ব্যবহারকারী আলাপ:NahidSultan/সংকলন/২০১৪

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

লক্ষ্য করুন, এটি আমার মূল আলাপ পাতা নয়, বরং আমার পুরোনো আলাপের একটি সংগ্রহশালা। সকল প্রকার আলোচনা শুরু করতে অনুগ্রহপূর্বক আমার বর্তমান আলাপ পাতা ব্যবহার করুন। ধন্যবাদ।


বর্তমান আলাপ পাতা২০১৩২০১৪২০১৫২০১৬২০১৭২০১৮২০১৯২০২০২০২১২০২২
২০২৩

গণ অপসারণের ক্ষেত্রে ফ্লাড ফ্ল্যাগের ব্যবহার[সম্পাদনা]

নাহিদ ভাই, আপনি বিভিন্ন হাউজকিপিং কাজকর্ম করছেন দেখতে পাচ্ছি। এ কাজগুলো শুরুর সময় অধিকার ব্যবস্থাপনা থেকে নিজেকে ফ্লাড ফ্ল্যাগ দিয়ে নিলে ভালো হয়। এতে সাম্প্রতিক পরিবর্তনসমূহের পাতাটি যাঁরা ফলো করেন তাঁদের সামনে আপনার অবিতর্কিত অপসারণগুলো আসবে না। ধন্যবাদ! ‍‍‍— তানভিরআলাপ০৮:৩০, ১ জানুয়ারি ২০১৪ (ইউটিসি)[উত্তর দিন]

তানভির ভাই ধন্যবাদ। এরপর থেকে পরিবর্তন করে নিব। -- যুদ্ধমন্ত্রী আলাপ ০৯:১১, ১ জানুয়ারি ২০১৪ (ইউটিসি)[উত্তর দিন]

স্বাগতম কার্যক্রম কিছু সময়ের জন্য বন্ধের অনুরোধ[সম্পাদনা]

নাহিদ ভাই, আমি আমার বটের কিছু ব্যাপার টেস্ট করছি। তাই স্বাগতম কার্যক্রম কিছু সময়ের জন্য বন্ধ করার অনুরোধ। তা না হলে বট এসে স্বাগতম করা দেখতে পেয়ে চলে যায়, কিন্তু বোঝা যায় না বটটা আসলেই কাজ করছে কী না। ধন্যবাদ। — তানভিরআলাপ১৬:০৬, ২ জানুয়ারি ২০১৪ (ইউটিসি)[উত্তর দিন]

ধন্যবাদ[সম্পাদনা]

নাহিদ ভাই, আমাকে স্বয়ংক্রিয় পরীক্ষক করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি ভবিষ্যতে উইকিপিডিয়াকে আরো সমৃদ্ধ করতে চেষ্টা করে যাব। আপনাকে আবারও অসংখ্য ধন্যবাদ। :)

--অংকন (আলাপ) ০৭:৪৩, ৪ জানুয়ারি ২০১৪ (ইউটিসি)[উত্তর দিন]

সম্পাদনা মুছে ফেলার কারন কি??[সম্পাদনা]

২ দিন আগে আমি ম্যানচেস্টার সিটিকে নিয়ে কিছু তথ্য সংযজন করি। কিন্তু আপনি তা অপসারন করেছেন। আমি কি এর কারন জানতে পারি? আমি এমন কোন তথ্য প্রদান করিনি ওখানে যা পুনরাবৃত্তি হয়েছে বা ভুল বা মিথ্যা। আমি বরং তথ্য নেই দেখে সম্পাদনাতে লিখেছিলাম। জানালে খুশি হব। Muddasser.alam.94 (আলাপঅবদান) এই স্বাক্ষরহীন মন্তব্যটি যোগ করেছেন।

উক্ত নিবন্ধে যুক্ত করা আপনার তথ্যগুলো পূর্বেই নিবন্ধে ছিল ও আপনি শুধু এক/দুই লাইন এদিকসেদিক করে যুক্ত করেছিলেন। আপনি যদি কোন পরীক্ষা নিরীক্ষা করতে চান তাহলে অনুগ্রহ করে উইকিপিডিয়া:খেলাঘর পাতাটি ব্যবহার করুন। এছাড়া উইকির নীতিমালা পাতাগুলো পড়তে চাইলে দয়া করে আপনার আলাপ পাতার স্বাগতম বার্তার নির্দেশনাগুলো অনুসরণ করুন। ধন্যবাদ। -- যুদ্ধমন্ত্রী আলাপ ১৭:৩০, ৪ জানুয়ারি ২০১৪ (ইউটিসি)[উত্তর দিন]

প্রিয় নাহিদ সুলতান প্রশাসক ভাই, শহীদ মুক্তিযোদ্ধা বীরশ্রেষ্ঠ মোহাম্মদ রুহুল আমিন নিবন্ধের তথ্যছকে তার জাতীয়তা বাংলাদেশী উল্লেখ করা হয়েছে, কিন্তু তিনি বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে আনুষ্ঠানিক বিজয়ের পূর্বেই শহীদ হয়েছেন। তিনি কি আসলেই বাংলাদেশের নাগরিক ছিলেন নাকি পূর্ব পাকিস্তান অর্থাৎ পাকিস্তানের নাগরিক ছিলেন ?? যদি বিরক্ত করি তাহলে ক্ষমা করবেন। ভাল থাকবেন। ধন্যবাদ। ---- তাওহীদ (আলাপ) ০৬:১০, ০৫ জানুয়ারি ২০১৪, ২২ পৌষ ১৪২০ বঙ্গাব্দ, রবিবার (ইউটিসি)

তাওহীদ ভাই, প্রথম কথা হলো আমাকে বার্তা দিলে বিরক্ত হওয়ার কোন প্রশ্নই আসে না আমি বরং আনন্দিতই হই কাউকে হেল্প করতে পারলে এবং আমাকে সম্বোধনের ক্ষেত্রে অনুগ্রহ করে প্রশাসক কথাটি যুক্ত করবেন না শুনতে একটু দৃষ্টিকটু লাগে আরকি (আপনি মজা করে বলেছেন তা কিন্তু বুঝতে পেরেছি )। যাইহোক, বাংলাদেশের সকল বীরশ্রেষ্ঠ ও শহীদরা কিন্তু ১৬ই ডিসেম্বরের পূর্বেই মৃত্যুবরণ করেছেন। আর বাংলাদেশের অস্থায়ী সরকার গঠন করা হয়েছিল এপ্রিল ১০, ১৯৭১ ও স্বাধীনতা ঘোষণা করা হয়েছিল ২৬শে মার্চ এটা এজন্য বললাম কারণ তখন থেকেই পূর্ণ বিজয় না আসলেও আমাদের কিন্তু একটি সাংগঠনিক ব্যবস্থা ছিল। সুতরাং তাদের সকলের ক্ষেত্রে জাতীয়তা বাংলাদেশীই হবে। এছাড়া ধরেণ কেউ যদি পূর্ব পাকিস্তান আমলে জন্মগ্রহণ করে সেক্ষেত্রে জন্মস্থান বাংলাদেশ দিয়ে ব্র্যকেটে তৎকালীন পূর্ব পাকিস্তান দেওয়া যেতে পারে এবং ব্রিটিশ ভারত হলে ব্র্যকেটে ব্রিটিশ ভারত দেওয়া যেতে পারে কিন্তু জাতীয়তা সকলের ক্ষেত্রে বাংলাদেশীই হবে। ভালো থাকবেন।-- যুদ্ধমন্ত্রী আলাপ ১০:১০, ৫ জানুয়ারি ২০১৪ (ইউটিসি)[উত্তর দিন]
ধন্যবাদ। মনে রাখব, (শুধু) নাহিদ ভাই। ---- তাওহীদ (আলাপ) ১০:৩২, ০৫ জানুয়ারি ২০১৪, ২২ পৌষ ১৪২০ বঙ্গাব্দ, রবিবার (ইউটিসি)
আমার কিন্তু মনে হয়, বাংলাদেশ রাষ্ট্রের প্রতিষ্ঠার পূর্বে যারা মৃত্যুবরণ করেছেন, তাঁদের জাতীয়তা বাংলাদেশী করা ঠিক নয়। তাঁদের জাতীয়তা ব্রিটিশ ভারতীয় (জন্ম-১৯৪৭) এবং পাকিস্তানি (১৯৪৭- ১৯৭১) এইরকম থাকা দরকার। কারণ সেই সময় বাংলাদেশ রাষ্ট্রের অস্তিত্ব ছিল না। একই ভাবে ভারতের স্বাধীনতার পূর্বে মৃত্যুবরণ করা ব্যক্তিদের জা্তীয়তা হবে ব্রিটিশ ভারতীয়, ভারতীয় নয়, কারণ সেই সময় স্বাধীন ভারতের অস্তিত্ব ছিল না। -- বোধিসত্ত্ব (আলাপ) ১৩:০২, ৫ জানুয়ারি ২০১৪ (ইউটিসি)[উত্তর দিন]
বোধিসত্ত্ব, আমিও আপনার মতো করেই ভেবেছিলাম। আপনি যেমনটি বললেন যে ভারতের স্বাধীনতার পূর্বে মৃত্যুবরণ করা ব্যক্তিদের জা্তীয়তা ব্রিটিশ ভারতীয় হবে, অন্য দেশ নিয়ে আমি একটি ইংরেজি নিবন্ধে ঠিক তেমনটি দেখেছিলাম আমি। --- তাওহীদ (আলাপ) ১৩:৫০, ০৫ জানুয়ারি ২০১৪, ২২ পৌষ ১৪২০ বঙ্গাব্দ, রবিবার (ইউটিসি)

রায়ান নূর[সম্পাদনা]

নাহিদ ভাই, ব্যবহারকারী:রায়ান নূর নিজের নামে নিবন্ধ তৈরীর পাশাপাশি বাংলা কবি তালিকা নিবন্ধে নিজের নাম তালিকাভুক্ত করে যাচ্ছেন। আপনি একবার নিজে রায়ান নূর অপসারণের পরও এখনো বাংলা কবি তালিকা নিবন্ধে বার বার রোলব্যাক করে যেতে হচ্ছে। এবার তিনি ব্যবহারকারী:নূর হোসেন নামে নতুন অ্যাকাউন্ট খুলে একই কাজ করে যাচ্ছেন। আমি হয়রান হয়ে যাচ্ছি রোলব্যাক করতে করতে। কি করা যায় বলুন তো? -- বোধিসত্ত্ব (আলাপ) ১৪:৩৩, ৭ জানুয়ারি ২০১৪ (ইউটিসি)[উত্তর দিন]

মাল্টিপল একাউন্ট ব্যবহারের উয়ার্নিং দিতে পারেন, আপনি বারবার রোলব্যাক করেছেন কিন্তু একবারও কিন্তু ওয়ার্নিং দেননি (এটাতে)। টুইংকেলের চেয়ে একবার হাতে লিখে দিয়ে দেখুন। আমি নিজেও খেয়াল করছি। -- যুদ্ধমন্ত্রী আলাপ ১৪:৩৭, ৭ জানুয়ারি ২০১৪ (ইউটিসি)[উত্তর দিন]

মাননীয় নাহিদ ৷[সম্পাদনা]

আমি কতকগুলো কবির নাম অন্তর্ভুক্ত করতে যাচ্ছিলাম যেখানে তারা অন্তর্ভুক্ত কবিদের সমসাময়িক ও সকলেই খ্যাতনামা ৷ তথ্যসূত্র অবশেষে দিলাম তবু কেন অরসারণ করা হল ৷ এখানে যে সব নাম আছে অতি অল্প কিন্তু আপনাদের তালিকার বাইরে কি সম্ভব নয়? তাহলে জরিপ চালান৷ ‎নূর হোসেন (আলাপঅবদান) এই স্বাক্ষরহীন মন্তব্যটি যোগ করেছেন।

যাক অবশেষে অপনার দৃষ্টি আকর্ষন করা গেলো। তালিকা ছোট হোক বা বড়ো হোক আপনাকে তথ্যসূত্র দিতে হবে এবং তথ্যসূত্র অবশ্যই উল্লেখযোগ্য হতে হবে (ব্লগ বা সামাজিক যোগাযোগের ওয়েবসাইট নয়)। আপনাকে বারবার সতর্ক করা সত্ত্বেও আপনি দুইবার নিজের নামে পাতা তৈরি করেছেন যা করা যাবে না। এবং আপনি দুইটি একাউন্ট দিয়ে সম্পাদনা চালিয়ে যাচ্ছেন যা উইকিপিডিয়ার নীতি বিরোধী। উইকিপিডিয়া:সক পাপেট তদন্ত/রায়ান নূর এই পাতাতে দয়া করে মন্তব্য করুন, আপনি কোন একাউন্টটি ব্যবহার করতে চান (একের অধিক একাউন্ট ব্যবহার করলে ও যথাযথ করাণ প্রদর্শণ না করলে যে কোন প্রশাসক আপনার দুটি একাউন্টই ব্লক করে দিতে পারেন)। সবশেষে, উইকি একটি সমন্বিত প্রক্রিয়া, এখানে কেউ ভুল করতে পারে এবং সেক্ষেত্রে অন্য ব্যবহারকারীদের সাথে আলোচনা করতে হয়। আপনি উইকির নীতি সম্পর্কে ভালো ধারণা পাবার জন্য আপনার আলাপ পাতার স্বাগতম বার্তার নির্দেশনাগুলো দয়া করে পড়ে নিন। -- যুদ্ধমন্ত্রী আলাপ ১৫:১২, ৭ জানুয়ারি ২০১৪ (ইউটিসি)[উত্তর দিন]

অপসারণ প্রসঙ্গঃ কবি তালিকা[সম্পাদনা]

মাননীয় নাহিদ ভাই ৷ বাংলা কবি তালিকায় আরো কিছু নাম অন্তর্ভুক্ত করা দরকার ৷ একুশ শতকের কবিদের মধ্যে কেবল আমার সমসাময়িক কয়েকজন কবির নাম রয়েছে অথচ পুরো তালিকার একভাগও আপনাদের তালিকায় নেই ৷ বিস্মিত হচ্ছি একটার পর একটা অন্তর্ভুক্ত করছি কেউ তা অপসারণ করছে আবার একটা একুশ শতকের বাংলা কবি নামে পেজ খুললাম তবুও আউট ৷ আমি অনুরোধ করব যেন অপসারন না করা হয় আর ৷ কেননা আমি কখনো বৃথা শ্রম দেয় না যতক্ষন দিলাম ৷ নূর হোসেন৷ নূর হোসেন (আলাপঅবদান) এই স্বাক্ষরহীন মন্তব্যটি যোগ করেছেন।

আপনি এক কাজ করতে পারেন, আপনার ব্যবহারকারী উপপাতাতে (ব্যবহারকারী:নূর হোসেন/কবি তালিকা) আপাতত কবি তালিকা তথ্যসূত্রসহ যুক্ত করতে পারেন, তাহলে আর কেউ বাতিল করবে না এবং তালিকাটি আপনি পূর্ণ করার পর আমাকে বা যে কাউকে বল্লেই সেখান থেকে মূল পাতায় স্থানান্তর করা যাবে। আশা করি এখন আর কোন সমস্যা নেই। আর স্বাক্ষর করার জন্য ~~~~ এরকম চারটি টিন্ডা চিহ্ন দিলেই অটোমেটিক স্বাক্ষর ও তারিখ যুক্ত হয়ে যাবে। ধন্যবাদ। -- যুদ্ধমন্ত্রী আলাপ ১৫:২৬, ৭ জানুয়ারি ২০১৪ (ইউটিসি)[উত্তর দিন]

কবি তালিকা প্রসঙ্গ[সম্পাদনা]

নাহিদ ভাই বৃথা শ্রম গেলো সব ৷ আর ইচ্ছে হচ্ছেনা তালিকা করার ৷ তবে এবার বইমেলায় আসবেন তাহলে সকল উপাত্ত দিতে পারব ৷ বৃথা চেষ্টা হল ঘন্টায় ৷ অসীম সাহা,বায়তুল্লাহ কাদেরী, রায়ান নূর,রহমান হেনরী,রাহেল রাজীব,রেজা নূর কারো নাম যখন অন্তর্ভুক্ত করা গেলো না তবে আর কি তালিকা ৷ এইবার সর্বশেষ অনুমতি দেন তো অন্তর্ভুক্ত করি তা না হলে আমার এই আইডি ব্লক করেন, প্রয়োজন নেই আমার নূর হোসেন (আলাপ) ১৫:৩৭, ৭ জানুয়ারি ২০১৪ (ইউটিসি)[উত্তর দিন]

কয়েকটি প্রশ্ন???[সম্পাদনা]

প্রিয় নাহিদ ভাই আপনার কাছ থেকে সাহায্য পাই বলে কয়েকটি প্রশ্ন বা পরামর্শের জন্য আসলাম,

১. আমি কোরিয়া বিষয়ক একটি নিবন্ধন শুরু করতে চাই কিন্তু কোরিয়া নামে ইতিমধ্যেই একটি পাতা তৈরি হয়ে গেছে যা পরে কোরিয়া (দ্ব্যর্থতা নিরসন)-এ পুনঃনির্দেশ করা হয়েছে। ইংরেজি, রুশ, জার্মান উইকিপিডিয়ায় কোরিয়া ও কোরিয়ার দ্ব্যর্থতা নিরসন নিয়ে দুটি আলাদা পাতা রয়েছে। এখন বাংলায় কিভাবে তৈরি করব।

২. দেখলাম চেলসি কোচ জোসে মরিনহো-কে (অনেক সময় বাংলাদেশের পত্রপত্রিকায় হোসে মরিনহো লেখা হয়) নিয়ে হোসে মরিনহো টাইলটেল দিয়ে একটি নিবন্ধন তৈরি করা হয়েছে, জোসে মরিনহোকে সেই নিবন্ধের চেয়ে জোসে মরিনহো টাইলটেলে অধিক তথ্যপূর্ণ নিবন্ধন রয়েছে। (আমার ভুলও হতে পারে)

৩. আমি কয়েকটি নিবন্ধন তৈরি করতে চাই যেগুলো ইংরেজি বা অন্য ভাষায় অডিও ফাইল রয়েছে। এখন আমি বাংলায় তৈরির পরও কি সেই অডিও ফাইল গুলি যুক্ত করব নাকি শুধু তৈরিই করব। যেমনটি স্নায়ুযুদ্ধের উৎস নিবন্ধে দেখলাম।

এবার একটা প্রস্তাব রাখতে চাই বাংলা উইকিপিডিয়ায় প্রায় প্রতিদিন-ই ক্রীড়া বিষয়ক নতুন কিছুনা কিছু নিবন্ধন তৈরি হচ্ছে, দক্ষিণ এশিয়া কি এশিয়ার অনেক ভাষার চেয়ে এগিয়ে। তাই বলছিলাম কি একটা ক্রীড়া বিষয়ক কোনো উইকিপিডিয়ার প্রোজেক্ট খোলা যায় কিনা। এই বিষয়ে যদি অতি দূরদর্শিতা দেখিয়ে ফেলি ক্ষমা করবেন।

ধন্যবাদ কষ্ট করে পড়ার জন্য। ভাল থাকবেন। -- তাওহীদ (আলাপ) ১০:৩২, ০৫ জানুয়ারি ২০১৪, ২৫ পৌষ ১৪২০ বঙ্গাব্দ, বুধবার (ইউটিসি)

