২০২২ হাঙ্গেরি ক্রিকেট দলের অস্ট্রিয়া সফর

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
২০২২ হাঙ্গেরি পুরুষ ক্রিকেট দলের অস্ট্রিয়া সফর
 
  অস্ট্রিয়া হাঙ্গেরি
তারিখ ৪ জুন ২০২২ – ৫ জুন ২০২২
অধিনায়ক রাজমাল শিগিওয়াল খাইবার দেলদার
টোয়েন্টি২০ আন্তর্জাতিক সিরিজ
ফলাফল ৩ ম্যাচের সিরিজ ১–১ ব্যবধানে ড্র হয়
সর্বাধিক রান রাজমাল শিগিওয়াল (১৩৭) জিশান খান কুকিখেল (১৬২)
সর্বাধিক উইকেট সাহিল মুমিন (৮) সন্দীপ মোহনদাস (৩)
আলি ইয়ালমাজ (৩)

হাঙ্গেরি পুরুষ ক্রিকেট দল ২০২২ সালের জুন মাসে তিনটি টোয়েন্টি২০ আন্তর্জাতিক (টি২০আই) ম্যাচ খেলার জন্য অস্ট্রিয়া সফর করে।[১] সিরিজের ম্যাচগুলো নিম্ন অস্ট্রিয়ার জিবার্ন এলাকার জিবার্ন ক্রিকেট মাঠে অনুষ্ঠিত হয়।[২] সিরিজটি উভয় দলের জন্য ২০২২–২৩ আইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপ ইউরোপ বাছাইপর্বের উপআঞ্চলিক টুর্নামেন্টসমূহের প্রস্তুতি হিসেবে গণ্য হয়।[২] সিরিজটি ১–১ ব্যবধানে ড্র হয়।[৩]

দলীয় সদস্য[সম্পাদনা]

 অস্ট্রিয়া  হাঙ্গেরি
  • রাজমাল শিগিওয়াল (অধি.)
  • অমিত নাথওয়ানি
  • আবদুল্লাহ আকবরজান
  • আর্সলান আরিফ (উই.)
  • আহসান ইউসুফ
  • ইকবাল হোসেন
  • ইতিবারশাহ দিদার
  • উমাইর তারিক
  • জাভেদ জাদরান
  • মার্ক সিম্পসন-পার্কার (উই.)
  • মির্জা আহসান
  • মেহের চিমা (উই.)
  • সাহিল মুমিন
  • সাহেল জাদরান
  • খাইবার দেলদার (অধি.)
  • অভিষেক আহুজা (উই.)
  • আকরামউল্লাহ মালিকজাদা
  • আলি ইয়ালমাজ
  • আলি ফরাসত
  • কালুম অকুরুগোডা
  • জিশান খান কুকিখেল
  • ভবানীপ্রসাদ আডপক
  • মার্ক দে ফোঁতেন
  • সত্যদীপ অশ্বত্থনারায়ণ (উই.)
  • সন্দীপ মোহনদাস
  • হর্ষবর্ধন মানধ্যান

টি২০আই সিরিজ[সম্পাদনা]

১ম টি২০আই[সম্পাদনা]

৪ জুন ২০২২
১১:৩০
স্কোরকার্ড
অস্ট্রিয়া 
২০১/৫ (২০ ওভার)
 হাঙ্গেরি
৯৬ (১৭.৩ ওভার)
মির্জা আহসান ৪৯ (১৯)
মার্ক দে ফোঁতেন ১/১৭ (২ ওভার)
অভিষেক আহুজা ২৩ (২১)
সাহিল মুমিন ৪/১৯ (৩.৩ ওভার)
অস্ট্রিয়া ১০৫ রানে জয়ী
জিবার্ন ক্রিকেট মাঠ, জিবার্ন
আম্পায়ার: অরবিন্দন গণেশন (অস্ট্রিয়া) ও শুভ নবজোত আনন্দ (হাঙ্গেরি)
ম্যাচ সেরা খেলোয়াড়: মির্জা আহসান (অস্ট্রিয়া)
  • অস্ট্রিয়া টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
  • আহসান ইউসুফ, মেহের চিমা (অস্ট্রিয়া) ও কালুম অকুরুগোডা (হাঙ্গেরি)-এর টি২০আই অভিষেক হয়।

২য় টি২০আই[সম্পাদনা]

৪ জুন ২০২২
১৫:৩০
স্কোরকার্ড
হাঙ্গেরি 
৮৯ (১৬ ওভার)
সত্যদীপ অশ্বত্থনারায়ণ ১৫ (১৯)
সাহিল মুমিন ৪/২২ (৪ ওভার)
ফলাফল হয়নি
জিবার্ন ক্রিকেট মাঠ, জিবার্ন
আম্পায়ার: অরবিন্দন গণেশন (অস্ট্রিয়া) ও গুরসেবক সিং (অস্ট্রিয়া)
  • অস্ট্রিয়া টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
  • বৃষ্টির কারণে আর খেলা সম্ভব হয়নি।
  • ইতিবারশাহ দিদার (অস্ট্রিয়া)-এর টি২০আই অভিষেক হয়।

৩য় টি২০আই[সম্পাদনা]

৫ জুন ২০২২
১১:০০
স্কোরকার্ড
অস্ট্রিয়া 
১৯৬/৬ (২০ ওভার)
 হাঙ্গেরি
১৯৭/৬ (১৯ ওভার)
রাজমাল শিগিওয়াল ৯৫* (৪৭)
সন্দীপ মোহনদাস ৩/২৬ (৪ ওভার)
জিশান খান কুকিখেল ১৩৭ (৪৯)
আবদুল্লাহ আকবরজান ১/১৯ (৩ ওভার)
হাঙ্গেরি ৪ উইকেটে জয়ী
জিবার্ন ক্রিকেট মাঠ, জিবার্ন
আম্পায়ার: অরবিন্দন গণেশন (অস্ট্রিয়া) ও শুভ নবজোত আনন্দ (হাঙ্গেরি)
ম্যাচ সেরা খেলোয়াড়: জিশান খান কুকিখেল (হাঙ্গেরি)
  • অস্ট্রিয়া টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
  • জিশান খান কুকিখেল প্রথম হাঙ্গেরীয় ক্রিকেটার হিসেবে পুরুষ টি২০আই ক্রিকেটে শতরানের ইনিংস খেলেন।[৪]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Hungary tour of Austria 2022 Schedule is announced"স্পোর্টসআনফোল্ড (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৩০ মে ২০২২ 
  2. "Austria Cricket host Hungary Men's team for T20I series in June 2022"জারস্পোর্টজ (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৯ মে ২০২২ 
  3. "Austria-Hungary series shared after Zeeshan Kukikhel record innings"ক্রিকেটইউরোপ (ইংরেজি ভাষায়)। ৫ জুন ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৫ জুন ২০২২ 
  4. "Hungary batter Zeeshan Kukikhel creates T20I world record with unbelievable 137-run knock in run chase"স্পোর্টস তক (ইংরেজি ভাষায়)। ৯ জুন ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৫ জুন ২০২২ 

বহিঃসংযোগ[সম্পাদনা]