২০২২ জার্মানি ত্রিদেশীয় সিরিজ
২০২২ জার্মানি ত্রিদেশীয় সিরিজ | |||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
তারিখ | ৯ জুন ২০২২ – ১২ জুন ২০২২ | ||||||||||||||||||||||||||||
অবস্থান | জার্মানি | ||||||||||||||||||||||||||||
ফলাফল | ![]() | ||||||||||||||||||||||||||||
| |||||||||||||||||||||||||||||
২০২২ জার্মানি ত্রিদেশীয় সিরিজ একটি টোয়েন্টি২০ আন্তর্জাতিক (টি২০আই) ক্রিকেট টুর্নামেন্ট যেটি ২০২২ সালের জুন মাসে জার্মানিতে অনুষ্ঠিত হয়।[১] টুর্নামেন্টে স্বাগতিক জার্মানির সঙ্গে অংশগ্রহণ করে অস্ট্রিয়া ও সুইডেন।[১] টুর্নামেন্টের সব ম্যাচ ক্রেফেল্ট শহরের বায়ার উয়ারডিংগ্ন ক্রিকেট মাঠে অনুষ্ঠিত হয়।[১]
টুর্নামেন্টের ফাইনালে অস্ট্রিয়াকে হারিয়ে বিজয়ী হয় জার্মানি।[২]
দলীয় সদস্য[সম্পাদনা]
![]() |
![]() |
![]() |
---|---|---|
|
সুইডেন দলে অঙ্কিত দুবে, ইমল সুভাক ও সৈয়দ ওয়াকাস হায়দারকে রিজার্ভ খেলোয়াড় হিসেবে রাখা হয়।[৪]
রাউন্ড-রবিন[সম্পাদনা]
পয়েন্ট তালিকা[সম্পাদনা]
অব | দল | খেলা | জ | হা | টাই | ফহ | পয়েন্ট | এনআরআর |
---|---|---|---|---|---|---|---|---|
১ | ![]() |
৪ | ৩ | ১ | ০ | ০ | ৬ | +০.৭৮১ |
২ | ![]() |
৪ | ৩ | ১ | ০ | ০ | ৬ | −০.১৫২ |
৩ | ![]() |
৪ | ০ | ৪ | ০ | ০ | ০ | −০.৬২৬ |
উৎস: ইএসপিএনক্রিকইনফো
ফাইনালে উত্তীর্ণ
সূচি[সম্পাদনা]
ব
|
||
ডিলান ব্লিগনট ৪৩ (৩২)
জাভেদ জাদরান ৩/২৮ (৩ ওভার) |
ইকবাল হোসেন ৩৩ (১৯)
ওয়াল্টার বের ৩/১২ (৪ ওভার) |
- অস্ট্রিয়া টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
- বৃষ্টির কারণে ম্যাচটি ইনিংসপ্রতি ১৯ ওভারে খেলা হয়।
- আবদুল সামাদ, ওয়াল্টার বের ও শচীন গঙ্গারেড্ডি (জার্মানি)-এর টি২০আই অভিষেক হয়।
ব
|
||
উমর নওয়াজ ৫৬ (৪৯)
ভেংকটরমণ গণেশন ৩/১১ (৪ ওভার) |
শচীন গঙ্গারেড্ডি ২৯ (৩৪)
হামিদ মাহমুদ ৩/১০ (৩ ওভার) |
- জার্মানি টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
- আজম খলিল, উমর নওয়াজ, জাকির তাকাউই, তাসাদুক হোসেন, সামিউল্লাহ খলিল ও হামিদ মাহমুদ (সুইডেন)-এর টি২০আই অভিষেক হয়।
ব
|
||
রাজমাল শিগিওয়াল ৩৯ (৩৫)
ডিলান ব্লিগনট ২/২২ (৪ ওভার) |
তালহা খান ৩১ (৩৪)
আকিব ইকবাল ৩/১৮ (৪ ওভার) |
- অস্ট্রিয়া টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
ব
|
||
সাহিল মুমিন ৪৩ (৪৩)
লিয়াম কার্লসন ৩/২৫ (৪ ওভার) |
উমর নওয়াজ ২২ (১৮)
আবদুল্লাহ আকবরজান ৩/১৬ (৩.২ ওভার) |
- সুইডেন টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
- আরমান রন্ধাওয়া (অস্ট্রিয়া) ও ইসমাইল জিয়া (সুইডেন)-এর টি২০আই অভিষেক হয়।
ব
|
||
ইকবাল হোসেন ৫৭ (৪৫)
লিয়াম কার্লসন ১/৭ (২ ওভার) |
ওয়াইনান্ড বোসহফ ৪০ (৩৬)
ইকবাল হোসেন ৩/২২ (৪ ওভার) |
- সুইডেন টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
- ফাসিহ চৌধুরী (সুইডেন)-এর টি২০আই অভিষেক হয়।
ব
|
||
তালহা খান ৫৮ (৪৫)
জাকির তাকাউই ৫/২৫ (৪ ওভার) |
হামিদ মাহমুদ ৪১ (৪১)
গোলাম আহমদি ৩/২১ (৪ ওভার) |
- জার্মানি টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
- বশীকরণ অরিথরন (জার্মানি)-এর টি২০আই অভিষেক হয়।
- জাকির তাকাউই (সুইডেন) টি২০আই ক্রিকেটে নিজের প্রথম পাঁচ উইকেট লাভ করেন।
ফাইনাল[সম্পাদনা]
ব
|
||
আকিব ইকবাল ৪২* (৩০)
ওয়াল্টার বের ৩/১৭ (৪ ওভার) |
শচীন গঙ্গারেড্ডি ৩৪ (৩২)
অমিত নাথওয়ানি ৩/২১ (৪ ওভার) |
- অস্ট্রিয়া টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
তথ্যসূত্র[সম্পাদনা]
- ↑ ক খ গ "Cricket Germany to host Men's T20I Tri-series in June 2022"। জারস্পোর্টজ (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১ জুন ২০২২।
- ↑ "Germany beat Austria in tri-series final"। ক্রিকেটইউরোপ (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১২ জুন ২০২২।
- ↑ @Cricket_Germany (৩১ মে ২০২২)। "Here's our team for next week's Tri-Series v Austria & Sweden" (টুইট) – টুইটার-এর মাধ্যমে।
- ↑ ক খ "Herrlandslagets spelartrupp för i sommar" [এ গ্রীষ্মের জন্য জাতীয় পুরুষ দলের খেলোয়াড় তালিকা]। সুইডীয় ক্রিকেট ফেডারেশন (সুইডীয় ভাষায়)। সংগ্রহের তারিখ ৬ জুন ২০২২ – ফেসবুক-এর মাধ্যমে।