এক, কোরিয়া শিরোনামের পাতা থেকে পূণঃনির্দেশ সরিয়ে এর জায়গায় আপনার তথ্য যুক্ত করুন, তাহলেই হবে। দুই, আমি পূণঃনির্দেশ দিয়ে দিয়েছি। পরবর্তীতে এরকম একই বিষয়ে দুটি নিবন্ধ থাকলে আপনি দুটি নিবন্ধে {{একীকরণ}} টেমপ্লেট যুক্ত করে দিবেন। 'তিন, ইংরেজি নিবন্ধের অডিও ফাইল ইংরেজিতে সেগুলো বাংলাতে যুক্ত করলে ইংরেজিই থাকবে (আপনার ইচ্ছা দিলেও দিতে পারেন) আর বাংলা অডিও ফাইলও তৈরি করতে পারেন (সম্পূর্ণ নিবন্ধগুলোই অডিও ফাইলের উপযোগী)। খেলা নিয়ে উইকিপ্রকল্প অবশ্যই ভালো প্রস্তাব কিন্তু বাংলা উইকির অবস্থা এমন হয়েছে যে কেউ প্রকল্প শুরু করলে কয়েকদিনপর সেগুলো আর অগ্রসর হয় না, অবশ্য এখন অনেক ব্যবহারকারীরই খেলাধুলা বিষয়ক নিবন্ধ তৈরি করছেন তাই প্রকল্প শুরু করা যেতে পারে। ভালো থাকবেন। ধন্যবাদ। -- যুদ্ধমন্ত্রী আলাপ ১১:০৩, ৮ জানুয়ারি ২০১৪ (ইউটিসি)[উত্তর দিন]
ধন্যবাদ পরামর্শের জন্য। আরেকটি কথা, আমাকে "আপনি" করে সম্বোধন করবেন না, আমি এখনও স্কুলে পড়ি।---তাওহীদ (আলাপ) ১২:৪০, ০৫ জানুয়ারি ২০১৪, ২৫ পৌষ ১৪২০ বঙ্গাব্দ, বুধবার (ইউটিসি)

ধন্যবাদ[সম্পাদনা]

প্রিয় নাহিদ, আপনাকে ধন্যবাদ। টেমপ্লেট:তথ্যছক ব্যবহারকারী পাতাটি বাংলাকরণের জন্যে। -- মহীন রীয়াদ (আলাপ) ১৬:৩৭, ১০ জানুয়ারি ২০১৪ (ইউটিসি)[উত্তর দিন]

সোলায়মান[সম্পাদনা]

নাহিদ ভাইয়া, আসলে আমি উইকি জগতে নতুন। আমি পুরোপুরি জানি না কিভাবে একটা পাতা সম্পাদনা করা হয়, বিশেষ করে তথ্যসূত্র কিভাবে যোগ করা হয়, ছবি কিভাবে যোগ করা হয়। তবে আমি চেষ্টা করছি, আপনাদের সাহায্য পেলে দ্রুতই শিখে নিব। -ব্যবহারকারী আলাপ:Solaiman Khan

সমস্যা নেই ভাই, আপনি উইকিতে আমার মতো আরো ব্যবহারকারী পাবেন যারা সাহায্য করতে সদা প্রস্তুত। আপনি শুধু তাদের আলাপ পাতায় বা আমার আলাপ পাতায় বার্তা রাখলেই হবে। কারো আলাপ পাতায় বার্তাটি সাধারনত সবশেষে যুক্ত করতে হয়। আমি মনে হয় আপনার নামের বানান ভুল করে ফেলেছি, ক্ষমা চাচ্ছি আর হবে না। যাইহোক, আপনি যেভাবে তথ্যসূত্র যুক্ত করবেন, ধরুন আপনার লিঙ্ক (http://www.olimpickgames.co.uk/contentok.php?id=853) সেক্ষেত্রে যেখানে রেফারেন্স যুক্ত করবেন সেখানে <ref>http://www.olimpickgames.co.uk/contentok.php?id=853</ref> বা রেফারেন্সের নিবন্ধের শিরোনাম দিতে চাইলে, <ref>[http://www.olimpickgames.co.uk/contentok.php?id=853 400 Years of Olimpick Passion]</ref> এভাবে দিবেন। সবশেষে, তথ্যসূত্রের অনুচ্ছেদে <references/> যোগ করে দিলেই কাজ শেষ। বিস্তারিত জানার জন্য, সাহায্য:তথ্যসূত্রের সাথে পরিচয় পাতাটিতে একবার নজর দিতে পারেন। এছাড়া উইকিপিডিয়া:স্বাগতম, নবাগত পাতাটিও সাহায্য করবে। আমরা যারা উইকি ব্যবহারকারী রয়েছি তারা সকলেই নতুন ছিলাম এবং আস্তে আস্তে শিখেছি, সুতরাং ভয় পাবেন না চালিয়ে যান :) যে কোন সময় আমার আলাপ পাতাতে বার্তা রাখতে পারেন। ও ভালো কথা আলাপ পাতাসহ যে সকল জায়গায় মুক্ত আলোচনার সুযোগ রয়েছে সেখানে আপনার বার্তা লেখার পর শুধুমাত্র চারটি টিন্ডা চিহ্ন ~~~~ ব্যবহার করলেই আপনার বার্তার শেষে আপনার স্বাক্ষর ও তারিখ অটোমেটিক যুক্ত হয়ে যাবে। আপনার উইকি সম্পাদনা শুভ হোক। আবারো উইকিতে স্বাগতম জানাচ্ছি। -- যুদ্ধমন্ত্রী আলাপ ২০:২৩, ১৬ জানুয়ারি ২০১৪ (ইউটিসি)[উত্তর দিন]

আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, ভাইয়া। Solaiman Khan (আলাপ) ২০:৩৮, ১৬ জানুয়ারি ২০১৪ (ইউটিসি)[উত্তর দিন]

ভাইয়া, ঐ চলচ্চিত্রটি ফার্সী ভাষার, এর মুল নাম রঙে খোদা, পড়ে ইংরেজী অনুবাদের সময় The Color of Paradise হয়েছে। --Solaiman Khan (আলাপ) ২১:১১, ১৬ জানুয়ারি ২০১৪ (ইউটিসি)[উত্তর দিন]

আরো কয়েকটি উইকিতে দেখলাম নাম কালার অফ প্যারাডাইজই রাখা হয়েছে যদিও রঙে খোদাও রয়েছে। আপনি যেহেতু নিবন্ধ প্রণেতা তাই আপনিই বলেন কোন নামটি রাখা যায়। তবে নিবন্ধে যেহেতু পোস্টার ব্যবহার করা হয়েছে কালার অফ প্যারাডাইজের তাই আমার মনে হয় শিরোনামও কালার অফ প্যারাডাইজই থাক, কি বলেন? -- যুদ্ধমন্ত্রী আলাপ ২১:১৮, ১৬ জানুয়ারি ২০১৪ (ইউটিসি)[উত্তর দিন]

ঠিক আছে ভাইয়া। --Solaiman Khan (আলাপ) ২১:২৭, ১৬ জানুয়ারি ২০১৪ (ইউটিসি)[উত্তর দিন]


নাহিদ ভাই,
আমি গত কয়েকদিনে নেপালের বিভিন্ন বিষয়ে প্রায় ২৫টি ছোট নিবন্ধ তৈরি করেছি। আরো বেশ কিছু নিবন্ধ তৈরি করতে চাই, বিশেষ করে জেলাগুলির জন্য। কিন্তু নেপালের জেলাগুলির ক্ষেত্রে চিত্র ও তথ্যছক দেখা যাচ্ছে না। যেমন, ঝাপা জেলার ক্ষেত্রে। বিষয়শ্রেণীতেও নেপালের জেলা দেখা যায় না। আর আমি বিষয়শ্রেণী তৈরি করার চেষ্টা করেও পারিনি। আমার নিবন্ধগুলি ছোট হয়ে যাচ্ছে, এটা আমি বুঝি। আবার আমার পছন্দের নানা বিষয়ে কাজ করতে গিয়ে ঝামেলাও পোহাচ্ছি। আপনি কিছু মনে করবেন না। --সাদি (আলাপ) ০৬:৩৭, ২৫ জানুয়ারি ২০১৪ (ইউটিসি)[উত্তর দিন]
নেপালের তথ্যছক না থাকায় এমনটি হয়েছিল। আফতাব তথ্যছক তৈরি করে দিয়েছেন এবং আমি বিষয়শ্রেণী তৈরি করে দিয়েছি। এখন আর সমস্যা হবে না। আপনি {{তথ্যছক নেপালের জেলা}} ও বিষয়শ্রেণী:নেপালের জেলা এখন থেকে যুক্ত করতে পারেন। যাইহোক প্রথমে মনে করেছিলাম নিবন্ধ ছোট হচ্ছে, পরে দেখলাম ইংরেজি নিবন্ধগুলোও বড় নয়। আর মনে হয় আপনি ইংরেজি থেকেই অনুবাদ করছেন। চালিয়ে যান, ভালো কাজ হচ্ছে। ধন্যবাদ। -- যুদ্ধমন্ত্রী আলাপ ১৪:১৬, ২৫ জানুয়ারি ২০১৪ (ইউটিসি)[উত্তর দিন]

৩১ জানুয়ারি[সম্পাদনা]

আমি আরও কি সম্পাদনা করবো ভাই ? ধন্যবাদ । নাজমুল হাসান মজুমদার (আলাপ) ১৫:০৪, ৩১ জানুয়ারি ২০১৪ (ইউটিসি)[উত্তর দিন]

ভাই, আপনার নিবন্ধ তৈরিতে সমস্যা হচ্ছে না। আসলে সমস্যা হচ্ছে তথ্যসূত্রের তবু যদি ব্যাপক বিখ্যাত কেউ হতো তাহলেও তথ্যসূত্র ছাড়া রাখলেও কেউ অপসারণ করতো না। যাইহোক, আপনি কিন্তু ব্লগে খুব ভালো (আউটস্ট্যান্ডিং) চলচ্চিত্র সংক্রান্ত বিষয়াদি অনুবাদ করেন। তাহলে এখানে কেন আপনার পছন্দের বিষয়টিই বেছে নিচ্ছেন না? অনুবাদ করলে নিবন্ধেও সমস্যা থাকবে না, তথ্যসূত্রও পাওয়া যাবে, এক কথায় সবই হাতের নাগালে পাবেন, তাহলে শুধু শুধু কষ্ট করার দরকারটা কি? যাইহোক, আপনি প্রথমদিকে মনে হয় হিচককের নিবন্ধ অনুবাদ করেছিলেন। ওটা ভালো হয়েছিল। এভাবে আপনার পছন্দের যে নিবন্ধটি বাংলাতে নেই, অথচ আপনি ব্লগে লেখার জন্য অনুবাদ করবেন, সেটি কিন্তু আগে উইকিতে যুক্ত করে তারপর ব্লগে দিতে পারেন। তাহলেই সমস্যার সমাধান হয়ে যায়। ভালো থাকবেন। আর নাম পরিবর্তনের আবেদনে আপনি পরিবর্তন করে কোন ইউজারনেইমটি নিতে চাচ্ছেন সেটি মনে হয় লিখেননি। --যুদ্ধমন্ত্রী (আলাপ) ১৫:২৯, ৩১ জানুয়ারি ২০১৪ (ইউটিসি)[উত্তর দিন]

নাজমুল হাসান মজুমদার নামটাই থাকবে ভাই । নাজমুল হাসান মজুমদার (আলাপ) ১৫:৪৩, ৩১ জানুয়ারি ২০১৪ (ইউটিসি)[উত্তর দিন]

নাহিদ ভাই, একই বিষয়ে দুইটি নিবন্ধ। আমার মনে হয় merge করা দরকার। ধন্যবাদ। --Hopeoflight (আলাপ) ২০:২০, ৭ ফেব্রুয়ারি ২০১৪ (ইউটিসি)[উত্তর দিন]

 করা হয়েছে -- যুদ্ধমন্ত্রী আলাপ ০৮:৩৪, ৮ ফেব্রুয়ারি ২০১৪ (ইউটিসি)[উত্তর দিন]

নাঙ্গল মোড়া ইউনিয়ন আমার নিজের ইউনিয়ন। আমি পাতাটি আরো সমৃদ্ধ করতে চাই। তাই দয়া করে তথ্যগুলো মুছবেন না।--জিয়া চৌধুরী (আলাপ) ০৩:২৭, ১২ ফেব্রুয়ারি ২০১৪ (ইউটিসি)[উত্তর দিন]

উইকিপিডিয়ায় আপনাকে স্বাগতম। উইকিপিডিয়া সকলের বিশ্বকোষ সুতরাং যে কেউই সম্বৃদ্ধ করতে পারেন কিন্তু কোন তথ্য যুক্ত করলে তার সাথে সোর্স যুক্ত করতে হয়। তথ্যসূত্রহীন বিষয়বস্তু যে কোন সময় মুছা হতে পারে। তাই অনুগ্রহ করে আপনার ভুক্তির সাথে তথ্যসূত্র যুক্ত কুরন। বিশেষ করে আপনি যখন কোন ইউনিয়নের পাতায় কোন কৃতি ব্যক্তিকে যুক্ত করবেন তখন অবশ্যই তথ্যসূত্র দিয়ে দিবেন কারণ এটি ব্যতীত কারো পক্ষেই তথ্যটি ভেরিফাই করা সম্ভব না, যে ব্যক্তিটি আসলেই উল্লেখযোগ্য কিনা। ভালো থাকবেন।-- যুদ্ধমন্ত্রী আলাপ ০৪:৪৮, ১২ ফেব্রুয়ারি ২০১৪ (ইউটিসি)[উত্তর দিন]

ফিরতি বার্তা[সম্পাদনা]

সুপ্রিয়, NahidSultan। Bodhisattwa-এর আলাপ পাতায় আপনার জন্য একটি নতুন বার্তা এসেছে।
০৫:৩১, ১৮ ফেব্রুয়ারি ২০১৪ (ইউটিসি) তারিখে বার্তাটি যোগ হয়েছে। আপনি {{ফিরতি বার্তা}} টেমপ্লেটটি অপসারণের মাধ্যমে যেকোনো সময় এই বিজ্ঞপ্তিটি মুছে ফেলতে পারেন।[উত্তর দিন]

বোধিসত্ত্ব (আলাপ) ০৫:৩১, ১৮ ফেব্রুয়ারি ২০১৪ (ইউটিসি)[উত্তর দিন]

১৯শে ফেব্রুয়ারি[সম্পাদনা]

হা ভাইয়া ... জিপি হাউজে এ আমিও ছিলাম... ধন্যবাদ আপনার সহায়তার জন্য...আমি মুলত কবিতাটি যুক্ত করেছিলাম """কাজী নজরুল ইসলাম""" প্রবন্ধটি কে সমৃদ্ধ করতে...ঐ প্রবন্ধের সাথে লিঙ্ক এ রাখার জন্য... 2RJO (আলাপঅবদান) এই স্বাক্ষরহীন মন্তব্যটি যোগ করেছেন।

নাহিদ ভাই, রাহুল সাংকৃত্যায়নের আলাপ পাতাটি দেখার অনুরোধ রইল। -- তাওহীদ (আলাপ) ১৪:৫০, ২৪ ফেব্রুয়ারি ২০১৪ (ইউটিসি)[উত্তর দিন]

পোস্টার কিভাবে আপলোড করব[সম্পাদনা]

উইকিপিডিয়ায় চলচ্চিত্রের পোস্টার আপলোড করতেন হলে কি করতে হবে? আমি ঠিক কি লাইসেন্স ব্যবহার করতে হবে বুঝতে পারছি না। --অংকন (আলাপ) ০৭:০৬, ১ মার্চ ২০১৪ (ইউটিসি)[উত্তর দিন]

চিত্র:Khoj-The Search.jpg চিত্রের বর্ণনা ও লাইসেন্স দেখুন, এরকম করে করলেই হবে। এছাড়া ইংরেজি থেকে কোন চিত্র বাংলাতে আপলোড করলে শুধু ইংরেজিতে যে লাইসেন্স দেওয়া রয়েছে তা কপি করে দিলেই হবে। আরো প্রশ্ন থাকলে জানাবেন। ধন্যবাদ। -- যুদ্ধমন্ত্রী আলাপ ১২:৪০, ১ মার্চ ২০১৪ (ইউটিসি)[উত্তর দিন]

ইংরেজি থেকে নিয়ে পোস্টার আপলোড করার সময় বিবরণ সেটা দিলেও Licensing-এর স্থানে কি লিখব বুঝতে পারছি না। এর আগেরবারের সহায়তার জন্য ধন্যবাদ, আশা করি এবারও সহায়তা করবেন। --অংকন (আলাপ) ০৬:২৬, ৩ মার্চ ২০১৪ (ইউটিসি)[উত্তর দিন]

চিত্র:Sedin Dekha Hoyechilo.jpg চিত্র আপলোড করেছেন। এটিতো ঠিকই আছে। এভাবে করলেই হবে। লাইসেন্সিং এর জায়গায় লাইসেন্স লিখে যেভাবে {{Non-free poster}} টেমপ্লেটটি যুক্ত করেছেন, এটি করলেই হবে :) -- যুদ্ধমন্ত্রী আলাপ ০৬:৪৭, ৩ মার্চ ২০১৪ (ইউটিসি)[উত্তর দিন]
অনেক ধন্যবাদ আপনাকে।--অংকন (আলাপ) ০৬:৫২, ৩ মার্চ ২০১৪ (ইউটিসি)অংকন [উত্তর দিন]

তেসরা মার্চ[সম্পাদনা]

এই নিবন্ধগুলোতে ছবি যোগ করা প্রয়োজন। আপনি চেষ্টা করে আমার তৈরীকৃত নিবন্ধগুলোতে যদি ছবিগুলো যোগ করে দিতেন তাহলে ভাল হত।

নিবন্ধগুলো আমি আমার মত করে আবার লেখব। সমেস্যা নাই।‎Nahid Hasan Hridoy (আলাপঅবদান) এই স্বাক্ষরহীন মন্তব্যটি যোগ করেছেন।

সমস্যা নেই, চালিয়ে যান। আর উইকিপিডিয়ার কোন আলোচনা বাতিল করবেন না। এগুলো আর্কাইভ হিসেবে থেকে যাবে এবং পরবর্তীতে আলোচনা দেখে কোন ইউজার উক্ত বিষয়ের ভুলগুলো সংশোধন করতে পারবে, এজন্যই আলোচনা ডিলিট করতে হয় না। আমি ছবি যুক্ত করার চেষ্ঠা করব। আপনার উইকি সম্পাদনা শুভ হোক। ধন্যবাদ। -- যুদ্ধমন্ত্রী আলাপ ১২:৩৫, ৩ মার্চ ২০১৪ (ইউটিসি)[উত্তর দিন]

ফিরতি বার্তা[সম্পাদনা]

সুপ্রিয়, NahidSultan। টেমপ্লেট আলোচনা:Flagicon পাতায় আপনার জন্য একটি নতুন বার্তা এসেছে।
১৫:০৯, ৩ মার্চ ২০১৪ (ইউটিসি) তারিখে বার্তাটি যোগ হয়েছে। আপনি {{ফিরতি বার্তা}} টেমপ্লেটটি অপসারণের মাধ্যমে যেকোনো সময় এই বিজ্ঞপ্তিটি মুছে ফেলতে পারেন।

