২০২২ নারী টি২০আই আন্তঃদ্বৈপ সিরিজ
২০২২ নারী টি২০আই আন্তঃদ্বৈপ সিরিজ ছিল একটি আন্তর্জাতিক ক্রিকেট সিরিজ যেটি ২০২২ সালের জুন মাসে জার্সি ও গার্নসির অংশগ্রহণে জার্সিতে অনুষ্ঠিত হয়।[১] সিরিজটিতে দুটি টোয়েন্টি২০ আন্তর্জাতিক (টি২০আই) ম্যাচ খেলা হয়।[২] ম্যাচগুলো সেন্ট সেভিয়ারের গ্রেইনভিল ক্রিকেট মাঠে অনুষ্ঠিত হয়।[৩] এর আগে ২০১৯ সালে নারী আন্তঃদ্বৈপ সিরিজের সর্বশেষ আসর খেলা হয়েছিল, যেখানে একমাত্র ম্যাচে গার্নসি জয়ী হয়েছিল।[৪] ২০২২ সালের মে মাসে গার্নসিতে অনুষ্ঠিত পুরুষদের সিরিজটিতে জার্সি জয়লাভ করে।[৫]
সিরিজে জার্সি ২–০ ব্যবধানে জয়লাভ করে।[৬] সিরিজের পর উভয় দল একটি অনানুষ্ঠানিক ২০ ওভারের ম্যাচে অংশগ্রহণ করে।
দলীয় সদস্য[সম্পাদনা]
![]() |
![]() |
---|---|
টি২০আই সিরিজ[সম্পাদনা]
১ম টি২০আই[সম্পাদনা]
ব
|
||
রেবেকা হাবার্ড ৩৪* (৫২)
ফ্লোরি কপলি ২/১০ (৪ ওভার) |
লিলি গ্রেগ ২৯* (৩৭)
ক্লেয়ার জেনিংস ১/৭ (২ ওভার) |
- জার্সি টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
- অলিভিয়া মরগান, এমিলি মেরিয়ঁ, মলি রবিনসন, মারিআন ল্য রে, শার্লট মিলনার ও হানা অয়লেনকাম্প (গার্নসি)-এর টি২০আই অভিষেক হয়।
২য় টি২০আই[সম্পাদনা]
ব
|
||
লিলি গ্রেগ ২৩ (৩০)
এমিলি মেরিয়ঁ ২/১৩ (৪ ওভার) |
রেবেকা হাবার্ড ১৫ (২৩)
রোজ হিল ২/৯ (২ ওভার) |
- গার্নসি টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
তথ্যসূত্র[সম্পাদনা]
- ↑ "Jersey and Guernsey to compete in annual men's/women's Inter-Insular series in 2022"। জারস্পোর্টজ (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৩ জুন ২০২২।
- ↑ "Jersey Women primed for inter-island tri-series"। জার্সি ইভনিং পোস্ট (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৪ জুন ২০২২।
- ↑ "Jersey Women on the up"। জার্সি ইভনিং পোস্ট (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৯ মে ২০২২।
- ↑ @GsyPressSport (৩১ মে ২০১৯)। "The Guernsey Women's Cricket team have beaten their Jersey counterparts by seven wickets chasing 114 at the College Field in the first official T20 International Inter-Insular match. Philippa Stahelin scored an unbeaten 56 for the victors" (টুইট) – টুইটার-এর মাধ্যমে।
- ↑ "Jersey whitewash Guernsey in inter-island T20 series"। ব্রিটিশ সম্প্রচার কর্পোরেশন স্পোর্ট (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২১ মে ২০২২।
- ↑ "A home hat-trick"। জার্সি ইভনিং পোস্ট (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৭ জুন ২০২২।
- ↑ @cricketinjersey (২২ জুন ২০২২)। "🔴 WOMENS CRICKET 🔴" (টুইট) – টুইটার-এর মাধ্যমে।
- ↑ "Guernsey Women prepare for return of Inter Insular action"। গাওয়ার অর্থনৈতিক সেবা (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৪ জুন ২০২২।