উইকিপিডিয়া:অধিকারের আবেদন
অধিকারের আবেদন |
---|
|
![]() | এই পাতাটি সম্প্রতি পরিবর্তিত হয়ে থাকতে পারে, এটি সবচেয়ে সাম্প্রতিক পরিবর্তনসমূহ নাও দেখাতে পারে। সবচেয়ে সাম্প্রতিক পরিবর্তনগুলি দেখতে অনুগ্রহ করে এই পাতাটি শোধন করুন। |
বর্তমান আবেদন
স্বয়ংক্রিয় পরীক্ষণ
বাক্যবাগীশ
- প্রয়োজনীয় সংযোগ: ব্যবহারকারী আলাপ | অবদান | সক্রিয়তা | সম্পাদনা গণনা | বাধা দানের লগ | অধিকার লগ | বৈশ্বিক সম্পাদনা সংখ্যা | অধিকার দিন
- অনুরোধের অবস্থা: সফল
বিগত ৩ বছর ধরে আমি উইকিপিডিয়ার সঙ্গে যুক্ত আছি এবং নিয়মিত সম্পাদনা করার চেষ্টা করছি। আমি উইকিপিডিয়ার নীতিমালা ও নির্দেশাবলী সম্পর্কে জ্ঞাত। আমার লেখা অথবা ইংরেজি থেকে অনূদিত নিবন্ধ গুলো স্বয়ংক্রিয়ভাবে পরীক্ষিত হয়ে যাওয়ার যোগ্য বলে মনে করি, যা পর্যালোচকদের নতুন নিবন্ধ পর্যালোচনার কাজ লাঘব করবে। আমি স্বয়ংক্রিয় পরীক্ষণ পাতাটি পড়েছি এবং মনে করি আমি এই অধিকারটি পাওয়ার যোগ্য। বাক্যবাগীশ (আলাপ) ০৬:৪৯, ৮ ফেব্রুয়ারি ২০২১ (ইউটিসি)
করা হয়েছে --মাসুম-আল-হাসান (আলাপ) ০৩:৩১, ২ মার্চ ২০২১ (ইউটিসি)
ShazidSharif2001
- প্রয়োজনীয় সংযোগ: ব্যবহারকারী আলাপ | অবদান | সক্রিয়তা | সম্পাদনা গণনা | বাধা দানের লগ | অধিকার লগ | বৈশ্বিক সম্পাদনা সংখ্যা | অধিকার দিন
- অনুরোধের অবস্থা: সফল
আমি বেশ কিছুদিন ধরে বাংলা উইকিপিডিয়ায় অবদান রেখে আসছি। বিভিন্ন নিবন্ধে গঠনমূলক সম্পাদনাসহ বিভিন্ন বিষয়ে নিবন্ধ অনুবাদ করে আসছি। অনেক সময় নিজের অনুবাদকৃত নিবন্ধ দীর্ঘ সময় অপরীক্ষিত থেকে যায়। এছাড়া আমার অ্যাকাউন্টে রোলব্যাক অধিকারটি রয়েছে। এক্ষেত্রে আমি কোনো সম্পাদনা রোলব্যাক করলেও তা অপরীক্ষিত থেকে যায় এবং কোনো টহলদানকারী কর্তৃক তা পরীক্ষিত হতে হয়। এক্ষেত্রে অধিকারটি পেলে টহলদানকারীদের জন্য আমার সম্পাদনাগুলো এবং তৈরীকৃত নিবন্ধগুলো পর্যালোচনা ও টহল দেবার চাপ কমবে বলে মনে করি। সাজিদ ツ (আলাপ) ১০:৫৪, ১৯ ফেব্রুয়ারি ২০২১ (ইউটিসি)
সমর্থন নিয়মিত ব্যবহারকারী এবং নীতিমালাও পুরন করেছেন →SHEKH (আলাপন) ০৪:১৮, ২৩ ফেব্রুয়ারি ২০২১ (ইউটিসি)
করা হয়েছে। অনুবাদ ভালো, তবে মাঝে মধ্যে বাক্যে ত্রুটি হতে দেখেছি। সেদিকে বিশেষ লক্ষ্য রাখবেন এই অনুরোধ করছি। --আফতাবুজ্জামান (আলাপ) ০১:১০, ২৫ ফেব্রুয়ারি ২০২১ (ইউটিসি)