তাওহীদ (আলাপ) ১৫:০৯, ৩ মার্চ ২০১৪ (ইউটিসি)[উত্তর দিন]

পাতা অপসারণ[সম্পাদনা]

উইকি তে এক নামে দুইটি পাতা থাকলে মুছে ফেলা যাবে কি? "গাজিউল হকগাজীউল হক" নামে দুইটি পাতা আছে। দয়া করে একটু দেখবেন। আশিক (আলাপঅবদান) এই স্বাক্ষরহীন মন্তব্যটি যোগ করেছেন।

উইকিপিডিয়ায় আপনার অবদানের জন্য ধন্যবাদ। সাধারণ নিয়মে একই ধরণের কন্টেন্টযুক্ত দুটি ভিন্ন শিরোনামের দুটি পাতা থাকলে সাধারণত {{একীকরণ}} টেমপ্লেটির সাহায্যে একত্রীকরণের প্রস্তাব করা হয়। পরবর্তীতে অন্য ব্যবহারকারীদের সাথে বিষয়টি আলোচনা করে সঠিক নামে নিবন্ধটি পূর্ণনির্দেশ দেওয়া হয় এক্ষেত্রে কোন আর্টিকেলই অপসারণের প্রয়োজন খুব একটা নেই। দুটি নামেই সার্চ করলে একই নিবন্ধে নিয়ে যাবে একত্রীকরণের পর। আমি আপনার তৈরি নিবন্ধটি গাজীউল হক-এ পূণনির্দেশ করে দিয়েছি। আর আলাপ পাতায় আপনার বার্ত লেখার পর চারটি টিন্ডা চিহ্ন ~~~~ ব্যবহার করলে অটোমেটিক আপনার স্বাক্ষর ও তারিখ যুক্ত হবে। কোন সাহায্যের প্রয়োজন হলে আমার আলাপ পাতায় পুনরায় স্বাগতম। ধন্যবাদ। -- যুদ্ধমন্ত্রী আলাপ ১১:৩৬, ১১ মার্চ ২০১৪ (ইউটিসি)[উত্তর দিন]

সম্পাদনা[সম্পাদনা]

ধন্যবাদ দ্রুত উত্তর দেওয়ার জন্য। আচ্ছা, আমি আমার খেলাঘরে ভিজুয়াল এডিটর দিয়ে কিভাবে টেবিল যোগ করতে পারব বা ছক যুক্ত করতে হলে কি কি করতে হবে?আশিক (আলাপ) ১৫:৩৭, ১১ মার্চ ২০১৪ (ইউটিসি)[উত্তর দিন]

আমি যতদূর জানি ভিজুয়্যাল ইডিটর দিয়ে এখনো ছক সম্পাদনা করা যায় না (আমি খুঁজে পাইনি)। তবে আপনি নরমাল পদ্ধতিতে উৎস সম্পাদনাতে যাওয়ার পর যে বক্সটি আসবে তার উপরের দিকে উচ্চপর্যায়ের টুল লেখা লিংকে ক্লিক করুন। এরপর যে আইকনগুলো ওপেন হবে, এরমধ্যে সবার শেষের আইকনটিই হলো ছকের; ক্লিক করুন নিজেই বুঝতে পারবেন। -- যুদ্ধমন্ত্রী আলাপ ১৫:৫৫, ১১ মার্চ ২০১৪ (ইউটিসি)[উত্তর দিন]

ফিরতি বার্তা[সম্পাদনা]

সুপ্রিয়, NahidSultan। Moheen Reeyad-এর আলাপ পাতায় আপনার জন্য একটি নতুন বার্তা এসেছে।
আপনি {{ফিরতি বার্তা}} টেমপ্লেটটি অপসারণের মাধ্যমে যেকোনো সময় এই বিজ্ঞপ্তিটি মুছে ফেলতে পারেন।

-- মহীন রীয়াদ (আলাপ) ২১:৫০, ১৩ মার্চ ২০১৪ (ইউটিসি)[উত্তর দিন]

উৎস/তথ্যসুত্র[সম্পাদনা]

ইংরেজি উইকি থেকে কি তথ্যসূত্র বাংলা উইকিতে যোগ করা যাবে? আশিক (আলাপ) ০৪:৪৪, ১৪ মার্চ ২০১৪ (ইউটিসি)[উত্তর দিন]

অবশ্যই, শুধু ইংরেজি থেকে নয় আপনি হিব্রু/আরবি যে কোন ভাষার উইকি থেকেই তথ্যসূত্র যুক্ত করতে পারেন। -- যুদ্ধমন্ত্রী আলাপ ০৯:৫৩, ১৪ মার্চ ২০১৪ (ইউটিসি)[উত্তর দিন]

ফিরতি বার্তা[সম্পাদনা]

সুপ্রিয়, NahidSultan। Moheen Reeyad-এর আলাপ পাতায় আপনার জন্য একটি নতুন বার্তা এসেছে।
আপনি {{ফিরতি বার্তা}} টেমপ্লেটটি অপসারণের মাধ্যমে যেকোনো সময় এই বিজ্ঞপ্তিটি মুছে ফেলতে পারেন।

-- মহীন রীয়াদ (আলাপ) ১৮:০১, ১৪ মার্চ ২০১৪ (ইউটিসি)[উত্তর দিন]

সক পপেট একাউন্ট সম্বন্ধে![সম্পাদনা]

আপনি আমার আলাপ পাতায় যে বার্তাটি রেখেছেন সে বিষয়ে আমি আপনার নিকট সহায়তা চাইছি। আমার ইংরেজি একাউন্টটিও একই কারণে বন্ধ আছে। এ-ব্যাপারে সেখানে কোনো সহ্যয়তা বা দিকনির্দেশনা না পাওয়ায় দারুণ অসুবিধায় পড়েছি। সাহার্য বাড়ালে কৃতজ্ঞ থাকবো। ভালো থাকবেন। যোগাযোগের জন্যে ধন্যবাদ।-- মহীন রীয়াদ (আলাপ) ১৮:১৫, ১৪ মার্চ ২০১৪ (ইউটিসি)[উত্তর দিন]

শিরোনাম পরিবর্তন[সম্পাদনা]

আমি বাংলা উইকিতে খুব কমই কাজ করেছি। নতুন করে আবার শুরু করেছি। নতুন একটি নিবন্ধের ক্ষেত্রে আমার শিরোনামের বানান ভুল হয়েছে। এক্ষেত্রে স্থানান্তর করে নতুন শিরোনাম লিখলেই কি সমাধান হয়ে যাবে? আর লিখার ক্ষেত্রে সকল টুলস্‌ কিভাবে একসাথে পাব? দুটি প্রশ্নের উত্তর দিলে কৃতজ্ঞ থাকব। Sudipta (আলাপঅবদান) এই স্বাক্ষরহীন মন্তব্যটি যোগ করেছেন।

হ্যাঁ, স্থানান্তর করে দিলেই হবে (যেমনটি আরমানিটোলা সরকারি উচ্চ বিদ্যালয় পাতায় করেছেন)। উইকিপিডিয়ায় অনেক ধরণের টুলসই রয়েছে যেমন, সম্পাদনার জন্য আপনি সম্পাদনা বক্সের উপরের দিকে বিভিন্ন আইকন দেখতে পারবেন; এগুলোর একএকটির কাজ একেক রকম। এছাড়া, আপনি বিভিন্ন ধরণের রক্ষণাবেক্ষ ও কাজের সুবিধার জন্য টুইংকল টুলটি চালো করে নিতে পারেন। সকল প্রকার সাহায্যের জন্য দেখুন, সাহায্য:সূচী। কোন কিছু বুঝতে না পারলে বার্তা দিতে ভুলবেন না। আপনার উইকিপিডিয়া সম্পাদনা শুভ হোক। ধন্যবাদ। -- যুদ্ধমন্ত্রী আলাপ ১৯:০৩, ১৪ মার্চ ২০১৪ (ইউটিসি)[উত্তর দিন]

ফিরতি বার্তা[সম্পাদনা]

সুপ্রিয়, NahidSultan। Moheen Reeyad-এর আলাপ পাতায় আপনার জন্য একটি নতুন বার্তা এসেছে।
আপনি {{ফিরতি বার্তা}} টেমপ্লেটটি অপসারণের মাধ্যমে যেকোনো সময় এই বিজ্ঞপ্তিটি মুছে ফেলতে পারেন।

-- মহীন রীয়াদ (আলাপ) ১৯:১৭, ১৪ মার্চ ২০১৪ (ইউটিসি)[উত্তর দিন]

রিয়াজ নিবন্ধে পরিবর্তন[সম্পাদনা]

নাহিদ ভাই, রিয়াজ নিবন্ধে তথ্যসূত্র সহ লিখুনিতে ভালো কিছু পরিবর্তন সেই সাথে প্রয়োজনীয় চিত্র যুক্ত করা হয়েছে বিবরণী সহ। যা একটি ভালো নিবন্ধের জন্য দরকার। সময় হলে একটু দেখবেন। ভালো থাকবেন। ধন্যবাদ - --হেমায়েত (আলাপ) ১২:৩২, ১৫ মার্চ ২০১৪ (ইউটিসি)[উত্তর দিন]

সাহায্য করুন[সম্পাদনা]

ধন্যবাদ। পরিচিত হয়ে খুশি হলাম। দয়া করে একটু সাহায্য করুন। "শ্রেণীকরণবিদ্যা" শিরোনামের পরিবর্তে "শ্রেণীবিন্যাসবিদ্যা" যোগ করে দিন। --Abhishek Sarkar (আলাপ) ০৬:৫৬, ১৬ মার্চ ২০১৪ (ইউটিসি)[উত্তর দিন]

শুভেচ্ছা। প্রথমেই, আপনি যেভাবে শ্রেণীকরণবিদ্যা পাতাটির সবকিছু মুছে দিয়ে ডিলিট টেমপ্লেট যুক্ত করেছিলেন, এটা সঠিক পন্থা নয়। আপনি যদি নিশ্চিত থাকেন, শিরোনামের নামঠি সঠিক নয় তাহলে জাস্ট স্থানান্তর (এটি নিবন্ধের উপর ইতিহাস লেখার পাশে পাবেন) অপশনটি ব্যবহার করে উক্ত পাতাটি স্থানান্তর করতে পারেন। নামের ব্যাপারে আপনি যদি নিশ্চিত না হন, তাহলে সংশ্লিষ্ঠ নিবন্ধের আলাপ পাতায় বার্তা রাখতে পারেন। তাহলে অন্য ব্যবহারকারীদের মতামত নিয়ে নিবন্ধটি স্থানান্তর করা যাবে। সমস্যা নেই, আমি পাতাদুটি সংশোধন করে দিয়েছি। উইকিপিডিয়ায় আপনার আগ্রহের জন্য আবারো ধন্যবাদ জানাচ্ছি, আশা করি উইকিতে নিয়মিত থাকবেন। কোন সমস্যায় বার্তা দিতে ভুলবেন না। -- যুদ্ধমন্ত্রী আলাপ ১৩:৫৪, ১৬ মার্চ ২০১৪ (ইউটিসি)[উত্তর দিন]

আপনাকে অনেক ধন্যবাদ, কাজটি করার জন্য। Chhondo (আলাপঅবদান) এই স্বাক্ষরহীন মন্তব্যটি যোগ করেছেন।

টেবিল তৈরি করা[সম্পাদনা]

ভাইয়া, আবার বিরক্ত করছি! ১। কয়েকটি কলাম বিশিষ্ট টেবিল তৈরি করব। আর সারির সংখ্যা নির্দিষ্ট নয়। এরকম একটি টেবিল তৈরির জন্য কি টেম্পলেট রয়েছে? ওয়ার্ড অ্যাপ্লিকেশন এর মত সহজ উপায় আছে কি? ২। আর সব ক্ষেত্রে কি তথ্যসূত্র ব্যবহার করা যায়? যেমন- সংবাদপত্রের তালিকা করলে, প্রতি পত্রিকার পাশে তথ্যসূত্র দেয়ার প্রয়োজন আছে কি? কারণ, সেই সংবাদপত্রেরইত নিজস্ব পেজ আছে। ৩। যে কোন বিষয় সম্পাদনা করলে + কিংবা - দিয়ে পয়েন্ট থাকে। এগুলো দিয়ে মূলত কি কি কাজ বুঝায়? উপরোক্ত প্রশ্নগুলোর উত্তর পেলে কৃতজ্ঞ থাকব। ভাল থাকবেন। Sudipta (আলাপঅবদান) এই স্বাক্ষরহীন মন্তব্যটি যোগ করেছেন।

এক, আমার জানামতে টেবিল তৈরির ঐ একটি টুলসই রয়েছে তবে আপনি নিজস্ব পন্থায় কাস্টমাইজ টেবিল তৈরি করতে পারবেন। না, ওয়ার্ড অ্যাপ্লিকেশন এর মত সহজ উপায় আছে বলে আমার জানা নেই। দুই, সবক্ষেত্রেই তথ্যসূত্র ব্যবহার করা যায়, তালিকা করলে প্রতি তালিকার পাশে তথ্যসূত্র দিলে ব্যাপারটি আরো ভালো হয়, সেক্ষেত্রে পত্রিকাটির নিজস্ব সাইট বাদে অন্য কোন নির্ভরযোগ্য উৎস দেওয়া সবচেয়ে উত্তম পন্থা। তিন, আপনি কি বিষয়শ্রেণীর কথা বলছেন? যদি তাই বলে থাকেন তাহলে এই পন্থাটি হলো হটক্যাটের মাধ্যমে কোন নিবন্ধ কোন নির্দিষ্ট বিষয়শ্রেণীতে যুক্ত করার সবচেয়ে সহজ উপায়। প্লাসে ক্লিক করলে একটি ঘর আসবে সেই ঘরে নির্দিষ্ট বিষয়শ্রেণী টাইপ করে সংরক্ষণ বোতামে চাপবেন বা মাইনাসে ক্লিক করে আগে থেকে যুক্ত কোন বিষয়শ্রেণী বাতিল করতে পারবেন। চার, আপনি কিন্তু এবারো স্বাক্ষর যুক্ত করেননি ;) বার্তা লেখার পর শুধুমাত্র চারটি টিন্ডা চিহ্ন ~~~~ যুক্ত করলেই অটোমেটিক আপনার স্বাক্ষর ও তারিখ যুক্ত হয়ে যাবে। বার্তার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন। -- যুদ্ধমন্ত্রী আলাপ ০৯:৩১, ১৭ মার্চ ২০১৪ (ইউটিসি)[উত্তর দিন]

ছবি প্রসঙ্গ[সম্পাদনা]

আমি একটু সমস্যায় পরে আপনাকে একটু বিরক্ত করছি। ইংরেজি উইকিপিডিয়াতে ছবি ডান/বাম উভয় দিকেই সংযোজন করা যায়। কিন্তু বাংলা উইকি তে উৎস সম্পাদনা দিয়েও ছবি বামদিকে সরাতে পারছিনা। ছবি বামদিকে রাখতে হলে কি করতে হবে? ধন্যবাদ আশিক (আলাপ) ১০:২৭, ১৭ মার্চ ২০১৪ (ইউটিসি)[উত্তর দিন]

ডান অথবা বাম কিছু উল্লেখ না করলে ডিফল্ট হিসেবে ছবি নিবন্ধের ডানে যুক্ত হবে, যদি ছবিটি বামে যুক্ত করতে চান তাহলে [[চিত্র:Calcutta Skyline.jpg|thumb|left|ক্যাপশন]] এভাবে দিবেন। বার্তা দিলে আমি কিন্তু মোটেও বিরক্ত হই না -- যুদ্ধমন্ত্রী আলাপ ১০:৪২, ১৭ মার্চ ২০১৪ (ইউটিসি)[উত্তর দিন]

‌'আমার অবদান' শিরোনাম বিষয়ক![সম্পাদনা]

ভাইয়া, তখন + ও - এর যে প্রশ্নটা করেছিলাম সেটা ছিল 'আমার অবদান' শিরোনাম বিষয়ক। যে কোন পরিবর্তন বা সম্পাদনার পর 'আমার অবদান' শিরোনামে ক্লিক করে কি কি পরিবর্তন নিজে করেছে তা দেখা যায়। সেখানে ( ) এর ভিতর + দিয়ে নাম্বার থাকে, পয়েন্টের মত। আবার কোন কোন পরিবর্তনে নেগেটিভ মার্কিংও থাকে। এগুলোর বিষয়ে জানতে চাচ্ছিলাম। আর কিভাবে পজেটিভ/নেগেটিভ মার্কিং হয়, তা একটু জানাবেন। --Sudip (আলাপ) ১৬:১৬, ১৭ মার্চ ২০১৪ (ইউটিসি)[উত্তর দিন]

প্রথমে ভুল বোঝার জন্য দুঃখিত। আসলে উইকি যেহেতু একটি মুক্ত সম্পাদনার সাইট ও যে কোন নিবন্ধ যে কেউ সম্পাদনা করতে পারে তাই কোন ব্যবহারকারী কখন কতটুকু লেখা যুক্ত করছেন বা অপসারণ করছেন তাই বাইট আকারে থাকে। আপনি যদি কোন নিবন্ধে লেখা যুক্ত করেন তাহলে এটি +চিহ্নসহ একটি সংখ্যা দেখাবে মানে হলো আপনি এতো বাইট লেখা যুক্ত করেছেন, আর - দিয়ে বুঝায় কতবাইট লেখা বাতিল করেছেন। এবং এটি সফ্টওয়্যার অটোমেটিক ডিটেক্ট করে। -- যুদ্ধমন্ত্রী আলাপ ১৭:১৯, ১৭ মার্চ ২০১৪ (ইউটিসি)[উত্তর দিন]

তালিকা[সম্পাদনা]

আচ্ছা, ইংরেজি উইকি তে বিভিন্ন তালিকা আছে সেগুলো বাংলা উইকি তে করতে চাইলে সংশ্লিষ্ট বিষয়ের তালিকা নামে নতুন পাতা খুলতে হবে নাকি অন্য কোনও উপায় আছে? আসলে আমি এমন একটা লিস্ট ইংরেজী উইকি তে পেয়েছি যেটার কোনও উপাদানই বাংলায় অনুবাদ করা হয়নি। https://en.wikipedia.org/wiki/List_of_missing_treasure এই লিস্ট বাংলায় বানাতে হলে কি করতে হবে? আশিক (আলাপ) ১২:২৪, ১৮ মার্চ ২০১৪ (ইউটিসি)[উত্তর দিন]

হ্যাঁ সংশ্লিষ্ঠ বিষয়ে নতুন পাতা শুরু করতে হবে। এক্ষেত্রে ইংরেজি থেকে তালিকাটি কপি করে শুধু যুতসই একটি বাংলা নাম দিয়ে অনুবাদ শুরু করলেই হবে। -- যুদ্ধমন্ত্রী আলাপ ১৩:৩৩, ১৮ মার্চ ২০১৪ (ইউটিসি)[উত্তর দিন]

মার্চ ১৯[সম্পাদনা]

