বিষয়বস্তুতে চলুন

উইকিপিডিয়া:অধিকারের আবেদন

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
অধিকারের আবেদন
এটি বাংলা উইকিপিডিয়ায় অধিকার পাওয়ার জন্য আবেদন করার স্থান। এই পাতায় করা আবেদনসমূহ প্রশাসকগণ পর্যালোচনা সাপেক্ষে ব্যর্থ বা সফল হিসেবে সিদ্ধান্ত দিয়ে থাকেন। প্রশাসকগণ স্বয়ংক্রিয় পরীক্ষণ, ফাইল স্থানান্তরকারী, নিরীক্ষক, রোলব্যাক, এবং আইপি বাধামুক্ত অধিকার প্রদান করতে পারবেন। আপনি যে অধিকারের জন্য আবেদন করতে চান সেই অনুচ্ছেদে যান এবং অনুরোধ যুক্ত করুন লেখায় ক্লিক করে অনুরোধ করুন। বর্তমানে আপনার অ্যাকাউন্টে কী অধিকার সংযুক্ত রয়েছে, তা জানতে বিশেষ:পছন্দসমূহ পাতায় যান।
অধিকারের আবেদন নিয়মিতভাবে সংরক্ষণ করা হয়ে থাকে, দয়া করে পূর্বের অনুরোধসমূহের জন্য সফল/ব্যর্থ লগ দেখুন।
অনুরোধে চলুন: পরিচ্ছেদসমূহস্বয়ংক্রিয় পরীক্ষণফাইল স্থানান্তরকারীনিরীক্ষকরোলব্যাকআইপি বাধামুক্তপর্যবেক্ষক


বর্তমান আবেদন

স্বয়ংক্রিয় পরীক্ষক

(অনুরোধ যুক্ত করুনঅনুরোধ দেখুন)




ফাইল স্থানান্তরকারী

(অনুরোধ যুক্ত করুনঅনুরোধ দেখুন)




নিরীক্ষক

(অনুরোধ যুক্ত করুনঅনুরোধ দেখুন)




রোলব্যাক

(অনুরোধ যুক্ত করুনঅনুরোধ দেখুন)




পর্যবেক্ষক

(অনুরোধ যুক্ত করুনঅনুরোধ দেখুন)


  • অনুরোধের অবস্থা:    ব্যর্থ

আমি বিবরণ পাতা অনুযায়ী এই অধিকারটি পেতে পারি। (১০০০টি ভালো সম্পাদনা ও কমপক্ষে ৩০ দিন আগের ব্যবহারকারী) প্রায়শই টহলঘরে সক্রিয় থাকি। আশা করি প্রশাসকগণ বিবেচনা করে দেখবেন। মোবাশশির' (আলাপ) ০৯:৫৪, ২৮ মার্চ ২০২৫ (ইউটিসি)[উত্তর দিন]

 করা হয়নি। মানদন্ড পূরণ করলেই কাওকে স্বয়ংক্রিয়ভাবে অধিকার দেওয়া হয় না, পাশাপাশি এখানে দেখা হয় যিনি আবেদন করেছেন তিনি কোন কাজে এবং কীভাবে অধিকার ব্যবহার করবেন। আপনার আবেদনে এইরকম কিছু আমি দেখতে পাচ্ছি না, তাছাড়া আপনার বিরুদ্ধে ক্রস-উইকি টুপি সংগ্রহের অভিযোগ রয়েছে। আগামী দুইমাস পর আপনি যদি অন্য কোথাও (যেকোনো উইকি) অন্য কোনো অধিকারের আবেদন না করে, এরপর পুনরায় বাংলা উইকিতে পর্যবেক্ষক অধিকারের আবেদন করেন তবে সেসময় আপনাকে অধিকার দেওয়ার বিষয়টি বিবেচনা করা হবে। —শাকিল (আলাপ · অবদান) ০৭:২০, ১০ এপ্রিল ২০২৫ (ইউটিসি)[উত্তর দিন]
সুপ্রিয় প্রশাসক, আমি বলেছিঃ প্রায়শই টহলঘরে সক্রিয় থাকি। এটা কি বিবরণ নয়? আর দুইমাস কেন? এটা কি কোন বাধাদান? পরিষ্কার করবেন ধন্যবাদ। মোবাশশির' (আলাপ) ১০:২৬, ১১ এপ্রিল ২০২৫ (ইউটিসি)[উত্তর দিন]


আইপি বাধামুক্ত

(অনুরোধ যুক্ত করুনঅনুরোধ দেখুন)