২০২২ ভাল্লেত্তা কাপ
তারিখ | ১০ মে ২০২২ – ১৫ মে ২০২২ |
---|---|
তত্ত্বাবধায়ক | মাল্টা ক্রিকেট অ্যাসোসিয়েশন |
ক্রিকেটের ধরন | টোয়েন্টি২০ আন্তর্জাতিক |
প্রতিযোগিতার ধরন | রাউন্ড-রবিন ও ফাইনাল |
আয়োজক | ![]() |
বিজয়ী | ![]() |
রানার-আপ | ![]() |
অংশগ্রহণকারী দল | ৬টি |
খেলার সংখ্যা | ১৮টি |
প্রতিযোগিতার সেরা খেলোয়াড় | ![]() |
সর্বাধিক রান সংগ্রহকারী | ![]() |
সর্বাধিক উইকেটধারী | ![]() |
২০২২ ভাল্লেত্তা কাপ ছিল একটি টোয়েন্টি২০ আন্তর্জাতিক (টি২০আই) ক্রিকেট টুর্নামেন্ট যেটি ২০২২ সালের মে মাসে মাল্টায় অনুষ্ঠিত হয়।[১] টুর্নামেন্টের ম্যাচগুলো মার্সার মার্সা স্পোর্টস ক্লাব মাঠে খেলা হয়।[১] টুর্নামেন্টে স্বাগতিক মাল্টার সাথে অংশগ্রহণ করে চেক প্রজাতন্ত্র, জিব্রাল্টার, বুলগেরিয়া, রোমানিয়া ও হাঙ্গেরি।[২] পূর্ববর্তী আসর অর্থাৎ ২০২১ সালের আসরের ফাইনালে সুইজারল্যান্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল মাল্টা।[৩] বুলগেরিয়া ও জিব্রাল্টার ২০২১ সালের আসরে যথাক্রমে তৃতীয় ও চতুর্থ স্থান অর্জন করেছিল।[৩] চেক প্রজাতন্ত্র সর্বশেষ ২০১৯ সালের আসরে অংশগ্রহণ করেছিল,[৪] এবং হাঙ্গেরির এটিই ছিল সর্বপ্রথম ভাল্লেত্তা কাপে অংশগ্রহণ।
টুর্নামেন্টের ফাইনালে স্বাগতিক মাল্টাকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় রোমানিয়া।[৫] রোমানিয়ার তরনজিৎ সিং টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হন।[৬]
দলীয় সদস্য[সম্পাদনা]
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
---|---|---|---|---|---|
চেক প্রজাতন্ত্র দলে ক্রান্তি ভেংকটস্বামী ও নিরাজ ত্যাগীকে রিজার্ভ খেলোয়াড় হিসেবে রাখা হয়।[৭]
রাউন্ড-রবিন[সম্পাদনা]
পয়েন্ট তালিকা[সম্পাদনা]
অব | দল | খেলা | জ | হা | টাই | ফহ | পয়েন্ট | এনআরআর |
---|---|---|---|---|---|---|---|---|
১ | ![]() |
৫ | ৫ | ০ | ০ | ০ | ১০ | +১.০১৪ |
২ | ![]() |
৫ | ৩ | ২ | ০ | ০ | ৬ | +১.৪৯৮ |
৩ | ![]() |
৫ | ৩ | ২ | ০ | ০ | ৬ | +১.২৩৭ |
৪ | ![]() |
৫ | ৩ | ২ | ০ | ০ | ৬ | −০.২৫১ |
৫ | ![]() |
৫ | ১ | ৪ | ০ | ০ | ২ | −১.৪৩৯ |
৬ | ![]() |
৫ | ০ | ৫ | ০ | ০ | ০ | −২.১১৫ |
ফাইনালে উত্তীর্ণ
৩য় স্থান নির্ধারণীতে উত্তীর্ণ
৫ম স্থান নির্ধারণীতে উত্তীর্ণ
সূচি[সম্পাদনা]
ব
|
||
বালাজি অবিনাশ পাই ৪২ (৩৯)
অমর শর্মা ২/২৪ (৪ ওভার) |
বেসিল জর্জ ৩৬ (৩০)
জ্যাকারি সিম্পসন ২/৩২ (২.৫ ওভার) |
- মাল্টা টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
- জেইসন জেরোম (মাল্টা), জ্যাকারি সিম্পসন, মার্ক খাউস, ম্যাথিউ হোয়েলান ও সমর্থ বোধা (জিব্রাল্টার)-এর টি২০আই অভিষেক হয়।
ব
|
||
বেসিল জর্জ ৬০ (৩৬)
অশঙ্কা ভেলিগামাগে ৩/৪৫ (৪ ওভার) |
হর্ষবর্ধন মানধ্যান ৪১ (২৫)
ওয়াসিম আব্বাস ২/২৫ (৪ ওভার) |
- হাঙ্গেরি টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
- অভিষেক আহুজা, আকরামউল্লাহ মালিকজাদা, আলি ফরাসত ও ভবানীপ্রসাদ আডপক (হাঙ্গেরি)-এর টি২০আই অভিষেক হয়।