একটা বিষয় অবাক লাগছে সেটা হল এটা কোন মৌলিক পোস্ট নয়। তথ্য গুলা আমি সংগ্রহ করতেই পারি কিন্তু সেটার জন্য কপিরাইট কেন লঙ্ঘিত হবে? তথ্য ভিত্তিক কপিরাইট আইন টা সম্পর্কে আশা করি আপনার জানা আছে। আমি চেষ্টা করেছি কপি পেস্ট মুক্ত করতে। যতটুকু পেরেছি করেছি। এখানে তথ্য দেওয়া শুধু। তথ্য গুলা কারোর মৌলিক লেখা না এটা কপি পেস্ট করায় সমস্যা হয় না। মোশফেক আহমেদ (আলাপঅবদান) এই স্বাক্ষরহীন মন্তব্যটি যোগ করেছেন।

অনুগ্রহ করে, উইকিপিডিয়া:কপিরাইটউইকিপিডিয়া:স্বাগতম, নবাগত পাতা দুটি পরে নিন। এছাড়াও শুরু করার পূর্বে কয়েকদিন উইকির নীতিমালা পাতাগুলোও পড়ে দেখুন। তাহলে উইকিপিডিয়া সম্পর্কে একটি স্বচ্ছ ধারণা পাবেন। ধন্যবাদ। -- যুদ্ধমন্ত্রী আলাপ ১৩:১২, ১৯ মার্চ ২০১৪ (ইউটিসি)[উত্তর দিন]

ছবি সংক্রান্ত[সম্পাদনা]

আবারো ছবি সমস্যায় পরেছি। https://bn.wikipedia.org/wiki/হারানো_ধনসম্পদের_তালিকা এই পাতাতে আওয়া মারু নামে একটি ছবি সংযোজন করতে চেষ্টা করেছি। কিন্তু কোনভাবেই ছবিটি আসছেনা। ইংরেজি উইকি তে ঠিকই ছবিটি আছে। এখানে আসছে না ক্যানো? আশিক (আলাপ) ১৫:৩৭, ২০ মার্চ ২০১৪ (ইউটিসি)[উত্তর দিন]

যেসকল ছবি কমন্সে (মুক্ত ছবির ওয়েবসাইট) আপলোড করা থাকে সেকল ছবি উইকিমিডিয়ার যেকোন প্রকল্পেই শুধু লিংক ব্যবহার করে ইউজ করা যায়। যেসকল ছবি মুক্ত লাইসেন্সে নয় অথচ নিবন্ধের পরিচয় প্রদানের জন্য প্রয়োজন সেগুলো আলাদাভাবে উইকিতে আপলোড করে সৌজন্যমূলকভাবে ব্যবহার করা হয়। সমস্যা নেই, উক্ত ছবিটি আমি আপলোড করে দিয়েছি। ধন্যবাদ। -- যুদ্ধমন্ত্রী আলাপ ১৭:০৩, ২০ মার্চ ২০১৪ (ইউটিসি)[উত্তর দিন]

Nahid Sultan, apnar Bangladesh Rastar shishu te amar kono oshbhidha nai. Ami englishe apnake ektu bhalo bhabe bujhachhi. google translation baabohar kore chilam ami. Amar keyboard bhalo lekha jae na, jerokom: রাস্তার শিশু। --Sakib14 (আলাপ) ১২:১০, ২২ মার্চ ২০১৪ (ইউটিসি)[উত্তর দিন]

ধন্যবাদ![সম্পাদনা]

সুপ্রিয়, NahidSultan। Moheen Reeyad-এর আলাপ পাতায় আপনার জন্য একটি নতুন বার্তা এসেছে।
আপনি {{ফিরতি বার্তা}} টেমপ্লেটটি অপসারণের মাধ্যমে যেকোনো সময় এই বিজ্ঞপ্তিটি মুছে ফেলতে পারেন।

বাংলা লেখা সংক্রান্ত সমস্যা[সম্পাদনা]

নাহিদ ভাই, উইকিপিডিয়ায় অনেকদিন পর আসলাম। বাংলা লিখতে বেশ সমস্যা হচ্ছে! যা লিখছি তা ঠিকমত দেখাচ্ছে না। সম্পাদনার সময় লেখা ভাঙ্গা ভাঙ্গা আসছে। অথচ সেভ করলে আবার ঠিকমত দেখাচ্ছে! উইকিতে সম্ভবত কিছু আপডেট হয়েছে। আমি অভ্র এর সর্বশেষ সংস্করণ ব্যাবহার করছি। কী করলে উইকিতে লেখা আগের মত দেখাবে বলতে পারেন কী?

Engr.Rafi (আলাপ) ০১:৫৩, ২৮ মার্চ ২০১৪ (ইউটিসি)[উত্তর দিন]

উইকিপিডিয়ায় পুনরায় স্বাগত জানাচ্ছি :) সকল উইকিতে ইউনিভার্সাল ল্যাংগুয়েজ সিলেক্টর নিষ্ক্রিয় করায় এই সমস্যা হয়েছে। আপনি বামপাশের সবার নিচে ভাষা থেকে [ভাষা সেটিংস] আইকনে ক্লিক করুন। সেখানে [ভাষা] ও [ফন্ট] নামে দুটি অপশন পাবেন। ফন্টে ক্লিক করে “বাংলা এর জন্য ফন্ট নির্বাচন” এর ঘরে সিস্টেম ফন্টের পরিবর্তে সিয়াম রুপালী নির্বাচন করে, “ফন্ট ডাউনলোড করুন যখন প্রয়োজন হবে?” বক্সে টিক দিয়ে সেইভ করুন। সমস্যা মিটে যাবে। ভালো থাকবেন। -- যুদ্ধমন্ত্রী আলাপ ১৯:৪৬, ৩১ মার্চ ২০১৪ (ইউটিসি)[উত্তর দিন]

মার্শাল সমস্যা[সম্পাদনা]

ভাইয়া, দাবাড়ু ফ্রাঙ্ক মার্শাল এবং চিত্রপরিচালক ফ্রাঙ্ক মার্শাল দুজন আলাদা ব্যাক্তি। ইংরেজিতে [Marshall (chess player)] এবং [Marshall (film producer)] দুটি আলাদা নিবন্ধ। বাংলায় আমি শুধু দাবাড়ু মার্শালকে নিয়ে ফ্রাঙ্ক জেমস মার্শাল নামে নিবন্ধ তৈরি করি। পরবর্তীতে চিত্রপরিচালক মার্শালকে নিয়ে নিবন্ধ তৈরি করার ক্ষেত্রে দুজনকে আলাদা রাখা প্রয়োজন। এটা কিভাবে করবো? রেজাউল হক সাগর (আলাপ) ০৮:২২, ২ এপ্রিল ২০১৪ (ইউটিসি)[উত্তর দিন]

ভাই, ইংরেজির মতোই বাংলাতেও নামের পর তার পরিচিত ব্র্যাকেটে যুক্ত করে দিবেন। আর এক্ষেত্রে একই নামের ভিন্ন ভিন্ন ব্যক্তি বা বস্তুকে আলাদা করার জন্যই দ্ব্যর্থতা নিরসন করা হয়ে থাকে। পাতাটি পড়ে দেখলে আশা করি বুঝতে পারবেন। যাইহোক, আমি সমস্যা সমাধান করে দিয়েছি (ফ্রাঙ্ক মার্শাল)। ধন্যবাদ।-- যুদ্ধমন্ত্রী আলাপ ০৯:৪৯, ২ এপ্রিল ২০১৪ (ইউটিসি)[উত্তর দিন]

আন্তঃসংযোগ সমস্যা[সম্পাদনা]

ভাইয়া, আবার বিরক্ত করছি। ইমানুয়েল লাস্কার পাতায় আন্তঃসংযোগ লিঙ্কগুলো কাজ করছে না। বিশেষ করে ইংরেজি ভাষার উইকিপিডিয়া আন্তঃসংযোগের ক্ষেত্রে এই সমস্যা হচ্ছে। একটু শিখিয়ে দেয়ার অনুরোধ করছি। রেজাউল হক সাগর (আলাপ) ১৫:৪৫, ২ এপ্রিল ২০১৪ (ইউটিসি)[উত্তর দিন]

অন্তউইকি সংযোগ কাজ করছেনা মনে কি লাল দেখাচ্ছে কেন জানতে চাচ্ছেন? যদি তাই হয় তবে, লাল লিংকগুলো বাংলা উইকিপিডিয়ায় তৈরি করা নেই এজন্য দেখাচ্ছে। আর এমনিতে বাংলা উইকিতে ইংরেজি কোন আর্টিকেলের লিংক দিতে চাইলে [[:en:Bangladesh|বাংলাদেশ]] এভাবে দিবেন। এটিতে ক্লিক করলে ইংরেজি উইকির আর্টিকেলে নিয়ে যাবে। তবে ইংরেজি আর্টিকেলের লিংক না দিয়ে লাল দেখালেও বাংলাটাই দিবেন (যেমনভাবে উক্ত নিবন্ধের ভূমিকাংশে বিশ্ব দাবা চ্যাম্পিয়ন দেওয়া রয়েছে) পরবর্তিতে কেউ তৈরি করলেও করতে পারে। আর বার্তা দিলে আমি কিন্তু মোটেও বিরক্ত হই না -- যুদ্ধমন্ত্রী আলাপ ১৬:১২, ২ এপ্রিল ২০১৪ (ইউটিসি)[উত্তর দিন]

অটোমেটিক ট্যাক্সোবক্স[সম্পাদনা]

নাহিদ ভাই, ডাইনোসর নিবন্ধটার অনুবাদের কাজ এগোতে চাইছি, কিন্তু Automatic Taxobox জিনিসটা কি করে বাংলায় আনব বুঝতে পারছি না। ওটা করতে পারা গেলে জীববিদ্যা আর পুরাজীববিদ্যার অনেক নিবন্ধ লেখা আর অনুবাদের কাজ সহজ হয়ে যাবে। একটু দেখবেন প্লিজ? আর হ্যাঁ, অন্য এক জনকে আপনারই দেওয়া একটা পরামর্শ কাজে লাগিয়ে খামসিন পাতায় যে লেখাগুলো বক্স এর মত দেখাচ্ছিল সেগুলোকে ঠিক করলাম। অনেক ধন্যবাদ!--ব্যা করণ (আলাপ) ০৬:২২, ৩ এপ্রিল ২০১৪ (ইউটিসি)[উত্তর দিন]

ভাই, Automatic Taxobox সংশোধনের কাজ করছি, বিভিন্ন জায়গায় ত্রুটি আসায় মনে হয় একটু সময় লাগবে খুঁজে বের করতে। মিনটাইমে আপনি বাকী অনুবাদগুলো করতে থাকুন। বিষয়টি নজড়ে আনায় ও খামসিন-এ সম্পাদনার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। বিভিন্ন নিবন্ধে আপনার বানান সংশোধনের কাজটি প্রশংসার দাবিদার। ভালো থাকবেন।-- যুদ্ধমন্ত্রী আলাপ ০৭:২৮, ৩ এপ্রিল ২০১৪ (ইউটিসি)[উত্তর দিন]

অভিনন্দন![সম্পাদনা]

বিশেষ উইকিপদক
বাংলা উইকিপিডিয়ায় একজন দু:সাহসিক প্রশাসক হিসেবে আপনার অসাধারণ কর্মময় পদচারনার জন্য আপনার কাজের প্রতি সন্মানপ্রদর্শন পূর্বক আমার পক্ষ থেকে আপনাকে এই বিশেষ উইকিপদকটি তুলে দিলাম। দুর্দান্ত দূর্বার গতিতে সামনে এগিয়ে যাওয়ার দৃঢ় প্রত্যয়ে;  মাসুম ইবনে মুসা  কথোপকথন ০৬:৫০, ৩ এপ্রিল ২০১৪ (ইউটিসি)[উত্তর দিন]
উইকিতে কাজ করতে করতেই আপনাদের সাথে একটা আত্মিক সম্পর্ক তৈরি হয়ে গেছে, আপনাদের অনুপ্রেরণা অবশ্যই আমার জন্য একটি বড় পাওয়া। আশা করি ভবিষ্যতেও আপনাদের কাছ থেকে বিভিন্ন সহয়তা ও পরামর্শ পাব। পদকটি প্রদন করায় আপনাকে আন্তরিক ধন্যবাদ। শুভ হোক সকলের উইকিযাত্রা। -- যুদ্ধমন্ত্রী আলাপ ০৭:৩২, ৩ এপ্রিল ২০১৪ (ইউটিসি)[উত্তর দিন]

ছবির নাম পরিবর্তনের অনুরোধ[সম্পাদনা]

আজ ভোরে এই চিত্রটি আপলোড করেছিলাম। ঘুমের ঘোরে ছবির নাম ঠিক রাখতে পারিনি। একটু নাম পরিবর্তন করে Labanya Prabha Ghosh.jpg করে দিয়েন। ধন্যবাদ। -- বোধিসত্ত্ব (আলাপ) ১৫:৫৩, ৯ এপ্রিল ২০১৪ (ইউটিসি)[উত্তর দিন]

দেরি করে ফেলেছি। লিমন অলরেডি করে ফেলেছে :)-- যুদ্ধমন্ত্রী আলাপ ১৬:২৬, ৯ এপ্রিল ২০১৪ (ইউটিসি)[উত্তর দিন]
:-) --বোধিসত্ত্ব (আলাপ) ১৬:৫২, ৯ এপ্রিল ২০১৪ (ইউটিসি)[উত্তর দিন]

১১ এপ্রিল ২০১৪‎[সম্পাদনা]

ভাইয়া, আমি আহমেদ সিফফিন। উইকেপিডিয়ায় এসে পথ হারিয়ে ফেলেছি। কোথায় যাবো কি করব কিছুই বুজতে পারছি না। দয়া করে আপনার এই গেঁয়ো ভাইটিকে একটু সাহায্য করলে, আজিবন কৃতজ্ঞ থাকব...........................।।A.SIFFIN (আলাপঅবদান) এই স্বাক্ষরহীন মন্তব্যটি যোগ করেছেন।

ভাই সিফফিন, উত্তর দিতে দেরি হওয়ায় আমি দু:খিত। যাইহোক, আপনাকে উইকিপিডিয়াতে পুনরায় স্বাগত জানাচ্ছি। আপনি এখানে শুরু করার জন্য প্রথমে স্বাগত পাতাটি পড়ে নিন, এছাড়াও উইকিপিডিয়ার টিউটোরিয়াল আপনি এখানে পাবেন। আপনার আলাপ পাতায় দেওয়া স্বাগতম বার্তাটিতে যে লিংকগুলো দেওয়া রয়েছে সেগুলো চেক করলেও আপনি উইকিপিডিয়া সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন। যে কোন প্রকার সাহায্যের জন্য আমার আলাপ পাতায় বার্তা রাখতে পারেন। ধন্যবাদ।-- যুদ্ধমন্ত্রী আলাপ ০৮:০২, ১৩ এপ্রিল ২০১৪ (ইউটিসি)[উত্তর দিন]

শুভ নববর্ষ ১৪২১ এর শুভেচ্ছা[সম্পাদনা]

আজকের এই শুভ নববর্ষের শুভক্ষনে; বাঙালির সাজ সাজ রবে আপনাকে রাঙাতে আমার পক্ষ থেকে আপনাকে শুভ নববর্ষের বাঙালিয়ানা শুভেচ্ছা জানাচ্ছি এবং এরই সাথে সাথে আপনি এবং আপনার পরিবারের সবার জন্য পান্না ভাত আর ইলিশ মাছ পাঠালাম। তাই পরিবারের সবাই মিলে খুব মজা করে খাবেন এবং ভাল থাকবেন সবসময় এই শুভ কামনায় ; ---- মাসুম ইবনে মুসা  কথোপকথন ১৮:০৬, ১৪ এপ্রিল ২০১৪ (ইউটিসি)[উত্তর দিন]
আপনাকেও নববর্ষের শুভেচ্ছা, শান্তিময় হোক আপনার সামনের দিনগুলি :) -- যুদ্ধমন্ত্রী আলাপ ২১:৪৩, ১৩ এপ্রিল ২০১৪ (ইউটিসি)[উত্তর দিন]

শুভ নববর্ষ ১৪২১[সম্পাদনা]

আপনাকে আমার পক্ষ থেকে নববর্ষের রঙিন শুভেচ্ছা! নতুন বছর ভরে উঠুক জীবনানন্দে, হয়ে উঠুক মনের মতো। শুভ নববর্ষ!

--মহীন রীয়াদ (আলাপ) ২১:০৭, ১৩ এপ্রিল ২০১৪ (ইউটিসি)[উত্তর দিন]

শুভ নববর্ষ। ঈলিশ খেতে আপনাদের চট্টগ্রাম চলেও আসতে পারি ;) সামনের দিনগুলিতে আপনার সময়গুলি আরো সুন্দরভাবে কাটুক, এই কামনা। -- যুদ্ধমন্ত্রী আলাপ ২১:৪৭, ১৩ এপ্রিল ২০১৪ (ইউটিসি)[উত্তর দিন]

নববর্ষের শুভেচ্ছা[সম্পাদনা]

বাঙালি সংস্কৃতির এ বর্ণিল দিনের ন্যায় বছরের প্রতিটি দিনই আপনার ও আপনার পরিবারের জন্য হয়ে উঠুক মধুর এবং উৎসবের আনন্দ সবাইকেই ছুঁয়ে যাক - এই প্রত্যাশা ব্যক্ত করছি। সাথে পান্তা-ইলিশ-কাঁচা মরিচ-এর মোহময়ী শুভেচ্ছা।--অংকন (আলাপ) ০৩:২৮, ১৪ এপ্রিল ২০১৪ (ইউটিসি)[উত্তর দিন]
সকালে পান্তা-ঈলিশ খেতে পারিনি, ঘুমিয়ে পরেছিলাম আপনাকে যখন বার্তাটি লিখছি তখন খাওয়ার প্রিপারেশন নিচ্ছি শুভ নববর্ষ।-- যুদ্ধমন্ত্রী আলাপ ০৬:৫৩, ১৪ এপ্রিল ২০১৪ (ইউটিসি)[উত্তর দিন]

ভূতাত্ত্বিক সময় ও অন্যান্য[সম্পাদনা]

শুভ নববর্ষ নাহিদ ভাই! ভূতাত্ত্বিক সময়সীমার বিরাট একটা ছক অনুবাদ করার দরকার, যেটা প্লাইস্টোসিন এর আলোচনা পাতায় দেওয়া আছে। বাংলায় বেশ কিছু শব্দ আছে (মহাযুগ,যুগ, উপযুগ, অধিযুগ, কালপর্ব ইত্যাদি) যেগুলো eon, era, period, epoch,age এই সমস্ত কথার অনুবাদ হিসেবে চালু করা যেতে পারে, কিন্তু এ ধরণের কাজ তো ঐক্যমত্যের ভিত্তিতেই করা দরকার? কি ভাবে সমস্ত আগ্রহী উইকিপিডিয়ানকে একটা আলোচনা জাতীয় কিছুতে ডাকা যেতে পারে বলবেন প্লিজ, যাতে এই নিবন্ধ আর সংশ্লিষ্ট সমস্ত নিবন্ধে একটা নির্দিষ্ট বানানরীতি আর পরিভাষার তালিকা চালু করা যায়?ব্যা করণ (আলাপ) ০৪:৩৬, ১৪ এপ্রিল ২০১৪ (ইউটিসি)[উত্তর দিন]

