২০২২ ফিনল্যান্ড ক্রিকেট দলের ডেনমার্ক সফর

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
২০২২ ফিনল্যান্ড পুরুষ ক্রিকেট দলের ডেনমার্ক সফর
  Flag of Denmark.svg Flag of Finland.svg
  ডেনমার্ক ফিনল্যান্ড
তারিখ ৭ মে ২০২২ – ৮ মে ২০২২
অধিনায়ক ফ্রেডেরিক ক্লকার নাথান কলিনস
টোয়েন্টি২০ আন্তর্জাতিক সিরিজ
ফলাফল ৩ ম্যাচের সিরিজে ডেনমার্ক ২–১ ব্যবধানে জয়ী হয়
সর্বাধিক রান হামিদ শাহ (১৫৬) নাথান কলিনস (৫৪)
সর্বাধিক উইকেট ওমর হায়াত (৬) আমজাদ শের (৪)

ফিনল্যান্ড পুরুষ ক্রিকেট দল ২০২২ সালের মে মাসে তিনটি টোয়েন্টি২০ আন্তর্জাতিক (টি২০আই) ম্যাচের একটি সিরিজ খেলার জন্য ডেনমার্ক সফর করে।[১] সিরিজটি পুরুষ টি২০আই নর্ডীয় কাপের ২০২২ সালের আসর হিসেবে গণ্য হয়।[২] টি২০আই সিরিজ শুরুর আগে ও সমাপ্তির পরে ডেনমার্ক ও ফিনল্যান্ডের এ দল নিজেদের মধ্যে দুটি ম্যাচ খেলে।[৩] টি২০আই সিরিজটি উভয় দলের জন্য ২০২২–২৩ আইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপ ইউরোপ বাছাইপর্বের উপআঞ্চলিক টুর্নামেন্টসমূহের প্রস্তুতি হিসেবে গণ্য হয়।[৪] সিরিজে ডেনমার্ক ২–১ ব্যবধানে জয়ী হয়।[৫]

দলীয় সদস্য[সম্পাদনা]

 ডেনমার্ক[৪]  ফিনল্যান্ড[৬]
  • নাথান কলিনস (অধি.)
  • বনরাজ সিং পাড়াল (সহ-অধি.)
  • অনিকেত পুস্তে
  • অরবিন্দ কুমার মোহন (উই.)
  • আতিফ রশিদ
  • আমজাদ শের
  • আরিব আব্দুল কাদির (উই.)
  • জোনাথান স্ক্যামানস (উই.)
  • পিটার গ্যালাগার
  • প্রবীণ কুমার
  • বেলায়েত খান
  • মহেশ তাম্বে
  • মাতিয়াস ব্রেজিয়ার
  • মোহাম্মদ আসাদুজ্জামান
  • রাজ মোহাম্মদ
  • স্বপন মেহতা
  • হরিহরণ দণ্ডপাণি

টি২০আই সিরিজ[সম্পাদনা]

১ম টি২০আই[সম্পাদনা]

৭ মে ২০২২
১১:০০
স্কোরকার্ড
ডেনমার্ক 
১৩৭/৮ (২০ ওভার)
 ফিনল্যান্ড
১৪২/৭ (১৯.৫ ক্রিকেট)
রিজওয়ান মাহমুদ ৪৫ (৩০)
আমজাদ শের ২/৩০ (৪ ওভার)
নাথান কলিনস ৩৬ (৪২)
ওমর হায়াত ৩/৩১ (৪ ওভার)
ফিনল্যান্ড ৩ উইকেটে জয়ী
স্‌ভেনহল্ম পার্ক, প্র্যনপি
আম্পায়ার: আতিফ জামাল (ডেনমার্ক) ও শ্রীনিধি রবীন্দ্র (ফিনল্যান্ড)
ম্যাচসেরা: রিজওয়ান মাহমুদ (ডেনমার্ক)
  • ফিনল্যান্ড টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
  • মোহাম্মদ আসাদুজ্জামান ও স্বপন মেহতা (ফিনল্যান্ড)-এর টি২০আই অভিষেক হয়।