মোহাম্মদ হাসানুর রশীদ
- প্রয়োজনীয় সংযোগ: ব্যবহারকারী আলাপ | অবদান | সক্রিয়তা | সম্পাদনা গণনা | বাধা দানের লগ | অধিকার লগ | বৈশ্বিক সম্পাদনা সংখ্যা | অধিকার দিন
- অনুরোধের অবস্থা: সফল
আমি উইকিপিডিয়ার সাথে দীর্ঘ দিন যাবৎ যুক্ত আছি এবং নিবন্ধ তৈরি ও সম্পাদনা করার চেষ্টা করছি। উইকিপিডিয়া স্বয়ংক্রিয় পরীক্ষণ পাতাটি সম্পর্কে আমি জ্ঞাত। তাই আমি এই অধিকারের জন্য আবেদন করলাম। মোহাম্মদ হাসানুর রশিদ (আলাপ) ০৮:৫৫, ২৫ মার্চ ২০২১ (ইউটিসি)
করা হয়েছে --আফতাবুজ্জামান (আলাপ) ২২:২৭, ২২ এপ্রিল ২০২১ (ইউটিসি)
Syfur007
- প্রয়োজনীয় সংযোগ: ব্যবহারকারী আলাপ | অবদান | সক্রিয়তা | সম্পাদনা গণনা | বাধা দানের লগ | অধিকার লগ | বৈশ্বিক সম্পাদনা সংখ্যা | অধিকার দিন
- অনুরোধের অবস্থা: সফল
আমি প্রায় বছরখানেক আগে থেকে উইকিপিডিয়ায় নিয়মিত সম্পাদনা করছি। প্রথমদিকে সম্পাদনার মান খারাপ হলেও সবসময়ই চেষ্টা করেছি গঠনমূলক সম্পাদনার মাধ্যমে উইকিপিডিয়ায় অবদান রাখতে। আমি স্বয়ংক্রিয় পরীক্ষণের অধিকার সম্পর্কে অবগত এবং মনে করি আমার এই অধিকার থাকলে নিবন্ধ পরীক্ষকদের উপর থেকে কাজের চাপ কমবে। — সাইফুর 🖂 আলাপ ১৬:১৫, ২২ এপ্রিল ২০২১ (ইউটিসি)
সমর্থন সাইফুর বর্তমানে বাংলা উইকির নিয়মিত ব্যবহারকারীদের একজন। এই অধিকার পাওয়ার সকল শর্তও পুরন করেছে। এবং বর্তমানে ভাল মানের কাজও করছে দেখলাম। তাকে এই অধিকার দেয়াই যাই। — SHEIKH (আলাপন) ১৭:২৪, ২২ এপ্রিল ২০২১ (ইউটিসি)
করা হয়েছে --আফতাবুজ্জামান (আলাপ) ২২:২৭, ২২ এপ্রিল ২০২১ (ইউটিসি)
ফাইল স্থানান্তরকারী
Meghmollar2017
- প্রয়োজনীয় সংযোগ: ব্যবহারকারী আলাপ | অবদান | সক্রিয়তা | সম্পাদনা গণনা | বাধা দানের লগ | অধিকার লগ | বৈশ্বিক সম্পাদনা সংখ্যা | অধিকার দিন
- অনুরোধের অবস্থা: সফল
নিবন্ধের শিরোনামের বানান সংশোধন বা স্থানান্তরের পর অনেক সময় সংশ্লিষ্ট চিত্রও স্থানান্তরের প্রয়োজন পড়ে। ব্যবহারকারীদের অনুরোধ কিংবা বার্তা প্রদানের পর অপেক্ষা অনেক সময় দীর্ঘায়িত হয়। এই অধিকারটি পেলে ভুল সংশোধন আরও দ্রুততর হবে এবং অন্য ব্যবহারকারীদের ওপর চাপ কমবে। আমি ফাইল স্থানান্তর সংশ্লিষ্ট নীতিমালাটি ভালো করে পড়েছি। উল্লেখ্য, আমার ব্যবহারকারী নামের সাথে স্বয়ংক্রিয় পরীক্ষণ ও নিরীক্ষক অধিকারটি যুক্ত আছে। — Meghmollar2017 • আলাপ • ০৬:১৭, ১৫ ফেব্রুয়ারি ২০২১ (ইউটিসি)
