বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের বধ্যভূমির তালিকা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় পাক হানাদার বাহিনী ও তাদের দোসর রাজাকার, আল-বদর, আল-শামস্‌ সাধারণ নাগরিক, মুক্তিযোদ্ধা, বুদ্ধিজীবী, সরকারি - বেসরকারি চাকুরীজীবী ও সশস্ত্র বাহিনীর সদস্যদের ধরে নিয়ে হত্যার জন্য কিছু নির্দিষ্ট স্থানকে ব্যবহার করতো যেগুলো পরবর্তীতে বধ্যভূমি হিসেবে পরিচিতি লাভ করে।

বধ্যভূমির সংখ্যা[সম্পাদনা]

বিভিন্ন সময়ে দেশের ৩৫টি স্থানকে বধ্যভূমি হিসেবে চিহ্নিত করে সেগুলো সংরক্ষণ করা হচ্ছে। উল্লেখ্য, বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় মোট কতগুলি স্থান বধ্যভূমি হিসেবে ব্যবহার করা হয়েছে সেই সংক্রান্ত কোনো তালিকা পাওয়া যায় না; তবে ওয়ার ক্রাইমস ফ্যাক্টস ফাইন্ডিং কমিটি এদেশে প্রায় ৯৪২টি বধ্যভূমি শনাক্ত করেছে। এরমধ্যে চট্টগ্রামে ১১৬টি স্থানকে বাংলাদেশের মুক্তিযুদ্ধের বধ্যভূমি হিসেবে শনাক্ত করা হয়েছে।[১]

আবার, বাংলাদেশ সরকারে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় মহান স্বাধীনতাযুদ্ধকালে পাকিস্তান বাহিনী কর্তৃক ব্যবহৃত "বধ্যভূমিসমূহ সংরক্ষণ ও স্মৃতিস্তম্ভ নির্মাণ" নামের একটি উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) তৈরি করেছে যাতে প্রথমে দেশের ১৭৬টি বধ্যভূমি সংরক্ষণের উদ্যোগ নেওয়া হলেও পরে প্রয়োজনীয় তথ্যের অভাবে ১২৯টি বধ্যভূমি সংরক্ষণ এবং সেখানে স্মৃতিস্তম্ভ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। এগুলো হলোঃ ঢাকা জেলায় আটটি, রাজবাড়ী জেলায় তিনটি, ফরিদপুরে চারটি, নরসিংদীতে চারটি, মুন্সিগঞ্জে পাঁচটি, টাঙ্গাইলে দুটি, শেরপুরে দুটি, কিশোরগঞ্জে এগারোটি, ময়মনসিংহে নয়টি, মানিকগঞ্জে একটি, শরিয়তপুরে একটি, গাজীপুরে একটি, জয়পুরহাটে পাঁচটি, নওগাঁয় সাতটি, রাজশাহীতে তিনটি, নাটোরে ছয়টি, পাবনায় একটি, বগুড়ায় চারটি, রংপুরে দুটি, লালমনিরহাটে একটি, গাইবান্ধায় নয়টি, পঞ্চগড়ে চারটি, ঠাকুরগাঁওয়ে চারটি, নীলফামারীতে ছয়টি, দিনাজপুরে একটি, চট্টগ্রামে এগারোটি, সুনামগঞ্জে দুটি, হবিগঞ্জে একটি, যশোরে তিনটি, ঝিনাইদহে দুটি, খুলনায় দুটি, পিরোজপুরে দুটি, চুয়াডাঙ্গাতে একটি, বাগেরহাটে একটি, ভোলায় একটি,কুমিল্লায় একটি করে বধ্যভূমি রয়েছে।[২]

তালিকা[সম্পাদনা]

ঢাকা অঞ্চলের বধ্যভূমিসমূহ[সম্পাদনা]

