ব্যবহারকারী আলাপ:NahidSultan/সংকলন/২০১৩
আলোচনা যোগ করুন
লক্ষ্য করুন, এটি আমার মূল আলাপ পাতা নয়, বরং আমার পুরোনো আলাপের একটি সংগ্রহশালা। সকল প্রকার আলোচনা শুরু করতে অনুগ্রহপূর্বক আমার বর্তমান আলাপ পাতা ব্যবহার করুন। ধন্যবাদ। বর্তমান আলাপ পাতা • ২০১৩ • ২০১৪ • ২০১৫ • ২০১৬ • ২০১৭ • ২০১৮ • ২০১৯ • ২০২০ • ২০২১ • ২০২২ |
সুপ্রিয় NahidSultan! উইকিপিডিয়ায় আপনাকে স্বাগত জানাচ্ছি। আশা করছি এ পরিবেশটি আপনার ভাল লাগবে এবং উইকিপিডিয়াকে সমৃদ্ধ করার কাজে আপনি সহায়তা করবেন। এখানে কিছু পৃষ্ঠা আছে যা আপনাকে উইকিপিডিয়া ব্যবহার এবং সমৃদ্ধ করার কাজে সাহায্য করবে:
কাজে নেমে পড়বার সহজ উপায় হলো নিচের যে-কোনো একটি পদ্ধতি অনুসরণ করা:
অনুগ্রহপূর্বক আলাপের পাতায় বার্তা রাখার পর সম্পাদনা টুলবারের চিহ্নে ক্লিক করার মাধ্যমে অথবা চারটি টিল্ডা ( আশা করি আপনি বাংলা উইকিপিডিয়া সম্প্রদায়ের একজন হয়ে সম্পাদনা করে আনন্দ পাবেন! আবারও স্বাগতম এবং শুভেচ্ছা! বাংলা উইকিপিডিয়া অভ্যর্থনা কমিটি, ১১:০৮, ১৭ ফেব্রুয়ারি ২০১৩ (ইউটিসি) |
--(Mohd. Toukir Hamid (আলাপ) ১১:০৮, ১৭ ফেব্রুয়ারি ২০১৩ (ইউটিসি))
ফিরতি বার্তা
[সম্পাদনা]১৭:৪৮, ১৯ ফেব্রুয়ারি ২০১৩ (ইউটিসি) তারিখে বার্তাটি যোগ হয়েছে। আপনি {{ফিরতি বার্তা}} টেমপ্লেটটি অপসারণের মাধ্যমে যেকোনো সময় এই বিজ্ঞপ্তিটি মুছে ফেলতে পারেন।
বেলায়েত (আলাপ | অবদান) ১৭:৪৮, ১৯ ফেব্রুয়ারি ২০১৩ (ইউটিসি)
কাজ চলছে!!!
[সম্পাদনা]আপনি অনেকগুলো ইউনিয়নসহ অনেক পাতা তৈরি করেছেন। যদিও পাতাগুলোতে এ পর্যন্ত খুব স্বল্প পরিমাণে তথ্যযোগ করেছেন এবং আপনার তৈরি সবগুলো পাতাতেই আপনি কাজ চলছে টেমপ্লেট যুক্ত করেছেন। এর কারণ কি? জানতে চাই। আপনি কতগুলো নিবন্ধে একসাথে কাজ করতে চান বা পারবেন? অনুগ্রহ করে কাজ চলছে টেমপ্লেটের অপব্যবহার করবেন না। একটি করে নিবন্ধের কাজে হাত দিন, তাতে যথেষ্ট তথ্য যোগ করে তবেই পরের নিবন্ধে হাত লাগান। যে নিবন্ধটি আপনি উন্নয়ন করবেন শুধু সে পাতাতেই কাজ চলছে টেমপ্লেটটি যুক্ত করুন এবং কাজ শেষে তা সরিয়ে ফেলুন। যেসকল পাতা ইতিমধ্যে এ টেমপ্লেট যোগ করেছেন তার একটি একটি করে উন্নয়ন করুন এবং কাজ শেষে টেমপ্লেট সরিয়ে ফেলুন। আর একটি কথা অপর্যাপ্ত তথ্য সম্বলিত পাতা যেকোন সময় মুছে ফেলা হতে পারে, তাই যথা সম্ভব দ্রুততার সাথে নিবন্ধগুলোর উন্নয়ন করুন।--বেলায়েত (আলাপ | অবদান) ০৩:১৬, ২৩ ফেব্রুয়ারি ২০১৩ (ইউটিসি)
- ধ্যন্যবাদ।আসলে আমি পাতাগুলো আগে তৈরি করে নিয়েছি আমার যাতে সুবিধা হয়।এখন একটা একটা করে শেষ করব।এখন আমাকে কয়েকটা দিন সময় দিন আশা করি শেষ করে ফেলব । NahidSultan (আলাপ) ০৬:৪০, ২৩ ফেব্রুয়ারি ২০১৩ (ইউটিসি)
ছোট ছোট নিবন্ধ
[সম্পাদনা]নাহিদ, বাংলা উইকিপিডিয়া খুব ছোট একটি উইকিপিডিয়া যেখানে মাত্র ২৫০০০ নিবন্ধ রয়েছে, সেগুলোর অধিকাংশই খুব ছোট ছোট নিবন্ধ পাতা। উইকিপিডিয়ার মান উন্নয়নের লক্ষে আমরা বর্তমানে ছোট ছোট নিবন্ধ তৈরিকে উৎসাহিত করি না। তাই অনুরোধ রইলো ছোট ছোট নিবন্ধ তৈরি করবেন না যেমনটি আপনি দ্য নেট নিয়ে করছেন। তাছাড়া আপনাকে আগেও অনুরোধ করেছি আপনার তৈরি ছোট নিবন্ধগুলোর মানোন্নয়নে কাজ করতে। আশা করি সেদিকে নজর দিবেন। এ ধরনের নিবন্ধগুলো উইকিপিডিয়ার অগ্রগতিতে কোনো ভূমিকা রাখে না বরং এ পাতাগুলো অনেক সময় পাঠকের বিরক্তির কারণ হয়ে দাঁড়ায়। তাই ছোট ছোট নিবন্ধ তৈরিতে বিরত থাকুন। আর যেগুলোতে কাজ চলছে ট্যাগ যোগ করেছেন তাতে কাজ করুন। ধন্যবাদ।--বেলায়েত (আলাপ | অবদান) ১৭:২২, ২ মার্চ ২০১৩ (ইউটিসি)
- ধন্যবাদ বেলায়েত ভাই । আমি বোঝতে পেরেছি । NahidSultan (আলাপ) ১৭:২৪, ৩ মার্চ ২০১৩ (ইউটিসি)
Possibly unfree চিত্র:আবদুল কাদির মোল্লা সিটি কলেজ..jpg
[সম্পাদনা]A file that you uploaded or altered, চিত্র:আবদুল কাদির মোল্লা সিটি কলেজ..jpg, has been listed at Wikipedia:Possibly unfree files because its copyright status is unclear or disputed. If the file's copyright status cannot be verified, it may be deleted. You may find more information on the file description page. You are welcome to add comments to its entry at the discussion if you are interested in it not being deleted. Thank you. বেলায়েত (আলাপ | অবদান) ০৮:৫৫, ৫ মার্চ ২০১৩ (ইউটিসি)
Permission to perform actions
[সম্পাদনা]As salamu Alaikum! I am from Urdu Wikipedia. Here I would like to generate database reports from toolserver by my bot, like statistics of user edits, adding youtube template removing youtube URLs in artilcels, list of empty categories, uncat categories, active users, IPs activity and many more. besides this I can perform any task which you will request. Will Bangla wiki community be interested in it and allow me to perform these actions? Muhammad Shuaib (আলাপ) ১৪:৩৫, ১৩ মার্চ ২০১৩ (ইউটিসি)
- Walaikom as salam. Bro, im sorry you got a wrong person. Im not the person who can allow you to do that. You can contact with Bellayet. He is a bureaucrat and sysop on Bengali Language Wikipedia.Thanks NahidSultan (আলাপ) ১৫:৪১, ১৩ মার্চ ২০১৩ (ইউটিসি)
- Thanks for guidance. :) Muhammad Shuaib (আলাপ) ১৫:৫৩, ১৩ মার্চ ২০১৩ (ইউটিসি)
- You are most welcome :) NahidSultan (আলাপ) ১৫:৫৯, ১৩ মার্চ ২০১৩ (ইউটিসি)
- Thanks for guidance. :) Muhammad Shuaib (আলাপ) ১৫:৫৩, ১৩ মার্চ ২০১৩ (ইউটিসি)
ট্যাগের অপ(ব্যবহার)
[সম্পাদনা]প্রিয় অবদানকারী, উইকিতে আপনার অবদানের জন্যে ধন্যবাদ! দীর্ঘ ১ ঘন্টা ১৪ মিনিটের ব্যবধানে এ নিবন্ধে ট্যাগ ব্যবহার করেছেন(?) নিয়মিত-অনিয়মিত ব্যবহারকারীদের সম্বন্ধে নিশ্চয়ই আপনার অজানা নয়! ভালো লাগতো যদি নিবন্ধের সম্প্রসারণে ভূমিকা রাখতেন, টেনে ধরা নয়! আশা করি, ট্যাগ ব্যবহারে অল্প একটু সচেতন হবেন। - Suvray ১৮:১১, ৩১ মার্চ ২০১৩ (ইউটিসি)
- ও!! আমি দু:খিত। এর পর থেকে মাথায় থাকবে। NahidSultan (আলাপ) ১৯:১৫, ৩১ মার্চ ২০১৩ (ইউটিসি)
ব্যবহারকারী অধিকার
[সম্পাদনা]আপনি {{ফিরতি বার্তা}} টেমপ্লেটটি অপসারণের মাধ্যমে যেকোনো সময় এই বিজ্ঞপ্তিটি মুছে ফেলতে পারেন।
লিমন ১২:০৫, ১২ মে ২০১৩ (ইউটিসি)
টকব্যাক
[সম্পাদনা]আপনি {{ফিরতি বার্তা}} টেমপ্লেটটি অপসারণের মাধ্যমে যেকোনো সময় এই বিজ্ঞপ্তিটি মুছে ফেলতে পারেন।
তথ্যসূত্র
[সম্পাদনা]আপনি বাংলাদেশের গ্রামীন খেলাগুলো সম্পর্কে তথ্যসূত্র যোগ করছেন। আপনাকে অনেক ধন্যবাদ, কিন্তু তথ্যসূত্রে আপনি কোনো পাতার নম্বর দিচ্ছেন না। তাছাড়া বইয়ের অন্যান্য তথ্যও বাদ পড়েছে। বিস্তারিত জানতে en:Wikipedia:Citing_sources দেখুন।--বেলায়েত (আলাপ | অবদান) ০৯:৩১, ১৭ মে ২০১৩ (ইউটিসি)
- ভাই, বইটা একজন ধার নিছে। এজন্যো এই মূহুর্তে পৃষ্ঠা নাম্বার উল্লেখ করতে পারছি না। বইটা হাতে পাওয়া মাত্র পৃষ্ঠা নাম্বার উল্লেখ করব। আর ধন্যবাদ আপনাকে আমামে তথ্যটি জানানোর জন্য। :) -- NahidSultan (আলাপ) ১৬:৪০, ১৭ মে ২০১৩ (ইউটিসি)
Thanks for making the article. I want to contribute but I do not know how to write in Bengali script (script not language). Solomon7968 (আলাপ) ০৮:৩৬, ২১ মে ২০১৩ (ইউটিসি)
- আপনি বিজয় বায়ান্ন দিয়ে চেষ্ঠা করে দেখতে পারেন (আমি বিজয় বায়ান্ন ব্যাবহার করি)। কোন নিবন্ধের আবেদন করতে চাইলে দয়া করে এই পাতায় করবেন। এছাড়া আমার আলাপ পাতায়ও আপনাকে স্বাগতম। ধন্যবাদ সহযোগে- NahidSultan (আলাপ) ০৮:৪৭, ২১ মে ২০১৩ (ইউটিসি)
Two points on রাজচন্দ্র বোস
- "বোস" is the anglicised version of Bosu see Subhas chandra Bose(bosu)
- His friend in Indian statistical Institute was "Somo"rendranath "ray" in Bengali version not "শ্যামা" রেন্দ্র "নাথের"
Thank you. Solomon7968 (আলাপ) ১০:৪২, ২২ মে ২০১৩ (ইউটিসি)
- রাজ চন্দ্র বসু Done. Is it সমোরেন্দ্রনাথ রায়? or whatever the bengali version is u can add it yourself. No need to mention. Thanks - নাহিদ (আলাপ) ১০:৫২, ২২ মে ২০১৩ (ইউটিসি)
It is সমোরেন্দ্রনাথ রায় without the vowels in মা. As I told I can not write Bengali here. Even I do not know what is বিজয় বায়ান্ন. Is it a software or a keyboard. Solomon7968 (আলাপ) ১০:৫৮, ২২ মে ২০১৩ (ইউটিসি)
রোলব্যাক অধিকার
[সম্পাদনা]বর্ণিত আবেদনেরভিত্তিতে আপনাকে রোলব্যাক অধিকার প্রদান করা হয়েছে। আন্তরিকভাবে আশাবাদী যে, বাংলা উইকিপিডিয়ার সম্প্রসারণে অব্যাহতভাবে গঠনমূলক উন্নয়ন, অবদান রাখার পাশাপাশি দায়িত্বশীল ভূমিকা পালনে সচেষ্ট থাকবেন। রোলব্যাকার হিসেবে আপনাকে স্বাগতঃ জানাচ্ছি। শুভেচ্ছা সহযোগে - Subrata Roy (আলাপ) ০৯:৩০, ২১ মে ২০১৩ (ইউটিসি)
- দায়িত্ব বেড়ে গেলো। ধন্যবাদ :) NahidSultan (আলাপ) ০৯:৩৮, ২১ মে ২০১৩ (ইউটিসি)
আজাকি
[সম্পাদনা]সুপ্রিয়! আপনি জানেন কি প্রস্তাবনা পাতায় আপনার মনোনয়নকৃত ঠগি পর্যালোচিত হয়েছে, এবং সেখানে এখনও এমন কিছু বিষয় রয়েছে যা স্পষ্ট করা প্রয়োজন। অনুগ্রহ করে আপনার মনোনয়নকৃত ভুক্তির নিচের মন্তব্য (গুলো) সম্পর্কে আলোচনা করুন এবং যত তাড়াতাড়ি সম্ভব এতে সাড়া দিন। আপনি জানেন কি-এ আপনার অবদানের জন্য অশেষ ধন্যবাদ!
সুপ্রিয়! আপনি জানেন কি প্রস্তাবনা পাতায় আপনার মনোনয়নকৃত ওয়াজাদা পর্যালোচিত হয়েছে, এবং সেখানে এখনও এমন কিছু বিষয় রয়েছে যা স্পষ্ট করা প্রয়োজন। অনুগ্রহ করে আপনার মনোনয়নকৃত ভুক্তির নিচের মন্তব্য (গুলো) সম্পর্কে আলোচনা করুন এবং যত তাড়াতাড়ি সম্ভব এতে সাড়া দিন। আপনি জানেন কি-এ আপনার অবদানের জন্য অশেষ ধন্যবাদ!
