ভূমি (বৌদ্ধ দর্শন)

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

ভূমি (সংস্কৃত: भूमि) হলো বৌদ্ধ দর্শন অনুসারে মহাযান জাগরণের বহির্গামী প্রক্রিয়ায় ৩২তম ও ৩৩তম স্থান (সরল গণনায় ১০ম ও ১১তম)। প্রতিটি পর্যায় সেই ক্ষেত্রে অর্জনের স্তরের প্রতিনিধিত্ব করে এবং পরবর্তীটির জন্য ভিত্তি হিসাবে কাজ করে। প্রতিটি স্তর একজনের প্রশিক্ষণে নির্দিষ্ট অগ্রগতি চিহ্নিত করে যা ক্রমান্বয়ে বৃহত্তর শক্তি ও প্রজ্ঞা দ্বারা অনুষঙ্গী হয়। যে বৌদ্ধ ভিক্ষুরা ভূমিতে এসেছিলেন তাদের মূলত শ্রাবক বলা হত। শক্র দেবানাম এবং  ত্রায়স্ত্রিংশ কে একত্রে "ভূমি নিবাসিন" বলা হয়।[তথ্যসূত্র প্রয়োজন]

দশটি বোধিসত্ত্ব পর্যায় (ভূমি) কে বিহার (আবাস)ও বলা হয়।[১]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. Takeuchi Yoshinori (editor). Buddhist Spirituality: Indian, Southeast Asian, Tibetan, and Early Chinese, page 164