২০২২ আয়ারল্যান্ড নারী ক্রিকেট দলের নেদারল্যান্ডস সফর

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
২০২২ আয়ারল্যান্ড নারী ক্রিকেট দলের নেদারল্যান্ডস সফর
 
  নেদারল্যান্ডস আয়ারল্যান্ড
তারিখ ২২ আগস্ট ২০২২ – ২৬ আগস্ট ২০২২
অধিনায়ক বাবেট ডে লেডা লরা ডেলানি
একদিনের আন্তর্জাতিক সিরিজ
ফলাফল ৩ ম্যাচের সিরিজে আয়ারল্যান্ড ৩–০ ব্যবধানে জয়ী হয়
সর্বাধিক রান ফ্রেডেরিক ওফেরডাইক (৮৬) লিয়া পল (১৭৩)
সর্বাধিক উইকেট ইরিস স্‌ভিলিং (৪) কারা মারে (৮)

আয়ারল্যান্ড নারী ক্রিকেট দল ২০২২ সালের আগস্ট মাসে তিনটি একদিনের আন্তর্জাতিক (ওডিআই) ম্যাচ খেলার জন্য নেদারল্যান্ডস সফর করে।[১] সিরিজের ম্যাচগুলো আমস্টেলভেন ও ফোরবুর্খে খেলা হয়।[২] ২০১১ সালের পর ও আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) কর্তৃক ২০২২ সালের মে মাসে ওডিআই মর্যাদা লাভের পর নেদারল্যান্ডস এ সিরিজেই প্রথম ওডিআই ম্যাচ খেলে।[৩] সিরিজে আয়ারল্যান্ড ৩–০ ব্যবধানে জয়ী হয়।[৪]

দলীয় সদস্য[সম্পাদনা]

 নেদারল্যান্ডস[৫]  আয়ারল্যান্ড[৬]
  • বাবেট ডে লেডা (অধি.) (উই.)
  • আনেমেইন টমসন
  • আনেমেইন ভন ব্যউখা
  • ইউলিয়েট পোস্ট
  • ইয়োলিন ফন ফ্লিট (উই.)
  • ইরিস স্‌ভিলিং
  • ইসাবেল ফন ডের ভোনিং
  • এভা লিঞ্চ
  • ক্যারোলাইন ডে লাংঅ
  • গোয়েনডলিন ব্লুমেন
  • ফিবি মোলক্যবুর
  • ফ্রেডেরিক ওফেরডাইক
  • মিকি স্‌ভিলিং
  • রবিন ফন ওস্টেরোম
  • রোবিনা রাইকা
  • সিলভার সিখারস

ওডিআই সিরিজ[সম্পাদনা]

১ম ওডিআই[সম্পাদনা]

২২ আগস্ট ২০২২
১১:০০
স্কোরকার্ড
নেদারল্যান্ডস 
৮৪ (৩২.৫ ওভার)
 আয়ারল্যান্ড
৮৭/৫ (১৯.৩ ওভার)
ফ্রেডেরিক ওফেরডাইক ৩৮* (৬৫)
আরলিন কেলি ৩/৯ (৭ ওভার)
গ্যাবি লুইস ২৫ (৩২)
সিলভার সিখারস ২/১০ (৩ ওভার)
আয়ারল্যান্ড ৫ উইকেটে জয়ী
ফোলহার্ডিং রাপ আমস্টেলস ক্রিকেট মাঠ, আমস্টেলভেন
আম্পায়ার: আদ্রিয়ান ফন ডেন ড্রিস (নেদারল্যান্ডস) ও মার্টিন হ্যানকক (নেদারল্যান্ডস)
  • আয়ারল্যান্ড টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
  • আনেমেইন ভন ব্যউখা, ইউলিয়েট পোস্ট, ইয়োলিন ফন ফ্লিট, ইরিস স্‌ভিলিং, ইসাবেল ফন ডের ভোনিং, এভা লিঞ্চ, গোয়েনডলিন ব্লুমেন, ফ্রেডেরিক ওফেরডাইক, বাবেট ডে লেডা, রোবিনা রাইকা ও সিলভার সিখারস (নেদারল্যান্ডস)-এর ওডিআই অভিষেক হয়।