২৯ মে ২০১৩
[সম্পাদনা]শুভেচ্ছা নেবেন। আমি বাংলা উইকিপিডিয়ার শুরুর দিকেই নিবন্ধন করেছিলাম। একজন সক্রিয় উইকি হওয়ারে ইচ্ছেতেই নিবন্ধিত হয়েছিলাম। কিন্তু বারেবার কেনো যেনো ভুল হয়ে যাচ্ছে। পুরোটা আয়ত্ত করতে পারিনি বলেই বোধহয়। আমি উইকিপিডিয়ায় (ইংরেজি-বাংলা দুটোতেই) অবদান রাখতে চাই। সহযোগিতাপ্রত্যাশী। ভালো থাকুন।
শুভেচ্ছাসহ সাঈদ চৌধুরী টিপু sctipu@gmail.com
--— সাঈদ চৌধুরী টিপু (আলাপ • অবদান) এই স্বাক্ষরহীন মন্তব্যটি যোগ করেছেন।
- আপনি আমাকে মেইলও করেছিলেন, মেইলটি প্রথমে দৃষ্টিগোচর হওয়ায় মেইলেই উত্তর দিয়ে দিয়েছি। --NahidSultan (আলাপ) ০০:৫৯, ২৯ মে ২০১৩ (ইউটিসি)
টকব্যাক
[সম্পাদনা]আপনি {{ফিরতি বার্তা}} টেমপ্লেটটি অপসারণের মাধ্যমে যেকোনো সময় এই বিজ্ঞপ্তিটি মুছে ফেলতে পারেন।
কি করব
[সম্পাদনা]আমি আলী ইবনে হাসান (আঃ) এর জীবনী ওইকিপিডিয়া তে পোস্ট করছি। কিন্তু বলা হচ্ছে কিছু সমস্যা আছে। আমি বুঝতে পারছি না কি করব। কিভাবে তথ্য গুলি শেয়ার করব। আমি ওইকিপিডিয়াকে ডেবল্প করতে চাই। -Matinur (আলাপ)
- আপনি যে নিবন্ধটি তৈরি করেছেন তা হাসান ইবনে আলি এই নামে আগে থেকেই রয়েছে। তাই আপনার নিবন্ধটির সাথে আগেরটির তথ্য একত্রিত করে একটি নিবন্ধ করার প্রস্তাব করা হয়েছে। আর দ্বিতীয় ট্যাগটি হলো, উইকিপিডিয়ায় লেখার কিছু ফরমেট আছে ট্যাগটি দেখে যেন ব্যবহারকারীরা বুঝতে পারে নিবন্ধে কি কি পরীবর্তন আনা দরকার। নিবন্ধ তৈরী করার আগে উইকিপিডিয়ার নির্দেশনা গুলো পরে নিন। আশা করি বুঝতে পারবেন। আমি নিচে কিছু পাতার নাম দিয়ে দিলাম যেগুলো আশা করি আপনার কাজে লাগবে। যে কোন তথ্যের প্রয়োজনে আপনি আমার আলাপ পাতায় বার্তা রাখতে পারেন। আর বর্তার শেষে ~~~~ এই চারটি টিন্ডা চিহ্ন ব্যবহার করলে আপনার স্বাক্ষর অটোমেটিক যোগ হবে। উইকিপিডিয়ায় আপনার সম্পাদনা শুভ হোক। -যুদ্ধমন্ত্রী (আলাপ) ২২:১৪, ৯ জুন ২০১৩ (ইউটিসি)
খালি বিষয়শ্রেণী
[সম্পাদনা]নাহিদ, উইকিপিডিয়ায় খালি বিষয়শ্রেণী তৈরি করার প্রয়োজন নেই। যদি কোনো নিবন্ধে এ ধরনের বিষয়শ্রেণী যুক্ত হয় তবেই তা তৈরি করুন।--বেলায়েত (আলাপ | অবদান) ১৫:৪০, ১১ জুন ২০১৩ (ইউটিসি)
- ভাই, আসলে অনেক সময়ই নিবন্ধ তৈরি করার সময় বিষয়শ্রেণী যোগ করতে গেলে লাল লিঙ্ক দেখায় আর হটক্যাটে যোগ করলে তো আসেইনা। মূলত আমার তাতে কোন সমস্যা নেই কিন্তু নতুন যারা বিষয়শ্রেণী যুক্ত করার সময় দেখতে পায় এটি তৈরি করা নেই তখন তারা বিষয়শ্রেণীটি যোগ না করেই রেখে দেয়। এজন্যই এগুলো পরে কাজে লাগতে পারে ভেবে শুরু করছিলাম আরকি। যাইহোক, তাহলে বাদ দিলাম। --যুদ্ধমন্ত্রী (আলাপ) ১৫:৪৮, ১১ জুন ২০১৩ (ইউটিসি)
ফিরতি বার্তা
[সম্পাদনা]১৫:০৬, ১২ জুন ২০১৩ (ইউটিসি) তারিখে বার্তাটি যোগ হয়েছে। আপনি {{ফিরতি বার্তা}} টেমপ্লেটটি অপসারণের মাধ্যমে যেকোনো সময় এই বিজ্ঞপ্তিটি মুছে ফেলতে পারেন।
প্রত্যয় (স্বাগতম) ১৫:০৬, ১২ জুন ২০১৩ (ইউটিসি)
মুখ ও মুখোশ (সিনে ম্যাগাজিন)
[সম্পাদনা]প্রথম বাংলা সিনে ম্যাগাজিন 'মুখ ও মুখোশ' নিয়ে নিবন্ধতে আপনি অভিযোগ করেছেন যে নিবন্ধটি উল্লেখযোগ্যতার সাধারন নির্দেশাবলী অনুসরন করে নাই। ঠিক বুঝতে পারছিনা কোন বিষয়টি নিয়ে আপত্তি তুলেছেন। বিষয়টি ব্যাখ্যা করার আহবান জানালাম। হয়তো কোথাও ভুল হয়েছে, সেটা ঠিক করার ব্যাপারে সাহায্য আশা করছি। ধন্যবাদ। -Mahdyhasan (আলাপ)
- উইকিপিডিয়ায় সাধারন কিছু নীতিমালা রয়েছে যার মধ্যে একটি হলো উল্লেখযোগ্যতা। আপনি উল্লেখযোগ্যতা সম্পর্কে জানতে উইকিপিডিয়া:উল্লেখযোগ্যতা এই পাতাটি পরে দেখতে পারেন। মুখ ও মুখোশ সিনে ম্যাগাজিনটি চালুই হয়েছে ১ জুন, ২০১৩ সুতারাং এই ১৫ দিনের মধ্যে এই ম্যাগাজিনটি আন্তর্জাতিক বা স্থনীয়ভাবেও জনপ্রিয়তা বা প্রচার পায়নি। আপনি উপরের পাতাটি ভালভাবে পড়লেই বুঝতে পারবেন আশা করি। এছাড়া আপনাকে আমি ব্যাক্তিগতভাবে আপনার আলাপ পাতার স্বাগতম বার্তার নির্দেশনাগুলো ভালোভাবে পড়তে অনুরোধ করছি। তাহলেও আপনি উইকিপিডিয়া সম্পর্কে একটি স্বচ্ছ ধারনা পাবেন। আর দয়া করে এমন বিষয় যোগ করুন যাতে আপনার নিবন্ধে কেউ ট্যাগ লাগানোর সুযোগ না পায়। আর একটি কথা, কাউকে আলোচনা পাতায় বার্তা রাখার পর অবশ্যই ~~~~ এই চারটি টিন্ডা চিহ্ন যোগ করুন তাতে লখার শেষে আপনার স্বাক্ষর অটোমেটিক যোগ হবে। কোন প্রয়োজনে আমার আলাপ পাতায় আপনি নির্দ্বীধায় বার্তা রাখতে পারেন। আমি চেষ্ঠা করব যথা সম্ভব সাহায্য করার। উইকিপিডিয়ায় আপনার সম্পাদনা শুভ হোক :) --যুদ্ধমন্ত্রী (আলাপ) ০৮:১৫, ১৫ জুন ২০১৩ (ইউটিসি)
নোটিশ
[সম্পাদনা]প্রিয় সুধি, প্রশাসকদের আলোচনা সভার এই আলোচনায় আপনার দৃষ্টি আকর্ষণ করছি। —মঈনুল ইসলাম (আলাপ * অবদান) ১০:৩০, ৬ জুলাই ২০১৩ (ইউটিসি)
১২ জুলাই, ২০১৩
[সম্পাদনা]Hi, Probably you don't have clear news of politics in Bangladesh. Two or three lines for a 40 year old political organization is not enough. I may delete external link of our facebook page according to wikepedia's policy but you can't ignore Juboleague's history that i mentioned in my writings.
Do you know who is Nur Hossain ? The Juboleague activist was shot dead writing Gonotronto Mukti Pak, Sairachar Nipat Jak slogan in his back side. You can see that picture anywhere in google.
You didn't even mention Juboleague's General Secretary's name: Md. Harunur Rashid.
My information is just the gist of juboleague's activities since its birth.
People's Empowerment model by Statesman Sheikh Hasina is accepted by UN on 17 Dec, 2012. I also gave that article number reference from UN website.
To edit anything in political articles, you should have clear concept of politics otherwise wikepedia will loose credibility for you type admins ! Onlyanik (Talk)
- All right, Its not about having clear news about politics, its about how you edited the article. I do agree with you that Two or three lines for a 40 year old political organization is not enough but you have to write it with neutral point of view. I'm afraid Your last edit of Juboleague did not follow our policy of neutral point of view. Getting clear concept about Wikipedia's guideline you can see wikipedia's Policies and guidelines. Oh! one last thing, I'm not the Admin here. Wikipedia is for everyone. Thanks. --যুদ্ধমন্ত্রী (আলাপ) ১৯:১৭, ১১ জুলাই ২০১৩ (ইউটিসি)
Yeah, wikepedia is for everyone. I am here to say what's the right and what's the wrong about Juboleague info. You didn't mention Juboleague's general secretary's name and it will be : Md. Harunur Rashid. (http://archive.prothom-alo.com/detail/date/2012-07-14/news/273583) By the way, About People's Empowerment please see the link :UN 67th General Assembly (http://www.un.org/en/ga/67/resolutions.shtml )((Find Resolution No: A/RES/67/107 or Agenda Item No. 29 or Draft A/67/L.47 or topic : People's empowerment and development) And about Nur Hossain, see this wikepedia link and see what wikepedia say (http://bn.wikipedia.org/wiki/%E0%A6%A8%E0%A7%82%E0%A6%B0_%E0%A6%B9%E0%A7%8B%E0%A6%B8%E0%A7%87%E0%A6%A8)
Editing just because you know the rules doesn't guarantee anyone to provide useful info at least about political info. I said you admin, it was a mistake. What i expected Wikipedian contributors could help me before deleting my articles. So I again edited my Juboleague's info including all references and published it. If you have any query, place logic against those and then edit. What i can expect as a new wikepedian, i deserve an explanation before editing by someone !
Thanks for your help. --Onlyanik (আলাপ) ০৬:২৭, ১২ জুলাই ২০১৩ (ইউটিসি)
- Okay bro, Your provided information was 100% correct, i agree. but it violate our neutral point of view policy. And the most important thing is You copied it directly from here. For legal reasons, Wikipedia cannot accept copyrighted text, or images borrowed from other websites, or printed material without a verifiable license; such additions will be deleted. You may use external websites or publications as a source of information, but not as a source of content, such as sentences or images—you must write using your own words. Wikipedia takes copyright violations very seriously and persistent violators will be blocked from editing. So i request you please do not edit article with your personal claim & with copyrighted materials. You'r highly recommended as i suggested before, before editing please take a look our policy & guidelines. People's Empowerment not related with juboleague's article. Have a nice day. --যুদ্ধমন্ত্রী (আলাপ) ০৯:৫৪, ১২ জুলাই ২০১৩ (ইউটিসি)
Hello, Thanks for your cordial help. I am in wikepedia for the first time for the last couple of days centering my thoughts about juboleague. Now I am clear what should i write and what shouldn't i write in wikepedia.
About people's empowerment, please see the link of a newspaper and read the third para and now match with the united nation website of juboleague. (http://www.amaderorthoneeti.com/content/2012/11/12/news0943.htm). Juboleague brought out a rally to celebrate people's empowerment's acceptance in UN and the rally was inaugurated by foreign minister Dipu Moni. (http://www.amaderorthoneeti.com/content/2012/12/24/news0140.htm) Now you can conclude that juboleague's contribution in people's empowerment model by prime minister sheikh Hasina. Please let me inform your decision about this issue.
About Nur Hossain link, I hope you agree with me. Now what i can do to write differently about Nur Hossain. Am I right ?
About History, I have to write differently which wouldn't match with any website content. Please make a comment about this.
If you think, these are ok, you can edit those from my writings and publish those info. Or, i can write here and you will evaluate those!
By the way, I included some references in your edited writing's so that anyone can verify Juboleague's chairman and secretary's name.
Thanks. --Onlyanik (আলাপ) ১৮:১৮, ১২ জুলাই ২০১৩ (ইউটিসি)
- You'r Welcome :)
- You'r Welcome :)
I edited Juboleague article, you may take a look. Now im gonna tell you something, maybe it will be helpful when you edit wikipedia's article. We try our best to make an article neutral. To do so, we patrolling article, check references, copywrite problem, remove personal comment & unnecessary stuff etc. you name it. About people's empowerment, i tell you what, the article is now very small & stuff like this is not suitable for one or two lines article. so i suggest you when this article will contain every information about juboleague than that information can be included. yeah, you can write about history & type should be informative not commentary. You'r cordially welcome on my talk page if you have any question about wiki. Just let me know. Happy editing :) --যুদ্ধমন্ত্রী (আলাপ) ২০:২০, ১২ জুলাই ২০১৩ (ইউটিসি)
Hi, I do appreciate your editing. Once I start to include info, I will try to maintain wikepedia rules. Most importantly, I will consult with you before editing.
Thanks. It's nice working with you.