শুভ নববর্ষ ! উইকিপিডিয়া:প্রশাসকদের আলোচনাসভা পাতাটি হলো উইকিপিডিয়া বিষয়ক সবকিছুর জন্য নির্দিষ্ট একটি আলোচনা পাতা, শুরুতে যদিও প্রশাসকদের কথাটি লেখা রয়েছে কিন্তু এখানে সবাই যে কোন বিষয়েই প্রস্তাব রাখতে পারেন। এছাড়া, অনুল্লেখ্য কোন আলোচনার জন্যতো সংশ্লিষ্ঠ আলাপ পাতা রয়েছেই। তবে, এসব টেমপ্লেটের অনুবাদের ক্ষেত্রে আলোচনা খুব একটা দরকার পরে না, প্রচলিত পরিভাষাটিই দিয়ে দিতে পারেন। তবে আপনার নির্দিষ্ট কোন প্রস্তাবনা থাকলে তা অবশ্যই করতে পারেন।-- যুদ্ধমন্ত্রী আলাপ ০৬:৪৮, ১৪ এপ্রিল ২০১৪ (ইউটিসি)[উত্তর দিন]


শুভ নববর্ষ[সম্পাদনা]

. শুভ নববর্ষ (Happy Bengali New Year)

সময় হল একটি বছর-কে বিদায় দেয়ার। সময় হল বছর-টিকে হারিয়ে জেতে দেবার,কালের অনন্ত ধারায়। তবে নতুন বছরে সবার কামনা হক সুখের, এবং শান্তির। নতুন বছরে সবাই ভাল থাকবে, সুখে থাকবে এটাই হোক সবার কামনা। নতুন বছরে সবাই সুখে থাকুক, শান্তি-তে থাকুত, সকলের মঙ্গল হোক। পুরানো বছরের ভুল ভ্রান্তি পেছনে ফেলে সবাই সামনে এগিয়ে যাক। এই কামনা। বিদায় ১৪২০, স্বাগতম ১৪২১। সবাইকে জানাই

শুভ নববর্ষ -- প্রত্যয় (শুভ নববর্ষ!) ১৪:৩৮, ১৪ এপ্রিল ২০১৪ (ইউটিসি)[উত্তর দিন]

প্রত্যয়, তোমাকেও নতুন বছরের শুভেচ্ছ। সামনে তোমার পরীক্ষা খুব ভালো হোক এই কামনা।-- যুদ্ধমন্ত্রী আলাপ ১৮:২০, ১৪ এপ্রিল ২০১৪ (ইউটিসি)[উত্তর দিন]

গালিব ১[সম্পাদনা]

ব্যবহারকারী:গালিব ১, ব্যবহারকারী:Sabuj Rahaman‎ব্যবহারকারী:মো: সাজিদ মাহামুদ‎ একই ব্যক্তি বলে মনে হয়। এর মধ্যে ব্যবহারকারী:Sabuj Rahaman‎ পাতাটি ব্যবহারকারী:গালিব ১ তৈরী করেছেন। তোমার নজরে আনলাম। -- বোধিসত্ত্ব (আলাপ) ১২:৩৩, ১৬ এপ্রিল ২০১৪ (ইউটিসি)[উত্তর দিন]

দাদা, ব্যবহারকারী:মো: সাজিদ মাহামুদ‎ থেকে কিছু সম্পাদনা করা হলেও অন্যদুটি থেকে দু/একটি ছাড়া কোন সম্পাদনা করা হয়নি। এক্ষেত্রে এমনও হতে পারে ব্যবহারকারী:গালিব ১ ভুল করে ব্যবহারকারী:Sabuj Rahaman‎ পাতাটি তৈরি করেছেন। কারণ তিনি পাতাতে শুধু স্বাক্ষর করেছিলেন। এবং ব্যবহারকারী পাতাতে দেখলঅম সাহায্যও চেয়েছেন, সুতরাং তিনি যদি তার আলাপে রাখা তোমার বার্তায় সাড়া দেন তাহলে ধরে নেওয়া যায় তিনি ভুলই করেছিলেন, সাড়া না দিলেতো কিছুই করার নাই।-- যুদ্ধমন্ত্রী আলাপ ১৮:৫২, ১৭ এপ্রিল ২০১৪ (ইউটিসি)[উত্তর দিন]

আমার ব্যবহারকারীর পৃষ্ঠা টি কিভাবে তৈরি করব ?গালিব ১ (আলাপঅবদান) এই স্বাক্ষরহীন মন্তব্যটি যোগ করেছেন।

এখানে ক্লিক করুন। বক্সে আপনার সম্পর্কে যা ইচ্ছা লিখে সংরক্ষণ বোতামটি চাপুন। কাজ শেষ। পুনরায় কাজটি করতে চাইলে ব্যবহারকারী:গালিব ১-এ গিয়ে উপরে দেখবেন উৎস সম্পাদনা বলে একটি অপশন রয়েছে। ক্লিক করুন ও বক্সে পূর্বের ন্যায় লিখে সংরক্ষণ বোতামটি চাপুন। এভাবেই আপনি আপনার ব্যবহারকারী পৃষ্টাটি সম্পাদনা করতে পারবেন। উইকিপিডিয়ার সকল নিবন্ধ সম্পাদনা করার পদ্ধতিও একই। ভালো থাকবেন। কোন সাহায্যে আমার আলাপ পাতায় জানাতে ভুলবেন না।-- যুদ্ধমন্ত্রী আলাপ ০৮:২২, ১৮ এপ্রিল ২০১৪ (ইউটিসি)[উত্তর দিন]

জলদস্যুতার জন্য পদক [সম্পাদনা]

জলদস্যু তারকা
বাংলা উইপিডিয়ায় জলদস্যুতা বিষয়ক দীর্ঘদিন ধরে প্রচুর সম্পাদনা করায় এবং জলদস্যুসমৃদ্ধ করায় আমার পক্ষ থেকে নাহিদ ভাইয়ের জন্য জলদস্যুতা পদকতাওহীদ (আলাপ) ০৬:১৭, ১৮ এপ্রিল ২০১৪ (ইউটিসি)[উত্তর দিন]
প্রথমে যখন জলদস্যুতা বিষয়ক নিবন্ধগুলো তৈরি করছিলাম তখন মনে হয়েছিল এগুলোতে কেউ আগ্রহী হবে না, এখন দেখি ধারণা ভুল যাইহোক, তোমাকে এই বিষয়ে আগ্রহী হয়ে উঠার জন্য এবং আমাকে অনুপ্রেরণা যোগানোর জন্য অসংখ্য ধন্যবাদ। এখানে অনুবাদ শুরু করেছিলাম, তোমাকে অনুবাদে স্বাগতম। কয়েকদিন ধরে একটু প্রবলেমে আছি, আশা করি কাল থেকে উইকিতে নিয়মিত হতে পারবো।-- যুদ্ধমন্ত্রী আলাপ ০৮:২৯, ১৮ এপ্রিল ২০১৪ (ইউটিসি)[উত্তর দিন]

ক্লাব[সম্পাদনা]

ভাই আমি আমার তথ্যগুলো সত্য। আমি কি করে এখন প্রমান দিতে পারি?MD. ARIFUR RASHID (আলাপঅবদান) এই স্বাক্ষরহীন মন্তব্যটি যোগ করেছেন।

শুভেচ্ছা নেবেন। আসলে উইকিতে যেকোন তথ্য দিতে হলে তথ্যের সাথে নির্ভরযোগ্য রেফারেন্স দিতে হয় যাতে যে কেউ ইচ্ছে করলে তথ্যটি যাচাই করতে পারে। উল্লেখ্য, তথ্যসূত্র/রেফারেন্স কোন ব্লগ বা সামাজিক যোগাযোগের সাইট হলে চলবে না। এখন আমি যদি ভুল না করে থাকি তাহলে আপনি করিমগঞ্জ উপজেলা পাতায় আপনার করা ক্লাবের সম্পাদনাটির কথা বলছেন, যদি তাই হয় তাহলে আপনাকে জানিয়ে রাখছি, লেখাটি উৎসবিহীন ও বিজ্ঞাপনী টাইপের হয়ে গিয়েছিল। আপনি অনুগ্রহ করে আপনার আলাপ পাতার সবার উপরের স্বাগতম বার্তাটি ভালোভাবে পড়ে নিন তাহলেই বুঝতে পারবেন উইকিপিডিয়া কি নয়। ধন্যবাদ। ভালো থাকবেন।--যুদ্ধমন্ত্রী আলাপ ১৬:১১, ২২ এপ্রিল ২০১৪ (ইউটিসি)[উত্তর দিন]

বকেয়া ধন্যবাদ[সম্পাদনা]

নাহিদ ভাই, কিছুদিন পূর্বে আপনার কাছে বাংলা ফন্ট সমস্যা সংক্রান্ত একটি প্রশ্ন করেছিলাম। আপনি উত্তরও দিয়েছিলেন। সময় স্বল্পতায় ধন্যবাদ দেয়া হয় নি। আজ সেই বকেয়া ধন্যবাদটি দিলাম। দেরী হওয়াতে কিছু মনে করবেন না। :) Engr.Rafi (আলাপ) ১৪:৩৯, ১০ মে ২০১৪ (ইউটিসি)[উত্তর দিন]

নোটিশ বিষয়ক সমস্যা[সম্পাদনা]

বাংলাদেশের সংবাদপত্রের তালিকা শিরোনামের এই নিবন্ধে অনেকদিন আগেই একটি নোটিশ পেয়েছি। অনেকগুলো তথ্যসূত্র ব্যবহার করেছি। কিন্তু নোটিশ সরাতে হলে আর কি কি পরিবর্তন/পরিবর্ধন করা প্রয়োজন ভাইয়া(বিস্তারিত বললে ভাল হয়।)। আর এই নিবন্ধের নিচে বিষয়শ্রেণীসমূহে অনেকগুলোই লাল লিংক দেখায় কেন? এগুলোর পাতা নেই বলে? সংবাদপত্র বিষয়ক নিবন্ধগুলো আমার খুব ভাল লাগে, তাই সর্বোপরি এই নিবন্ধটি কিভাবে অনেক ভাল করা যায় তার উপদেশ দিলে কৃতজ্ঞ থাকব। Sudipta (আলাপঅবদান) এই স্বাক্ষরহীন মন্তব্যটি যোগ করেছেন।

পর্যালোচনা ও সংশোধন করা হচ্ছে... নোটিশটি এখানে খুব একটা প্রয়োজনীয় নয়। বাংলা উইকির ইউজাররা নেটিশ দেন কিন্তু নিবন্ধ সংশোধন করা হলো কিনা তা আর চেক করে নোটিশটি অনেকক্ষেত্রেই সড়ান না। এক্ষেত্রে নিজের কমনসেন্স ইউজ করবেন; আপনার কাছে যদি মনে হয় নোটিশে যা বলা হচ্ছে এখন আর সে ভুলটি নিবন্ধে নেই তাহলে সংশ্লিষ্ঠ নিবন্ধের আলাপ পাতায় কারণসহ একটি বার্তা রেখে নোটিশটি সড়িয়ে দিবেন। বিষয়শ্রেণীগুলো নিবন্ধ নেই বলে লাল লিংক দেখায় না বরং লাল বিষয়শ্রেণীগুলো তৈরিই করা হয়নি!--যুদ্ধমন্ত্রী আলাপ ১৯:২৫, ২৩ এপ্রিল ২০১৪ (ইউটিসি)[উত্তর দিন]
এখানে তালিকার একটা ফরমেট তৈরি করে শুরু করেছি। দেখুনতো, কোন পরামর্শ রয়েছে কিনা। এখানে আপনিসহ যেকেউ প্রয়োজনীয় তথ্য যুক্ত করে সুন্দর করার কাজটি করতে পারেন। পরে মূল নিবন্ধে লেখাগুলো স্থানান্তর করে দিলেই হবে।--যুদ্ধমন্ত্রী আলাপ ২০:৫৮, ২৩ এপ্রিল ২০১৪ (ইউটিসি)[উত্তর দিন]

ভাল হয়েছে ভাইয়া। তবে আমার কাছে মনে হয় দুইটা কলাম যথা- স্লোগান ও মালিকানা বাদ দিলে ভাল হয়। আর বর্তমান অবস্থা কলামে খোলা বন্ধ আইকনগুলো ভাল হয়েছে। তবে বন্ধ এর ক্ষেত্রে কারণ উল্লেখ করে দিলে মনে হয় ভাল হয়। এখন তাহলে কি আগের সব তথ্য এটাতে নিয়ে আসব। তারপর কিভাবে সব তথ্য স্থানান্তর করা হবে? শুধু কপি করে নিয়ে?--Sudip (আলাপ) ১৮:২১, ২৪ এপ্রিল ২০১৪ (ইউটিসি)[উত্তর দিন]

হ্যাঁ, স্লোগান বাদ দেওয়া যেতে পারে তবে মালিকানা থাকলে মন্দ হয় না। কারণ উল্লেখের জন্য শেষে মন্তব্য অংশ তৈরি করা যেতে পারে। আগেরটি খালি করে তথ্য আনবেন না, এমনিতেই কপি করে আনতে পারেন। এখানে সম্পূর্ণ নিবন্ধ সুন্দরভাবে তৈরি হলে শুধুমাত্র কপি করে টেক্সটগুলো মূল নিবন্ধে বসিয়ে দিবেন।--যুদ্ধমন্ত্রী আলাপ ২৩:২৮, ২৪ এপ্রিল ২০১৪ (ইউটিসি)[উত্তর দিন]

‘প্রশ্নবিদ্ধ শিরোনাম’ বিষয়ক উপপাতা[সম্পাদনা]

বেশ কিছু নিবন্ধের শিরোনাম নিয়ে প্রশ্ন ও তর্ক আছে৤ এ সব নিবন্ধের একটি তালিকা থাকা দরকার৤ অনুগ্রহপূর্বক ‘প্রশ্নবিদ্ধ শিরোনাম’ - এই নামে একটি উপপাতা খুলে দেয়া কি সম্ভব? এছাড়া একই বিষয়ে একটি ‘বিষয়শ্রেণী’-ও করার কথা বিবেচনা করা যায় (বিষয়শ্রেণী:প্রশ্নবিদ্ধ শিরোনাম)৤ -- Faizul Latif Chowdhury (আলাপ) ০৪:২৫, ২৯ এপ্রিল ২০১৪ (ইউটিসি)[উত্তর দিন]

@Faizul Latif Chowdhury: ভাই, কিছু নিবন্ধের শিরোনাম নিয়ে আসলেই বিতর্ক রয়েছে কিন্তু সমস্যা হলো প্রায় ত্রিশ হাজার নিবন্ধের মধ্যে সেগুলো ম্যানুয়ালি খুঁজে বের করা কারো পক্ষেই সম্ভব না। যেমন ধরেন, কোন নিবন্ধের নাম ভুলভাবে রয়েছে কিন্তু আমি সেটা জানি না বা আমি ভুলটিই জানি তাহলে আমি যখন খুঁজবো তখন ভুলটি আমার কাছে ধরা পরবে না। এটি অবশ্যই ভালো প্রস্তাব যে যখন যে ব্যববহারকারী যে শিরোনমটি নিয়ে প্রশ্ন উঠাবে সেই নিবন্ধের আলাপ পাতা একটি বিষয়শ্রেণীতে যুক্ত করা যায় এবং সমস্যা সমাধান হয়ে গেলে বিষয়শ্রেণী অপসারণ করা যাবে ঐ নিবন্ধ থেকে। এতে করে সম্ভাব্য নিবন্ধগুলো একই জায়গায় খুঁজে পাওয়া যাবে। আমি নিজেই এখন শুরু করতাম কিন্তু আমার পরীক্ষার জন্য একটু পড়ালেখা নিয়ে ব্যস্ত আছি। আপনি মনে হয় খেয়াল করে থাকবেন আমি কয়েকদিন যাবত খুব একটা নিয়মিত নই। এক্সাম শেষ হলে আশা রাখি বিষয়টি নিয়ে কিছু একটা করতে পারবো যদি তখনো কেউ না করে আরকি। ভালো থাকবেন। --যুদ্ধমন্ত্রী আলাপ ১৬:২৩, ২৯ এপ্রিল ২০১৪ (ইউটিসি)[উত্তর দিন]
আমার পক্ষে (বিষয়শ্রেণী:প্রশ্নবিদ্ধ শিরোনাম) যোগ করা (অবশ্যই উপযুক্ত ক্ষেত্রে) সমর্থন করেন? প্রশ্ন এ জন্য যে নতুন বিষয় শ্রেণী যোগ করা যে কারো এখতিয়ারভুক্ত কি-না অবহিত নই৤ -- Faizul Latif Chowdhury (আলাপ) ১৬:৫৬, ২৯ এপ্রিল ২০১৪ (ইউটিসি)[উত্তর দিন]
অবশ্যই, এটা যে কেউ করতে পারেন। --যুদ্ধমন্ত্রী আলাপ ১১:১৫, ৩০ এপ্রিল ২০১৪ (ইউটিসি)[উত্তর দিন]

পূরণবাচক সংখ্যা[সম্পাদনা]

বাংলা পূরণবাচক সংখ্যা নিবন্ধটার নাম হওয়া উচিত পূরণবাচক সংখ্যা (ভাষাতত্ত্ব) আর ওটা ইংরেজির Ordinal number (linguistics) এর সাথে সংযুক্ত থাকার কথা, কিন্তু সংযোগ দেওয়া আছে Ordinal number এর সাথে। অনুগ্রহ করে নাম বদলে সংযোগ পালটে দেবেন?---ব্যা করণ (আলাপ) ০৭:৩৪, ২ মে ২০১৪ (ইউটিসি)[উত্তর দিন]