করা হয়েছে। --মাসুম-আল-হাসান (আলাপ) ১৬:২৪, ১ মার্চ ২০২১ (ইউটিসি)
MdsShakil
- প্রয়োজনীয় সংযোগ: ব্যবহারকারী আলাপ | অবদান | সক্রিয়তা | সম্পাদনা গণনা | বাধা দানের লগ | অধিকার লগ | বৈশ্বিক সম্পাদনা সংখ্যা | অধিকার দিন
- অনুরোধের অবস্থা: প্রক্রিয়াধীন
অনেক সময় অসাবধানতাবশত ভুল শিরোনামে আপলোড করা ফাইল বা কোন নিবন্ধ স্থানান্তরের পর সংশ্লিষ্ট ফাইল স্থানান্তরের প্রয়োজন পড়ে, পুনঃনামকরণ ট্যাগ করার পরও অনেক সময় নামান্তর দীর্ঘায়িত হয়। এই কাজটি করার জন্য আমার এই অধিকারটি প্রয়োজন, নামান্তর সংশ্লিষ্ট নীতিমালাটি আমি পড়েছি —শাকিল হোসেন আলাপ ১৮:২৭, ১৮ এপ্রিল ২০২১ (ইউটিসি)
নিরীক্ষক
Safi Mahfouz
- প্রয়োজনীয় সংযোগ: ব্যবহারকারী আলাপ | অবদান | সক্রিয়তা | সম্পাদনা গণনা | বাধা দানের লগ | অধিকার লগ | বৈশ্বিক সম্পাদনা সংখ্যা | অধিকার দিন
- অনুরোধের অবস্থা: সফল
সাম্প্রতিক পরিবর্তনে টহলদানকালে ধ্বংসপ্রবণ সম্পাদনা বাতিল করার পরও তা অমিমাংসিত থেকে যায়। আমি WP:নিরীক্ষক পাতাটি পড়েছি এবং এই অধিকার সম্পর্কে অবগত হয়েছি। এছাড়াও পূনর্নির্দেশ ছাড়া পাতা স্থানান্তরেরও প্রয়োজন পড়ে মাঝেমধ্যে। তাই আমাকে অধিকারটি প্রদান করা জন্য প্রশাসকদের নিকট আবেদন করছি। উল্লেখ্য, বর্তমানে আমার একাউন্টে স্বয়ংক্রিয় পরীক্ষণ ও রোলব্যাক অধিকার যুক্ত আছে। • — সাফী মাহফূজ 《ডাকঘর》 ১১:০৬, ১৭ ফেব্রুয়ারি ২০২১ (ইউটিসি)
করা হয়েছে --আফতাবুজ্জামান (আলাপ) ২২:৪৫, ১১ মার্চ ২০২১ (ইউটিসি)
MdsShakil
- প্রয়োজনীয় সংযোগ: ব্যবহারকারী আলাপ | অবদান | সক্রিয়তা | সম্পাদনা গণনা | বাধা দানের লগ | অধিকার লগ | বৈশ্বিক সম্পাদনা সংখ্যা | অধিকার দিন
- অনুরোধের অবস্থা: সফল
আমি নিয়মিতভাবে বাংলা উইকিপিডিয়ায় অবদান রাখার চেষ্টা করি। আমি নিরীক্ষক অধিকারটি সম্পর্কে জানি এবং জীবিত ব্যক্তির জীবনী, ধ্বংসপ্রবণতা এবং ব্যক্তিগত আক্রমণ সম্পর্কে আমার ধারণা রয়েছে। অমীমাংসিত সম্পাদনা পর্যালোচনা এবং পুনর্নির্দেশনা ব্যাতীত স্থানান্তরের সুবিধা ব্যবহার করার জন্য এই অধিকারটি আমার প্রয়োজন। —শাকিল হোসেন আলাপ ১৩:৪৫, ৫ মার্চ ২০২১ (ইউটিসি)