Happy editing :) --Onlyanik (আলাপ) ২১:০১, ১২ জুলাই ২০১৩ (ইউটিসি)
সাফসুতরো পদক
[সম্পাদনা]সাফসুতরো পদক | ||
নতুন সব নিবন্ধ চমৎকার সাফসুতরো করে প্রেজেন্টেবল করায় আর অসীম ধৈর্য্যের সাথে ধ্বংসপ্রবণতা রোধ করায় আপনাকে সাফসুতরো পদক প্রদান করলাম। উইকিপিডিয়া সাফসুতরো করার কাজ চালিয়ে যান। ----খালেদ (আলাপ) ১৭:১৭, ১৭ জুলাই ২০১৩ (ইউটিসি) |
- পদকটি পাওয়ায় পুলকিত উইকিতে এটিই প্রথম পদক। খালেদ ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আশা করি, আপনাদের সাথে উইকিতে ভবিষ্যতেও সম্পাদনা চালিয়ে যেতে পারবো। --যুদ্ধমন্ত্রী (আলাপ) ১৯:৩৩, ১৭ জুলাই ২০১৩ (ইউটিসি)
নিরলস অবদানের জন্য পদক
[সম্পাদনা]নিরলস অবদানের জন্য পদক | ||
নিঃশব্দে (অন্যের মনোযোগ আকর্ষণ না করে) এবং নিরলসভাবে উইকিপিডিয়াকে সমৃদ্ধ করতে একের পর এক নতুন নিবন্ধ তৈরি করে যাওয়ায় আপনার কর্মকাণ্ডকে শ্রদ্ধা প্রদর্শনপূর্বক নাহিদ সুলতানকে এই পদকটি দিলাম। --- ইয়াহিয়া (আলাপ) ১২:৫৪, ২৫ জুলাই ২০১৩ (ইউটিসি) |
- নাহিন ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। উইকিতে এটাই আপনার সাথে আমার প্রথম যোগাযোগ। যাইহোক, পদকটি পাওয়ায় খুব ভালো লাগছে। আশা করি, উইকিতে কাজের স্পিড আরো বেড়ে যাবে -- যুদ্ধমন্ত্রী আলাপ ১৭:৩৪, ২৫ জুলাই ২০১৩ (ইউটিসি)
উইকিইফতার- বাংলাদেশী উইকিপিডিয়ানদের জন্য ইফতার আয়োজন (দ্রুত সিদ্ধান্ত প্রয়োজন)
[সম্পাদনা]এই পাতায় উইকিপিডিয়ানদের নিয়ে একটি ইফতার আয়োজনের আলোচনা শুরু করেছি। উইকিপিডিয়ান হিসেবে এই আলোচনায় আপনার স্বক্রিয় অংশগ্রহণ কামনা করছি।--বেলায়েত (আলাপ | অবদান) ০৮:৫৭, ২৭ জুলাই ২০১৩ (ইউটিসি)
প্রিয় যুদ্ধমন্ত্রী
এই নিবন্ধে self-published sources এর ট্যাগ রাখা হয়েছে। কোথায় কোথায় অসুবিধে আছে এবং কি ভাবে সেই সমস্ত সমস্যা দূর করা যায়, জানালে নিবন্ধটিকে আরো উন্নত করার চেষ্টা করব।
ভালো থাকবেন
- B. Mandal ( বোধিসত্ত্ব মন্ডল ) (আলাপ) ২১:৪০, ৩১ জুলাই ২০১৩ (আইএসটি)
- এই নিবন্ধের বেশিরভাগ তথ্যসূত্র দেওয়া হয়েছে প্রতিষ্ঠানটির নিজস্ব ওয়েবসাইট ও প্রাক্তন ছাত্রদের দ্বারা তৈরি ওয়েবসাইট থেকে। উইকির নিয়মানুসারে কোন নিবন্ধের বিষয়ের সাথে যুক্ত সরাসরি কোন লিংকে রিলায়েবল সূত্র হিসেবে বিবেচনা করা হয় না কারন তাদের অধিকাংশই ফ্যান পেইজের মত করে লেখা। তাই নিবন্ধটিকে আরো গ্রহনযোগ্য করে তুলতে স্বাধীন কোন রিলায়েবল তথ্যসূত্র দরকার। আশা করি বোঝতে পেরেছি। --যুদ্ধমন্ত্রী আলাপ ১৩:১১, ১ আগস্ট ২০১৩ (ইউটিসি)
ধন্যবাদ
[সম্পাদনা]এত দ্রুত খেয়াল করার জন্য ও মতামত জানানোর জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আমি আজ রাতের মধ্যেই পাতাটির কাজ শেষ করবো। — Sekander Badsha (আলাপ • অবদান) ২১:০৫, ২ আগস্ট ২০১৩ এই স্বাক্ষরহীন মন্তব্যটি যোগ করেছেন।
.SVG ফাইল
[সম্পাদনা]আপনার সম্ভবত svg ফাইল ডাউনলোড করতে সমস্যা হয়। যে কারনে, বাংলা উইকিতে আপনি svg ফাইল আপলোড করলে তা .svg.png হিসেবে আসে। "যেভাবে SVG ফাইল নামাবেন": সেই ফাইলের পাতায় যান (যে উইকি থেকে নামাবেন, ধরুন চিত্র:EURid.svg)। চিত্রের উপর ক্লিক করুন (ক্লিক করলে অ্যাড্রেসবারে http://upload.wikimedia.org/wikipedia/bn/0/0e/EURid.svg জাতীয় লিঙ্ক আসবে)। মাউসের বাম বাটনে ক্লিক করে save as.. নির্বাচন করুন। save করার একটি ডায়ালগ খুলবে, save এ ক্লিক করুন। কাজ শেষ। (আপনার IDM থাকলে IDMএর Add URL এ অ্যাড্রেসবারের http://upload.wikimedia.org/wikipedia/bn/0/0e/EURid.svg জাতীয় লিঙ্কটি দিন এবং "ok" করুন)। আর ডাউনলোড করা .SVG ফাইল অন্যান্য চিত্রের মত দেখাবে না। চিত্রের উপর আপনার ডিফল্ট ব্রাউজারের আইকন দেখাবে। এরপরও সমস্যা হলে জানাবেন। --লিমন ১৬:৩৮, ৪ আগস্ট ২০১৩ (ইউটিসি)
টেমপ্লেট সমস্যা
[সম্পাদনা]নাহিদ ভাই, উবুন্টু এজ নিবিন্ধে টেমপ্লেটগুলোর দিকে একটু নজর দিন। ভাল থাকবেন। -আসিফ মুকতাদির (আলাপ) ০৫:৫৮, ২১ আগস্ট ২০১৩ (ইউটিসি)
আমার প্রশ্ন।
[সম্পাদনা]আমি বাংলা উইকিপিডিয়ায় খুবই অনভিজ্ঞ। নাহিদ ভাই, আপনি আমাকে গুগল Translate থেকে বাক্য copy না করার পরামর্শ দিয়েছেন, কিন্তু সেটা কি উইকিপিডিয়ায় বেআইনি? TheProudEditor (আলাপ) ০৭:৩৫, ২৪ আগস্ট ২০১৩ (ইউটিসি)
- বেআইনি নয়রে ভাই কিন্তু আমার নিজের অভিজ্ঞতা থেকে বলছি, ট্রান্সলেট করে আপনি যদি সরাসরি ট্রান্সলেট করা অংশটি নেন তাহলে অধিকাংশ ক্ষেত্রেই বাক্যের অর্থ ঠিক থাকে না। ট্রান্সলেট করার পর ব্যাকটি একটু নিজে চেক করে দেখে নিবেন ট্রান্সলেশনটি ইংরেজি বাক্যের সাথে আসলেই মিলছে কিনা। যদি না মিলে তাহলে বাক্যটি ট্রান্সলেটরের হেল্প নিয়ে নিজের মত করে লিখবেন। ট্রান্সলেশনে কি সমস্যা সেটি আমি আপনার আলাপ পাতাতে একটি উদাহরণ দিয়ে বুঝিয়েছি। আশা করি বাংলা উইকিতে নিয়মিত থাকবেন। ধন্যবাদ সহযোগে। -- যুদ্ধমন্ত্রী আলাপ ০৭:৪৬, ২৪ আগস্ট ২০১৩ (ইউটিসি)
উইকিপদক
[সম্পাদনা]মূল পদক | ||
বাংলা উইকিপিডিয়ায় নতুন অবদানকারী হয়েও আজ অবধি ২৮২টি নিবন্ধ তৈরির জন্য এবং অবিশ্রান্তভাবে উইকিপিডিয়াকে সমৃদ্ধ করার জন্য নাহিদ সুলতানকে এই পদকটি দিলাম। :) – তানভির (আলাপ) ০৯:১৪, ২৬ আগস্ট ২০১৩ (ইউটিসি) |
- তানভির, আপনাকে আন্তরিক ধন্যবাদ -- যুদ্ধমন্ত্রী আলাপ ১২:৩৮, ২৬ আগস্ট ২০১৩ (ইউটিসি)
ফিরতি বার্তা
[সম্পাদনা]১৩:৪৭, ২৭ আগস্ট ২০১৩ (ইউটিসি) তারিখে বার্তাটি যোগ হয়েছে। আপনি {{ফিরতি বার্তা}} টেমপ্লেটটি অপসারণের মাধ্যমে যেকোনো সময় এই বিজ্ঞপ্তিটি মুছে ফেলতে পারেন।
বেলায়েত (আলাপ | অবদান) ১৩:৪৭, ২৭ আগস্ট ২০১৩ (ইউটিসি)
নিবন্ধ প্রকাশের জন্য সাহায্য প্রার্থনা।
[সম্পাদনা]জনাব আমি কণ্ঠশীলন নামে একটি নিবন্ধ লিখেছি। কিন্তু সেটা অপসারণের নীতিমালায় পড়ে গেছে।
এখানে আমি কণ্ঠশীলন নামক প্রতিষ্ঠানের প্রতিষ্ঠার ইতিহাস, লক্ষ্য ও উদ্দেশ্য, কার্যক্রমসহ এযাবৎকালে যতগুলো অনুষ্ঠান করেছে তার বর্ণনা দিয়েছি। বাংলা ভাষা ও সাহিত্য নিয়ে কণ্ঠশীলন কি ধরণের কাজ করে তারও বর্ণনা দিয়েছি।
কণ্ঠশীলন নামক সংগঠনটির উপনাম : সাহিত্যের বাচিক চর্চা ও প্রসার প্রতিষ্ঠান। বাংলা ভাষার শুদ্ধ উচ্চারণের জন্য, সবাইকে এক মান ভাষায় কথা বলার জন্য দীর্ঘ উনত্রিশ বৎসর যাবৎ এই সংগঠনটি কাজ করে যাচ্ছে। সেই সংগঠন সম্পর্কে নিবন্ধটি লিখেছি। www.kanthashilon.org এবং www.kanthoshilon.org নামে দুইটি ওয়েবসাইটের লিংক দিয়েছি। দিয়েছি বিভিন্ন সংবাদপত্রে বিভিন্ন সময়ে কণ্ঠশীলন এর অনুষ্ঠান সম্পর্কে খবরের লিংক।
আমি এখানে একজন নতুন অতিথি। সব নিয়ম-কানুন সম্পর্কে অবগত নই। এই নিবন্ধটির কোন কোন বিষয়ে মতবিরোধ আছে বা কি করলে তা প্রকাশিত হতে পারে সে বিষয়ে জানালে কৃতজ্ঞ থাকতাম।
ভালো থাকবেন সবসময়।
সালাম খোকন — Salam Khokon (আলাপ • অবদান) ১৮:২২ ৩০ আগস্ট ২০১৩ (ইউটিসি) এই স্বাক্ষরহীন মন্তব্যটি যোগ করেছেন।
- উইকিপিডিয়ায় আপনাকে আবারো স্বাগতম। আসলে নিবন্ধটি প্রথম অপসারন করা হয়েছিল কারন, আপনার লিখা নিবন্ধের টোন ঠিক হয় নাই। এটি দেখতে অনেকটা বিজ্ঞাপনের মত মনে হচ্ছে। উইকিপিডিয়ায় আমরা তথ্যমূলক নিবন্ধ লেখার চেষ্ঠা করি। আমার পরামর্শ হলো, আপনি উইকিপিডিয়ার নীতিমালা সংক্রান্ত পাতাগুলো ভালোভাবে পরে নিন। এছাড়া, কোন নিবন্ধ প্রকাশ করতে হলে তা সরাসরি নিবন্ধের নামেই করতে হবে। যেমন, উইকিপিডিয়া:নিবন্ধের নাম এরকম হওয়া যাবে না, সরাসরি নিবন্ধের নাম দিয়ে শিরোনাম লেখতে হবে (যেমন, ব্ল্যাকবিয়ার্ড)। উইকিপিডিয়া:নাম সাধারনত উইকিপিডিয়ার সাহায্য সংক্রান্ত পাতাগুলোর ক্ষেত্রে লেখা হয়। আপনি আরো একটি কাজ করতে পারেন, কোন নিবন্ধ প্রথমে আপনার ব্যবহারকারী উপপাতাতে লেখে তারপর তাতে প্রয়োজনমত সম্পাদনা করে মূল নামস্থানে স্থানান্তর করতে পারেন। সেক্ষেত্রে অপসারনের ভয় থাকে না। এভাবে, ব্যবহারকারী:Salam Khokon/কণ্ঠশীলন ব্যবহারকারী উপপাতা তৈরি করে প্রথমে সম্পাদনা করে নিবেন তারপর ভালো হলে মূল নামস্থানে সড়িয়ে নিবেন। আরো প্রশ্ন থাকলে এখানে নিঃসংকুচে তা করতে পারেন। আপনার বার্তার জন্য ধন্যবাদ। -- যুদ্ধমন্ত্রী আলাপ ১৩:৪০, ৩০ আগস্ট ২০১৩ (ইউটিসি)
মডিউল:Convert # Unit types
[সম্পাদনা]সময় পেলে মডিউল:Convert এর জন্য ব্যবহারকারী:Aftab1995/Convert-Engineering scales#Unit types পর্যালোচনা করতে অনুরোধ করছি। --লিমন ২৩:৫৫, ৩০ আগস্ট ২০১৩ (ইউটিসি)
প্রবেশদ্বার প্রসঙ্গে
[সম্পাদনা]শুভেচ্ছা নিন। আপনার অবদান অবিস্মরণীয়। নিবন্ধ লেখার পর কষ্ট করে সেই নিবন্ধের প্রবেশদ্বার টেমপ্লেটটি যুক্ত করে দিয়েন। যেটার প্রবেশদ্বার থাকবেনা সেটাও দিয়েন। পরবর্তীতে তৈরি করে দিব। ধন্যবাদ।(Mohd. Toukir Hamid (আলাপ) ১৫:৩৮, ৩১ আগস্ট ২০১৩ (ইউটিসি))
- ধন্যবাদ আমি চেষ্ঠা করব। এছাড়া, প্রবেশ্বদার নিয়ে প্রচুর শ্রম দেওয়ায় আপনাকে শুভেচ্ছা। -- যুদ্ধমন্ত্রী আলাপ ২০:৫৮, ৩১ আগস্ট ২০১৩ (ইউটিসি)
আলেক্সেন্ডার দ্যুমা
[সম্পাদনা]নাহিদ ভাই, আপনি আমাকে সম্পাদনা শেষ করতে দিচ্ছেন না! আমি উইকিপিডিয়ায় নতুন তাই হয়ত না জানা থাকার কারণে কোথাও কোন সমস্যা হচ্ছে। যাই হোক আমি চাই আমি পুরো নিবন্ধটি শেষ করার পর আপনি তা পড়ে দেখেন ও কোথায় কোন ধরনের সংশোধনী আনতে হবে তা জানিয়ে নিবন্ধ ফেরত দিন। সবশেষে পরিমার্জিত নিবন্ধটি প্রকাশ করুন। এই কাজটা সম্ভব কিনা? অন্যথায় আমাকে টেনশনে থাকতে হচ্ছে কখন আপনি আমাকে না জানিয়ে আবার নিবন্ধে কাঁচি চালাবেন (যা আমি একদমই পছন্দ করিনা)।
রেফারেন্স কীভাবে সংযুক্ত করতে হয় জানালে উপকৃত হব। আমার কাছে রেফারেন্স আছে। কিন্তু সংযুক্ত করার উপায় জানা নেই। দয়া করে কোন লিংক দেবেন না। উইকিপিডিয়ার সাহায্যকারী পাতাগুলো এত হিজিবিজি তথ্যে ঠাঁসা থাকে যে দেখলে মাথা ঘুরিয়ে বমি আসে! — Engr.Rafi (আলাপ • অবদান) এই স্বাক্ষরহীন মন্তব্যটি যোগ করেছেন।
- আপনার সম্পাদনা বাতিল করার কারনে আমি দুঃখিত কিন্তু আপনি নিবন্ধে পুরো ইংরেজি বাক্য দিয়ে ভরে দিয়েছিলেন সেক্ষেত্রে বাতিল না করে উপায় ছিল না। যাই হোক আপনার আলাপ পাতাতে একবার বলেছিলাম আবারো বলছি,মূল নিবন্ধে ইংরেজি বাক্য নিয়ে তারপর অনুবাদ না করে আপনার ব্যবহারকারী উপপাতাতে অনুবাদ কমপ্লিট করে তারপর মূল নিবন্ধে যুক্ত করতে পারনে। বা কোন নিবন্ধে কাজ করা অবস্থায় {{কাজ চলছে}} টেমপ্লেটটি যুক্ত করুন তাহলে অন্য ব্যবহারকারীরা বুঝতে পারবে আপনি নিবন্ধে এখনো কাজ করছেন। কাজ শেষ হলে টেমপ্লেটটি অপসারন করুন।
- আর, রেফারেন্সের ক্ষেত্রে, ধরুন আপনার লিঙ্ক (http://www.olimpickgames.co.uk/contentok.php?id=853) সেক্ষেত্রে যেখানে রেফারেন্স যুক্ত করবেন সেখানে <ref>http://www.olimpickgames.co.uk/contentok.php?id=853</ref> বা রেফারেন্সের নিবন্ধের শিরোনাম দিতে চাইলে, <ref>[http://www.olimpickgames.co.uk/contentok.php?id=853 400 Years of Olimpick Passion]</ref> এভাবে দিবেন। সবশেষে, তথ্যসূত্রের অনুচ্ছেদে <references/> যোগ করে দিলেই কাজ শেষ। -- যুদ্ধমন্ত্রী আলাপ ১২:৩৮, ২ সেপ্টেম্বর ২০১৩ (ইউটিসি)
অনেক ধন্যবাদ নাহিদ ভাই। :) —117.18.230.58 (আলাপ) থেকে এই স্বাক্ষরহীন মন্তব্যটি যোগ করা হয়েছে।
ধন্যবাদ!
