ইঙ্গ-মহীশূর যুদ্ধ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
হায়দার আলী ১৭৬২ সালের চিত্রে, যাতে ভুলভাবে বর্ণিত আছে: 'মারাঠা সেনাপতি, যার নেতৃত্বে তার বাহিনী ভারতে ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করেছে'। (ফরাসী চিত্রকর্ম)

ইঙ্গ-মহীশূর যুদ্ধ ১৮শ শতাব্দীর শেষ তিন দশক ধরে ভারতীয় উপমহাদেশে চারটি ধারাবাহিক যুদ্ধ, যেগুলি মহীশূর রাজ্য এবং ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রতিনিধিদের (মূলত মাদ্রাজ প্রেসিডেন্সি, মারাঠা সাম্রাজ্য, থিরুভিদাংগুর রাজ্যহায়দ্রাবাদ রাজ্য) মধ্যে সংঘটিত হয়েছিল। হায়দার আলী ও তাঁর সন্তান টিপু সুলতান মহীশূর রাজ্যের চতুর্দিক থেকে আক্রমণ প্রতিহত করেন। ব্রিটিশরা পশ্চিম, দক্ষিণ ও পূর্ব দিয়ে আক্রমণ করে এবং হায়দ্রাবাদের নিজামের বাহিনী উত্তর দিয়ে আক্রমণ করে।[১] চতুর্থ যুদ্ধে হায়দার আলীর রাজবংশের পতন ঘটে, টিপু সুলতান ১৭৯৯ সালে যুদ্ধে নিহত হন এবং মহীশূর রাজ্য খণ্ডবিখণ্ড হয়ে যায়। ব্রিটিশ এবং তাদের জোটভুক্ত রাজ্যগুলি নিজেদের মধ্যে রাজ্যটি বণ্টন করে নেয়। মহীশূরের পতনের মাধ্যমে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতীয় উপমহাদেশের সিংহভাগ তাদের নিয়ন্ত্রণে নিয়ে আসতে সক্ষম হয়।

আরও দেখুন[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. Naravane, M. S. (২০১৪)। Battles of the Honourable East India Company: Making of the Raj। New Delhi: A.P.H. Publishing Corporation। পৃষ্ঠা 172–181। আইএসবিএন 978-81-313-0034-3 
  • Regan S. Gidwani, The Sword of Tipu Sultan