভার)
ফিনল্যান্ড ১১ রানে জয়ী
কেরাভা জাতীয় ক্রিকেট মাঠ, কেরাভা
আম্পায়ার: আদিত্য আলুর (ফিনল্যান্ড) ও ক্লাইড জনস্টন (এস্তোনিয়া)
  • ফিনল্যান্ড টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "#FINEST2022 tournament games are the last international games for the Bears before the Sub-Regional World Cup Qualifiers"ক্রিকেট ফিনল্যান্ড (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৪ জুন ২০২২ 
  2. "Estonia Men's team to tour Finland for T20I series in June 2022"জারস্পোর্টজ (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৩ জুন ২০২২ 
  3. "Finland beat Estonia in T20Is"ক্রিকেটইউরোপ (ইংরেজি ভাষায়)। ১৯ জুন ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৯ জুন ২০২২ 
  4. @CricketEstonian (১৩ জুন ২০২২)। "Congratulations to those selected to represent Estonia against Finland this weekend 🏏🎉" (টুইট) – টুইটার-এর মাধ্যমে। 

বহিঃসংযোগ[সম্পাদনা]