মোনালিসা বরুয়া মেহতা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
মোনালিসা বরুয়া মেহতা
ব্যক্তিগত তথ্য
জন্ম নামমোনালিসা বরুয়া
জাতীয়তাভারত ভারতীয়
দাম্পত্য সঙ্গীকমলেশ মেহতা
ক্রীড়া
দেশভারত
ক্রীড়াটেবিল টেনিস

মোনালিসা বরুয়া মেহতা (ইংরেজি: Monalisa Baruah Mehta) হলেন অসমের একজন টেবিল টেনিস খেলোয়াড়। ১৯৮৭ সালে তিনি অর্জুন পুরস্কার লাভ করেন। অর্জুন পুরস্কারে সম্মানিত মোনালিসা হলেন দ্বিতীয় অসমীয়া ও একমাত্র অসমীয়া মহিলা৷[১] তিনি পূর্বের ন্যাশনাল টেবিল টেনিস বিজয়ী কমলেশ মেহতার সাথে বিবাহ সূত্রে আবদ্ধ হন।

তিনি ১২ বার অসম রাজ্যিক চ্যাম্পিয়ন খেতাব দখল করেছিলেন৷ মোনালিসা ১৯৮৬ সালের সিউল এশিয়ান গেমসে ভারতকে প্রতিনিধিত্ব করেছিলেন৷[২]

তিনি গুয়াহাটির সেন্ট মেরীজ কনভেন্ট স্কুল ও কটন কলেজের থেকে শিক্ষা গ্রহণ করেছিলেন৷ বর্তমানে তিনি মুম্বাই নিবাসী ও অয়েল ইন্ডিয়াতে কর্মরত একজন কর্মচারী।[৩]

আরও দেখুন[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Arjuna Awardees"। ২৫ ডিসেম্বর ২০০৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ ডিসেম্বর ২০১৬ 
  2. TT talent aplenty, no killer instinct
  3. LinkedIn page[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]