[সম্পাদনা]শুভেচ্ছা নিন। হাতিয়াড়া নিবন্ধে আপনার সাহয্যের জন্য ধন্যবাদ! --Buzzzman (আলাপ) ০৮:০২, ৩ সেপ্টেম্বর ২০১৩ (ইউটিসি)
- আমি বুঝতে পেরেছি এবং ভবিষ্যৎ -এ খেয়াল রাখব। যেগুলি তৈরি করেছি সেগলি যত তারাতারি সম্ভব সম্পূর্ণ করব। ধন্যবাদ আবার।--Buzzzman (আলাপ) ০৮:০৮, ৩ সেপ্টেম্বর ২০১৩ (ইউটিসি)
টেমপ্লেট:Weather box
[সম্পাদনা]নাহিদ ভাই, টেমপ্লেট:Weather box টায় ইংরেজী সখ্যাগুলিকে বাংলায় কি করে আনা যায়, বুঝতে পারছি না। বাংলা করলেই রং গুলো চলে যাচ্ছে। একটু দেখবেন। B. Mandal (আলাপ) ২২:২৩, ৩ সেপ্টেম্বর ২০১৩ (ইউটিসি)
- টেমপ্লেটটির কালার শুধু ইংরেজি ইনপুটে কাজ করে এজন্যই বাংলা করলে চলে যাচ্ছে। আপাতত ইংরেজিতেই রাখেন, টেমপ্লেটটি ভালো করে চেক না করে সম্পাদনা ঠিক হবে না। -- যুদ্ধমন্ত্রী আলাপ ২২:৪৬, ৩ সেপ্টেম্বর ২০১৩ (ইউটিসি)
- ঠিক আছে, নাহিদ ভাই। অনেক ধন্যবাদ। ভালো থাকবেন। B. Mandal (আলাপ) ২২:৪৯, ৩ সেপ্টেম্বর ২০১৩ (ইউটিসি)
চক্রবর্তী রাজাগোপালাচারী
[সম্পাদনা]নাহিদ ভাই,
অনেক দিন আগে একটা গোলমাল করে ফেলেছিলাম, তখন বুঝতে পারিনি গোলমাল করেছি। হয়েছিল কি, কোন রকম আলোচনা ছাড়া চক্রবর্তী রাজগোপালাচারী থেকে চক্রবর্তী রাজাগোপালাচারী নিবন্ধে পুনর্নির্দেশ করে ফেলেছিলাম। তখন স্থানান্তরের ব্যাপারটাও জানতাম না। আর প্রশাসকদেরও হয়তো চোখ এড়িয়ে গেছিল। তাই ব্যাপারটা শুধরোয়নি। ব্যাপারটা ভুলে গেছিলাম। আজ হঠাৎ দুটি নিবন্ধই চোখে পড়ে গেল। সঙ্গে সঙ্গে চক্রবর্তী রাজগোপালাচারী তে আমার শেষ পুনর্নির্দেশনা বাতিল করে ফেলে ভাবলাম এবার ঠিক নিবন্ধে অর্থাৎ চক্রবর্তী রাজাগোপালাচারী পাতায় আগের পাতাটিকে পুরো ইতিহাস সমেত স্থানান্তর করে দেবো। কিন্তু তারপরে খেয়াল হল, যেহেতু নিবন্ধটি আগে তৈরী হয়ে গেছে, তাই স্থানান্তর হবে না। এখন দেখা যাচ্ছে, দুটো নিবন্ধই রয়ে গেছে। এর আগে রাধাগোবিন্দ কর মেডিক্যাল কলেজ ও হাসপাতাল এর আলাপ পাতায় এই নিয়ে অনেক কথা শুনেছিলাম, এ ভুলটাও প্রায় ঐ সময়েই করা। দুটোই হয়েছে অজ্ঞানতা বশতঃ। কিন্তু ভুল ভুলই। পরে হয়তো আবার একটা অস্বস্তিকর পরিস্থিতিতে পড়ে যাব। তাই আপনি একটু দয়া করে ব্যাপারটা শুধরে দিলে ঠিক হয়। B. Mandal (আলাপ) ২৩:১১, ৬ সেপ্টেম্বর ২০১৩ (ইউটিসি)
- বেধিসত্ত্বদা, ঘটনা হলো ইতিহাসসহ পাতা শুধুমাত্র প্রশাসকেরা স্থানান্তর করতে পারেন যদিও এর পূর্বে আমার এরকম স্থানান্তর চোখে পরে নি। যাই হোক আপনি বেলায়েত ভাইর সাথে কথা বলে দেখতে পারেন। আর আপনি যেহেতু স্বীকার করেছেন আশা করি কেউ এটা নিয়ে আর কোন কথা বলবে না। নিশ্চিন্তে স্থানান্তর করে দেন। -- যুদ্ধমন্ত্রী আলাপ ১১:০৮, ৭ সেপ্টেম্বর ২০১৩ (ইউটিসি)
- নাহিদ ভাই, অনেক অনেক ধন্যবাদ। নিশ্চিন্ত হলাম। B. Mandal (আলাপ) ১১:৩৯, ৭ সেপ্টেম্বর ২০১৩ (ইউটিসি)
অনুবাদ
[সম্পাদনা]নাহিদ ভাইয়া, আমি কোন নিবন্ধ তৈরি করার পর যদি সেটাকে বিভিন্ন ভাষায় অনুবাদ করতে চাই, তবে সেটা কিভাবে করব? আমি অনুবাদের কোন অপশন খুঁজে পাচ্ছিনা। এ ব্যাপারে আপনার সাহায্য কামনা করছি। দয়া করে বলবেন... — Duke Khan (আলাপ • অবদান) এই স্বাক্ষরহীন মন্তব্যটি যোগ করেছেন।
- ভাই, বিভিন্ন ভাষায় অনুবাদ বলতে আপনি কি বুঝাতে চাচ্ছেন, ঠিক বুঝতে পারিনি। তবে, আমরা যেভাবে করি তা হলো, যেমন ধরূন একটি ইংরেজি নিবন্ধ আমি বাংলায় অনুবাদ করব সেক্ষেত্রে ইংরেজি নিবন্ধ থেকে ম্যানুয়ালিই বাংলায় অনুবাদ করি। আপনি যদি এমন কোন ট্রান্সলেটরের কথা বুঝিয়ে থাকেন যেগুলো সরাসরি এক ভাষা থেকে অন্য ভাষায় অনুবাদ করবে তাহলে সে চিন্তা বাদ দিতে পারেন কারণ গুগল ট্রান্সলেটরসহ available সকল ট্রান্সলেটরেই অনুবাদ করলে বাক্যের অর্থ ঠিক থাকে না। নাকি আপনি বুঝাতে চাচ্ছেন বাংলায় নিবন্ধটি তৈরি করার পর কিভাবে উইকিপিডিয়ার অন্যান্য ভাষায়ও লিংকটি যুক্ত করবেন (যেমনটি কোন নিবন্ধের বামপাশে বিভিন্ন ভাষার লিংক যুক্ত থাকে)। সেক্ষেত্রে নিবন্ধটি সংরক্ষণ করার পর বামপাশে ভাষার ট্যাবের নিচে আন্তঃউইকি সংযোগ দিন লিংকটিতে ক্লিক করুন তারপর দুটি বক্স আসবে, প্রথম বক্সে যেকোন একটি ভাষার কোড দিন (ইংরেজির ক্ষেত্রে en) এবং দ্বিতীয় বক্সে সেই ভাষার নিবন্ধের নাম (ভাষার কোড ইংরেজি দিলে, নিবন্ধের নাম ইংরেজিতে দিন) লিখুন। এরপর সংরক্ষণ বোতামটি চাপলেই আপনার নিবন্ধ উইকিপিডিয়ার যতগুলো ভাষায় উক্ত নিবন্ধটি রয়েছে সকল ভাষায়ই যুক্ত হয়ে যাবে। আশা করি আপনি বুঝতে পেরেছেন। আপনার আরো কোন সমস্যা থাকলে আমার আলাপ পাতায় আপনাকে সবসময়ই স্বাগতম। -- যুদ্ধমন্ত্রী আলাপ ১৫:৩৮, ৭ সেপ্টেম্বর ২০১৩ (ইউটিসি)
ধন্যবাদ
[সম্পাদনা]ধন্যবাদ ভাইয়া, আমি আন্ত:উইকি সংযোগ সম্পর্কেই জানতে চেয়েছিলাম। আপনাকে আন্তরিকভাবে ধন্যবাদ। — Duke Khan (আলাপ • অবদান) এই স্বাক্ষরহীন মন্তব্যটি যোগ করেছেন।
আন্ত:উইকি সংযোগ সম্পাদনা
[সম্পাদনা]কিন্তু ভাইয়া, আমি ওখানে ক্লিক করলে তো ভাষার কোড কিংবা নিবন্ধের নাম চাওয়া হচ্ছে না, বরং ID: Site id: Site link: এগুলো চাওয়া হচ্ছে। তাহলে? — Duke Khan (আলাপ • অবদান) এই স্বাক্ষরহীন মন্তব্যটি যোগ করেছেন।
- ও, দুঃখিত ভাই। সাইট আইডির বক্সেই ভাষা কোড এবং লিংক এর জায়গায় ঐ ভাষার নিবন্ধের নাম দিতে হবে। আর আপনি এতো কষ্ট করে স্বাক্ষর দেওয়ার প্রয়োজন নাই। বার্তার শেষে চারটি টন্ডা চিহ্ন (~~~~) পরপর দিলেই স্বাক্ষর ও তারিখ অটোমেটিক যুক্ত হয়ে যাবে। -- যুদ্ধমন্ত্রী আলাপ ০৯:৪৩, ৮ সেপ্টেম্বর ২০১৩ (ইউটিসি)
- এ বিষয়ে আমার লেখা এই ব্লগটি দেখতে পারেন।--বেলায়েত (আলাপ | অবদান) ১০:৪০, ৮ সেপ্টেম্বর ২০১৩ (ইউটিসি)
ধন্যবাদ ভাইয়া Duke Khan (আলাপ) ১৬:৩৬, ৮ সেপ্টেম্বর ২০১৩ (ইউটিসি)
ছবি সংযোজন
[সম্পাদনা]ভাইয়া, কোন নিবন্ধে ছবি সংযোজন করব কীভাবে? Duke Khan (আলাপ) ১৬:৪৯, ৮ সেপ্টেম্বর ২০১৩ (ইউটিসি)
- ছবি টিউটোরিয়াল পাতাটি পড়ুন। কোন কিছু না বুঝলে পরে আমি জানানোর চেষ্ঠা করবো। ধন্যবাদ। -- যুদ্ধমন্ত্রী আলাপ ১৬:৫৫, ৮ সেপ্টেম্বর ২০১৩ (ইউটিসি)
জী ভাইয়া, আমি ছবি সংযোজনের নিয়মটি মোটামুটি বুঝেছি। এখন আমাকে বলুন, আমি ছবি আপলোড করব কীভাবে? Duke Khan (আলাপ) ১৭:৫০, ৮ সেপ্টেম্বর ২০১৩ (ইউটিসি)
ধন্যবাদ ভাইয়া, আমি এটা করতে পেরেছি। :D Duke Khan (আলাপ) ১৮:৪৩, ৮ সেপ্টেম্বর ২০১৩ (ইউটিসি)
ছবি আপলোড
[সম্পাদনা]ছবি আপলোডের জন্য আপনি উইকিমিডিয়া কমন্স ব্যবহারকরুন। আপনার যদি কমন্স-এ অ্যাকাউন্ট না থাকে, তবে অ্যাকাউন্ট করে নিতে পারেন বা আপনার বাংলা উইকিপিডিয়ার এই অ্যাকাউন্ট নাম ও পাসওয়ার্ড ব্যবহার করে কমন্সে লগ ইন করলে স্বয়ংক্রিয়ভাবে অ্যাকাউন্ট তৈরি হয়ে যাবে। এবার আসুন কীভাবে আপলোড করবেন। চিত্র আপলোডের জন্য আপনি এই লিঙ্কে ক্লিক করুন। সেখানে বাংলায় লেখা আছে কতোগুলো ক্যাটাগরির নাম। আপনার ছবিটি কোন ক্যাটাগরিতে পড়ে? যেমন: সম্পূর্ণ আপনার নিজের তোলা বা আঁকা ছবি হয়ে থাকলে এটি "সম্পূর্ণ আমার তৈরি কাজ" ক্যাটাগরিতে পড়বে, তখন আপনাকে ঐটিতে ক্লিক করতে হবে। এরপর যে পাতাটি আসবে তার শেষে দেখুন ছবি আপলোডের ফর্ম আছে। সেখানে লেখা আছে:
- Local filename: সেখানে ব্রাউজে ক্লিক করে আপনার পিসিতে থাকা ছবির লোকেশন উল্লেখ করে দিতে হবে।
- Destination filename: উইকিমিডিয়া কমন্সে আপনি ছবিটি যে নামে রাখতে চান সেই নামটি লিখে দিন। মনে রাখবেন ঐ নামে যদি অন্য কোনো ছবি থাকে তবে কমন্স সঙ্গে সঙ্গেই আপনাকে নিচে ছোট করে ও ফর্মের শেষে বড় করে নোটিফাই করবে, তখন ডেস্টিটেশন ফাইলনেম চেঞ্জ করে দেবেন, নইলে আগের ছবিটি রিপ্লেস হয়ে যাবে আর নিজের ছবি ছাড়া এটা করা উচিত নয়, সেটা ভ্যান্ডালিজমের পর্যায়ে পড়তে পারে।
- Original Scource: এখানে ছবির উৎস লিখে দিন। নিজের তোলা হলে {{own}} লিখে দিন। এটা লেখার অবশ্য প্রয়োজন নেই। কারণ আপনি আপলোডের সময় যে ক্যাটাগরি সিলেক্ট করবেন, সেই ক্যাটাগরির একটা টেমপ্লেট স্বয়ংক্রিয়ভাবে যোগ হয়ে যাবে।
- Author: এখানেও আপনি লগ ইন করলে আপনার ব্যবহারকারী নাম স্বয়ংক্রিয়ভাবে চলে আসবে। তাই এখানেও কিছু লেখার প্রয়োজন নেই।
- Date of work: এখান আপনার ছবি তোলার দিন-তারিখ, বছর-মাস-দিন ফরম্যাটে লিখে দিন।