  1. রায়েরবাজার বধ্যভূমি: রায়েরবাজার (মোহাম্মদপুর), ঢাকা
  2. মিরপুর বধ্যভূমি: শহীদ বুদ্ধিজীবী গোরস্থান, মিরপুর ১, ঢাকা
  3. নুরী মসজিদ পার্শ্বস্থ বধ্যভূমি: মিরপুর, ঢাকা[৩]
  4. জল্লাদখানা বধ্যভুমি: পাম্প হাউস, মিরপুর, ঢাকা
  5. রমনা কালীবাড়ী বধ্যভূমি, রমনা,ঢাকা
  6. হরিরামপুর বধ্যভুমি: হরিরামপুর, ঢাকা
  7. রাইনখোলা বধ্যভুমি: ঢাকা
  8. বাঙলা কলেজ বধ্যভূমি: মিরপুর ১, ঢাকা
  9. শিয়াল বাড়ি বধ্যভুমি: ঢাকা
  10. মুসলিম বাজার বধ্যভূমি: ঢাকা

চট্টগ্রাম অঞ্চলের বধ্যভূমিসমূহ[সম্পাদনা]

  1. দক্ষিণ বাকলিয়া মোজাহের উলুম মাদ্রাসা বধ্যভূমি: বাকলিয়া, চট্টগ্রাম
  2. চাক্তাই খালপাড় বধ্যভূমি: বাকলিয়া, চট্টগ্রাম
  3. শুলকবহর হামদু মিয়া সড়কের দক্ষিণ পশ্চিম কর্নার বধ্যভূমি: শুলকবহর, পাঁচলাইশ, চট্টগ্রাম
  4. চামড়ার গুদাম চাক্তাই খাল পাড় বধ্যভূমি: সুজা কাঠগড়, বাকলিয়া, চট্টগ্রাম
  5. লালখান বাজার গাছের নীচ বধ্যভূমি: লালখান বাজার
  6. তুলশী ধাম সেবায়েত মন্দির বধ্যভূমি: আন্দরকিল্লা, চট্টগ্রাম
  7. হাইওয়ে প্লাজা ভবন বধ্যভূমি: ইষ্পাহানী মোড়, লালখান বাজার, চট্টগ্রাম
  8. জেনারেল হাসপাতালের লাশ মর্গের বধ্যভূমি: জেনারেল হাসপাতাল, আন্দরকিল্লা, চট্টগ্রাম
  9. বাটালী পাহাড়ের রেলওয়ে বাংলো বধ্যভূমি: লালখান বাজার, চট্টগ্রাম
  10. পাঁচলাইশ সড়কে আল বদর বাহিনী ক্যাম্প বধ্যভূমি: পাঁচলাইশ, চট্টগ্রাম
  11. লালখান পাহাড় বধ্যভূমি: লালখান বাজার, চট্টগ্রাম
  12. চট্টগ্রাম জেনারেল পোষ্ট অফিস বধ্যভূমি: আন্দরকিল্লা, চট্টগ্রাম
  13. সার্সন রোডে পাহাড়ের উপরে বাংলো বধ্যভূমি: জয়পাহাড়, চট্টগ্রাম
  14. সি.আর.বি নির্যাতন কেন্দ্র বধ্যভূমি: রেলওয়ে এলাকা, লালখান বাজার, চট্টগ্রাম
  15. হোটেল টাওয়ার বধ্যভূমি: , জামালখান, রহমতগঞ্জ, চট্টগ্রাম
  16. চন্দনপুরা রাজাকার ক্যাম্প বধ্যভূমি: চন্দনপুরা, চট্টগ্রাম
  17. হোটেল দেওয়ান বধ্যভূমি: দেওয়ান হাট মোড়, লালখান বাজার, চট্টগ্রাম
  18. চট্টগ্রাম ষ্টেডিয়ামের পার্শ্বের সেনাক্যাম্প বধ্যভূমি: আলমশাহ, কাঠগড়, চট্টগ্রাম
  19. সার্কিট হাউজ বধ্যভূমি: আলমশাহ, কাঠগড়, চট্টগ্রাম
  20. গুডসহিল বধ্যভূমি: রহমতগঞ্জ, চট্টগ্রাম
  21. মহামায়া ডালিম ভবন বধ্যভূমি: টিএন্ডটি ভবনের সামনে, আন্দরকিল্লা, চট্টগ্রাম
  22. আগ্রাবাদ বিদ্যুৎ সাব স্টেশন বধ্যভূমি: আগ্রাবাদ, গোসাইলডাঙ্গা, চট্টগ্রাম
  23. জাম্বুরীমাঠ সেনা ক্যাম্প বধ্যভূমি: গোসাইলডাঙ্গা, চট্টগ্রাম
  24. নৌবাহিনী ক্লাব বধ্যভূমি: গোসাইলডাঙ্গা, চট্টগ্রাম
  25. ১নং জেটি গেইট বুকিং অফিস বধ্যভূমি: -বন্দর, গোসাইলডাঙ্গা, , চট্টগ্রাম
  26. বন্দর আর্মি ক্যাম্প বধ্যভূমি: বন্দর থানার পার্শ্বে, নলসা, চট্টগ্রাম
  27. পাকিস্তান বাজার ক্যাম্প বধ্যভূমি: গোসাইলডাঙ্গা, চট্টগ্রাম
  28. ১নং জেটি থেকে ১৫নং জেটি বধ্যভূমি: চট্টগ্রাম বন্দর, গোসাইলডাঙ্গ, চট্টগ্রাম