২য় ওডিআই[সম্পাদনা]

২৪ আগস্ট ২০২২
১১:০০
স্কোরকার্ড
আয়ারল্যান্ড 
৩৩৭/৮ (৫০ ওভার)
 নেদারল্যান্ডস
১২৭ (৩৩.২ ওভার)
লিয়া পল ১৩৭ (১৩৮)
ফ্রেডেরিক ওফেরডাইক ২/৫৭ (৯ ওভার)
আনেমেইন ভন ব্যউখা ২৬ (৫৮)
কারা মারে ৫/৩৯ (১০ ওভার)
আয়ারল্যান্ড ২১০ রানে জয়ী
ফোলহার্ডিং রাপ আমস্টেলস ক্রিকেট মাঠ, আমস্টেলভেন
আম্পায়ার: নিতিন বাতি (নেদারল্যান্ডস) ও মার্টিন হ্যানকক (নেদারল্যান্ডস)
  • নেদারল্যান্ডস টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
  • ক্যারোলাইন ডে লাংঅ (নেদারল্যান্ডস)-এর ওডিআই অভিষেক হয়।
  • লিয়া পললরা ডেলানি (আয়ারল্যান্ড) ওডিআই ক্রিকেটে নিজেদের প্রথম শতরানের ইনিংস খেলেন।
  • কারা মারে (আয়ারল্যান্ড) ওডিআই ক্রিকেটে নিজের প্রথম পাঁচ উইকেট লাভ করেন।

৩য় ওডিআই[সম্পাদনা]

২৬ আগস্ট ২০২২
১১:০০
স্কোরকার্ড
নেদারল্যান্ডস 
১৮৫ (৪৭.২ ওভার)
 আয়ারল্যান্ড
১৮৮/২ (৩৫.৩ ওভার)
বাবেট ডে লেডা ৭৬ (৯৮)
লরা ডেলানি ৩/২৬ (১০ ওভার)
গ্যাবি লুইস ৯২ (৯৮)
ফ্রেডেরিক ওফেরডাইক ১/২৪ (৫ ওভার)
আয়ারল্যান্ড ৮ উইকেটে জয়ী
ভেস্টফ্লিট ক্রীড়া উদ্যান, ফোরবুর্খ
আম্পায়ার: আদ্রিয়ান ফন ডেন ড্রিস (নেদারল্যান্ডস) ও মৌলিক প্রভুদেসাই (নেদারল্যান্ডস)
  • নেদারল্যান্ডস টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
  • রবিন ফন ওস্টেরোম (নেদারল্যান্ডস)-এর ওডিআই অভিষেক হয়।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Ireland make two enforced changes for cricket tour to Netherlands"দি আইরিশ টাইমস (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৯ আগস্ট ২০২২ 
  2. "Netherlands Women to play Women's ODI series with Ireland in August 2022"জারস্পোর্টজ (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৮ জুলাই ২০২২ 
  3. "ICC grants ODI Status to Netherlands, PNG, Scotland, Thailand and USA Women's Team"ফিমেল ক্রিকেট (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৫ মে ২০২২ 
  4. "Gaby Lewis scores 92 on her 100th appearance as Ireland complete Dutch clean sweep"দি আইরিশ টাইমস (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৬ আগস্ট ২০২২ 
  5. "Women's selection known for ODIs against Ireland"রাজকীয় ওলন্দাজ ক্রিকেট অ্যাসোসিয়েশন (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৯ আগস্ট ২০২২ 
  6. "Netherlands v Ireland: Little and McEvoy added to ODI squad"ব্রিটিশ সম্প্রচার কর্পোরেশন স্পোর্ট (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৯ আগস্ট ২০২২ 

বহিঃসংযোগ[সম্পাদনা]