- Description: এখানে আপনার ছবির বর্ণনা যতোটা বিস্তারিত সম্ভব দিন। যেমন: ছবিটি কোথায় তোলা, কখন তোলা, বা চাইলে আরো কিছু তথ্য যেমন ছবিটি কি নির্দেশ করছে ইত্যাদি ইত্যাদি....। প্রাথমিকভাবে ইংরেজিতে দেওয়াই ভালো। তবে আপনি বাংলাতে দিতে চাইলে নিচের + বাটনে ক্লিক করে বাংলা সিলেক্ট করে বাংলা, এভাবে আরো ভাষায় বর্ণনা যোগ করতে পারেন।
- Other version: আপনার ছবির অন্য সংস্করণ যদি আপনি যদি আগে আপলোড করে থাকেন তবে তার ইউআরএল লিখে দিন।
- Permission: অন্য কোথাও ছবিটি আগে প্রকাশ হয়ে থাকলে আপনি তাদের অনুমতি দেবার জন্য ওআরিটিএস ট্যাগ লাগাতে পারেন, সেজন্য ওই ঘরে {{OTRS pending|month=October|day=5|year=2012}} এভাবে দিনতারিখ লিখে দিন।
- Additional info: চিত্রের ভৌগলিক অবস্থান সম্পর্কে আরো তথ্য যোগ করতে চাইলে আপনি সেখানে যোগ করতে পারেন।
- Licensing: এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। এখানে আপনার ছবিটির লাইসেন্স ঠিক করে দিন। সবচেয়ে ভালো হয় আপনি যদি Multi-license with CC-BY-SA-3.0 and GFDL (recomended) সিলেক্ট করেন। তবে আপনি অন্যগুলো যেমন: Public domain বা Creative Commons Attribution-Share Alike 3.0-ও সিলেক্ট করতে পারেন। পাবলিক ডোমেইনের নিয়ম দেশ অনুযায়ী ভিন্ন; তাই আমি আবারো পরামর্শ দিবো Multi-license with CC-BY-SA-3.0 and GFDL (recomended) লাইসেন্সের আওতায় আপনার ছবি আপলোড ও উন্মুক্ত করুন।
- Categories: এখানে আপনার ছবির বিষয়শ্রেণী ঠিক করেদিন। যেমন: ছবিটি যদি গ্রামের হয় তবে Village লিখুন।
এবার ফাইলটি নজরে রাখতে চাইলে Watch সিলেক্ট করে আপলোড-এ ক্লিক করুন। হয়ে গেলো আপনার ছবি আপলোড। মনে রাখবেন সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশটি হচ্ছে Destination filename, Author, এবং Licensing। এগুলো অবশ্যই সুনির্দিষ্টভাবে দেবেন। বিস্তারিত, উইকিপিডিয়া:চিত্র আপলোড, উইকিপিডিয়া:ছবি ব্যবহারের নীতি দেখুন। -- যুদ্ধমন্ত্রী আলাপ ২১:১০, ৮ সেপ্টেম্বর ২০১৩ (ইউটিসি)
Watermark
[সম্পাদনা]ভাইয়া, আমার আপলোড করা একটি ছবিতে এই ধরনের লেখ সম্বলিত একটি ট্যাগ লাগিয়ে দেওয়া হয়েছে। This image contains digital watermarking or credits in the image itself. This image (or all images in this article or category) should be adapted by removing the watermark . এটার কারন কী? আর "Watermark" বলতে কী বোঝায়? Duke Khan (আলাপ) ০৮:৫০, ১১ সেপ্টেম্বর ২০১৩ (ইউটিসি)
- ওয়াটারমার্কিং সাধারনত কোন ফাইলের মালিকানা বুঝাতে ব্যবহার করা হয়ে থাকে। যেমন ধরুন, en:File:Tai Shan Mei Xiang.jpg ফাইলটিতে লেখা রয়েছে কে ও কখন ছবিটি তুলেছিল। উইকিপিডিয়া কমন্সের সকল ফাইলই প্রায় ফ্রি লাইসেন্সের আওতাভুক্ত, না হলে ফেয়ার ইউজে পাবলিশ করা হয়েছে। সুতরাং কোন ফাইলে এরকম কোন নাম থাকলে ছবিটি যদি ফ্রিও হয় তবুও কমন্সের নীতিমালা অনুসারে আপলোড করা করা যায় না। সেক্ষেত্রে ছবিটি যদি ফ্রি হয় তবে আপনি ওয়াটারমার্কটি মুছে দিয়ে ঐ ফাইলেরই নতুন একটি ভার্সন আপলোড করতে পারেন। ওয়াটারমার্ক সম্পর্কে বিস্তারিত এখানে। -- যুদ্ধমন্ত্রী আলাপ ১১:৫২, ১১ সেপ্টেম্বর ২০১৩ (ইউটিসি)
ঢাকার জাদুঘর আলাপ পাতায় আসুন
[সম্পাদনা]নাহিদ ভাই, আজ ঢাকার জাদুঘর নামে একটি পাতা তৈরি হয়েছে যেটি হুবহু একটি ব্লগ থেকে টুকে দেওয়া এমনকি কিছ্য সংবাদপত্র থেকে টুকে দেওয়া । কিন্তু যিনি নিবন্ধটি লিখেছেন, তিনি বলছেন তার লেখাটিতে কপিরাইট আছে। একটু দেখে নিয়ে সমস্যাটার সয়াধান করে দিলে ভালো হয়। বোধিসত্ত্ব (আলাপ) ১০:২২, ৯ সেপ্টেম্বর ২০১৩ (ইউটিসি)
- উক্ত নিবন্ধের আলাপ পাতায় মতামত জানিয়েছি। -- যুদ্ধমন্ত্রী আলাপ ১০:২৭, ৯ সেপ্টেম্বর ২০১৩ (ইউটিসি)
টেমপ্লেট সমস্যা
[সম্পাদনা]টেমপ্লেট:GrandSlamEvents ও Template:Infobox tennis event টা একটু দেখে দিলে ভালো হয়। বোধিসত্ত্ব (আলাপ) ১০:৪৫, ৯ সেপ্টেম্বর ২০১৩ (ইউটিসি)
- সবইতো ঠিক আছে। আমিতো কোন সমস্যা দেখছি না। -- যুদ্ধমন্ত্রী আলাপ ১৭:৩৩, ৯ সেপ্টেম্বর ২০১৩ (ইউটিসি)
- আরে আপনি লেট করে ফেলেছেন। কাম শেষ। আপনাকে সমস্যাটা জানাতেই ইয়াহিয়া ভাই, বেলায়েত ভাই, সুব্রতদা আর সব শেষে লিমন দু তিন ঘন্টার লড়াই চালিয়ে সব ঠিক করে দিলেন। কিন্তু শেষ হাসি হেসেছেন লিমন। আপনি মিস করে গেছেন। যাই হোক, পরের বার রেডি থাকবেন। :-D বোধিসত্ত্ব (আলাপ) ১৭:৫০, ৯ সেপ্টেম্বর ২০১৩ (ইউটিসি)
ফিরতি বার্তা
[সম্পাদনা]আপনি {{ফিরতি বার্তা}} টেমপ্লেটটি অপসারণের মাধ্যমে যেকোনো সময় এই বিজ্ঞপ্তিটি মুছে ফেলতে পারেন।
বোধিসত্ত্ব (আলাপ) ১৮:৪২, ৯ সেপ্টেম্বর ২০১৩ (ইউটিসি)
পশ্চিম ইন্দিরা টোল
[সম্পাদনা]নাহিদ ভাই,
পশ্চিম ইন্দিরা টোল নিবন্ধে যে তথ্যছক দিয়েছি, তাতে সব কিছু কাজ করলেও ম্যাপে জায়গাটার অবস্থা দেখাচ্ছে না। সময় করে একটু দেখে দেবেন।Bodhisattwa (আলাপ) ১৩:১৮, ১০ সেপ্টেম্বর ২০১৩ (ইউটিসি)
- পশ্চিম ইন্দিরা টোল-এর সঠিক লোকেসন আমার জানা নেই কিন্তু আমি অনুমানের উপর ভিত্তি করে মার্ক করে দিয়েছি। আমার অনুমান সঠিক হলেও জানান বা ঠিক না হলে, x ও y, এর value পরিবর্তন করে দিলেই হবে।
x- বাম দিক থেকে ডান দিকে 1000px পর্যন্ত প্রশস্থ হবে
y- উপর থেকে নিচের দিকে 1000px পর্যন্ত প্রশস্থ হবে
বা সঠিক অবস্থান জানান আমি সংশোধন করে দিব। -- যুদ্ধমন্ত্রী আলাপ ১৪:০৩, ১০ সেপ্টেম্বর ২০১৩ (ইউটিসি)
- না, নাহিদ ভাই, স্থানাঙ্ক ঠিক হচ্ছে না। লোকেশান টা সম্বন্ধে বলছি। মানচিত্রের কাশ্মীরের একেবারে ওপরের দিকে মাঝামাঝি জায়গায় একটা ত্রিভুজের মত অঞ্চল দেখা যাচ্ছে, ঐ জায়গায় সোজা রেখাটি সিধে ওপর দিকে উঠে যা জায়াগায় ছেদ করছে, সেরকম কোথাও এই স্থানটি অবস্থিত। Bodhisattwa (আলাপ) ১৪:৪৮, ১০ সেপ্টেম্বর ২০১৩ (ইউটিসি)
- নাহিদ ভাই, আপনি অনেক উপরে নিয়ে গেছিলেন। আমি ঐ ছোট হলুদ ত্রিভূজ টা বলছিলাম। এতোক্ষণে হল। সঠিক লোকেশান টা দেখে নিতে পারেন। আচ্ছা একটা কথা, এই ভাবে ছাড়া কোন উপায় নেই? x, y ছাড়া আর কোন সহজ উপায় নেই? পর্বত বা শহর এগুলোতে তো কিছু দিতে হচ্ছিল না। আর ইংরেজী নিবন্ধ গুলিতেও কিছু দিতে লাগছে না। Bodhisattwa (আলাপ) ১৫:৪৪, ১০ সেপ্টেম্বর ২০১৩ (ইউটিসি)
- টেমপ্লেটটিই এভাবে তৈরি করা। তাছাড়া তথ্যছক লোকেশন ম্যাপ থাকলে x ও y যুক্ত করতে হয় না। এজন্যই পর্বত ও শহরেরগুলোতে যুক্ত করতে হয় না। -- যুদ্ধমন্ত্রী আলাপ ১৬:১০, ১০ সেপ্টেম্বর ২০১৩ (ইউটিসি)
যুদ্ধ
[সম্পাদনা]নাহিদ ভাই,
একটা প্রশ্ন - উইকিতে কোন যুদ্ধের Title এ যুদ্ধের সাল যুদ্ধের নামের আগে দিতে হবে না পরে? যেমন ধরুন, কথার কথা ১৯৬২ ভারত-চীন যুদ্ধ না ভার-চীন যুদ্ধ ১৯৬২?
Bodhisattwa (আলাপ) ১৫:৫৯, ১০ সেপ্টেম্বর ২০১৩ (ইউটিসি)
- আসলে এই বিষয়ে পূর্বে কখনো আলোচনা হয়নি। এর পূর্বে বিষয়শ্রেণী নিয়ে প্রসাশকদের আলোচনা সভাতে একটি আলোচনা হয়েছিল, অনেকটা এরকম। সাল শেষে দিলেই আমার মতে ভাল হয়। উইকির এরকম যুদ্ধের প্রায় সকল নিবন্ধই সাল শেষে দিয়ে করা রয়েছে, উদাহরন, ভারত-পাকিস্তান যুদ্ধ ১৯৭১। এবং সাল শেষে থাকলেই শুনতেও শ্রুতিমধুর লাগে। -- যুদ্ধমন্ত্রী আলাপ ১৬:০৭, ১০ সেপ্টেম্বর ২০১৩ (ইউটিসি)
হেমট্রামিক পাবলিক স্কুল্স
[সম্পাদনা]এই নিবন্ধটি আজ তৈরী হয়েছে। আমার মতে এটি একটি বিজ্ঞাপন মূলক নিবন্ধ। আপনার মত কি? — Bodhisattwa (আলাপ • অবদান) এই স্বাক্ষরহীন মন্তব্যটি যোগ করেছেন।
- মন্তব্য: এইখানের অনুরোধের ভিত্তিতে আমি নিবন্ধটি লিখেছি। আপনার {{advert}} ট্যাগটি দেখলাম। কোন অংশটি বিজ্ঞাপনের মত করে লেখা হয়েছে জানালে আমি সংশোধন করতে পারব।--Buzzzman (আলাপ) ০৬:০৯, ১১ সেপ্টেম্বর ২০১৩ (ইউটিসি)
- নিবন্ধের আলাপ পাতা দেখুন। -- যুদ্ধমন্ত্রী আলাপ ০৬:৪৩, ১১ সেপ্টেম্বর ২০১৩ (ইউটিসি)
Tagging of article Hamtramck Public Schools (হেমট্রামিক পাবলিক স্কুল্স) as an advertisement.
[সম্পাদনা]Hi! I found that you added the advertisement tag to this article: হেমট্রামিক পাবলিক স্কুল্স.
Doing a Google Translate, I notice that it is only a translation of content in en:Hamtramck Public Schools which I wrote myself. The way the article is written on the English Wikipedia does not count as promotional advertising, especially since it reveals negative information about the school district's history. Therefore please remove the "advertising" tag from the Bengali Wikipedia.
