২০১৬ আইসিসি বিশ্ব টুয়েন্টি২০ প্রস্তুতিমূলক খেলা
অবয়ব
২০১৬ সালের আইসিসি বিশ্ব টুয়েন্টি২০ প্রতিযোগিতা উপলক্ষে সর্বমোট ১৮টি প্রস্তুতিমূলক খেলা অনুষ্ঠিত হয়। অংশগ্রহণকারী সকল দল ৪ থেকে ১৮ মার্চের মধ্যে এ খেলাগুলোয় প্রতিদ্বন্দ্বিতা করে।[১]
ব
|
হিমাচল প্রদেশ ক্রিকেট সংস্থা একাদশ
১১৩/৩ (১৪ ওভার) | |
- জিম্বাবুয়ে টসে জয়ী হয় এবং ব্যাট করার সিদ্ধান্ত নেয়।
ব
|
||
- আফগানিস্তান টসে জয়ী হয় এবং ব্যাট করার সিদ্ধান্ত নেয়।
ব
|
||
- স্কটল্যান্ড টসে জয়ী হয় এবং ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়।
ব
|
||
- জিম্বাবুয়ে টসে জয়ী হয় এবং ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়।
হিমাচল প্রদেশ ক্রিকেট সংস্থা একাদশ
১০৫ (১৮.৫ ওভার) |
ব
|
|
- হংকং টসে জয়ী হয় এবং ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়।
ব
|
||
- স্কটল্যান্ড টসে জয়ী হয় এবং ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়।
- নেদারল্যান্ডসের ইনিংস চলাকালে ১৬তম ওভারে বৃষ্টির কারণে খেলা বন্ধ হয়ে যায়।
ব
|
||
- নিউজিল্যান্ড টসে জয়ী হয় এবং ব্যাট করার সিদ্ধান্ত নেয়।
ব
|
||
- ভারত টসে জয়ী হয় এবং ব্যাট করার সিদ্ধান্ত নেয়।
ব
|
||
- নিউজিল্যান্ড টসে জয়ী হয় এবং ব্যাট করার সিদ্ধান্ত নেয়।
ব
|
||
- দক্ষিণ আফ্রিকা টসে জয়ী হয় এবং ব্যাট করার সিদ্ধান্ত নেয়।
- কুইন্টন ডি কক, শিখর ধাওয়ান এবং সুরেশ রায়না রিটাইর্ড হার্ট হন।
ব
|
||
- অস্ট্রেলিয়া টসে জয়ী হয় এবং ব্যাট করার সিদ্ধান্ত নেয়।
ব
|
মুম্বই ক্রিকেট সংস্থা একাদশ
১৬৩/৬ (২০ ওভার) | |
- কোন টস হয়নি। পারস্পরিক সম্মতিতে ইংল্যান্ড প্রথমে ব্যাট করে।
- জো রুট, মঈন আলী এবং ক্রিস জর্দানের উইকেট নিয়ে ডেভিড উইলি (মুম্বইয়ের পক্ষে খেলেন) হ্যাটট্রিক করেন।[২]
ব
|
||
- পাকিস্তান টসে জয়ী হয় এবং ব্যাট করার সিদ্ধান্ত নেয়।
মুম্বই ক্রিকেট সংস্থা একাদশ
১৮৮/৪ (২০ ওভার) |
ব
|
|
অখিল হারওয়াদকার ৬১ (৪৫)
রাইলি রুশো ১/১৩ (১ ওভার) |
ফাফ দু প্লেসিস ৬৫ (৪৬)
শার্দুল ঠাকুর ১/১৯ (২ ওভার) |
- দক্ষিণ আফ্রিকা টসে জয়ী হয়ে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ ICC World Twenty20 warm-up matches at Cricbuzz ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২৮ জানুয়ারি ২০১৬ তারিখে (ইংরেজি ভাষায়)।
- ↑ "David Willey takes hat-trick against England in World Twenty20 warm-up"। বিবিসি স্পোর্ট (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৪ মার্চ ২০১৬।