@ব্যা করণ: পূরণবাচক সংখ্যাপূরণবাচক সংখ্যা (ভাষাতত্ত্ব) দুটি আলাদা নিবন্ধ। তবে পূরণবাচক সংখ্যা নিবন্ধটি এতই ছোট যে এটি Ordinal number বা Ordinal number (linguistics) যেটার সাথেই সংযোগ থাকুক না কেন সেটি খুব একটা সমস্যা না যতক্ষণ পর্যন্ত না যে কোন একটি নিবন্ধ সঠিকভাবে অ্যাট লিস্ট, ভূমিকাংশটি সম্পূর্ণ হবে। দাদা কি ইন্টারেস্টেড নাকি? --যুদ্ধমন্ত্রী আলাপ ১৬:০৮, ৪ মে ২০১৪ (ইউটিসি)[উত্তর দিন]
১।হ্যাঁ ইন্টারেস্টেড তো বটেই, কিন্তু এতদিকে ইন্টারেস্ট যাচ্ছে যে দিশাহারা হয়ে যাচ্ছি! আগে আমি ডাইনোসরের সবকটা সংশ্লিষ্ট পাতা তৈরি করব। তারপর ভূতাত্ত্বিক সময় টেম্পলেট পুরোটা অনুবাদ করব। ততদিন থাকুক পূরণবাচক। ২।আচ্ছা আপনি কী ভাবে আমায় ধন্যবাদ জানিয়েছিলেন বলবেন? আমি আমার স্ট্যাটাস আপগ্রেডের জন্য আপনাকে ধন্যবাদ জানাব ভাবলাম কিন্তু উপায় জানি না। ৩।সম্বোধনের ব্যাপারে অস্বস্তি হচ্ছে। আমি আপাতত চব্বিশ পেরোচ্ছি, তো আপনি আমার ভাই হলেন না দাদা হলেন? (ইংরেজির কিন্তু এ'দিকটা একদম ঝকঝকে)।--ব্যা করণ (আলাপ) ১৭:৩৪, ৪ মে ২০১৪ (ইউটিসি)[উত্তর দিন]
@ব্যা করণ:এক, আমি প্রথমেও এমন কনফিউজ্ড ছিলাম এবং এখনো আছি। যেমন কয়েকদিন নির্বাচন বিষয়ক নিবন্ধ তৈরি করি আবার তারপরই জলদস্যু বিষয়ক নিবন্ধ, আবার মাঝে মাঝে দুনিয়ার সব রহস্য বিষয়ক জিনিসপত্র ইত্যাদি। আসলে একই ধরণের কাজ করতে করতে একঘেয়েমি এসে যায় তাই যখন যেটা ভালো লাগে সে বিষয়টাই করা ভালো। দুই, যে সম্পাদনার জন্য ধন্যবাদ জানাতে চান সেই পাতার ইতিহাস ট্যাবে ক্লিক করলে দেখবেন প্রত্যেক ব্যবহারকারী নামের পাশে ধন্যবাদ অপশনটি রয়েছে, জাস্ট ক্লিক ইট তিন, সম্বোধনের ব্যাপারে আমি একদমই উদাসীন, তবে বয়স অনুসারে আমরা দুজনই তুমি ইউজ করতে পারি; (ব্রিটিশরা আমাদের এই একটি অহমই কেড়ে নিতে পারে নি )--যুদ্ধমন্ত্রী আলাপ ২১:৩৩, ৪ মে ২০১৪ (ইউটিসি)[উত্তর দিন]
ধন্যবাদ, তাই হোক!---ব্যা করণ (আলাপ) ১৬:৫১, ৫ মে ২০১৪ (ইউটিসি)[উত্তর দিন]
নাহিদ, পূরণবাচক সংখ্যা নামটা বদলে পূরণবাচক সংখ্যা (ভাষাতত্ত্ব) করে দাও প্লিজ, গোটা ছক আমি কালকের মধ্যেই অনুবাদ করে দেবো।---ব্যা করণ (আলাপ) ০৩:২৪, ৯ মে ২০১৪ (ইউটিসি)[উত্তর দিন]
 করা হয়েছে--যুদ্ধমন্ত্রী আলাপ ০৭:৫২, ৯ মে ২০১৪ (ইউটিসি)[উত্তর দিন]

রিয়াজ সাম্প্রতিকরণ-সহ কিছু পরিবর্তন[সম্পাদনা]

নাহিদ ভাই, রিয়াজ নিবন্ধটি পরিপূর্ণ সাম্প্রতিকরণ-সহ নিবন্ধে বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে অনুগ্রহ করে একটু যাচাই করে দেখুন। এবং নিবন্ধটি মানসম্মত মনে হলে- ভালো নিবন্ধ-এ উত্তীর্ণ করতে সাহায্য করুন। ধন্যবাদ ---হেমায়েত (আলাপ) ০৫:০২, ৪ মে ২০১৪ (ইউটিসি)[উত্তর দিন]

@Hemayet: ভাই, আজ থেকেই ‍শুরু করবো :) --যুদ্ধমন্ত্রী আলাপ ১৫:৫৯, ৪ মে ২০১৪ (ইউটিসি)[উত্তর দিন]

ফিরতি বার্তা[সম্পাদনা]

সুপ্রিয়, NahidSultan। Bodhisattwa-এর আলাপ পাতায় আপনার জন্য একটি নতুন বার্তা এসেছে।
০৮:০৬, ৫ মে ২০১৪ (ইউটিসি) তারিখে বার্তাটি যোগ হয়েছে। আপনি {{ফিরতি বার্তা}} টেমপ্লেটটি অপসারণের মাধ্যমে যেকোনো সময় এই বিজ্ঞপ্তিটি মুছে ফেলতে পারেন।[উত্তর দিন]

বোধিসত্ত্ব (আলাপ) ০৮:০৬, ৫ মে ২০১৪ (ইউটিসি)[উত্তর দিন]

ফিরতি বার্তা[সম্পাদনা]

সুপ্রিয়, NahidSultan। আলাপ:সনু নিগম পাতায় আপনার জন্য একটি নতুন বার্তা এসেছে।
১৫:৩৫, ৫ মে ২০১৪ (ইউটিসি) তারিখে বার্তাটি যোগ হয়েছে। আপনি {{ফিরতি বার্তা}} টেমপ্লেটটি অপসারণের মাধ্যমে যেকোনো সময় এই বিজ্ঞপ্তিটি মুছে ফেলতে পারেন।

বোধিসত্ত্ব (আলাপ) ১৫:৩৫, ৫ মে ২০১৪ (ইউটিসি)[উত্তর দিন]

অনেক দিন যাবৎ এই ফাইল গুলো পড়ে আছে কিন্তু কোনো ফাইল মুভারের দৃষ্টি আকর্ষণ করতে পারেনি। নাহিদ ভাই ব্যস্ততার মাঝে যদি সময় পান একটু দেখবেন। যদি বিরক্ত করি তাহলে ক্ষমা করে দিয়েন । -- তাওহীদ (আলাপ) ১৫:১৬, ৯ মে ২০১৪ (ইউটিসি)[উত্তর দিন]

@Tauhid16:  করা হয়েছে --যুদ্ধমন্ত্রী আলাপ ১৭:৪৯, ৯ মে ২০১৪ (ইউটিসি)[উত্তর দিন]

ফিরতি বার্তা[সম্পাদনা]

সুপ্রিয়, NahidSultan। আলাপ:রিয়াজ পাতায় আপনার জন্য একটি নতুন বার্তা এসেছে।
আপনি {{ফিরতি বার্তা}} টেমপ্লেটটি অপসারণের মাধ্যমে যেকোনো সময় এই বিজ্ঞপ্তিটি মুছে ফেলতে পারেন।

আর্কিওপ্টেরিক্স আর আরও একটু[সম্পাদনা]

মহা অদ্ভুত সমস্যা। আর্কিওপ্টেরিক্স পাতায় ট্যাক্সোবক্সে ফসিল রেঞ্জ যোগ করলাম, প্যারামিটারগুলোও দিলাম, লেখাও দেখাচ্ছে জুরাসিক, অথচ সূচকটা রয়েছে ক্রিটেশিয়াসে! এটা কেমন করে হল বুঝতে পারলাম না। কোনোভাবে কি ঠিক করা যায়? একটু দেখবে?---ব্যা করণ (আলাপ) ১৭:১২, ১০ মে ২০১৪ (ইউটিসি)[উত্তর দিন]

@ব্যা করণ: আমার কাছেতো সব ঠিকই মনে হচ্ছে, ইংরেজি বাংলা দুটিই মিলিয়ে দেখেছি। কিছু মিস করেছি নাকি?--যুদ্ধমন্ত্রী আলাপ ১০:০৮, ১১ মে ২০১৪ (ইউটিসি)[উত্তর দিন]
দেখো ট্যাক্সোবক্সে জুরাসিক বোঝাতে একটা নীল রঙের 'জে' লেখা খোপ আছে আর ঠিক তার পাশেই 'কে' লেখা সবুজ খোপ আছে, যেটা ক্রিটেশিয়াস বোঝায়; এটার মাথায় একটা দাঁড়ি আছে। আর্কিওপ্টেরিক্সের সময়কালের জায়গায় প্যারামিটার ১৫০ থেকে ১৪৮ মিলিয়ন বছর, যেটা জুরাসিকে পড়ে। তাও সূক্ষ্ম দাঁড়ির মত সূচকটা জুরাসিকে না থেকে ক্রিটেশিয়াসের উপর রয়েছে কেন?--ব্যা করণ (আলাপ) ০১:৪৬, ১২ মে ২০১৪ (ইউটিসি)[উত্তর দিন]
উইকিপিডিয়াː স্বয়ংক্রিয় পরীক্ষক নিবন্ধে একটা জায়গায় আয়ত্ত বানানটা আয়োত্ত লেখা আছে, ঠিক করে দিও প্লিজ।ব্যা করণ (আলাপ) ১৩:২১, ১৬ মে ২০১৪ (ইউটিসি)[উত্তর দিন]
দেখো কিন্তু!---ব্যা করণ (আলাপ) ০৩:৫৫, ১৯ মে ২০১৪ (ইউটিসি)[উত্তর দিন]
দেখবো দেখবো করে এটা করি ওটা করি আর দেখাই হচ্ছে না। আচ্ছা এর একটা বিহিত করতেই হচ্ছে!--যুদ্ধমন্ত্রী আলাপ ০৬:১৫, ১৯ মে ২০১৪ (ইউটিসি)[উত্তর দিন]

ফিরতি বার্তা[সম্পাদনা]

সুপ্রিয়, NahidSultan। আলাপ:রিয়াজ পাতায় আপনার জন্য একটি নতুন বার্তা এসেছে।
আপনি {{ফিরতি বার্তা}} টেমপ্লেটটি অপসারণের মাধ্যমে যেকোনো সময় এই বিজ্ঞপ্তিটি মুছে ফেলতে পারেন।

--হেমায়েত (আলাপ) ১২:৫৩, ১১ মে ২০১৪ (ইউটিসি)[উত্তর দিন]

ভালো নিবন্ধের মান নির্ণয় - রিয়াজ[সম্পাদনা]

নাহিদ ভাই, সময় পেলে রিয়াজ নিবন্ধে মাইনর সম্পাদনা বা পর্যালোচনা শুরু করার অনুরোধ রাখলাম। আমি আরও কিছু তথ্যসূত্র যুক্ত করেছি। কোনো তথ্য / চিত্র দরকার হলে আমাকে লিখে জানাবেন। ধন্যবাদ ---এস এম হেমায়েত (আলাপ) ১২:৪৩, ১৫ মে ২০১৪ (ইউটিসি)[উত্তর দিন]

ফিরতি বার্তা পেয়েছেন![সম্পাদনা]

সুপ্রিয়, NahidSultan। Moheen Reeyad-এর আলাপ পাতায় আপনার জন্য একটি নতুন বার্তা এসেছে।
০৯:০৩, ১৬ মে ২০১৪ (ইউটিসি) তারিখে বার্তাটি যোগ হয়েছে। আপনি {{ফিরতি বার্তা}} টেমপ্লেটটি অপসারণের মাধ্যমে যেকোনো সময় এই বিজ্ঞপ্তিটি মুছে ফেলতে পারেন।[উত্তর দিন]

তাওহীদ আলাপ ০৯:০৩, ১৬ মে ২০১৪ (ইউটিসি)[উত্তর দিন]

ফিরতি বার্তা[সম্পাদনা]

সুপ্রিয়, NahidSultan। ANKAN GHOSH DASTIDER-এর আলাপ পাতায় আপনার জন্য একটি নতুন বার্তা এসেছে।
আপনি {{ফিরতি বার্তা}} টেমপ্লেটটি অপসারণের মাধ্যমে যেকোনো সময় এই বিজ্ঞপ্তিটি মুছে ফেলতে পারেন।

--অংকন (আলাপ) ১০:৪২, ১৭ মে ২০১৪ (ইউটিসি)[উত্তর দিন]

মতামত[সম্পাদনা]

সুপ্রিয় নাহিদ ভাই, নায়লা নাঈম নিবন্ধটির উল্লেখযোগ্যতা নিয়ে সম্প্রতি একাধিক ব্যবহারকারী উদ্বেগ প্রকাশ করেছেন। আলাপ:নায়লা নাঈম পাতায় এসম্পর্কে একটি আলোচনা শুরু হয়েছে। তাতে আপনার গঠনমূলক মতামত প্রত্যাশা করছি।  – তানভির (আলাপ) ১৯:০৮, ১৮ মে ২০১৪ (ইউটিসি)[উত্তর দিন]

ফিরতি বার্তা পেয়েছেন![সম্পাদনা]

সুপ্রিয়, NahidSultan। আলাপ:নায়লা নাঈম পাতায় আপনার জন্য একটি নতুন বার্তা এসেছে।
০২:৫৫, ১৯ মে ২০১৪ (ইউটিসি) তারিখে বার্তাটি যোগ হয়েছে। আপনি {{ফিরতি বার্তা}} টেমপ্লেটটি অপসারণের মাধ্যমে যেকোনো সময় এই বিজ্ঞপ্তিটি মুছে ফেলতে পারেন।

তাওহীদ আলাপ ০২:৫৫, ১৯ মে ২০১৪ (ইউটিসি)[উত্তর দিন]

দৃষ্টি আকর্ষণ[সম্পাদনা]

সুপ্রিয় প্রশাসক, সাঁউ পাউলু নিবন্ধের আলাপ পাতায় দীর্ঘ ৬ বছর ধরে সিদ্ধান্তের অপেক্ষায়রত একটি বিতর্ক পরে আছে। প্রশাসক হিসেবে আপনার মতামত ও সিদ্ধান্ত কাম্য।-- তাওহীদ আলাপ ০৫:৫১, ২৩ মে ২০১৪ (ইউটিসি)[উত্তর দিন]

বিষয়শ্রেণী:উইকিপিডিয়ার নিবন্ধ যার উল্লেখযোগ্যতা পরিস্কার নয়[সম্পাদনা]

এই বিষয়শ্রেণীতে অনেকদিন ধরে ধীরে ধীরে ১৬৭টি নিবন্ধ জমে গেছে। আমিই খালি করার কাজ শুরু করতাম, কিন্তু দেখলাম অধিকাংশ নিবন্ধে বাংলাদেশের কোন না কোন বিষয় বা ব্যক্তি জড়িয়ে আছে, যাদের সম্বন্ধে আমার এতটুকু ধারণা নেই। তাই অগত্যা শরণাপন্ন হলাম। -- বোধিসত্ত্ব (আলাপ) ২৩:২৭, ২৫ মে ২০১৪ (ইউটিসি)[উত্তর দিন]

হুমম, বেশ কয়েকটি নিবন্ধ দেখছি। দেখি কতটুকু কি করতে পারি --যুদ্ধমন্ত্রী আলাপ ০৬:০৪, ২৬ মে ২০১৪ (ইউটিসি)[উত্তর দিন]
আমি সম্প্রতি এই বিষয়শ্রেণী থেকে কয়েকটি নিবন্ধ (যেগুলোর উল্লেখযোগ্যতা পরিস্কার অথচ ট্যাগ লাগানো ছিলো) সম্পাদনার মাধ্যমে অপসারণ করেছি। --মহীন রীয়াদ (আলাপ) ১২:৪০, ২৬ মে ২০১৪ (ইউটিসি)[উত্তর দিন]
@Moheen Reeyad: 👍 পছন্দ--যুদ্ধমন্ত্রী আলাপ ১৫:২৮, ২৬ মে ২০১৪ (ইউটিসি)[উত্তর দিন]

এসভিজি লোগোর ব্যাপারে[সম্পাদনা]

কোন নিবন্ধে SVG লোগো সংযোজনের জন্য কি আমাকে নতুন করে বাংলা উইকিপিডিয়ায় ছবিটি আপলোড করতে হবে, যেমন বসনিয়া ও হার্জেগোভিনা জাতীয় ফুটবল দল এই নিবন্ধে লোগো সংযোজন করার জন্য আমাকে কি করতে হবে। রনটি পোদ্দার (আলাপ) ১০:৫১, ২৮ মে ২০১৪ (ইউটিসি)[উত্তর দিন]

@Rantybd: যদি কোন নিবন্ধে পিএনজি চিত্র থাকে এবং আপনি এসভিজি আপ করতে চান তাহলে নতুন এসভিজিটি বাংলা উইকিতে আপ করতে হবে। জাস্ট নিবন্ধ থেকে পিএনজি চিত্রটি এসভিজি দিয়ে রিপ্লেস করে দিবেন। উপরোক্ত নিবন্ধটিতে ব্যবহারকারী:Tauhid16 অলরেডি এসভিজি ফাইল যুক্ত করে দিয়েছেন। আপনি যদি এসভিজি সম্পর্কে বিস্তারিত জানতে চান তাহলে এই পাতাটি কাজে আসবে। ধন্যবাদ। যুদ্ধমন্ত্রী আলাপ ১২:৫৩, ২৮ মে ২০১৪ (ইউটিসি)[উত্তর দিন]
@Rantybd: আমি আপনার নিবন্ধে এসভিজি লোগো যুক্ত করে দিয়েছি। ইংরেজিতে এর কোনো এসভিজি ফাইল ছিল না একটি ওয়েবসাইট থেকে ছবিটি ইপিএস থেকে এসভিজি-তে কনভার্ট করেছি। যদি পিএনজি বা জেপিজি বা জিআইএফ ফাইলকে এসভিজি বানাতে চান ট্রেস করলেই হবে। এর জন্য কোরেল ড্র, অ্যাডোবি ইলাস্ট্রেটর, ইঙ্কস্কেপসহ বিভিন্ন সফটওয়্যার রয়েছে। ইঙ্কস্কেপ একদম বিনামূল্যে ডাউনলোড করা যায়। আরো জানার জন্য নাহিদ ভাইয়ের দেয়া লিঙ্কের পাশাপাশি আমার আলাপ পাতার এই অনুচ্ছেদটাও পড়তে পারেন। ধন্যবাদ।-- তাওহীদ (ত্রুটি?) ১৫:২১, ২৮ মে ২০১৪ (ইউটিসি)[উত্তর দিন]

বিষয়শ্রেণী:নিবন্ধ অপসারণ বিতর্ক[সম্পাদনা]

এই তালিকায় এমন কিছু নিবন্ধ রয়েছে যেগুলো অপসারণের পক্ষে বিভিন্ন সম্পাদকগণ একমত পোষন করেছেন। যদিও এ ব্যাপারে অপসারণের/সংরক্ষণের কোনো ব্যাবস্থা নেয়া হয় নি! সময় হলে এদিকে একটু নজর রাখতে পারেন। ভালো থাকবেন। --মহীন রীয়াদ (আলাপ) ১৭:৫৭, ২৮ মে ২০১৪ (ইউটিসি)[উত্তর দিন]

প্রায় শেষ। দু/একটি পুরাতন বিতর্ক রয়েছে কিন্তু সেগুলো ভেবেচিন্তে সিদ্ধান্ত নিতে হবে। যুদ্ধমন্ত্রী আলাপ ০৮:৫৭, ২৯ মে ২০১৪ (ইউটিসি)[উত্তর দিন]

আমার প্রথম কথা।[সম্পাদনা]

আমি আসলে ভালো করে বুঝে উঠতে পারছি না কি ভাবে লেখা শুরু করব, বা কই থেকে শুরু করব। যদিও আমার উইকিপিডিয়া পড়ার অভ্যাস অনেক ছিলো এবং আছে, কিন্তু লেখা লেখি কখনও করিনি। আমি লিখতে চাই আমাকে কি একটু বুঝিয়ে দেবেন কেউ? ধন্যবাদ সবাইকে। (Jibonanowar (আলাপ) ১১:৫৪, ২৯ মে ২০১৪ (ইউটিসি))[উত্তর দিন]