Thank you WhisperToMe (আলাপ) ০১:০০, ১২ সেপ্টেম্বর ২০১৩ (ইউটিসি)
- Maybe the way you wrote on the english wiki didn't count as promotional but in Bengali i'm afraid it is. we are discussing that topic right now at article's talk page. Please, make your comment there. Thanks. -- যুদ্ধমন্ত্রী আলাপ ০৩:৫২, ১২ সেপ্টেম্বর ২০১৩ (ইউটিসি)
- Thank you. I'll talk about it on the talk page. WhisperToMe (আলাপ) ০৫:০১, ১২ সেপ্টেম্বর ২০১৩ (ইউটিসি)
- শুভেচ্ছা নেবেন। হেমট্রামিক পাবলিক স্কুল্স -এর আলাপ পাতায় আলোচনার ভিত্তিতে আমি {{advert}} ট্যাগটি সরিয়ে দিয়েছি। যদি আপনার মনে হয় এটা ভুল হয়েছে তবে দয়া করে পুনরায় ট্যাগটি দিয়ে দেবেন। ধন্যবাদ, --Buzzzman (আলাপ) ১০:০৫, ১৩ সেপ্টেম্বর ২০১৩ (ইউটিসি)
পানি থেকে জলে স্থানান্তর
[সম্পাদনা]নাহিদ ভাই,
আমি পানি থেকে জল এ স্থানান্তর করতে চেয়েছিলাম। কিন্তু পারলাম না। নিবন্ধের নাম জল হওয়া উচিৎ। সেই জন্য একত্রীকরণের আবেদন করেছিলাম। আপনি দয়া করে নিবন্ধ টিকে জল এ স্থানান্তর করে ঠিক করে দিন। বোধিসত্ত্ব (আলাপ) ২০:৩২, ১৩ সেপ্টেম্বর ২০১৩ (ইউটিসি)
- বোধিসত্ত্বদা, নিবন্ধের ইতিহাস পাতাতে দেখলাম রাগিব ভাই জলকে, পানিতে স্থানান্তর করে দিয়েছেন। আপনারা ওপার বাংলাতে যেমন জল শব্দটি বেশি ব্যবহার করেন সেরকম এপার বাংলাতে পানি বেশি ব্যবহার হয়। আমি মনে করি সকলে সিদ্ধান্ত নিয়ে এটি স্থানান্তর করলে সবচেয়ে ভালো হয়। এছাড়া নিবন্ধের আলাপ পাতাতেতো লিখেছেনই, দেখি সবাই কি বলে। -- যুদ্ধমন্ত্রী আলাপ ২০:৩৮, ১৩ সেপ্টেম্বর ২০১৩ (ইউটিসি)
- নাহিদ ভাই, তাই হোক। বোধিসত্ত্ব (আলাপ) ২০:৪৪, ১৩ সেপ্টেম্বর ২০১৩ (ইউটিসি)
একটা ছোট জিজ্ঞাসা
[সম্পাদনা]নাহিদ ভাই, বিপদে আপদে সমস্যায় পড়লে আপনার আর লিমন ভাইয়ের কাছে ছুটে যাচ্ছি, অনেক দিন ধরে। আরেক বার এলাম। একটা ছোট জিজ্ঞাসা ছিল। আমার আলাপ পাতায়, Buzzzman Please, be cautious! - শুভেচ্ছা নিন। আপনার কিছু অবদান সম্পর্কে বলতে চাই যে কোন সম্পাদকের মতামত নেওয়া বা rfc এর জন্য ডাকা ঠিক আছে কিন্তু দয়া করে খেয়াল রাখবেন তা যেন WP:CAN বা WP:Votestacking এর পর্যায় না পরে। ধন্যবাদ এই বার্তাটি ছেড়েছেন। আমি এর অর্থ কিছুই বুঝতে পারি নি। শুধু এটুকু বুঝলাম, ওনার মনে হয়েছে, আমি একটু বেশি কথা বলে ফেলছি। ঐ আরবী বাংলার আলাপ শুরু হতেই এটি এলো। আমার আপনাকে প্রশ্ন, WP:CAN বা WP:Votestacking এগুলি কি? বোধিসত্ত্ব (আলাপ) ২০:৪২, ১৩ সেপ্টেম্বর ২০১৩ (ইউটিসি)
- আমার আলাপ পাতাতে হয়তো হেমট্রামিক পাবলিক স্কুল্স নিবন্ধের ব্যাপারে বলায় Buzzzman ভাইয়ের এই ধারনার সৃষ্টি হয়েছে (আমি সিওর না)। আপনি তাকে নির্দিষ্ট করে কারণ জিজ্ঞেস করতে পারেন ঠিক কি কারণে তার এরকম মনে হলো। আর আপনি বিস্তারিত এখানে পাবেন। উইকিতে আমরা সকলেই লিখতে এসেছি আপনি আমার আলাপ পাতাতে আসবেন, আমার কোন সমস্যা হলে আপনার আলাপ পাতাতে আসবো, এভাবেই পারস্পারিক শ্রদ্ধাবোধের মাধ্যমেই একটি পূর্ণাঙ্গ বিশ্বকোষ গড়ে উঠবে। ও আর একটি কথা, আমার আলাপ পাতায় আপনাকে সবসমই স্বাগতম। :)-- যুদ্ধমন্ত্রী আলাপ ২০:৫৩, ১৩ সেপ্টেম্বর ২০১৩ (ইউটিসি)
- নাহিদ ভাই, বুঝলাম, জটিল ব্যাপার। ওনার বিজ্ঞাপন কথাটি পছন্দ হয়নি। কিন্তু আমি তো আপনাকে প্রভাবিত করব বলে ওই ভেবে লিখিনি। আপনার তো নিজস্ব মতামত থাকবেই। নাহ, দেখে শুনে কথা বলতে হবে বুঝতে পারছি। কি ফস করে বলে ফেলব, আর উইকির কোন ধারায় শাস্তি পেয়ে যাব, ঘটে যাওয়ার পরে হয়তো জানতে পারব। যাই হোক, একটা কথা, আপনি যে ভাবে নিরলস ভাবে স্থির মাথায় উইকিতে নিঃশব্দে কাজ করে যান, তা দেখে আমি সত্যি অবাক হয়ে যাই। একে বলে প্রাণ ঢেলে কাজ করা। চালিয়ে যান। বোধিসত্ত্ব (আলাপ) ২১:১২, ১৩ সেপ্টেম্বর ২০১৩ (ইউটিসি)
- সমস্যা নেই ভাই। একই সাথে কাজ করলে ভিন্ন ভিন্ন ব্যক্তির ভিন্ন ভিন্ন মতামত থাকবেই, আর মতামত আছে বলেই সঠিকভাবে সিদ্ধান্ত নেওয়া যায়। এটা প্লাস পয়েন্ট। আর আপনার মূল্যায়নের জন্য আন্তরিক ধন্যবাদ। আপনিও কিন্তু কম শ্রম দিচ্ছেন না :) -- যুদ্ধমন্ত্রী আলাপ ২১:১৯, ১৩ সেপ্টেম্বর ২০১৩ (ইউটিসি)
- ঠিক কথা, ভিন্ন মত থাকতেই হবে। এই ভাবেই Thesis, Antithesis এর দ্বন্দ্বে Synthesis হয়। ভিন্ন মত না থাকলে সব এক জায়গায় দাঁড়িয়ে যায়। এ কথা আমি মানি। গঠনমূলক বিরোধী মতের দাম সব চেয়ে বেশি। সেটা গ্রহণ করার দাম আরো বেশি। আর, আমার শ্রম, সে তো আপনাদের তুলনায় কিছুই না। যাই হোক, শুভরাত্রি, ভালো থাকবেন। বোধিসত্ত্ব (আলাপ) ২১:৩৭, ১৩ সেপ্টেম্বর ২০১৩ (ইউটিসি)
সাহায্য করুন
[সম্পাদনা]আমি পাতা সম্পাদনা করব কিভাবে? — Matinur Rahman (আলাপ • অবদান) এই স্বাক্ষরহীন মন্তব্যটি যোগ করেছেন।
- উইকিপিডিয়ায় আপনাকে স্বাগতম। উইকিপিডিয়ায় তথ্য যুক্ত করা খুবই সহজ, এখানে যে কেউ সম্পাদনা করতে পারে। আপনি যে পাতায় তথ্য যুক্ত করবেন সেই পাতাটি যদি পূর্বে থেকেই থেকে থাকে তাহলে পাতার উপর ডান পাশে পড়ুন, সম্পাদনা, উৎস সম্পাদনা ও ইতিহাস ট্যাব রয়েছে। সেখান থেকে উৎস সম্পাদনাতে ক্লিক করে লেখা শুরু করে দিন। লেখা শেষ হলে সম্পাদনা বক্সের নিচে প্রাকদর্শন বাটন ব্যবহার করলে আপনার সম্পাদনার একটি প্রিভিউ দেখাবে, সম্পাদনা ঠিক থাকলে সংরক্ষণ বোতামটি চাপুন। ব্যাস কাজ শেষ। মনে রাখবেন, সম্পাদনা করার সময় যেন কোন পাতার তথ্য বাতিল না হয়ে যায় তবে কিছু ভুল থাকলে আপনি তা সংশোধন করে দিতে পারেন। বিস্তারিত জানতে উইকিপিডিয়া:টিউটোরিয়াল পাতাটি পড়ুন। আপনার যে কোন প্রকার সাহায্যে আমার আলাপ পাতায় বার্তা রাখতে পারেন। ধন্যবাদ। -- যুদ্ধমন্ত্রী আলাপ ০৭:৫৫, ১৫ সেপ্টেম্বর ২০১৩ (ইউটিসি)
ফিরতি বার্তা
[সম্পাদনা]০২:০৪, ২৭ সেপ্টেম্বর ২০১৩ (ইউটিসি) তারিখে বার্তাটি যোগ হয়েছে। আপনি {{ফিরতি বার্তা}} টেমপ্লেটটি অপসারণের মাধ্যমে যেকোনো সময় এই বিজ্ঞপ্তিটি মুছে ফেলতে পারেন।
বোধিসত্ত্ব (আলাপ) ০২:০৪, ২৭ সেপ্টেম্বর ২০১৩ (ইউটিসি)
ধন্যবাদ
[সম্পাদনা]ধন্যবাদ ভাইয়া, আমাকে সঠিক দিকনির্দেশনা দেওয়ার জন্য। যেহেতু আমি নতুন তাই সব নিয়ম-কানুন সম্পর্কে অবগত নই। আমি ইতোমধ্যে রোলব্যাক পাতাটি পড়ছি। পরবর্তীতে নীতিমালা অনুসরণ করেই কাজ করে যাবো। আমার ব্যবহারকারী পাতাটি পুনরায় বিবেচনা করে দেখবার জন্য আপনাকে অনুরোধ জানাচ্ছি। দয়া করে মতামত জানাবেন। --অয়ন (আলাপ) ১২:৫৫, ২৯ সেপ্টেম্বর ২০১৩ (ইউটিসি)অয়ন
লিওনেল মেসি
[সম্পাদনা]নাহিদ ভাই, লিওনেল মেসি নিবন্ধটিতে কোন ব্যবহারকারী তথ্যছকের ছবির সাইজ খুব বড় করে দিয়েছেন। এতো বড় যে পাতার বাইরে বেরিয়ে যাচ্ছে। আমার নেট কানেকশনে পেজটি লোড হচ্ছে না, বলে সম্পাদনা করে ঠিক করতে পারছি না। অগতির গতি আপনার দৃষ্টিতে আনলাম, সামলে দিয়েন। :-) বোধিসত্ত্ব (আলাপ) ১৬:০১, ৩০ সেপ্টেম্বর ২০১৩ (ইউটিসি)
- করা হয়েছে -- যুদ্ধমন্ত্রী আলাপ ১৭:১৭, ৩০ সেপ্টেম্বর ২০১৩ (ইউটিসি)
ঢাল
[সম্পাদনা]আমার কিছু নিবন্ধে আপনি ট্যাগ লাগিয়েছেন, আমি সেগুলোর উত্তর দিয়েছি আলাপ পাতায়; আশা করি দেখবেন। Ashiq Shawon (আলাপ) ১০:১৪, ২১ অক্টোবর ২০১৩ (ইউটিসি)
- আশিক ভাই, শুভেচ্ছা নেবেন। আমি অত্যন্ত দুঃখিত, প্রায় একমাসের মত উইকিতে অনুপস্থিত ছিলাম বলে আপনার বার্তার উত্তর দিতে পারিনি এবং এতোদিন পর এসে আসলে আমার ঠিক মনে নেই আপনার কোন নিবন্ধগুলোতে ট্যাগ লাগিয়েছিলাম। অনুগ্রহ করে যদি জানাতেন তাহলে খুশি হবো। ধন্যবাদ। -- যুদ্ধমন্ত্রী আলাপ ১৬:২৮, ৩১ অক্টোবর ২০১৩ (ইউটিসি)
- আমি অসম্ভব দু:খিত নাহিদ ভাই, এই বার্তাটি আমি 'বোধিস্বত্ত্ব'-দা ভেবে (যে-কোনো কারণেই হোক) এখানে দিয়েছি। দু:খিত। আপনি ভালো আছেনতো? অনেকদিন দেখিনি (অবশ্য আমি নিজেই ছিলাম না বেশ কিছু দিন)। ধন্যবাদ। - Ashiq Shawon (আলাপ) ১৯:৪৬, ৩১ অক্টোবর ২০১৩ (ইউটিসি)
দৃষ্টি আকর্ষণ
[সম্পাদনা]সুপ্রিয়, প্রশাসকদের আলোচনা সভার এই আলোচ্যটির বিষয়ে আপনার আশু দৃষ্টি আকর্ষণ করছি। - Ashiq Shawon (আলাপ) ২০:৫৩, ৩০ অক্টোবর ২০১৩ (ইউটিসি)
দৃষ্টি আকর্ষণ
[সম্পাদনা]সুপ্রিয়, প্রশাসকদের আলোচনা সভার এই আলোচ্যটির বিষয়ে আপনার আশু দৃষ্টি আকর্ষণ করছি। - Ashiq Shawon (আলাপ) ২০:৫৫, ৩০ অক্টোবর ২০১৩ (ইউটিসি)
এমনি এমনি
[সম্পাদনা]আরে নাহিদ ভাই, এতদিন কোথায় ছিলেন ? আপনার যে বন্ধু হাসপাতালে ভর্তি ছিলেন, তিনি ভালো তো? আমি আজ ফেসবুকে আপনার খবর নেব ভাবছিলাম। বোধিসত্ত্ব (আলাপ) ১৬:১১, ৩১ অক্টোবর ২০১৩ (ইউটিসি)
- বোধিসত্ত্বদা, আমি ভালো আছি। আপনি? হ্যাঁ, আমার ফ্রেন্ড ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছে। হামলায় ওর ফুসফুস ও হাত পায়ের রগ কেটে গিয়েছিল, পুরো সুস্থ হতে সময় লাগবে। যাইহোক, আশা করি এখন থেকে নিয়মিত থাকতে পারবো। -- যুদ্ধমন্ত্রী আলাপ ১৬:১৬, ৩১ অক্টোবর ২০১৩ (ইউটিসি)
বন্ধুসভা
[সম্পাদনা]আপনি ঠিক বলেছেন এটি প্রথম আলো পত্রিকার একটি ফ্যান সংগঠন। কিন্তু বর্তমানে বন্ধুসভা একটি সতন্ত্র সংগঠন হিসেবে কাজ করছে। আপনি হয়ত খেয়াল করবেন আগে বন্ধুসভাকে ‘প্রথম আলো বন্ধুসভা’ লেখা হত। কিন্তু এখন শুধু বন্ধুসভা নামেই সংগঠনটি পরিচালিত হয়। সংগঠনটির নিজস্ব আয়-ব্যায়ের হিসাব আছে। — Sozib mia (আলাপ • অবদান) এই স্বাক্ষরহীন মন্তব্যটি যোগ করেছেন।