- বাংলা উইকিপিডিয়ায় গোটা কয়েকজন নিয়মিত ব্যবহারকারীর মধ্যে সাকিল একজন অন্যতম ব্যবহারকারী, তাকে এই অধিকার দেয়াই যায়।
দৃঢ় সমর্থন জানাই SHEIKH (আলাপন) ০৭:০৩, ৯ মার্চ ২০২১ (ইউটিসি)
করা হয়েছে --আফতাবুজ্জামান (আলাপ) ২২:৪৫, ১১ মার্চ ২০২১ (ইউটিসি)
ShazidSharif
- প্রয়োজনীয় সংযোগ: ব্যবহারকারী আলাপ | অবদান | সক্রিয়তা | সম্পাদনা গণনা | বাধা দানের লগ | অধিকার লগ | বৈশ্বিক সম্পাদনা সংখ্যা | অধিকার দিন
- অনুরোধের অবস্থা: সফল
"অমীমাংসিত পরিবর্তন সুরক্ষাযুক্ত" নিবন্ধে সরাসরি সম্পাদনা প্রকাশ, এসব নিবন্ধে নিরীক্ষক নন এমন ব্যবহারকারীদের সম্পাদনা পরীক্ষা এবং পুননির্দেশ ছাড়া শিরোনাম স্থানান্তরের জন্য নিরীক্ষক অধিকারটি প্রয়োজন। আমি জানি কোথায় অমীমাংসিত সম্পাদনা পাওয়া যায়। ~সাজিদ ツ (আলাপ) ১৫:৫২, ১১ মার্চ ২০২১ (ইউটিসি)
করা হয়েছে --আফতাবুজ্জামান (আলাপ) ২২:৪৫, ১১ মার্চ ২০২১ (ইউটিসি)
Ahmad Kanik
- প্রয়োজনীয় সংযোগ: ব্যবহারকারী আলাপ | অবদান | সক্রিয়তা | সম্পাদনা গণনা | বাধা দানের লগ | অধিকার লগ | বৈশ্বিক সম্পাদনা সংখ্যা | অধিকার দিন
- অনুরোধের অবস্থা: সফল
আমি অনেক সময়ই অমিমাংসিত সম্পাদনা সেটিংস থাকা পাতাগুলোতে সম্পাদনা করতে নিরুৎসাহিত বোধ করি, কারণ সম্পাদনার পর অন্যদের দ্বারা পরীক্ষিত হওয়ার অপেক্ষা করতে হয়। এছাড়া কখনো নতুন ব্যবহারকারীরা ভুলভাবে পাতা স্থানান্তর করলে, পুনর্নির্দেশ ছাড়া স্থানান্তর করার প্রয়োজন পড়ে। এসব কারণে নিরীক্ষক অধিকারটি থাকলে সুবিধা হত। তাই প্রশাসকদের এব্যাপারে অনুরোধ করছি। — AKanik 💬 ১২:৪৭, ৬ এপ্রিল ২০২১ (ইউটিসি)
- এছাড়া অন্যদের গঠনমূলক অমিংমাংসিত সম্পাদনা, যেগুলো কোনো নীতিমালা লঙ্ঘন করেনা, সেগুলোও পরীক্ষার কাজ করতে চাই। তবে আমার বেশি প্রয়োজন পড়ে পুনর্নির্দেশ ছাড়া স্থানান্তর সুবিধা। আমি en:WP:Page mover#Suppress redirect criteriaও পড়ে নিয়েছি। @আফতাবুজ্জামান: — AKanik 💬 ০৬:৪৩, ৭ এপ্রিল ২০২১ (ইউটিসি)
করা হয়েছে --আফতাবুজ্জামান (আলাপ) ১৫:৩৮, ৭ এপ্রিল ২০২১ (ইউটিসি)
