২০২২ ওমানে বাহরাইন পুরুষ ক্রিকেট দল বনাম কুয়েত
২০২২ ওমানে বাহরাইন পুরুষ ক্রিকেট দল বনাম কুয়েত | |||||
বাহরাইন | কুয়েত | ||||
তারিখ | ১১ আগস্ট ২০২২ – ১৭ আগস্ট ২০২২ | ||||
অধিনায়ক | সরফরাজ আলি | মোহাম্মদ আসলাম | |||
টোয়েন্টি২০ আন্তর্জাতিক সিরিজ | |||||
ফলাফল | ৫ ম্যাচের সিরিজে কুয়েত ৪–১ ব্যবধানে জয়ী হয় | ||||
সর্বাধিক রান | হায়দার আলি বাট (১৬৬) | রবিজা সন্ডরুওয়ান (১৬৭) | |||
সর্বাধিক উইকেট | সত্য বীরপতিরণ (৯) | আদনান ইদরিস (৫) সায়েদ মনিব (৫) | |||
সিরিজ সেরা | রবিজা সন্ডরুওয়ান (কুয়েত) |
কুয়েত পুরুষ ক্রিকেট দল ২০২২ সালের আগস্ট মাসে বাহরাইনের বিরুদ্ধে পাঁচটি টোয়েন্টি২০ আন্তর্জাতিক (টি২০আই) ম্যাচ খেলার জন্য ওমান সফর করে।[১] সিরিজের ম্যাচগুলো কুয়েতের জন্য ২০২২ এশিয়া কাপ বাছাইপর্ব টুর্নামেন্টের প্রস্তুতি হিসেবে গণ্য হয়।[২] সিরিজে কুয়েত ৪–১ ব্যবধানে জয়ী হয়।[৩]
দলীয় সদস্য[সম্পাদনা]
![]() |
![]() |
---|---|
টি২০আই সিরিজ[সম্পাদনা]
১ম টি২০আই[সম্পাদনা]
ব
|
||
রবিজা সন্ডরুওয়ান ৪৭ (৩৬)
ইমরান জাভেদ আনোয়ার ৩/২৩ (৩ ওভার) |
হায়দার আলি বাট ৪৮* (৩৬)
আদনান ইদরিস ৩/৪৫ (৪ ওভার) |
- বাহরাইন টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
- জনক চতুরঙ্গ, নবীন তৈলপ্পন, শচীন কুমার (বাহরাইন), মোহাম্মদ শফিক ও হারুন শহিদ (কুয়েত)-এর টি২০আই অভিষেক হয়।
২য় টি২০আই[সম্পাদনা]
ব
|
||
রবিজা সন্ডরুওয়ান ৫১ (৩৩)
সরফরাজ আলি ৩/১২ (২ ওভার) |
উমর ইমতিয়াজ ৭২ (৩৮)
মোহাম্মদ শফিক ৩/২৮ (৪ ওভার) |
- বাহরাইন টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
৩য় টি২০আই[সম্পাদনা]
ব
|
||
ডেভিড ম্যাথায়াস ৬১ (৪৭)
সায়েদ মনিব ২/২৭ (৪ ওভার) |
উসমান প্যাটেল ৭৫* (৪৭)
ওয়াসিক আহমেদ ২/২২ (৪ ওভার) |
- কুয়েত টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
- ইমরান খান (বাহরাইন) ও ইয়াসিন প্যাটেল (কুয়েত)-এর টি২০আই অভিষেক হয়।
৪র্থ টি২০আই[সম্পাদনা]
ব
|
||
ডেভিড ম্যাথায়াস ৩০ (২২)
সায়েদ মনিব ২/৪৩ (৪ ওভার) |
মিত ভাবসার ৫১ (৩৪)
সত্য বীরপতিরণ ২/৩২ (৩.৩ ওভার) |
- কুয়েত টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
৫ম টি২০আই[সম্পাদনা]
ব
|
||
মিত ভাবসার ৭১ (৪৮)
সত্য বীরপতিরণ ২/৪৯ (৪ ওভার) |
জুনায়েদ আজিজ ২২ (৩৫)
ইয়াসিন প্যাটেল ৩/১৩ (৪ ওভার) |
- বাহরাইন টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
- শাহরুখ কুদ্দুস (কুয়েত)-এর টি২০আই অভিষেক হয়।
- শাহরুখ কুদ্দুস প্রথম কুয়েতি ক্রিকেটার হিসেবে পুরুষ টি২০আই ক্রিকেটে হ্যাটট্রিক লাভ করেন।[৬]
তথ্যসূত্র[সম্পাদনা]
- ↑ "Get set for some excitement coming your way courtesy the Bahrain Men's Team as they head to Oman on the 10th of August for a bilateral series with the Kuwait National Men's Team at the Al Amerat Cricket Stadium, Oman"। বাহরাইন ক্রিকেট ফেডারেশন (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৮ আগস্ট ২০২২ – ফেসবুক-এর মাধ্যমে।
- ↑ "#Announcement"। কুয়েত ক্রিকেট (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৬ আগস্ট ২০২২ – ফেসবুক-এর মাধ্যমে।
- ↑ "Kuwait cruise to 102-run win"। গাল্ফ ডেইলি নিউজ (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৮ আগস্ট ২০২২।
- ↑ "Kuwait begin Asia Cup 2022 qualifiers preparations against Bahrain - watch live in India"। স্পোর্টসআড্ডা (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৯ আগস্ট ২০২২।
- ↑ "Kuwait & Bahrain Men's team to play T20I series in Oman before Asia Cup qualifiers"। জারস্পোর্টস (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৬ আগস্ট ২০২২।
- ↑ "Kuwait Wins T20I Bilateral Series 2022 Vs Bahrain"। কুয়েত ক্রিকেট (ইংরেজি ভাষায়)। ১৯ আগস্ট ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৮ আগস্ট ২০২২।