- সজীব ভাই, উইকিপিডিয়ায় আপনার অবদানের জন্য ধন্যবাদ। যাইহোক, ট্যাগ লাগানোর কারণ, এটি পূর্বে একবার আলোচনার মাধ্যমে অপসারন করা হয়েছিল। এবং বর্তমান বিষয়বস্তু পূর্বের বিষয়বস্তুর সাথে তেমন একটা পার্থক্য নেই। আপনি যেহেতু বলছেন, তাই দয়া করে তথ্যসূত্র দিয়ে নিবন্ধের পূর্ণতা দান করুন। আর এ বিষয়ে আপনি আপসারন প্রস্তাবনার পাতায় আপনার আলোচনা করতে পারেন। তাছাড়া প্রথম আলোর হাছিব ভাই আছেন, তার কমেন্টও কাম্য। আরো একটি কথা, কেউ কোন নিবন্ধে ট্যাগ লাগালে দয়া করে আলোচনা না করে ট্যাগটি অপসারন করবেন না। আশা করি, উইকিতে আপনাকে নিয়মিত পাবো :) ধন্যবাদ। -- যুদ্ধমন্ত্রী আলাপ ২১:০৮, ২ নভেম্বর ২০১৩ (ইউটিসি)
আইপি 180.234.[...] ব্যবহারকারী
[সম্পাদনা]আপনি কি আইপি 180.234.[সংখ্যা...] থেকে সম্পাদনা করা ব্যবহারকারীকে চিনেন। এই আইপিগুলি থেকে গত ৪/৫ দিন ছোট ছোট ধ্বংসপ্রবণ সম্পাদনা করা হচ্ছে। (এই আইপিগুলি 180.234.0.0 - 180.234.255.255 এর মধ্যে) চিনে থাকলে তাকে একটি অ্যাকাউন্ট খুলতে বলুন। ব্যবহারকারী আলাপ:180.234.114.47 পাতায় আপনার লেখা দেখে ভাবলাম আপনি বোধহয় চিনেন, তাই আপনাকে বললাম।--Aftab1995 (আলাপ) ২১:২২, ৯ নভেম্বর ২০১৩ (ইউটিসি)
- আসলে যে আইপিতে আমি বার্তা রেখেছি শুধুমাত্র তাকেই চিনি। ব্লগে উইকি নিয়ে একটি লেখা লিখেছিলাম। সেখান থেকেই একজন মরগান ফ্রিম্যান পাতায় সম্পাদনা করলো। তাই একটু স্বাগতম জানালাম আরকি। ধ্বংসপ্রবণতা আমিও খেয়াল করেছি, শেয়ার্ড আইপি হওয়ায় আসলে কে করেছে তা জানাও যাচ্ছে না। -- যুদ্ধমন্ত্রী আলাপ ০৫:৪০, ১০ নভেম্বর ২০১৩ (ইউটিসি)
- ঐ আই পি গুলো খুব গোলমেলে। বেশ কিছদিন ধরে এটা চলছে কিন্তু। আর নিবন্ধগুলিতে এতো ছোট ছোট পরিবর্তন করা হচ্ছে, যে মাঝে মাঝে চোখ এড়িয়ে চালুনী দিয়ে বেরিয়ে যাচ্ছে। মাঝে মাঝে এতো সূক্ষ্ম পরিবর্তন করা হচ্ছে, বুঝতেও পারছি না, যে আদৌ সেগুলি ঠিক না বেঠিক। বুঝি না বাপু, এসব করে খালি খালি কি লাভ হয়? শুধু শুধু হয়রানি। বোধিসত্ত্ব (আলাপ) ১৮:০৮, ১১ নভেম্বর ২০১৩ (ইউটিসি)
- একটি উদাহরণ দেই, ধরেন কোন দেশ এশিয়া ও ইউরোপ উভয় মহাদেশেই অবস্থিত। কিন্তু বাংলায় লেখার সময় শুধু এশিয়া বা শুধু ইউরোপ লিখে রাখা হয়েছে। এখন আইপি থেকে সম্পাদনার একটি প্যাটার্ন পেয়েছি তা হলো, তিনি সম্পাদনা করার সময় এশিয়া থাকলে তা বাতিল করে, ইউরোপ লিখছেন তা না হলে ইউরোপ বাতিল করে এশিয়া লেখছেন। এাকে ঠিক ধ্বংসপ্রবণতা বলা যায় না কারণ পূর্বেও এখানে সঠিক তথ্যটি ছিল না। তিনি সঠিক তথ্যটি দিলেই ঠ্যালা চুকে যেত কিন্তু অজানা ভদ্রলোকও তা করেননি। আবার আমরাও শুধুমাত্র রিভার্ট করেই কাজ শেষ করছি। এতে ভুল তথ্যটিই আদতে থেকে যাচ্ছে এবং তিনি পুনরায় সম্পাদনাতে উৎসাহিত হচ্ছেন। -- যুদ্ধমন্ত্রী আলাপ ১৮:২২, ১১ নভেম্বর ২০১৩ (ইউটিসি)
- ঐ আই পি গুলো খুব গোলমেলে। বেশ কিছদিন ধরে এটা চলছে কিন্তু। আর নিবন্ধগুলিতে এতো ছোট ছোট পরিবর্তন করা হচ্ছে, যে মাঝে মাঝে চোখ এড়িয়ে চালুনী দিয়ে বেরিয়ে যাচ্ছে। মাঝে মাঝে এতো সূক্ষ্ম পরিবর্তন করা হচ্ছে, বুঝতেও পারছি না, যে আদৌ সেগুলি ঠিক না বেঠিক। বুঝি না বাপু, এসব করে খালি খালি কি লাভ হয়? শুধু শুধু হয়রানি। বোধিসত্ত্ব (আলাপ) ১৮:০৮, ১১ নভেম্বর ২০১৩ (ইউটিসি)
ধন্যবাদ
[সম্পাদনা]ধন্যবাদ ভাই — নাজমুল হাসান মজুমদার (আলাপ • অবদান) এই স্বাক্ষরহীন মন্তব্যটি যোগ করেছেন।
- নাজমুল ভাই, আপনাকেও ধন্যবাদ। আপনার উইকি সম্পাদনা শুভ হোক। -- যুদ্ধমন্ত্রী আলাপ ১৩:১৯, ১০ নভেম্বর ২০১৩ (ইউটিসি)
উইকিপিডিয়া জিরো
[সম্পাদনা]বুধবার কি উইকিপিডিয়ার কি কোন প্রোগ্রাম হচ্ছে নাকি ভাইয়া ? মনির হাসান স্যার কে দেখলাম শেয়ার করতে। — নাজমুল হাসান মজুমদার (আলাপ • অবদান) এই স্বাক্ষরহীন মন্তব্যটি যোগ করেছেন।
- নাজমুল ভাই, আপনি মনে হয় জেনে থাকবেন উইকিপিডিয়া জিরো ইতোমধ্যেই বাংলালিংক ব্যবহারকারীরা উপভোগ করছেন। এছাড়াও অন্যান্য অপারেটরদের আলোচনার জন্য উইকিমিডিয়া ফাউন্ডেশনের মোবাইল প্রোগ্রামের ডিরেক্টর ক্যারোলিন স্লোয়েডার বাংলাদেশে আসছেন। আর এই প্রোগ্রামের আনুষ্ঠানিক উদ্বোধনের জন্য ‘উইকি মিটআপ’-এ সংবাদ সম্মেলনেরও আয়োজন করা হয়েছে। আনুষ্ঠানিকভাবে ‘উইকিপিডিয়া জিরো’ প্রোগ্রামের উদ্বোধন ও ঢাকা উইকি মিটআপ আগামী ১৩ নভেম্বর (বুধবার) অনুষ্ঠিত হবে বিকেল ৪টায় রাজধানীর কারওয়ান বাজারের বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) মিলনায়তনে (BASIS Auditorium, 5th floor, BDBL Bhaban, 12 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka, Pressmeet time at 4:00 pm & Meetup at 5:15 pm)। ইচ্ছে করলে আপনিও যেতে পারেন। -- যুদ্ধমন্ত্রী আলাপ ১৭:০৯, ১১ নভেম্বর ২০১৩ (ইউটিসি)
ম্যাগাজিন
[সম্পাদনা]ভাইয়া, ওই ম্যাগাজিন এর সাথে আমার কথা ছিল ওইখানে প্রকাশের এক সপ্তাহ পর আমি যেকোন জায়গায় প্রকাশ করতে পারবো । আর তাদের সাথে কোন প্রকার চুক্তি আমি করি নাই , তাই আমার কোন লেখা তারা কপিরাইট আইনে ফেলতে পারবেনা । আর আমি নাহিদ ভাইকে আগেই বলছি এই লেখা আমি অনুবাদ করছি । ধন্যবাদ ভাইয়া । --নাজমুল হাসান মজুমদার (আলাপ) ১৮:৫২, ১১ নভেম্বর ২০১৩ (ইউটিসি)
- যাইহোক, এরপর থেকে আমার পরামর্শমত করতে পারেন। তাহলে আর প্রবলেম হবে না। বার্তার শেষে স্বাক্ষর করবেন এবং শুধুমাত্র ~~~~ চিহ্ন চারটি ব্যবহার করলেই হবে। -- যুদ্ধমন্ত্রী আলাপ ১৯:০০, ১১ নভেম্বর ২০১৩ (ইউটিসি)
১৩ নভেম্বর
[সম্পাদনা]প্রিয় নাহিদ সুলতান ভাই। ধন্যবাদ আপনাকে আমাকে উতসাহ দেওয়ার জন্য। আমি অনেক দিন ধরে ইউকিপিডিয়ার হেল্প নিচ্ছিলাম। কিন্তু কিছুদিন পূর্বে চিন্তা করলাম বাংলা তথ্যভান্ডার সমৃদ্ধ করতে সামান্য কিছু করতে পারি নাকি দেখি। আশা করি ভবিষ্যত সাহায্য সহযোগিতা পাব। — Sajjad ctg (আলাপ • অবদান) এই স্বাক্ষরহীন মন্তব্যটি যোগ করেছেন।
- অবশ্যই, যখন খুশি :) চালিয়ে যান, খুবই ভালো কাজ হচ্ছে। -- যুদ্ধমন্ত্রী আলাপ ১১:২৯, ১৩ নভেম্বর ২০১৩ (ইউটিসি)
নাজ সিনেমা হল
[সম্পাদনা]তথ্য তো সত্য , তাইলে এখন কি করবো ভাই ? দেশের বাইরে প্রথম সিনেমা হল । --নাজমুল হাসান মজুমদার (আলাপ) ২১:৫৫, ১৩ নভেম্বর ২০১৩ (ইউটিসি)
- ঘটনা হলো, উইকিপিডিয়া অন্যান্য ব্লগের মত নয়। এখানে আপনি সেই সব বিষয়ের উপরেই লিখতে পারবেন যে সকল বিষয়ের উল্লেখযোগ্যতা রয়েছে। ঘটনা সত্য হলেও কিছু করার নাই। উল্লেখযোগ্যতা সম্পর্কে জানতে, উইকিপিডিয়া:উল্লেখযোগ্যতা পাতাটি পড়ে নিন। ও, আর একটি কথা কোন নিবন্ধে স্বাক্ষর করবেন না, যেমনটি আপনি উক্ত নিবন্ধের ক্ষেত্রে করেছেন। স্বাক্ষর শুধুমাত্র আলাপ পাতায় আপনার মন্তব্য প্রদানের পরই রাখুন। এছাড়া, উইকির নীতিমালা সম্পর্কে বেশি করে জানতে আপনার আলাপ পাতার স্বাগতম বার্তার লিংকগুলো চেক করে দেখতে পারেন। ধন্যবাদ। নিরাশ হবেন না, চালিয়ে যান। -- যুদ্ধমন্ত্রী আলাপ ২২:০৩, ১৩ নভেম্বর ২০১৩ (ইউটিসি)
Huckleberry Finn
[সম্পাদনা]প্রিয় নাহিদ সুলতান ভাই, উইকিপিডিয়ার দৃষ্টির অগোচরে হয়তোবা একটি ভুল হয়ে গিয়েছে। বাংলা উইকিপিডিয়াতে একটি উইকি রয়েছে হাক্লবেরি ফিন্ নামে যা মার্ক টোয়েনের উপন্যাস দ্যা অ্যাডভেঞ্চার অফ হাক্লবেরি ফিন্ (The adventure Of Hucleberry Finn)এর একটি উপন্যাস। উইকি স্বেচ্ছাসেবক হয়তোবা ভুলে ইংরেজিতে লেখা উপন্যাস The adventure Of Hucleberry Finn(https://en.wikipedia.org/wiki/Adventures_of_Huckleberry_Finn)এর সাথে লিংক করে ফেলেছেন। যা হওয়ার কথা ছিল Huckleberry Finn (https://en.wikipedia.org/wiki/Huckleberry_Finn)। অনেক পাঠকই হয়তোবা দ্যা অ্যাডভেঞ্চার অফ হাক্লবেরি ফিন্ (The adventure Of Hucleberry Finn)এর বাংলা উইকি হিসেবে প্রথমে ভাববে,যা আমি প্রথমে ভেবে ছিলাম। তাই আপনার দৃষ্টি আকর্ষণ। যদি ভুল হয়ে থাকে আমাকে ক্ষমা করবেন। তাওহীদ (Tauhid16)
- সমাধান করা হয়েছে -- যুদ্ধমন্ত্রী আলাপ ১৩:৫৬, ১৫ নভেম্বর ২০১৩ (ইউটিসি)
ফিরতি বার্তা
[সম্পাদনা]২২:০৫, ২১ নভেম্বর ২০১৩ (ইউটিসি) তারিখে বার্তাটি যোগ হয়েছে। আপনি {{ফিরতি বার্তা}} টেমপ্লেটটি অপসারণের মাধ্যমে যেকোনো সময় এই বিজ্ঞপ্তিটি মুছে ফেলতে পারেন।
বোধিসত্ত্ব (আলাপ) ২২:০৫, ২১ নভেম্বর ২০১৩ (ইউটিসি)
ফিরতি বার্তা
[সম্পাদনা]২২:১৬, ২১ নভেম্বর ২০১৩ (ইউটিসি) তারিখে বার্তাটি যোগ হয়েছে। আপনি {{ফিরতি বার্তা}} টেমপ্লেটটি অপসারণের মাধ্যমে যেকোনো সময় এই বিজ্ঞপ্তিটি মুছে ফেলতে পারেন।
বোধিসত্ত্ব (আলাপ) ২২:১৬, ২১ নভেম্বর ২০১৩ (ইউটিসি)
জরাসন্ধ
[সম্পাদনা]নাহিদ ভাই, জরাসন্ধ বৃহদ্রথের পুত্র একথা মহাভারতে লেখা আছে। আমি আপনার প্রশ্নের জবাবে একথা লিখছিলাম। মহাভারতের ঐতিহাসিকতা বা ঐ জাতীয় কথাগুলি ঐ প্রসঙ্গে পরে বলেছিলাম। আমার মনে হল, পরপর দুটি বার্তা লেখার ফলে হয়তো প্রথম বার্তাটা আপনার নজর এড়িয়ে গেছে। আমার ভুলও হতে পারে। ভালো থাকবেন। বোধিসত্ত্ব (আলাপ) ১৭:০২, ২৩ নভেম্বর ২০১৩ (ইউটিসি)
নাম পরিবর্তন
[সম্পাদনা]শান্ত মরিয়ম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি নিবন্ধের আলাপ পাতায় একটি বার্তা আছে। দেখার অনুরোধ রইল। --নুরুন্নবী চৌধুরী হাছিব • আলাপ • ০৭:৫৭, ২৩ নভেম্বর ২০১৩ (ইউটিসি)
কার্ল মার্ক্স