আপনাকে ধন্যবাদ — AKanik 💬 ১৫:৫৭, ৭ এপ্রিল ২০২১ (ইউটিসি)
Maruf Hossain
- প্রয়োজনীয় সংযোগ: ব্যবহারকারী আলাপ | অবদান | সক্রিয়তা | সম্পাদনা গণনা | বাধা দানের লগ | অধিকার লগ | বৈশ্বিক সম্পাদনা সংখ্যা | অধিকার দিন
- অনুরোধের অবস্থা: প্রক্রিয়াধীন
আমি উইকিপিডিয়া নিরীক্ষক অধিকার সম্পর্কে অবগত আছি। দয়াকরে অধিকারটি আমাকে দেয়া হলে আমি এর সঠিক ব্যাবহার করতে পারব। ধন্যবাদ —মারুফ হোসেন (আলাপ) ১২:৪৩, ২০ এপ্রিল ২০২১ (ইউটিসি)
রোলব্যাক
Shashanka Chandra Das
- প্রয়োজনীয় সংযোগ: ব্যবহারকারী আলাপ | অবদান | সক্রিয়তা | সম্পাদনা গণনা | বাধা দানের লগ | অধিকার লগ | বৈশ্বিক সম্পাদনা সংখ্যা | অধিকার দিন
- অনুরোধের অবস্থা: বাতিল
আমি বেশ কিছুদিন ধরে বাংলা উইকিপিডিয়ায় অবদান রেখে আসছি। বিভিন্ন নিবন্ধে গঠনমূলক সম্পাদনাসহ বিভিন্ন বিষয়ে নিবন্ধ অনুবাদ করে আসছিShashanka Chandra Das (আলাপ) ০৭:২০, ৩ মার্চ ২০২১ (ইউটিসি)
করা হয়নি, আপনার এই অধিকার পাওয়া জন্য আরও অভিজ্ঞতা অর্জন করা প্রয়োজন। সম্পাদনা যেন গঠনমূলক হয় সেদিকে নজর রাখবেন আশা করি। আপনার তৈরিকৃত নিবন্ধ অপসারণের হার বেশ উচ্চ, সে দিকেও খেয়াল রাখবেন।--মাসুম-আল-হাসান (আলাপ) ১৩:৪৪, ৮ মার্চ ২০২১ (ইউটিসি)
Laisurw2020
- প্রয়োজনীয় সংযোগ: ব্যবহারকারী আলাপ | অবদান | সক্রিয়তা | সম্পাদনা গণনা | বাধা দানের লগ | অধিকার লগ | বৈশ্বিক সম্পাদনা সংখ্যা | অধিকার দিন
- অনুরোধের অবস্থা: সফল
সাম্প্রতিক পরিবর্তন পাতায় টহল দেওয়ার সময় দেখা যায় অনেক নিবন্ধে আইপি বা নতুন ব্যবহারকারী কর্তৃক ধ্বংসাত্মক বা পরীক্ষামূলক সম্পাদনা করা হয়। এসব সম্পাদনা টুইংকলের মাধ্যমে বাতিল করা সময়সাপেক্ষ এবং লোড হতে বেশি সময় নেয়। আমি উইকিপিডিয়া:রোলব্যাক পাতাটি পড়েছি এবং কখন রোলব্যাক করতে হয় ও কখন করা উচিত না তা সম্পর্কে অবগত। তাই আমি এ অধিকারটি চাচ্ছি। ~ Laisur W ∎∎ (আলাপ📩) ০৮:৪৯, ২৭ মার্চ ২০২১ (ইউটিসি)
প্রশ্ন: প্রিয় Laisurw2020,
- মনে করুন একটি নিবন্ধে একজন ব্যবহারকারী তিনটি সম্পাদনা করলেন। তাঁর প্রথম সম্পাদনায় সুলিখিত ব্যাপক তথ্য যোগ করলেও দ্বিতীয় ও তৃতীয় সম্পাদনায় সামান্য কিছু ভুল তথ্য যোগ করলেন। আপনি এক্ষেত্রে কী করবেন??