ব
|
||
কিরন ফেরারি ২৪ (২২)
সন্দীপ মোহনদাস ২/৩১ (৪ ওভার) |
হর্ষবর্ধন মানধ্যান ২৯ (২৭)
সমর্থ বোধা ৩/২৬ (৩.৪ ওভার) |
- হাঙ্গেরি টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
ব
|
||
তরনজিৎ সিং ৬৩ (৪৪)
অমর শর্মা ১/৩৩ (৪ ওভার) |
বেসিল জর্জ ৩৭ (২২)
ইজাজ হুসেইন ২/২৫ (৩ ওভার) |
- মাল্টা টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
- গৌরব মিশ্র ও সুখকরণ সাহি (রোমানিয়া)-এর টি২০আই অভিষেক হয়।
ব
|
||
সাবাউন দাভিজি ৯৮* (৬১)
কিরন ফেরারি ১/৯ (৩ ওভার) |
অ্যান্ড্রু রেয়েস ৪৪ (৪১)
সজীব ভূঁইয়া ২/২০ (৩ ওভার) |
- চেক প্রজাতন্ত্র টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
- ঋত্বিক তোমর, ডিলান স্টেইন, দিব্যেন্দ্র সিং, শুভ্রাংশু চৌধুরী ও সজীব ভূঁইয়া (চেক প্রজাতন্ত্র)-এর টি২০আই অভিষেক হয়।
ব
|
||
অভিষেক রাজ ৪২ (৩৫)
হ্রিস্তো লাকোভ ২/১৫ (৪ ওভার) |
সায়েম হোসেন ৫৪ (৪৩)
ভবানীপ্রসাদ আডপক ৩/২৯ (৪ ওভার) |
- বুলগেরিয়া টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
- সন্দীপ নায়ার, সায়েম হোসেন (বুলগেরিয়া) ও গাবোর তোরোক (হাঙ্গেরি)-এর টি২০আই অভিষেক হয়।
ব
|
||
বেসিল জর্জ ৫১ (৪১)
সত্যজিৎ সেনগুপ্ত ৩/৩৫ (৪ ওভার) |
অরুণ অশোকন ৩০ (১৭)
অমর শর্মা ৩/২৪ (৩ ওভার) |
- চেক প্রজাতন্ত্র টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
- ইমরান আমির (মাল্টা) ও শরণ রামকৃষ্ণন (চেক প্রজাতন্ত্র)-এর টি২০আই অভিষেক হয়।
ব
|
||
সাবাউন দাভিজি ১১৫* (৫৯)
হ্রিস্তো লাকোভ ২/৪৯ (৪ ওভার) |
হ্রিস্তো লাকোভ ৬১ (৫১)
নাভিদ আহমেদ ৩/২৯ (৪ ওভার) |
- চেক প্রজাতন্ত্র টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
- ডিলান স্টেইন (চেক প্রজাতন্ত্র) টি২০আই ক্রিকেটে নিজের প্রথম শতরানের ইনিংস খেলেন।
ব
|
||
বসু সাইনি ৪৭ (৩২)
হর্ষবর্ধন মানধ্যান ৩/৩০ (৪ ওভার) |
জাহির সাফি মোহাম্মদ ৭৮ (৪২)
ইজাজ হুসেইন ২/১৬ (৩ ওভার) |
- রোমানিয়া টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
ব
|
||
লুই ব্রুস ৯৯* (৬৩)
|
সায়েম হোসেন ৬৪ (৩১)
সমর্থ বোধা ২/১৮ (৩ ওভার) |
- জিব্রাল্টার টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
- ক্রিশ্চিয়ান রোক্কা (জিব্রাল্টার) ও কার্তিক পিল্লাই (বুলগেরিয়া)-এর টি২০আই অভিষেক হয়।
ব
|
||
তরনজিৎ সিং ১১০ (৬১)
নাভিদ আহমেদ ২/৩৪ (৪ ওভার) |
অরুণ অশোকন ৪৯ (৪০)
ইজাজ হুসেইন ৪/২৮ (৪ ওভার) |
- রোমানিয়া টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
- তরনজিৎ সিং (রোমানিয়া) টি২০আই ক্রিকেটে নিজের প্রথম শতরানের ইনিংস খেলেন।
ব
|
||
কেভিন দ্'সুজা ৪৩ (৩৩)
ইজাজ হুসেইন ২/২২ (৪ ওভার) |
রমেশ সতীশন ৮৬* (৪৩)
ডেলরিক ভারগিজ ১/৭ (০.৪ ওভার) |
- বুলগেরিয়া টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
- আনন্দ কার্তিকেয়ন (রোমানিয়া)-এর টি২০আই অভিষেক হয়।
ব
|
||
অভিষেক আহুজা ৬১ (৪৮)
