বিষয়বস্তুতে চলুন

২০২২ সুইজারল্যান্ড ক্রিকেট দলের লুক্সেমবুর্গ সফর

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
২০২৩ সুইজারল্যান্ড পুরুষ ক্রিকেট দলের লুক্সেমবুর্গ সফর
 
  লুক্সেমবুর্গ সুইজারল্যান্ড
তারিখ ১১ জুন ২০২২
অধিনায়ক ইয়োস্ত মেস ফাহিম নাজির
টোয়েন্টি২০ আন্তর্জাতিক সিরিজ
ফলাফল ২ ম্যাচের সিরিজ ১–১ ব্যবধানে ড্র
সর্বাধিক রান টিমোথি বার্কার (৪৯) ফাহিম নাজির (৭৫)
সর্বাধিক উইকেট উইলিয়াম কোপ (৪)
অমিত ধিংরা (৪)
অর্জুন বিনোদ (৬)

সুইজারল্যান্ড পুরুষ ক্রিকেট দল ২০২২ সালের জুন মাসে দুটি টোয়েন্টি২০ আন্তর্জাতিক (টি২০আই) ম্যাচ খেলার জন্য লুক্সেমবুর্গ সফর করে, যে ম্যাচগুলো ওয়ালফেরদঁজের পিয়ের ভের্নার ক্রিকেট মাঠে অনুষ্ঠিত হয়।[] টি২০আই সিরিজটির পর উভয় দল একটি প্রীতি ম্যাচেও অংশ নেয়।[][] সিরিজটি উভয় দলের জন্য ২০২২–২৩ আইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপ ইউরোপ বাছাইপর্বের উপআঞ্চলিক টুর্নামেন্টের প্রস্তুতি হিসেবে গণ্য হয়।[][] সিরিজটি ১–১ ব্যবধানে ড্র হয়।[]

দলীয় সদস্য

[সম্পাদনা]
 লুক্সেমবুর্গ[]   সুইজারল্যান্ড[]
  • ইয়োস্ত মেস (অধি.) (উই.)
  • অংকুশ নন্দ
  • অংশুমান ভাদৌরিয়া
  • অদ্বৈত মানেপাল্লি (উই.)
  • অনুপ ওরসু
  • অমিত ধিংরা
  • অমিত হালভবি (উই.)
  • আতিফ কামাল খান
  • উইলিয়াম কোপ (উই.)
  • গিরিশ ভেংকটেশ্বরন
  • জেমস বার্কার
  • টিমোথি বার্কার (উই.)
  • পঙ্কজ মালব
  • বিক্রম বিঝ
  • মোহিত দীক্ষিত
  • শিব করণ সিং গিল
  • ফাহিম নাজির (অধি.)
  • অনিশ কুমার
  • অর্জুন বিনোদ
  • অশ্বিন বিনোদ
  • আনসার মাহমুদ
  • আলি নাইয়ার
  • আসাদ মাহমুদ
  • আহমেদ হাসান (উই.)
  • ইদরিস উল হক (উই.)
  • এইডান অ্যান্ড্রুস
  • ওসামা মাহমুদ
  • জয় সিং
  • নিকোলাস হেন্ডারসন (উই.)
  • নুরখান আহমদি
  • রুয়ান ক্রুগার

টি২০আই সিরিজ

[সম্পাদনা]

১ম টি২০আই

[সম্পাদনা]
১১ জুন ২০২২
১০:০০
স্কোরকার্ড
লুক্সেমবুর্গ 
১৩৩/৭ (২০ ওভার)
  সুইজারল্যান্ড
১১৫/৭ (২০ ওভার)
টিমোথি বার্কার ৩২ (২৫)
অশ্বিন বিনোদ ৩/১৮ (৪ ওভার)
এইডান অ্যান্ড্রুস ৩০* (৩৩)
অমিত ধিংরা ২/২৬ (৪ ওভার)
লুক্সেমবুর্গ ১৮ রানে জয়ী
পিয়ের ভের্নার ক্রিকেট মাঠ, ওয়ালফেরদঁজ
আম্পায়ার: রিচার্ড ইমস (লুক্সেমবুর্গ) ও সুধা বিজয় কেশব কোল্লা (লুক্সেমবুর্গ)
  • লুক্সেমবুর্গ টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
  • অনুপ ওরসু, শিব করণ সিং গিল (লুক্সেমবুর্গ) ও ফাহিম নাজির (সুইজারল্যান্ড)-এর টি২০আই অভিষেক হয়।

২য় টি২০আই

[সম্পাদনা]
১১ জুন ২০২২
১৫:০০
স্কোরকার্ড
সুইজারল্যান্ড  
১৫৮/৯ (২০ ওভার)
 লুক্সেমবুর্গ
৮০ (১৫.১ ওভার)
ফাহিম নাজির ৬৫ (৪৫)
উইলিয়াম কোপ ৩/৩৯ (৪ ওভার)
টিমোথি বার্কার ১৭ (১৪)
অর্জুন বিনোদ ৩/১৭ (৪ ওভার)
সুইজারল্যান্ড ৭৮ রানে জয়ী
পিয়ের ভের্নার ক্রিকেট মাঠ, ওয়ালফেরদঁজ
আম্পায়ার: সুধা বিজয় কেশব কোল্লা (লুক্সেমবুর্গ) ও স্টিভ ট্রিপ (বেলজিয়াম)
  • লুক্সেমবুর্গ টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "Luxembourg men's national team prepares for World Cup qualifiers"রেডিও টেলিভিশন লুক্সেমবুর্গ (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১ জুন ২০২২ 
  2. "Luxembourg Men's Cricket Team to Host 2 International Games, 1 Friendly Match"দ্য লুক্সেমবুর্গ ক্রনিকল (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১ জুন ২০২২ 
  3. "Luxembourg will host Switzerland in 2 international matches on 11th June 2022 at Pierre Werner Cricket Ground in Walferdange"লুক্সেমবুর্গ ক্রিকেট ফেডারেশন (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৫ জুন ২০২২ – ফেসবুক-এর মাধ্যমে। 
  4. "Luxembourg men's schedule announced for June/July 2022"জারস্পোর্টজ (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১০ জুন ২০২২ 
  5. "National Team Core Squad Announced for 2022"ক্রিকেট সুইজারল্যান্ড (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২ এপ্রিল ২০২২ 
  6. "Luxembourg and Switzerland split T20Is"ক্রিকেটইউরোপ (ইংরেজি ভাষায়)। ১১ জুন ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ জুন ২০২২ 
  7. "Squad Announcement!"লুক্সেমবুর্গ ক্রিকেট ফেডারেশন (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৮ জুন ২০২২ – ফেসবুক-এর মাধ্যমে। 
  8. "The squad and schedule for the Swiss National Team for Luxembourg has been announced"ক্রিকেট সুইজারল্যান্ড (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৯ জুন ২০২২ – ফেসবুক-এর মাধ্যমে। 

বহিঃসংযোগ

[সম্পাদনা]