@Jibonanowar: আপনাকে উইকিপিডিয়ায় পুনরায় স্বাগত জানাচ্ছি। আসলে বাংলা উইকিতে ইংরেজি উইকির মত এতো বেশি আর্টিকেল নেই এবং বাংলা উইকিতে লেখালেখি করার মত অনেক বিষয়ই পাবেন। আর এ জন্য এখানে আপনারমত আগ্রহী সম্পাদক আমাদের অনেক প্রয়োজন। যাইহোক, প্রথমে কয়েকদিন কিভাবে সম্পাদনা করতে হয় সেবিষয়গুলো পড়ুন এবং উইকিপিডিয়া:খেলাঘর পাতায় প্রয়োগ করুন। উইকিপিডিয়া:টিউটোরিয়াল পাতাটি আপনার কাজে আসবে। আগে আপনাকে ঠিক করতে হবে আপনি কি বিষয় নিয়ে লিখতে চান। যে বিষয় নিয়ে লিখতে চান সে বিষয়টি ইংরেজি উইকি থেকে বাংলায় অনুবাদ করে যুক্ত করতে পাড়েন। এছাড়াও, ব্যবহারকারী আলাপ:Jibonanowar পাতার লিংকগুলো আপনার কাজে আসবে, পড়ে ফেলুন। আর এখানে আপনি ইচ্ছা করলে নিজের সম্পর্কে লিখতে পারেন। তাহলে সকলেই আপনার সম্পর্কে একটু ধারণা পাবে। উইকি সম্পর্কিত যে কোন প্রকার প্রশ্ন বা সাহায্যের জন্য আপনি আমার এই পাতায় বার্তা রাখতে পারেন। আপনার সম্পাদনা শুভ হোক।--যুদ্ধমন্ত্রী আলাপ ১৪:০৬, ২৯ মে ২০১৪ (ইউটিসি)[উত্তর দিন]

ফিরতি বার্তা![সম্পাদনা]

সুপ্রিয়, NahidSultan। Moheen Reeyad-এর আলাপ পাতায় আপনার জন্য একটি নতুন বার্তা এসেছে।
আপনি {{ফিরতি বার্তা}} টেমপ্লেটটি অপসারণের মাধ্যমে যেকোনো সময় এই বিজ্ঞপ্তিটি মুছে ফেলতে পারেন।

--মহীন রীয়াদ (আলাপ) ১০:৩৭, ৮ জুন ২০১৪ (ইউটিসি)[উত্তর দিন]

ফিরতি বার্তা[সম্পাদনা]

সুপ্রিয়, NahidSultan। Sramanas-এর আলাপ পাতায় আপনার জন্য একটি নতুন বার্তা এসেছে।
১৫:২৫, ৮ জুন ২০১৪ (ইউটিসি) তারিখে বার্তাটি যোগ হয়েছে। আপনি {{ফিরতি বার্তা}} টেমপ্লেটটি অপসারণের মাধ্যমে যেকোনো সময় এই বিজ্ঞপ্তিটি মুছে ফেলতে পারেন।[উত্তর দিন]

Sramanas (আলাপ) ১৫:২৫, ৮ জুন ২০১৪ (ইউটিসি)[উত্তর দিন]

তথ্যসূত্র প্রয়োজন[সম্পাদনা]

নাহিদ ভাই, https://bn.wikipedia.org/wiki/%E0%A6%8F%E0%A6%A1%E0%A6%B2%E0%A6%AB_%E0%A6%B9%E0%A6%BF%E0%A6%9F%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%B0 এই নিবন্ধটি সহ আরও বেশ কিছু নিবন্ধের গুরুত্বপূর্ণ তথ্যে তথ্যসূত্র ব্যাবহার করা হয় নি। যেমন এই নিবন্ধটির এক যায়গায় লেখা আছে... "বিয়ের পর ২৪ ঘণ্টা পার হওয়ার আগেই তিনি ফিউরারবাংকারে সস্ত্রীক আত্মহত্যা করেন।" এই তথ্যটি পরিষ্কারভাবেই বিতর্কিত ও অমিমাংসিত। লেখক তথ্যসূত্রও উল্যেখ করেন নি। আমি এমন আরও অনেক নিবন্ধ পেয়েছি। প্রশ্ন হল এইসব নিবন্ধে তথ্যসূত্র না থাকলে সেখানে আমি তথ্যসূত্র প্রয়োজন টেম্পলেট লাগাতে পারি কি না? আর এইসব ক্ষেত্রে এইসব বাক্য সম্পাদন বা অপসারণ করতে পারি কি না? আমাকে প্রয়োজনীয় টেম্পলেট গুলো খুঁজে বের করার উপায় জানালে উপকৃত হব।

ভাই সুভেনির কী পেলেন? :)

PS: এই পাতাটিও দেখুন, এখানেও বলা হয়েছে ইভা আত্মহত্যা করেছেন।

--Engr.Rafi (আলাপ) ২০:৩৩, ২৪ আগস্ট ২০১৪ (ইউটিসি)[উত্তর দিন]

ভাই, তথ্যটি বিতর্কিত হলেও কিন্তু ধারণাটি জনপ্রিয় তাই আপনি, বাক্যের পূর্বে লিখতে পারেন, “প্রচলিত ধারণা অনুসারে” বা এরকম কিছু একটা। এছাড়া কোন বাক্য নিয়ে সন্দেহ থাকলে বাক্যের শেষে {{Reference necessary}} টেমপ্লেটটি যুক্ত করুন। পুরু নিবন্ধ নিয়েই ধোঁয়াশা থাকলে {{Refimprove}} ব্যবহার করতে পারে। ভাই সুভেনির কী পেলেন? :) বুঝতে পারিনি।--যুদ্ধমন্ত্রী আলাপ ১২:০০, ২৬ আগস্ট ২০১৪ (ইউটিসি)[উত্তর দিন]
হিটলার ও ইভার মৃতদেহ পাওয়া যায়নি ও তাঁদের মৃত্যু নিয়ে সুনিশ্চিত কোন তথ্য পাওয়া যায় নি। শুধু এই কারণে আমার কাছে এরকম নিশ্চিতভাবে উইকিতে আত্মহত্যার কথাটি উল্লেখ করা সঠিক মনে হয়নি।
কিছুদিন আগে উইকি মিটআপ হয়েছিলো। অংশগ্রহণ করেছিলেন নিশ্চয়ই।
এই পাতাটি দেখুন। https://bn.wikipedia.org/wiki/%E0%A6%86%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%AA:%E0%A6%86%E0%A6%B2-%E0%A6%86%E0%A6%9C%E0%A6%B9%E0%A6%BE%E0%A6%B0_%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%B6%E0%A7%8D%E0%A6%AC%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%A6%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%B2%E0%A6%AF%E0%A6%BC--Engr.Rafi (আলাপ) ১৩:৩৫, ২৬ আগস্ট ২০১৪ (ইউটিসি)[উত্তর দিন]

পরিবর্তন দেখতে পাচ্ছি না[সম্পাদনা]

নাহিদ ভাই, আপনার বট আমার https://bn.wikipedia.org/wiki/%E0%A6%95%E0%A6%BF%E0%A6%AD%E0%A6%BF টি থেকে সম্ভবত কিছু বাদ দিয়েছে। আমি ধরতে পারছি না কী বাদ পড়লো। কীভাবে বিষয়টি বুঝতে হয়?

--Engr.Rafi (আলাপ) ১৭:৩৯, ১৮ আগস্ট ২০১৪ (ইউটিসি)[উত্তর দিন]

তেমন কিছু করেনি, জাস্ট কিছু অপ্রয়োজনীয় “ব্রেক” এবং অযাচিত স্পেস বাতিল করেছে। এখানে ক্লিক করুনযুদ্ধমন্ত্রী আলাপ ১৭:৪৮, ১৮ আগস্ট ২০১৪ (ইউটিসি)[উত্তর দিন]

জাস্ট কিউরিসিটি[সম্পাদনা]

প্রিয় নাহিদ সুলতান ভাই, আপনাকে অনেক ধন্যবাদ আমাকে লেখার জন্য। আসলে রিয়াজের বিবাহ পরবর্তী (২০০৭) ছবিগুলি আমার তোলা (আমার আপলোডকৃত) অন্য সকল ছবিই রিয়াজের সেইসময়্কার বন্ধুদের দ্বারা তোলা। তবুও ছবিগুলির প্রকৃত মালিক (নিজ ও সংগ্রহসুত্রে) যেহেতু রিয়াজ, আমি তাকে উইকিমিডিয়া কমন্স এর ব্যাপারে জানালে তিনি নিজে তার সংগ্রহে থাকা ছবিগুলি আমাকে দান করেন একটি পেন-ড্রাইভ-এ (আমি তার সুপার ফ্যান এবং সুপরিচিত)। অনুগ্রহ করে অপসারণের প্রশ্ন তুলবেননা যদিনা লাইসেন্স পরিবর্তনের কোনো সুযোগ থাকে। এছাড়াও অন্যদের আপলোড করা কিছু ছবি আমি ফটোশপে কাজ করে পূণরায় আপলোড করেছি। আর এর সবই করেছি আমার ব্যাক্তিগত ভাললাগা থেকে। আপনাকে আবারো ধন্যবাদ --Belayet2014 (আলাপ) ১৩:২৪, ৯ জুন ২০১৪ (ইউটিসি)[উত্তর দিন]

  • আপনার এমন সুন্দর মনোভাব সত্যিই আমাকে মুগ্ধ করেছে। শুভ কামনা রইলো আপনার প্রতি। আরেকটি কথা রিয়াজ নিবন্ধে আলাপ পাতায় দেখলাম ভাল নিবন্ধের মনোনয়ন এটা আসলে কিভাবে কি করতে হয়। শুভেচ্ছান্তে --Belayet2014 (আলাপ) ১১:৪২, ১০ জুন ২০১৪ (ইউটিসি)[উত্তর দিন]

About adminship[সম্পাদনা]

Nahid vi.. What qualifications needed to be an admin of Bngla Wikipedia? Bnwikipedician (আলাপ) ১৭:৫৬, ১১ জুন ২০১৪ (ইউটিসি)[উত্তর দিন]

@Bnwikipedician: Generally Admin candidate expected to be a regular contributor who has Strong edit history, Varied experience, Trustworthiness, Helping with chores etc. Evidence of you talking politely and helpfully to other editors on talk pages. To become an administrator, there needs to be a clear consensus (with at least 75% of the votes in favour) from the community that you are trusted with that tool. Please read WP:ADMIN for details. Thanks! যুদ্ধমন্ত্রী আলাপ ০৫:৪৩, ১২ জুন ২০১৪ (ইউটিসি)[উত্তর দিন]

ধন্যবাদ নাহিদ ভাই, আমাকে নিবন্ধটির কথা মনে করিয়ে দেয়ার জন্য। সত্যি কথা বলতে আমি চলচ্চিত্র ও এই জগতের মানুষদের নিয়েই বেশির ভাগ কাজ করেছি এবং এসব নিবন্ধের লাল লিঙ্কগুলো নিল করতে গিয়েই অন্যদিকে মোড় নিতে হয়েছে মাঝে মধ্যে। আর তাই এসব পাতাগুলো হয়তো দ্বিতীয়বার গুরে দেখা হয়নি। তবুও আমি দু'এক দিনের মধ্যেই এটির একটি গতি করে দেব। আমি আগামী এক মাসের মধ্যে রিয়াজ নিবন্ধে নতুন কোনো সম্পাদনা করবোনা। আমি চাইনা আমার ছোট ছোট কিছু সম্পাদনার কারণে নিবন্ধটির পর্যালোচনা পিছিয়ে পড়ুক। এছাড়া আমাদের বাংলা উইকিপিডিয়ায় ভালো নিবন্ধের সংখা খুবই কম। তাই আমাদের সকলের মিলিত চেষ্টায় ভালো নিবন্ধের সংখা আরো বৃদ্ধি করা উচিত। আর এই ধরনের উদ্যোগ বাংলা উইকিপিডিয়াকে আরো পরিপূর্ণতা এনেদেবে। যেকোনো ভাষার চলচ্চিত্র এবং এই জগতের মানুষদের নিয়ে কোনো নিবন্ধ তৈরী ও মান উন্নয়ন করার কিছু থাকলে আমাকে জানানোর অনুরোধ রইলো। ধন্যবাদ আবারো ---এস এম হেমায়েত (আলাপ) ১০:৩৮, ১৫ জুন ২০১৪ (ইউটিসি)[উত্তর দিন]

তীর খেলা[সম্পাদনা]

সন্মানীয় নাহীদ দাদা, আপনি তীর খেলা সমন্ধে জানেন কি? আমি বিস্তারিত ভাবে বলছি.............. তীর খেলা প্রকৃতপক্ষে ভারতের অসম রাজ্যে বহুলভাবে প্রচলিত জুয়া খেলার নাম । বিজেতা খেলককে মোট নিবেশের ৭০ গুন ধন দেওয়া হয় । ০০-৯৯ এই ১০০টি সংখ্যায় খেলা অনুষ্ঠিত হয়। তীর খেলার মজার ব্যাপার হ’ল এখানে খেলকেরা নিজে দেখা স্বপ্ন বা অন্যের স্বপ্নের উপর ভিত্তি করে নাম্বার পছন্দ করেন । এবং বেশীরভাগ ক্ষেত্রে স্বপ্নের ভিত্তিতে পছন্দ করা নাম্বার বিজয়ী নাম্বার রুপে পরিগনিত হয় । আমি বিভিন্ন ওয়েবসাইটে তীর খেলার সমন্ধে তথ্য পেয়েছি কিন্তু এমন ধরনের নিবন্ধ উইকিপিডিয়ায় গ্রহনযোগ্য হবে কি ? আমি এই বার্তা আলোচনায় রেখেছিলাম কিন্তু কোনো উত্তর পায় নাই, অনুগ্রহ করে আমাকে সাহায্য করুন। --অমৃত বর্মন ০৬:৪৮, ১৮ জুন ২০১৪ (ইউটিসি)

@Amrit barman: দাদা, না, আসলে এ খেলাটি আমাদের এদিকে প্রচলিত নয়। তবে আপনার লেখাটি ইন্টারেস্টিং মনে হচ্ছে। আপনি যদি চান তাহলে এর সম্বন্ধে একটি নিবন্ধ প্রথমে এখানে তৈরি করুন। পরবর্তিতে নিবন্ধটি পূর্ণাঙ্গ হলে এবং বিশ্বকোষীয় পর্যায়ের হলে অবশ্যই মূল নামস্থানে স্থানান্তর করা হবে। গ্রামীণ খেলাগুলো কিভাবে লিখবেন তার একটি ধারণা বিষয়শ্রেণী:বাংলাদেশের গ্রামীণ খেলাধুলা-এ পাবেন। ধন্যবাদ। ওহ হ্যাঁ, আমার নামের বানান কিন্তু “নাহিদ” --যুদ্ধমন্ত্রী আলাপ ১২:০৫, ১৮ জুন ২০১৪ (ইউটিসি)[উত্তর দিন]

মতামত কাম্য[সম্পাদনা]

প্রিয় নাহিদ, কেমন আছো? সবুজ তাপস নিবন্ধ অপসারণ প্রস্তাবনা খুবই জমে উঠেছে। একটু দেখবে নাকি? পারলে একটু মতামতও দিও। ধন্যবাদ। Ibrahim Husain Meraj (আলাপ) ১৪:০৯, ২০ জুন ২০১৪ (ইউটিসি)[উত্তর দিন]

আমার মনে হয়, ওখানে যথেষ্ট আলোচনা হয়েছে।নিবন্ধ অপসারণের পক্ষে চারজন মত দিয়েছেন। বিপক্ষে যারা মত দিয়েছেন, মনে করা হচ্ছে, তাঁরা একই ব্যক্তি। এবার প্রশাসকদের ব্যাপারটা গুটিয়ে ফেলা দরকার। -- বোধিসত্ত্ব (আলাপ) ০৯:৪৮, ২১ জুন ২০১৪ (ইউটিসি)[উত্তর দিন]
@Bodhisattwa: দা, যথেষ্ঠ আলোচনা কিভাবে হয় যেকারো মত দেওয়ার অধিকার রয়েছে। প্রস্তাবনাটি আমিই ক্লোজ করতে চেয়েছিলাম বাট এখন আর এটা আমার পক্ষে সম্ভব হচ্ছে না কারণ পথটি আপনি নিজেই বন্ধ করে দিয়েছেন। অন্য কোন প্রশাসক বন্ধ করলেই ভালো হবে। আমি করলে অনেকেই মনে করতে পারেন আমি আপনার মত দ্বারা চালিত হয়েছি।--যুদ্ধমন্ত্রী আলাপ ১২:৪৪, ২১ জুন ২০১৪ (ইউটিসি)[উত্তর দিন]
কি মুশকিল, আমি তো আপনাকে প্রভাবিত করছি না। আর কারোর মত দিতে বাঁধাও দিচ্ছি না। ওখানে খামোখা সম্পাদনা দ্বন্দ্ব চলছে আর একে অপরের ওপর দোষারোপ চলছে। আমি তাই জন্য আলোচনা ক্লোজ করতে বলছিলাম। আমি তো আপনাকে একবারও বলি নি যে আপনি আমার কথায় নিবন্ধ অপসারণ করুন। আপনি নিবন্ধ অপসারণ করতেও পারেন বা নাও করতে পারেন, এতো পুরোপুরি আপনার সিদ্ধান্ত। আমি শুধু দ্রুত সিদ্ধান্ত নিতে অনুরোধ করেছিলাম। ওর বেশি কিছু না। -- বোধিসত্ত্ব (আলাপ) ১৮:১০, ২১ জুন ২০১৪ (ইউটিসি)[উত্তর দিন]
আসলে অলোচনাটির সাথে ইনভল্ব নয়, এরকম কেউ আপনার মন্তব্যটি পড়ে দোষারোপ করতে পারে, এজন্যই মূলত আমার কমেন্ট (এটি শুধুমাত্রই একটি সম্ভাবনা)। সবচেয়ে ভালো হয় ডিসকাসনটির সাথে যুক্ত নয় এরকম কেউ আলোচনাটি ক্লোজ করলে :) ফ্রি থাকলে #wikipedia-bn চ্যানেলে আসুন। --যুদ্ধমন্ত্রী আলাপ ১৯:০৪, ২১ জুন ২০১৪ (ইউটিসি)[উত্তর দিন]
#wikipedia-bn চ্যানেল ব্যাপারটা ঠিক বুঝলাম না, একটু ডিটেলসে বলুন। -- বোধিসত্ত্ব (আলাপ) ১৯:২৩, ২১ জুন ২০১৪ (ইউটিসি)[উত্তর দিন]
উইকিমিডিয়ার বিভিন্ন প্রকল্পে ইউজারদের ইন্সট্যান্ট চ্যাট কারার চ্যানেল। বাংলার জন্য irc:wikipedia-bnএখানে বিস্তারিত পাবেন।--যুদ্ধমন্ত্রী আলাপ ২০:০৮, ২১ জুন ২০১৪ (ইউটিসি)[উত্তর দিন]

২৩শে জুন[সম্পাদনা]