- একটি ক্ষেত্রে একাধিক সম্পাদনা থাকা সত্ত্বেও রোলব্যাক করা যায় না। অর্থাৎ আপনি চাইলেও পারবেন না। সেই ক্ষেত্র কোনটি?? — SHEIKH (আলাপন) ১৬:৫৬, ২৮ মার্চ ২০২১ (ইউটিসি)
- উত্তর:@SHEIKH:
- ১ম প্রশ্নের উত্তর: যদি তিনি সামান্য ভুল করে থাকেন তাহলে সেটা হাতে ঠিক করে দেব। আর বেশিরভাগ অংশ ভুল করলে ২য় সম্পাদনাটি রোলব্যাক করব।
- ২য় প্রশ্নের উত্তর: শুধুমাত্র একজন ব্যবহারকারী দ্বারা সম্পাদিত পাতাগুলোতে রোলব্যাক করা সম্ভব না। ~ Laisur W ∎∎ (আলাপ📩) ১৮:৩৩, ২৮ মার্চ ২০২১ (ইউটিসি)
- @Laisurw2020: শেখ ভাইয়ের প্রশ্ন অনুযায়ী, প্রথমত আপনি দ্বিতীয় সম্পাদনা রোলব্যাক করতে পারবেন না কারণ রোলব্যাক সর্বশেষ সম্পাদনাতেই করা যায় যাতে একজন ব্যবহারকারীর করা সবগুলো সম্পাদনা বাতিল হয়ে যায়। এরূপ ক্ষেত্রে আপনি রোলব্যাক করলে তিনটি সম্পাদনাই বাতিল হয়ে যাবে। এইসময় আপনাকে রোলব্যাক এর পরিবর্তে রিস্টোরার/মোবাইল আনডু ব্যবহার করতে হবে। ধন্যবাদ —শাকিল হোসেন আলাপ ১৮:৫৩, ২৮ মার্চ ২০২১ (ইউটিসি)
- @MdsShakil: খেয়াল ছিল না। পর পর করা সম্পাদনা বলতে ঐ ব্যবহারকারীর পরবর্তী সময়ে করা সম্পাদনা বুঝেছিলাম। এখন বুঝেছি। এক্ষেত্রে পূর্বাবস্থায় ফেরত ব্যবহার করব। ~ Laisur W ∎∎ (আলাপ📩) ১৯:০২, ২৮ মার্চ ২০২১ (ইউটিসি)
- @Laisurw2020: শেখ ভাইয়ের প্রশ্ন অনুযায়ী, প্রথমত আপনি দ্বিতীয় সম্পাদনা রোলব্যাক করতে পারবেন না কারণ রোলব্যাক সর্বশেষ সম্পাদনাতেই করা যায় যাতে একজন ব্যবহারকারীর করা সবগুলো সম্পাদনা বাতিল হয়ে যায়। এরূপ ক্ষেত্রে আপনি রোলব্যাক করলে তিনটি সম্পাদনাই বাতিল হয়ে যাবে। এইসময় আপনাকে রোলব্যাক এর পরিবর্তে রিস্টোরার/মোবাইল আনডু ব্যবহার করতে হবে। ধন্যবাদ —শাকিল হোসেন আলাপ ১৮:৫৩, ২৮ মার্চ ২০২১ (ইউটিসি)
করা হয়েছে --আফতাবুজ্জামান (আলাপ) ২০:৪৭, ২৮ মার্চ ২০২১ (ইউটিসি)
আইপি বাধা রহিতকরণ
Safi Mahfouz
- প্রয়োজনীয় সংযোগ: ব্যবহারকারী আলাপ | অবদান | সক্রিয়তা | সম্পাদনা গণনা | বাধা দানের লগ | অধিকার লগ | বৈশ্বিক সম্পাদনা সংখ্যা | অধিকার দিন
- অনুরোধের অবস্থা: সফল
ভিপিএন চালু থাকা অবস্থায় উইকিপিডিয়ায় সম্পাদনা করা যায়না, আর আর্কাইভে প্রবেশ করতে ভিপিএন-এর প্রয়োজন পরে। তাই আর্কাইভের বই থেকে তথ্য উইকিপিডিয়ায় তথ্য যুক্ত করার সময় বিপাকে পড়তে হয়। তাই আমাকে এই অধিকারটি প্রদান করে আমার কাজ সহজ করার জন্য প্রশাসকবৃন্দের নিকট আবেদন জানাচ্ছি। • — সাফী মাহফূজ 《ডাকঘর》 ০৫:৩৭, ২২ এপ্রিল ২০২১ (ইউটিসি)
- করা হয়েছে। আফতাবুজ্জামান (আলাপ) ০৩:১৮, ২৩ এপ্রিল ২০২১ (ইউটিসি)