২০২২ স্ট্যান নাগাইয়া ট্রফি

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
২০২২ স্ট্যান নাগাইয়া ট্রফি
  Flag of Singapore.svg Flag of Malaysia.svg
  সিঙ্গাপুর মালয়েশিয়া
তারিখ ২৮ জুন ২০২২ – ৩০ জুন ২০২২
অধিনায়ক আমজাদ মাহবুব আহমেদ ফাইজ
টোয়েন্টি২০ আন্তর্জাতিক সিরিজ
ফলাফল ৩ ম্যাচের সিরিজে মালয়েশিয়া ২–১ ব্যবধানে জয়ী হয়
সর্বাধিক রান জনক প্রকাশ (৯৯) মোহাম্মদ শাহাদাত (৭৬)
সৈয়দ আজিজ (৬)
সর্বাধিক উইকেট আর্যমান সুনীল (৪) আনোয়ার রহমান (৬)

২০২২ স্ট্যান নাগাইয়া ট্রফি ছিল একটি টোয়েন্টি২০ আন্তর্জাতিক (টি২০আই) ক্রিকেট সিরিজ যেটি ২০২২ সালের জুন মাসে সিঙ্গাপুরে অনুষ্ঠিত হয়।[১] ১৯৯৫ সালে মালয়েশিয়াসিঙ্গাপুরের অংশগ্রহণে বার্ষিক স্ট্যান নাগাইয়া ট্রফির প্রথম আসর অনুষ্ঠিত হয়।[২] এ আসরটি ছিল টি২০আই মর্যাদাপ্রাপ্ত প্রথম এবং ২০১৮ সালের পর প্রথমবার আয়োজিত আসর।[৩] সিরিজটি সিঙ্গাপুর দলের জন্য ২০২২ আইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপ বৈশ্বিক বাছাইপর্ব বি টুর্নামেন্টের প্রস্তুতি হিসেবে গণ্য হয়।[১] সিরিজে মালয়েশিয়া ২–১ ব্যবধানে জয়ী হয়।[৪][৫]

দলীয় সদস্য[সম্পাদনা]

 সিঙ্গাপুর[১]  মালয়েশিয়া[৬]
  • আহমেদ ফাইজ (অধি.)
  • বিরনদীপ সিং (সহ-অধি.) (উই.)
  • আইনুল হাফিজ (উই.)
  • আনোয়ার রহমান
  • খিজর হায়াত
  • জুবাইদি জুলকিফলি
  • নজরুল আবদুর রহমান
  • পবনদীপ সিং
  • বিজয় সুরেশ
  • মুহাম্মদ আমির আজিম
  • মুহাম্মদ ওয়াফিক
  • মোহাম্মদ শাহাদাত
  • শাজরুল ইজ্জত ইদ্রিস
  • শারভিন মুনিয়ান্দি
  • সৈয়দ আজিজ (উই.)

টি২০আই সিরিজ[সম্পাদনা]

১ম টি২০আই[সম্পাদনা]

২৮ জুন ২০২২
১৯:৩০ (রাত)
স্কোরকার্ড
মালয়েশিয়া 
১৩৭/৭ (২০ ওভার)
 সিঙ্গাপুর
১৩৮/৬ (১৯.৫ ওভার)
শারভিন মুনিয়ান্দি ৪০ (৩৬)
অনন্ত কৃষ্ণ ৩/১৮ (৪ ওভার)
আর্যমান সুনীল ৩৬* (২০)
পবনদীপ সিং ৩/১৩ (৪ ওভার)
সিঙ্গাপুর ৪ উইকেটে জয়ী
ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন মাঠ, কালং
আম্পায়ার: আনন্দ নটরাজন (সিঙ্গাপুর) ও হরদীপ জাদেজা (সিঙ্গাপুর)
ম্যাচসেরা: আর্যমান সুনীল (সিঙ্গাপুর)
  • সিঙ্গাপুর টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
  • অক্ষয় পুরি (সিঙ্গাপুর)-এর টি২০আই অভিষেক হয়।

২য় টি২০আই[সম্পাদনা]

২৯ জুন ২০২২
১৯:৩০ (রাত)
স্কোরকার্ড
মালয়েশিয়া 
১৭৭/৫ (২০ ওভার)
 সিঙ্গাপুর
১৫৪/৬ (২০ ওভার)
সৈয়দ আজিজ ৫৬ (৩৯)
জনক প্রকাশ ২/৩৮ (৪ ওভার)
জনক প্রকাশ ৫৬ (৩১)
আনোয়ার রহমান ২/১৬ (৪ ওভার)
মালয়েশিয়া ২৩ রানে জয়ী
ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন মাঠ, কালং
আম্পায়ার: রেশান্ত সেলভারত্নম (সিঙ্গাপুর) ও সতীশ বালাসুব্রামানিয়াম (সিঙ্গাপুর)
ম্যাচসেরা: মোহাম্মদ শাহাদাত (মালয়েশিয়া)
  • মালয়েশিয়া টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।

৩য় টি২০আই[সম্পাদনা]

৩০ জুন ২০২২
১৯:৩০ (রাত)
স্কোরকার্ড
সিঙ্গাপুর 
১২২/৭ (১৩ ওভার)
 মালয়েশিয়া
১২৫/৫ (১২.১ ওভার)
সুরেন্দ্রন চন্দ্রমোহন ৪৫ (২৬)
আনোয়ার রহমান ৩/১৫ (২ ওভার)
শারভিন মুনিয়ান্দি ২৬* (৯)
আর্যমান সুনীল ৩/৩৩ (৩ ওভার)
মালয়েশিয়া ৫ উইকেটে জয়ী
ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন মাঠ, কালং
আম্পায়ার: প্রমেশ পরব (সিঙ্গাপুর) ও সেন্থিল কুমার ত্যাগরাজন (সিঙ্গাপুর)
ম্যাচসেরা: শারভিন মুনিয়ান্দি (মালয়েশিয়া)
  • সিঙ্গাপুর টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
  • বৃষ্টির কারণে ম্যাচটি ইনিংসপ্রতি ১৩ ওভারে খেলা হয়।
  • অমন দেসাই (সিঙ্গাপুর)-এর টি২০আই অভিষেক হয়।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Singapore Cricket to host Malaysia Men's and Women's team for T20I series in June/July 2022"জারস্পোর্টজ (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৪ জুন ২০২২ 
  2. "Malaysia face Singapore for cricket supremacy"নিউ স্ট্রেইটস টাইমস (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৫ মার্চ ২০১৮ 
  3. "Stan Nagaiah Trophy back in Malaysia"নিউ স্ট্রেইটস টাইমস (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১ জুলাই ২০২২ 
  4. "Malaysia win Stan Nagaiah Trophy"ক্রিকেটইউরোপ (ইংরেজি ভাষায়)। ৩০ জুন ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩০ জুন ২০২২ 
  5. "3 गेंदों में लगातार 3 छक्के से बदला मैच का परिणाम, सीरीज का रोमांचक अंत"SportsKeeda (হিন্দি ভাষায়)। সংগ্রহের তারিখ ৩০ জুন ২০২২ 
  6. @MalaysiaCricket (২৭ জুন ২০২২)। "Our national squad is off to Singapore for the Bi- Lateral series" (টুইট) – টুইটার-এর মাধ্যমে। 

বহিঃসংযোগ[সম্পাদনা]