[সম্পাদনা]নাহিদ ভাই, কার্ল মার্ক্স নিবন্ধে কিছু গোলমেলে কাজ করলাম নাকি? আমি তো শুধু Bold লেখাটি সংশোধন করেছিলাম আর IPA উচ্চারণ যোগ করেছিলাম। ভুল হলে ক্ষমাপ্রার্থী। বোধিসত্ত্ব (আলাপ) ২০:৩৬, ৩ ডিসেম্বর ২০১৩ (ইউটিসি)
- ও সত্যি দু:খিত। আমি আসলে টুইঙ্কেলের সাহায্যে রিভার্ট করেছিলাম Mumin91-এর সম্পাদনাটি কিন্তু আপনি আমার পূর্বেই করে ফেলেছেন। এজন্য রিভার্ট করার সময় আপনার সংস্করনটিসহ চলে গিয়েছে। ফিরিয়ে এনেছি। ধন্যবাদ দৃষ্টিগোচর করার জন্য :) -- যুদ্ধমন্ত্রী আলাপ ২০:৪৬, ৩ ডিসেম্বর ২০১৩ (ইউটিসি)
মায়া সভ্যতা
[সম্পাদনা]নাহিদ ভাই, মায়া সভ্যতা নিবন্ধে কিছুক্ষণ আগে একটি আইপি থেকে +৬৪,৬৪৭ বাইট সাইজের বড় ধরণের সম্পাদনা হয়েছে। অথচ অবদানকারী এতে কোথাও কোন তথ্যসূত্র দেননি। একসঙ্গে এতো বড়ো লেখা দেখে কোন জায়গা থেকে copyvio র আশঙ্কা করেছিলাম, কিন্তু কোন ওয়েবের সাথেই মিলল না। বা আমি ঠিক মতো খুঁজে পেলাম না, এটাও হতে পারে। আপনি যদি একটু নজর দেন তো ভালো হয়। বোধিসত্ত্ব (আলাপ) ০৫:৪৯, ৪ ডিসেম্বর ২০১৩ (ইউটিসি)
- আমিও কপিভায়ো খুঁজে পাইনি, যদিও দু/এক লাইন কোন কোন লেখার সাথে মিলে যায় কিন্তু সেটাকে কেউ নিজের লেখা বলে দাবি করতে পারবে না। যাইহোক, হয় ব্যবহারকারী কোন প্রিন্ট করা বই থেকে লিখেছে না হলে তিনি নিজেই বিভিন্ন আর্টিকেলের সংমিশ্রিত অনুবাদ করেছেন এবং এটি হলে তাকে শত স্যালুট। -- যুদ্ধমন্ত্রী আলাপ ২০:৪৬, ৪ ডিসেম্বর ২০১৩ (ইউটিসি)
ধন্যবাদ
[সম্পাদনা]ধন্যবাদ — Shirinkumar63 (আলাপ • অবদান) এই স্বাক্ষরহীন মন্তব্যটি যোগ করেছেন।
বানান রীতি
[সম্পাদনা]অনুগ্রহ পূর্বক খ্রিষ্টপূর্ব ২৭৬-এ জন্ম পাতা- টি মুছে ফেলুন। খ্রিস্টপূর্ব" বানান রীতি অনুসরণ করা হচ্ছে উইকীতে, আলেকজেন্ডার এবং আরো কিছু পেজে তাই দেখলাম। ধন্যবাদ। - Ashiq Shawon (আলাপ) ১৯:৩৬, ১৩ ডিসেম্বর ২০১৩ (ইউটিসি)
- ঠিক আছে তাহলে। কিন্তু 'মহামতি আলেকজেন্ডার' এবং আরো কিছু নিবন্ধে এমনটি রইলো কেন? - Ashiq Shawon (আলাপ) ১৯:৪৪, ১৩ ডিসেম্বর ২০১৩ (ইউটিসি)
- আশিক ভাই, আপনি মনে হয় লিমনকে বার্তা দিতে গিয়ে ভুলে আমাকে দিয়ে ফেলেছেন :P -- যুদ্ধমন্ত্রী আলাপ ০৫:০৭, ১৪ ডিসেম্বর ২০১৩ (ইউটিসি)
- ঠিক আছে তাহলে। কিন্তু 'মহামতি আলেকজেন্ডার' এবং আরো কিছু নিবন্ধে এমনটি রইলো কেন? - Ashiq Shawon (আলাপ) ১৯:৪৪, ১৩ ডিসেম্বর ২০১৩ (ইউটিসি)
ডিসেম্বর ১৬
[সম্পাদনা]আমি এখানে একেবারেই নতুন,ব্যাপারটা ঠিক বুঝলাম না।এটার অর্থ কি গুগল এর কোন লিঙ্ক ব্যবহার করা যাবে না?দয়া করে ব্যাখ্যা টা. . .।আমি নির্দেশনাটা ঠিক বুঝতে পারি নি।মাফ করবেন--তাহমিদা নূর (আলাপ) ১৫:২০, ১৬ ডিসেম্বর ২০১৩ (ইউটিসি)
মাফ করবেন,আমি নতুন হিসেবে আপনার কিছু সাহায্য দরকার,আমি নির্দেশনার কিছু ব্যাপার বার বার পড়া সত্ত্বেও ঠিক বুঝতে পারছি না,সম্পাদনা বা তথ্য বা তথ্য সুত্র যোগ করার ক্ষেত্রে কি আমি যে কোন বইয়ের সাহা্য্য নিতে পারি না?না পারলে ঠিক কোন ধরনের বই এর সাহা্য্য নিতে পারবো?কোন পাঠ্য বই থেকে কি তথ্য যোগ করতে পারব?সে ক্ষেত্রে তথ্য সূত্র কি দিব?উইকি ইংরেজী থেকে অনুবাদ করা হলে তার তথ্য সূত্র হিসেবে লিঙ্ক যোগ করলে চলবে?--তাহমিদা নূর (আলাপ) ১৫:৩৬, ১৬ ডিসেম্বর ২০১৩ (ইউটিসি)
- আপু প্রথমে মাফ করবেন শর্টকাটে বলার জন্য। যাইহোক, উইকিপিডিয়ায় সাধারনত সেসকল রেফারেন্স বা তথ্যসূত্র ব্যবহার করা যায় যেগুলো নির্ভরযোগ্য। রেফারেন্স হতে পারে যে কোন ভালো মানের বই (নির্ভরশীল), সংবাদপত্রের লিংক বা সরকারি বা উল্লেখযোগ্য কোন ওয়েবসাইটের লিংক। এখন আসি গুগলে, সাধারনত সামাজিক যোগাযোগের সাইট যেমন, ফেইসবুক, গুগল+, ইউটিউব বা কোন ব্লগের উৎসকে নির্ভরযোগ্য হিসেবে ধরা হয় না তাই এগুলো উইকিপিডিয়ার নিবন্ধে উৎস হিসেবে গ্রহণ করা হয় না। ধরুন, আপনি একটি তথ্য লিখবেন তাহলে আপনাকে তথ্যটি কোথা থেকে পেলেন তা নির্দেশ করে দিতে হবে যাতে তথ্যটি সহজেই যাচাইযোগ্য হয়। কোন বই থেকে পেলে বইয়ের নাম, প্রকাশকের নাম, পৃষ্ঠা নম্বর বা ওয়েব লিংক দিলে তথ্যের পর শুধু নির্দিষ্ট ফরম্যাটে লিংকগুলো যুক্ত করলেই চলবে।
- আপনি যদি উইকিপিডিয়ার নিবন্ধ পড়ে থাকেন তাহলে, আপনি প্রচুর পরিমানে তথ্যসূত্র বা উদ্বৃতি দেখতে পেয়েছেন। এগুলো হলো সংখ্যা আকারে দেওয়া ছোট পদটীকা যাতে ক্লিক করলে তথ্যসূত্র অনুচ্ছেদে পুরো লিংকে নিয়ে যায়। তথ্যসূত্র সম্পর্কে জানার জন্য দয়া করে, সাহায্য:তথ্যসূত্রের সাথে পরিচয়/১ পড়ুন।
- হ্যাঁ, আপনি ইংরেজি উইকি থেকে অনুবাদ করে বাংলাতে যুক্ত করতে পারেন এবং তথ্যসূত্র হিসেবে হুবহু ইংরেজি উইকির তথ্যসূত্র যুক্ত করতে পারেন তবে ইংরেজি উইকিপিডিয়ার লিংক যুক্ত করবেন না। কোন সমস্যায় আমাকে জানাবেন আমি উত্তর দেওয়ার চেষ্ঠা করব। ধন্যবাদ। আপনার উইকি সম্পাদনা শুভ হোক। -- যুদ্ধমন্ত্রী আলাপ ১৬:০৯, ১৬ ডিসেম্বর ২০১৩ (ইউটিসি)
আপনাকে অনেক অনেক ধন্যবাদ,অনেক প্রশ্নের জবাব পেলাম--তাহমিদা নূর (আলাপ) ১৬:৩৩, ১৬ ডিসেম্বর ২০১৩ (ইউটিসি)
আচ্ছা,ইংরেজী উইকি তে তোহ অনেক তথ্যসূত্র,আমি তোহ সম্পূর্ণ অনুবাদ করব না,সেক্ষেত্রেও কি সব তথ্য সুত্র যোগ করব?যোগ করার ক্ষেত্রে কি কপি করার কোনো সিস্টেম আছে?না থাকলে আমি ওই সকল তথ্যসূত্র কিভাবে যোগ করতে পারি?--তাহমিদা নূর (আলাপ) ১৬:৫৩, ১৬ ডিসেম্বর ২০১৩ (ইউটিসি)
- আপনি যে পর্যন্ত অনুবাদ করবেন সেপর্যন্ত যতগুলো তথ্যসূত্র রয়েছে সেগুলোই যুক্ত করলেই চলবে। যেমন ধরুন, ইংরেজি Bengal নিবন্ধটির Etymology অনুচ্ছেদ পর্যন্ত অনুবাদ করবেন সেক্ষেত্রে অনুচ্ছেদের ইডিট লিংকে ক্লিক করলে আপনি দেখতে পাবেন <ref>[http://www.britannica.com/EBchecked/topic/623011/Vanga "Vanga" in the Encyclopedia Britannica]</ref> রয়েছে। আপনি জাস্ট তথ্যের পর এটি যুক্ত করে দিবেন ও সবশেষে তথ্যসূত্র অনুচ্ছেদে {{Reflist}} বসিয়ে দেবেন, তাহলে অটোমেটিক ব্রিটানিকার লিংকটি তথ্যসূত্র অনুচ্ছেদে যুক্ত হয়ে যাবে। আশা করি বুঝাতে পেরেছি। ধন্যবাদ। -- যুদ্ধমন্ত্রী আলাপ ১৭:১২, ১৬ ডিসেম্বর ২০১৩ (ইউটিসি)
শুভ জন্মদিন
[সম্পাদনা]সুপ্রিয় NahidSultan, আমার পক্ষ থেকে আপনাকে জন্মদিনের শুভেচ্ছা। শুভ জন্মদিন! |
- রাহাত (আলাপ) ১৮:০৪, ১৯ ডিসেম্বর ২০১৩ (ইউটিসি)
- আন্তরিক ধন্যবাদ -- যুদ্ধমন্ত্রী আলাপ ১৮:৩৪, ১৯ ডিসেম্বর ২০১৩ (ইউটিসি)
আপনি কি ফাইজলামী পাইছেন।
[সম্পাদনা]আমি কিছু এডিট করলেই ডিলিট মারেন ক্যান? — Mrinalkanti (আলাপ • অবদান) এই স্বাক্ষরহীন মন্তব্যটি যোগ করেছেন।
- অনুগ্রহ করে আপনার ধ্বংসপ্রবণ সম্পাদনা থেকে বিরত থাকুন। After all don't game the system Please.-- যুদ্ধমন্ত্রী আলাপ ১৮:৪২, ১৯ ডিসেম্বর ২০১৩ (ইউটিসি)
জন্মদিনের শুভেচ্ছা নেবেন
[সম্পাদনা]সুপ্রিয় NahidSultan, আমার পক্ষ থেকে আপনাকে জন্মদিনের শুভেচ্ছা। শুভ জন্মদিন! |
-- বোধিসত্ত্ব (আলাপ) ১৮:৪২, ১৯ ডিসেম্বর ২০১৩ (ইউটিসি)
- আন্তরিক ধন্যবাদ দাদা -- যুদ্ধমন্ত্রী আলাপ ১৮:৪৪, ১৯ ডিসেম্বর ২০১৩ (ইউটিসি)
অভিনন্দন নতুন প্রশাসক!
[সম্পাদনা]বাংলা উইকিপিডিয়ার নতুন প্রশাসক হিসেবে আপনাকে অভিনন্দন। আশা করি প্রশাসক হিসেবে আপনার অবদানের মাধ্যমে বাংলা উইকিপিডিয়া আরও এগিয়ে যাবে। প্রশাসক হিসেবে যে-কোনো সমস্যা বা সাহায্যে আমার বা অন্যান্য প্রশাসকের সাথে যোগাযোগের অনুরোধ রইলো। ভালো থাকুন। আবারও শুভেচ্ছা ও অভিনন্দন। — তানভির • আলাপ • ২০:৩৪, ৩০ ডিসেম্বর ২০১৩ (ইউটিসি)
- ধন্যবাদ তানভির ভাই, আশা করি নতুন প্রশাসক হিসেবে সকলের আস্থা ধরে রাখতে পারবো। -- যুদ্ধমন্ত্রী আলাপ ০৫:২৩, ৩১ ডিসেম্বর ২০১৩ (ইউটিসি)
- অভিনন্দন, নাহিদ ভাই। -- বোধিসত্ত্ব (আলাপ) ০৬:৪২, ৩১ ডিসেম্বর ২০১৩ (ইউটিসি)
- আমার পক্ষ থেকেও আপনাকে অভিনন্দন। --প্রত্যয় (স্বাগতম) ১৩:৫৩, ৩১ ডিসেম্বর ২০১৩ (ইউটিসি)
- প্রশাসকত্ব অর্জনে আপনাকে জানাই অভিনন্দন।--বেলায়েত (আলাপ | অবদান) ১৫:২৭, ৩১ ডিসেম্বর ২০১৩ (ইউটিসি)
- অনেকদিন হয়ে গেলো উইকিপিডিয়াতে অনুপস্থিত। এর মধ্যে নতুন এই প্রশাসককে অভিনন্দন জানানো হয়নি। :) অভিনন্দন! নতুন বছর শুভ হোক সবার জন্য। —মঈনুল ইসলাম (আলাপ * অবদান) ০০:৪৯, ১ জানুয়ারি ২০১৪ (ইউটিসি)
- ভাই আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসলে এখানে সম্পাদনা করতে এসে সবাই কেমন যেন পরিবারের মত হয়ে গেছি। আশা করি সকলের এই আস্থা ধরে রাখতে পারবো :) সবাইকে নতুন বছরের শুভেচ্ছা :) -- যুদ্ধমন্ত্রী আলাপ ০৭:২৯, ১ জানুয়ারি ২০১৪ (ইউটিসি)
- অনেকদিন হয়ে গেলো উইকিপিডিয়াতে অনুপস্থিত। এর মধ্যে নতুন এই প্রশাসককে অভিনন্দন জানানো হয়নি। :) অভিনন্দন! নতুন বছর শুভ হোক সবার জন্য। —মঈনুল ইসলাম (আলাপ * অবদান) ০০:৪৯, ১ জানুয়ারি ২০১৪ (ইউটিসি)
- প্রশাসকত্ব অর্জনে আপনাকে জানাই অভিনন্দন।--বেলায়েত (আলাপ | অবদান) ১৫:২৭, ৩১ ডিসেম্বর ২০১৩ (ইউটিসি)
- আমার পক্ষ থেকেও আপনাকে অভিনন্দন। --প্রত্যয় (স্বাগতম) ১৩:৫৩, ৩১ ডিসেম্বর ২০১৩ (ইউটিসি)
- অভিনন্দন, নাহিদ ভাই। -- বোধিসত্ত্ব (আলাপ) ০৬:৪২, ৩১ ডিসেম্বর ২০১৩ (ইউটিসি)
পুনর্নির্দেশনাগুলো
[সম্পাদনা]অকার্যকর পুনর্নির্দেশনাগুলো মোট ৮৩৮ টা আছে। আজকে আমি আর আপনি মিলে সব শেষ করে দিব, কি বলেন --Aftab1995 (আলাপ) ২৩:৪৩, ৩১ ডিসেম্বর ২০১৩ (ইউটিসি)
- অবশ্যই :) এখন থেকে আছি -- যুদ্ধমন্ত্রী আলাপ ০৭:২৫, ১ জানুয়ারি ২০১৪ (ইউটিসি)