  29. লবণ ঘাটা বধ্যভূমি: সদরঘাট-মাঝিরঘাট মাঝামাঝি, মাদারবাড়ী, চট্টগ্রাম
  30. সদরঘাট রাজাকার ক্যাম্প বধ্যভূমি: সদরঘাট, মাদারবাড়ী, চট্টগ্রাম
  31. ঝাউতলা বিহারী কলোনী বধ্যভূমি: ঝাউতলা রেলওয়ে কলোনী, দক্ষিণ পাহাড়তলী, চট্টগ্রাম
  32. নেভাল অফিস বধ্যভূমি: টাইগারপাস, দক্ষিণ পাহাড়তলী, চট্টগ্রাম
  33. পুলিশ মাঠ বধ্যভূমি: দামপাড়া, দক্ষিণ পাহাড়তলী, চট্টগ্রাম
  34. চট্টগ্রাম পুলিশ লাইন এর পুরাতন গেইট গণ কবর বধ্যভূমি: দক্ষিণ পাহাড়তলী, চট্টগ্রাম
  35. পাহাড়তলী হাজী ক্যাম্প বধ্যভূমি: দক্ষিণ পাহাড়তলী, চট্টগ্রাম
  36. ঈদগাঁ রেডিও ষ্টোর আর্মি ক্যাম্প বধ্যভূমি: দক্ষিণ পাহাড়তলী, চট্টগ্রাম
  37. রেলওয়ে ওয়ার্কশপ বধ্যভূমি: আম বাগান, দক্ষিণ পাহাড়তলী, চট্টগ্রাম
  38. সিভিল গোডাউন বধ্যভূমি: দেওয়ানহাট, দক্ষিণ পাহাড়তলী, চট্টগ্রাম
  39. হযরত গরিব উল্লাহ শাহ মাজারের পিছন বধ্যভূমি: দক্ষিণ পাহাড়তলী, চট্টগ্রাম
  40. আমবাগান স্কুলের সামনে বধ্যভূমি: দক্ষিণ পাহাড়তলী, চট্টগ্রাম
  41. হালিশহর বিহারী কলোনী বধ্যভূমি: হাউজিং এষ্টেট, উত্তর হালিশহর, চট্টগ্রাম
  42. বিডিআর ক্যাম্প বধ্যভূমি: উত্তর হালিশহর, চট্টগ্রাম
  43. সী-ম্যান্স হোস্টেল বধ্যভূমি: দক্ষিণ হালিশহর, চট্টগ্রাম
  44. এয়ারপোর্ট সেনা ক্যাম্প বধ্যভূমি: বিমানবন্দর, পূর্ব পতেঙ্গা, চট্টগ্রাম
  45. জেলে পাড়া বধ্যভূমি: উত্তর্র পতেঙ্গা, চট্টগ্রাম
  46. নৌবাহিনী সদর দপ্তর বধ্যভূমি: পতেঙ্গা, দক্ষিণ হালিশহর, চট্টগ্রাম
  47. ডক ইয়ার্ড ক্যাম্প বধ্যভূমি: দক্ষিণ হালিশহর, চট্টগ্রাম
  48. বিমান বন্দরের সর্ব দক্ষিণ পার্শ্ব বধ্যভূমি: দক্ষিণ পতেঙ্গা, চট্টগ্রাম
  49. পদ্মা অয়েল কোং লিঃ-এর ভিতর বধ্যভূমি: উত্তর পতেঙ্গা, চট্টগ্রাম
  50. কাস্টম একাডেমীর পার্শ্বে - চট্টগ্রাম বিভাগীয় ষ্টেডিয়াম সংলগ্ন বধ্যভূমি: দক্ষিণ কাট্টলী, চট্টগ্রাম
  51. বাংলাদেশ বেতার কেন্দ্রীয় ভান্ডারের সম্মুখে বধ্যভূমি: পশ্চিম নাসিরাবাদ, চট্টগ্রাম
  52. পূর্ব পাহাড়তলী বধ্যভূমি: পূর্ব পাহাড়তলী, চট্টগ্রাম
  53. পশ্চিম রামপুর বধ্যভূমি: পশ্চিম রামপুরা, চট্টগ্রাম
  54. পূর্ব নাসিরাবাদ বধ্যভূমি: পূর্ব নাসিরাবাদ, চট্টগ্রাম
  55. চক্ষু হাসপাতালের সামনে বধ্যভূমি: পাহাড়তলী, চট্টগ্রাম
  56. ডাঃ মাজহার উচ্চ বিদ্যালয়ো পিছন বধ্যভূমি: শেরশাহ হাউজিং এষ্টেট, চাঁনমারী, পশ্চিম ষোলশহর, চট্টগ্রাম
  57. এ্যাপোলো ফার্মেসির পিছন বধ্যভূমি: মেডিকেল কলেজের সামনে, মুরাদপুর, চট্টগ্রাম
  58. পবর্তক সংঘের পাহাড় বধ্যভূমি: মুরাদপুর, চট্টগ্রাম
  59. কালূরঘাট বেতার কেন্দ্র বধ্যভূমি: চান্দগাঁও, চট্টগ্রাম
  60. নাথ পাড়া / আবদু পাড়া বধ্যভূমি: দক্ষিণ কাট্টলী, চট্টগ্রাম
  61. সিটি গেইট বধ্যভূমি: ঢাকা ট্রাঙ্ক রোডের পূর্ব পার্শ্ব, উত্তর পাহাড়তলী, চট্টগ্রাম