স্মিত প্যাটেল ৪/৩৪ (৪ ওভার) |
সুদেশ বিক্রমসেকারা ৬৩ (৪১)
ভবানীপ্রসাদ আডপক ১/৩৮ (৩.১ ওভার) |
- হাঙ্গেরি টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
ব
|
||
বালাজি অবিনাশ পাই ৪৯ (৪০)
রমেশ সতীশন ৩/৩৭ (৩ ওভার) |
তরনজিৎ সিং ৮৪* (৩৫)
রিচার্ড কানিংহাম ১/২৮ (২.২ ওভার) |
- জিব্রাল্টার টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
ব
|
||
সায়েম হোসেন ১০৮* (৫৫)
ইমরান আমির ২/৪১ (৪ ওভার) |
আফতাব আলম খান ৭১* (৩৮)
হ্রিস্তো লাকোভ ২/৪৪ (৪ ওভার) |
- বুলগেরিয়া টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
- জিতেশ প্যাটেল ও দিব্যেশ কুমার (মাল্টা)-এর টি২০আই অভিষেক হয়।
- সায়েম হোসেন (বুলগেরিয়া) টি২০আই ক্রিকেটে নিজের প্রথম শতরানের ইনিংস খেলেন।
৫ম স্থান নির্ধারণী[সম্পাদনা]
ব
|
||
বালাজি অবিনাশ পাই ৫৩* (৪৪)
আসাদ আলি রহমতউল্লাহ ২/২৫ (৪ ওভার) |
ইশান অরবিন্দ দে সিলভা ৪১ (৩২)
কিরন ফেরারি ২/৩০ (৪ ওভার) |
- জিব্রাল্টার টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
৩য় স্থান নির্ধারণী[সম্পাদনা]
ব
|
||
ডিলান স্টেইন ৬৫ (৪১)
ভবানীপ্রসাদ আডপক ১/২৬ (৩ ওভার) |
অভিজিত আহুজা ৭৫ (৫২)
সজীব ভূঁইয়া ২/২৯ (৪ ওভার) |
- হাঙ্গেরি টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
ফাইনাল[সম্পাদনা]
ব
|
||
বসু সাইনি ৬০* (৪২)
ওয়াসিম আব্বাস ২/৩৭ (৪ ওভার) |
ইমরান আমির ২৮* (২৩)
তরনজিৎ সিং ৪/২০ (৪ ওভার) |
- রোমানিয়া টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
তথ্যসূত্র[সম্পাদনা]
- ↑ ক খ "Malta Cricket to host 6-Nation Men's Valetta Cup in May 2022"। জারস্পোর্টজ (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৪ মার্চ ২০২২।
- ↑ @Gibraltar_Crick (৬ এপ্রিল ২০২২)। "Our Mens National Team are returning to compete in the 2022 Valletta Cup" (টুইট) – টুইটার-এর মাধ্যমে।
- ↑ ক খ "Malta crowned 2021 Valletta Cup champions"। ইমার্জিং ক্রিকেট (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৩১ অক্টোবর ২০২১।
- ↑ @MaltaCricket (২০ অক্টোবর ২০১৯)। "Czech Republic crowned champions of the 2019 Valletta Cup" (টুইট) – টুইটার-এর মাধ্যমে।
- ↑ "Romania win Valletta Cup"। ক্রিকেটইউরোপ (ইংরেজি ভাষায়)। ১৫ মে ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৫ মে ২০২২।
- ↑ @EuropeanCricket (১৫ মে ২০২২)। "🏆CHAMPIONS!! After a slow start in the tournament, Romania came back stronger to win the Valletta Cup 2022." (টুইট) – টুইটার-এর মাধ্যমে।
- ↑ ক খ @CzechCricket (৭ এপ্রিল ২০২২)। "Announcing the Czech men's national team squad for the Valetta Cup, Malta May 10 - 15th" (টুইট) – টুইটার-এর মাধ্যমে।
- ↑ "Gibraltar Cricket announces squad for Valletta Cup"। জিব্রাল্টার ক্রনিকল (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২২ এপ্রিল ২০২২।