২য় টি২০আই[সম্পাদনা]

৭ মে ২০২২
১৬:০০
স্কোরকার্ড
ডেনমার্ক 
১৭১/৫ (২০ ওভার)
 ফিনল্যান্ড
৩৩ (১৩ ওভার)
তরনজিৎ সিং ভরজ ৫৯ (৪৪)
আমজাদ শের ২/৩১ (৪ ওভার)
অনিকেত পুস্তে ১০ (১৪)
লাকি আলি ২/১ (২ ওভার)
ডেনমার্ক ১৩৮ রানে জয়ী
স্‌ভেনহল্ম পার্ক, প্র্যনপি
আম্পায়ার: আতিফ জামাল (ডেনমার্ক) ও শ্রীনিধি রবীন্দ্র (ফিনল্যান্ড)
ম্যাচসেরা: তরনজিৎ সিং ভরজ (ডেনমার্ক)
  • ফিনল্যান্ড টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।

৩য় টি২০আই[সম্পাদনা]

৮ মে ২০২২
১১:০০
স্কোরকার্ড
ডেনমার্ক 
১৬৪/৪ (২০ ওভার)
 ফিনল্যান্ড
১০৯/৮ (২০ ওভার)
হামিদ শাহ ৯৯ (৬৭)
অনিকেত পুস্তে ২/১৫ (৩ ওভার)
পিটার গ্যালাগার ৩৪* (২১)
আবদুল্লাহ মাহমুদ ৪/১২ (৪ ওভার)
ডেনমার্ক ৫৩ রানে জয়ী
স্‌ভেনহল্ম পার্ক, প্র্যনপি
আম্পায়ার: আন্দ্রেয়াস রাসমুসেন (ডেনমার্ক) ও শ্রীনিধি রবীন্দ্র (ফিনল্যান্ড)
ম্যাচসেরা: হামিদ শাহ (ডেনমার্ক)
  • ডেনমার্ক টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
  • সারান আসলাম (ডেনমার্ক), আতিফ রশিদ ও মাতিয়াস ব্রেজিয়ার (ফিনল্যান্ড)-এর টি২০আই অভিষেক হয়।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Tulossa kaikkien aikojen krikettikesä – laatuturnauksia joka kuukaudelle" [আসছে সর্বসময়ের ক্রিকেট গ্রীষ্ম – প্রতি মাসেই মানসম্পন্ন টুর্নামেন্ট]। ক্রিকেট ফিনল্যান্ড (ফিনীয় ভাষায়)। সংগ্রহের তারিখ ১২ এপ্রিল ২০২২ 
  2. "Nyhedsbrev April 2022" [নিউজলেটার এপ্রিল ২০২২]। ডেনীয় ক্রিকেট ফেডারেশন (ডেনীয় ভাষায়)। সংগ্রহের তারিখ ১৫ এপ্রিল ২০২২ 
  3. "Denmark Cricket announce schedule for men's team for 2022"জারস্পোর্টজ (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১ মে ২০২২ 
  4. "Landskampe mod Finland" [ফিনল্যান্ডের বিপক্ষে আন্তর্জাতিক ম্যাচ]। ডেনীয় ক্রিকেট ফেডারেশন (ডেনীয় ভাষায়)। সংগ্রহের তারিখ ১ মে ২০২২ 
  5. "Denmark come back to secure series win"ক্রিকেটইউরোপ (ইংরেজি ভাষায়)। ৮ মে ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ মে ২০২২ 
  6. "The Finnish Bears go hunting for T20 global ranking points this weekend in Copenhagen – all matches will be streamed live"ক্রিকেট ফিনল্যান্ড (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৫ মে ২০২২ 

বহিঃসংযোগ[সম্পাদনা]