সিলেট অঞ্চলের বধ্যভূমিসমূহ[সম্পাদনা]

  1. ক্যাডেট কলেজের ভেতর বধ্যভূমি: সিলেট ক্যাডেট কলেজ, সিলেট
  2. শ্রীমঙ্গল বধ্যভূমি ৭১, মৌলভীবাজার
  3. শ্রীমঙ্গল কলেজ রোড ভাড়াউড়া বধ্যভূমি, মৌলভীবাজার
  4. পাঁচগাঁও বধ্যভূমি, রাজনগর
  5. ফয়েজাবাদ হিল, সৌধ -বাহুবল,

রাজশাহী অঞ্চলের বধ্যভূমিসমূহ[সম্পাদনা]

  1. রাজবাড়ীর পার্শ্বস্থ বধ্যভূমি, নাটোর
  2. রহনপুর শহীদ মুক্তিযোদ্ধাদের গণকবর

রংপুর অঞ্চলের বধ্যভূমিসমূহ[সম্পাদনা]

  1. নিসবেতগঞ্জ বধ্যভূমি
  2. দখিগঞ্জ শশ্মান বধ্যভূমি
  3. দমদমার বধ্যভূমি
  4. টাউনহলের বধ্যভূমি
  5. খুনিয়া দীঘি বধ্যভূমি
  6. জাটিভাঙ্গা বধ্যভূমি

খুলনা অঞ্চলের বধ্যভূমিসমূহ[সম্পাদনা]

  1. গল্লামারি বধ্যভূমি
  2. আলমডাঙ্গা বধ্যভূমি
  3. চুকনগর
  4. ‌ (১১নং জালালপুর বধ্যভুমি)
  5. বিত্তিপাড়া বধ্যভূমি

বরিশাল অঞ্চলের বধ্যভূমিসমূহ[সম্পাদনা]

  1. কলসকাঠি
  2. আটঘর কুরিয়ানা
  3. স্বরুপকাঠি
  4. বরিশাল ওয়াপদা কলোনির বধ্যভূমি
  5. কাঠিরা, আগৈলঝাড়া
  6. কেতনার কোলা, আগৈলঝাড়া

আরও দেখুন[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]