দশভূমিক সূত্র

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

দশভূমিক সূত্র (সংস্কৃত: दशभूमिक सूत्र; তিব্বতি: འཕགས་པ་ས་བཅུ་པའི་མདོ།) বা দশধাপ সূত্র হলো প্রাথমিক প্রভাবশালী মহাযান সূত্রগুলির মধ্যে একটি। সূত্রটি অবতংসক সূত্রের ২৬তম অধ্যায় হিসেবেও আবির্ভূত হয়। আধুনিক বৌদ্ধ অধ্যয়ন পণ্ডিতরা সাধারণত মনে করেন যে মহাযান সূত্রগুলি প্রথম খ্রিস্টপূর্ব ১ম শতাব্দী থেকে খ্রিস্টপূর্ব ১ম শতাব্দীর মধ্যে আবির্ভূত হতে শুরু করে।[তথ্যসূত্র প্রয়োজন] ভারতে বৌদ্ধধর্মের পতন না হওয়া পর্যন্ত এগুলি রচনা, সংকলিত এবং সম্পাদনা অব্যাহত ছিল।[তথ্যসূত্র প্রয়োজন]

বিষয়বস্তু[সম্পাদনা]

দশভূমিক সূত্রে, বুদ্ধ বিকাশের দশটি পর্যায় বর্ণনা করেছেন যেগুলো পূর্ণ জ্ঞান ও বুদ্ধত্ব অর্জনের জন্য একজন বোধিসত্ত্বকে অবশ্যই অগ্রসর হতে হবে, সেইসাথে বুদ্ধ প্রকৃতির বিষয় এবং আলোকিত হওয়ার আকাঙ্ক্ষার জাগরণ।[তথ্যসূত্র প্রয়োজন]

তথ্যসূত্র[সম্পাদনা]

বহিঃসংযোগ[সম্পাদনা]