ধন্যবাদ, সম্পাদনার সময় নেটওয়ার্ক সম্পর্কিত কোন একটা কারণে রিক্যাপচা টি সাবমিট হচ্ছিল না। আমিও কোন রেসপন্স পাচ্ছিলাম না। আমি আন্তরিক ভাবে দুঃখিত। Bishom (আলাপঅবদান) এই স্বাক্ষরহীন মন্তব্যটি যোগ করেছেন।

@Bishom: আসলে সম্পাদনাটি সেজন্য বাতিল করা হয়নি। আপনি ফেইসবুকের একটি লিংক যুক্ত করেছিলেন। যাইহোক, আপনি সম্পাদনা করার পূর্বে আপনার আলাপ পাতার স্বাগতম বার্তার লিংকগুলো একটু চেক করে দেখলে আশা করি উইকিপিডিয়া কি এবং কিভাবে সম্পাদনা করতে হয় তার একটি ধারণা পাবেন। এছাড়াও যে কোন সমস্যায় আপনি এখানে বার্তা রাখতে পারেন। ধন্যবাদ।--যুদ্ধমন্ত্রী আলাপ ১৪:২৭, ২৩ জুন ২০১৪ (ইউটিসি)[উত্তর দিন]

@NahidSultan ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমারই ভুল ছিল আসলে। নীতিমালা না পড়েই সম্পাদনায় যাওয়া উচিৎ হয়নি। Bishom (আলাপ) ১৮:১৩, ২৪ জুন ২০১৪ (ইউটিসি)[উত্তর দিন]

@NahidSultan ভাই, আমি নীতিমালা গুলো পড়ছি এবং বোঝার চেষ্টা করছি। এর সাথে আপনার কাছে একটু সহযোগিতা চাইছি যে, আমি আবৃত্তি বিভাগটিকে আরও সমৃদ্ধ করতে চাই। বাংলাদেশে আবৃত্তির ইতিহাস এবং এ সম্পর্কিত অন্যান্য তথ্য যোগ করতে চাই। এক্ষেত্রে বিষয়ক্রম কিভাবে ঠিক করবো বুঝতে পারছি না। এ বিষয়ে আমাকে একটু সাহায্য করবেন আশা করি। আমি নিজে একজন ছোটখাট আবৃত্তিশিল্পী এবং প্রশিক্ষক। আমি চাই বাংলাদেশে আবৃত্তিশিল্পের প্রসার ঘটুক। ধন্যবাদ। Bishom (আলাপ) ১৮:১৯, ২৪ জুন ২০১৪ (ইউটিসি)[উত্তর দিন]

@Bishom: ভাই, আপনি যে ইতিমধ্যেই উইকির নিয়মগুলো শিখে গেছন এতে কোন সন্দেহ নেই। এটি আপনার স্বাক্ষর করা দেখেই বুঝে নিয়েছি। যাইহোক, শুনে খুব ভালো লাগলো আপনি একজন আবৃত্তিশিল্পী এবং প্রশিক্ষক। এখানে ইচ্ছে করলে আপনার সম্পর্কে কিছু লিখতে পাড়েন তাহলে সকল ব্যবহারকারীই আপনার সম্পর্কে জানতে পারবে। যাইহোক, আপনি প্রথমে ইংরেজি এই আর্টিকেলটি থেকে লেখা অনুবাদ করে বাংলা আবৃত্তি আর্টিকেলটিতে যুক্ত করতে পারেন। এছাড়াও সাহিত্যের অন্যান্য শাখা নিয়ে আগ্রহী হলে {{সাহিত্য}}-এ গিয়ে যেকোন লাল লিংকযুক্ত নিবন্ধ নতুন করে শুরু করতে পারেন। এ সম্পর্কিত ইংরাজি নিবন্ধগুলো আপনি [[::en:Template:Literature|এখানে]] পাবেন। কোন সমস্যা হলে জানাতে ভুলবেন না। আপনার সম্পাদনা শুভ হোক।--যুদ্ধমন্ত্রী আলাপ ২০:২০, ২৪ জুন ২০১৪ (ইউটিসি)[উত্তর দিন]

ব্যবহারকারী নাম বিভ্রান্তি প্রসঙ্গে[সম্পাদনা]

সুপ্রিয় নাহিদ ভাই সালাম ও শুভেচ্ছা রইল! সম্ভবত এই দুইটি এ্যাকাউন্ট ব্যবহারকারী:Terror এবং ব্যবহারকারী:Terror English একই ব্যক্তি দুটি এ্যাকাউন্ট ব্যবহার করছেন; যেটি অবশ্য উইকিপিডিযার নীতিমালা মোতাবেক "সক পাপেট" এর আওতায় পড়ে। এছাড়াও এই ব্যবহারীর নাম নিয়েও বিভ্রান্তি রয়েছে। যেমন: Terror শব্দের অর্থ সন্ত্রাসী; অর্থ্যাৎ এরকম নাম ব্যবহার করলে সাধারণ ব্যবহারীরা রীতিমত ভড়কে যেতে পারেন এবং ব্যবহারকারী নাম সম্পর্কে খারাপ ধারণা জন্মাতে পারে। বিষয়টি সম্পর্কে এই ব্যবহারকারীকে ইতিমধ্যে বার্তা দিয়েছি কিন্তু সে কোন রকম রেসপন্স দিইনি। সুতরাং আশা করছি যে আপনি বিষয়টি একটু নজরে রাখবেন। ধন্যবাদ আপনাকে!  মাসুম ইবনে মুসা  কথোপকথন ১২:৫৪, ২৮ জুন ২০১৪ (ইউটিসি)[উত্তর দিন]

কোন সন্দেহ নেই দুজন একই ব্যক্তি। আমার মনে হচ্ছে প্রথম অ্যাকাউন্টে আপনি বার্তা দেওয়ার পর ব্যবহারকারী তার দ্বিতীয় অ্যাকাউন্টটি তৈরি করেছেন এবং এটাও মনে হচ্ছে, আসলে তিনি দুটি অ্যাকাউন্ট অসৎ উদ্দেশ্যে তৈরি করেননি, নিছক আপনার বার্তা পেয়েই করেছেন কিন্তু দুঃখের বিষয় হলো দ্বিতীয়টিতেও নাম নিয়ে সমস্যা রয়েছে। যাইহোক, আমি প্রথমটি ব্লক করে দ্বিতীয়টিতে বার্তা দিচ্ছি যদি তিনি নাম পরিবর্তন করেন। এটা করার কারণ হলো ব্যবহারকারী আপনার দ্বিতীয় বার্তাটি পাওয়ার পর আর সম্পাদনা করেননি। (দেরিতে উত্তর দেওয়ার জন্য দুঃখিত, আপনি জানেন আমি ছোট্ট একটি ছুটিতে ছিলাম)--যুদ্ধমন্ত্রী আলাপ ১০:১৩, ৩ জুলাই ২০১৪ (ইউটিসি)[উত্তর দিন]
নাহিদ ভাই, শুভেচ্ছা জানবেন। গত কাল আমি আন্তঃসাংস্কৃতিক যোগাযোগ পাতাটি তৈরি করি।শেষ রাতে ভুলবশতঃ আমার লগইন না থাকায় আইপি থেকে পাতাটি তৈরি হয়েছে দেখাচ্ছে।এক্ষেত্রে আমার করণীয় কি হতে পারে।--রাফায়েল রাসেল (আলাপ) ০৬:০৭, ৪ জুলাই ২০১৪ (ইউটিসি)[উত্তর দিন]
লগইন না করা থাকলে আইপি থেকে তৈরিই দেখাবে এটাই স্বাভাবিক আমি আপনার প্রশ্নই বুঝতে পারি নাই, মানে আপনি কি করতে চান? পরবর্তিতে নিবন্ধ তৈরির পূর্বে একটু সতর্ক থাকবেন, দেখে নেবেন যে লগইন করা রয়েছে কিনা (আপনার ইউজারনেইম থেকে হয়নি, যদি এটাই বুঝিয়ে থাকেন)--যুদ্ধমন্ত্রী আলাপ ০৮:০৪, ৪ জুলাই ২০১৪ (ইউটিসি)[উত্তর দিন]

কোডের লিংক[সম্পাদনা]

সম্মানিত এডমিন ভাই , একটা ছোট ব্যাপারে আপনার দারস্থ হলাম। উইকিতে টাইপের সময় বিভিন্ন কোড ব্যবহার করছি। এই কোডগুলোর ব্যাপারে বর্ণনা পাওয়া যাবে কোন পাতায়? বেশ কয়েকটির ব্যবহার বুঝছিনা। পাতা অসম্পুর্ণ দেখাতে কোন কোডটি ব্যবহার করতে হবে?

এফ রহমান (আলাপ) ২২:১৩, ১০ জুলাই ২০১৪ (ইউটিসি)এফ রহমান। ভোররাত ।[উত্তর দিন]

প্রথমেই আমার আলাপ পাতাতে আসার জন্য আপনাকে ধন্যবাদ এবং উইকিপিডিয়াতে এডমিন বিশেষ পদমর্যাদা নয় এবং আমি আর সবার মতই কিছু বাড়তি কাজের সুবিধাপ্রপ্ত একজন সাধারণ ব্যবহারকারী। যাইহোক, অসম্পূর্ণ লাইনটি যুক্ত করতে {{অসম্পূর্ণ}} কোডটি নিবন্ধের শেষে যুক্ত করে দিবেন। এই কোডগুলো আসলে একেকটি টেমপ্লেট (বিস্তারিত উইকিপিডিয়া:টেমপ্লেট) এবং কোন টেমপ্লেটের কি কাজ তা সংশ্লিষ্ঠ টেমপ্লেটের নথি উপপাতাতে লিপিবদ্ধ থাকে। যেমন, অসম্পূর্ণ কোডটির টেমপ্লেট হলো টেমপ্লেট:অসম্পূর্ণ, এর নথিতে আপনি পাবেন এটি কিভাবে কাজ করে। যে টেমপ্লেটের ব্যবহার বুঝছেন না সেগুলোর প্রথমে “টেমপ্লেট” (বিস্তারিত উইকিপিডিয়া:টেমপ্লেট নামস্থান) প্রিফিক্স ব্যবহার করে সার্চবারে সার্চ দিন তাহলেই উক্ত টেমপ্লেটটি ও এর নথির পাতা পেয়ে যাবেন যদি সংশ্লিষ্ঠ টেমপ্লেটটি বাংলা উইকিতে তৈরি করা থাকে। কোন সমস্যা থাকলে আমাকে জানাতে ভুলবেন না :)--যুদ্ধমন্ত্রী আলাপ ২২:৪২, ১০ জুলাই ২০১৪ (ইউটিসি)[উত্তর দিন]

ফিরতি বার্তা![সম্পাদনা]

সুপ্রিয়, NahidSultan। Moheen Reeyad-এর আলাপ পাতায় আপনার জন্য একটি নতুন বার্তা এসেছে।
আপনি {{ফিরতি বার্তা}} টেমপ্লেটটি অপসারণের মাধ্যমে যেকোনো সময় এই বিজ্ঞপ্তিটি মুছে ফেলতে পারেন।

--মহীন রীয়াদ (আলাপ) ১৬:৫১, ১৬ জুলাই ২০১৪ (ইউটিসি)[উত্তর দিন]

Dear uploader: The media file you uploaded as File:Jonathan-James.jpg is missing a description and/or other details on its image description page. If possible, please add this information. This will help other editors to make better use of the image, and it will be more informative for readers.

If the information is not provided, the image may eventually be proposed for deletion, a situation which is not desirable, and which can easily be avoided.

If you have any questions please see Help:Image page. Thank you. বোধিসত্ত্ব (আলাপ) ১৯:৩৯, ২২ জুলাই ২০১৪ (ইউটিসি)[উত্তর দিন]

পবিত্র ঈদুল ফিত্‌র এর দাওয়াত এবং শুভেচ্ছা[সম্পাদনা]

মহা পবিত্র ঈদুল ফিতর আগত, আর তাই আমরা সকলেই এই দিনকে ঘিরে উচ্ছ্বসিত; উদ্বেলিত। প্রিয়জনের সাথে থাকার এই মহা পবিত্র উৎসবে আপনাকে আমার পক্ষ থেকে ঈদের দাওয়াত এবং শুভেচ্ছা রইল। আশা করছি যে, দাওয়াতটি সাদরে গ্রহণ করবেন এবং এরই সাথে সাথে আপনি এবং আপনার পরিবারের সকলের জন্য অপরিসীম শুভ কামনা ব্যক্ত করে; ---- মাসুম ইবনে মুসা  কথোপকথন ০৫:৪৮, ২৭ জুলাই ২০১৪ (ইউটিসি)[উত্তর দিন]

টেমপ্লেট অনুবাদ প্রসঙ্গ[সম্পাদনা]

প্রিয় নাহিদ, উইকিতে আমরা বিভিন্ন টেমপ্লেট ব্যবহার করি। উইকি টেমপ্লেটের বাম পাশের পাইপের পাশে অবস্থিত ইংরেজী শব্দের অনুবাদ নিজে থেকে হয়। এটা কিভাবে হয়? কিংবা কিভাবে এই অনুবাদ করা যায় জানালে উপকৃত হবো। ফেদৌ (টক শো) ১২:০১, ১১ আগস্ট ২০১৪ (ইউটিসি)[উত্তর দিন]

@Ferdous: বাম-পাশের পাইপের অনুবাদ বলতে কি বুঝাতে চাচ্ছেন, বুঝিনি। একটু উদাহরণ দিবেন বা বুঝিয়ে বলবেন?--যুদ্ধমন্ত্রী আলাপ ১৬:১৭, ১১ আগস্ট ২০১৪ (ইউটিসি)[উত্তর দিন]
প্রিয় যুদ্ধমন্ত্রী পাইপ বলতে |iupac এরকম শব্দকে বুঝিয়েছি। দেখা যায় বক্সের এই শব্দগুলো অনুবাদ হয়ে যায়। কিভাবে হয় সেটাই আমার জানার বিষয়। ফেদৌ (টক শো) ১৬:২৯, ১১ আগস্ট ২০১৪ (ইউটিসি)[উত্তর দিন]
আপনি নিশ্চয়ই বিভিন্ন নিবন্ধের ইনফোবক্সের টেমপ্লেট গুলার কথা বুঝাচ্ছেন। যদি তাই হয় তাহলে উদাহরণস্বরুপ, পাহাড়পুর বৌদ্ধবিহার নিবন্ধের ইনফোবক্সের “অবস্থান” স্থানাংক ইত্যাদি বাংলা হয়ে গেল কারন টেমপ্লেট:Infobox Historic Site টেমপ্লেটটির সম্পাদনাতে গিয়ে দেখবেন | label1 = অবস্থান | data1 = {{{location<includeonly>|</includeonly>}}} রয়েছে অর্থাৎ location লিখলে অনুবাদ “অবস্থান” দেখাবে। যদি এখানে আপনি অবস্থানের পরিবর্তে অন্য শব্দ দিয়ে দেন তাহলে ঔ শব্দটিই দেখাবে। এরকমভাবে সবকটিই অনুবাদ করা। আশা করি বুঝাতে পেরেছি।--যুদ্ধমন্ত্রী আলাপ ১৭:০৫, ১১ আগস্ট ২০১৪ (ইউটিসি)[উত্তর দিন]

ফিরতি বার্তা![সম্পাদনা]

সুপ্রিয়, NahidSultan। আলাপ:দ্বিতীয় ভাস্কর পাতায় আপনার জন্য একটি নতুন বার্তা এসেছে।
আপনি {{ফিরতি বার্তা}} টেমপ্লেটটি অপসারণের মাধ্যমে যেকোনো সময় এই বিজ্ঞপ্তিটি মুছে ফেলতে পারেন।

--মহীন রীয়াদ (আলাপ) ১৮:৪২, ১৭ আগস্ট ২০১৪ (ইউটিসি)[উত্তর দিন]

আপনার আপ করা এই ছবিটি বিভিন্ন মিডিয়ায় ব্যবহার করা হয়েছে। File talk:Belal Ahmed.jpg--যুদ্ধমন্ত্রী আলাপ ২০:০৭, ১৮ আগস্ট ২০১৪ (ইউটিসি)[উত্তর দিন]

ধন্যবাদ নাহিদ ভাই, বিষয়টি জানানোর জন্য। আমি ২০১১ সালে এফডিসি-তে অবস্থিত চলচ্চিত্র পরিচালক সমিতি অফিসে যাই কাজী হায়াৎ এর সাথে দেখা করতে, এরপর কাজী হায়াৎ সাহেব আমাকে বেলাল আহমেদ সাহেবের সাথে পরিচয় করিয়ে দেন। এবং উনাদের দু'জনের নিবন্ধের কাজ করি। আমার তোলা ছবি মিডিয়ায় ব্যবহার হয়েছে- এতে আমি অনেক খুশি হতাম যদি উনি বেঁচে থাকতে হতো।--এস এম হেমায়েত (আলাপ) ০৫:০৬, ১৯ আগস্ট ২০১৪ (ইউটিসি)[উত্তর দিন]

বাক্য সাম্প্রতিকরণ প্রয়োজন[সম্পাদনা]

নানা মাধ্যম ও কাজে সক্রিয় অভিনেতা রিয়াজ চ্যানেল আইয়ের সমাসন্ন হ্যান্ডসাম দি আলটিমেট ম্যান প্রতিযোগিতার দ্বিতীয় মৌসুমে প্রধান বিচারক হিসেবে দায়িত্ব লাভ করেছেন। অনুষ্ঠানটি বেশ কিছুদিন আগেই শুরু হয়েছে, আর তাই মনে হয় সমাসন্ন শব্দটি পরিবর্তন করা দরকার। ধন্যবাদ --Belayet2014 (আলাপ) ১০:৩৮, ১৯ আগস্ট ২০১৪ (ইউটিসি)[উত্তর দিন]

ধন্যবাদ তথ্যটি জানানোর জন্য, আমি সংশোধন করে দিয়েছি। কোন কিছুতে সিউর থাকলে আপনি নিজেই আপডেট করে দেবেন যদি দেখন বিতর্ক সৃষ্টি হতে পারে তবেই আলোচনার সূত্রপাত করবেন। ভালো থাকবেন। যুদ্ধমন্ত্রী আলাপ ১৪:০৭, ১৯ আগস্ট ২০১৪ (ইউটিসি)[উত্তর দিন]

নির্বাচিত নিবন্ধের জন্য মনোনয়ন দাখিল করতে চাই[সম্পাদনা]

নাহিদ ভাই, আপনাকে অনেক ধন্যবাদ রিয়াজ নিবন্ধটি একটি ভালো নিবন্ধ হিসেবে উত্তীর্ণ করার জন্য। আমি এটিকে নির্বাচিত নিবন্ধের জন্য মনোনয়ন দাখিল করতে আগ্রহী, এটা করা যাবে কি? যদি মনোনয়ন দেয়া যায় তাহলে আমি এটির মান উন্নয়নে অবদান রাখবো যেমনটি প্রয়োজন। বিশ্ববিদ্যালয়ে যান, যুদ্ধে যান, ঘুমিয়ে থাকুন এমনকি মারা গেলেও ভেবে নেবো এটাই শেষ পরিনতি কিন্তু গুম কিংবা অপহরণ হবেন না! ভালো থাকুন, সুস্থ থাকুন- ধন্যবাদ আবারো--এস এম হেমায়েত (আলাপ) ১৩:০৩, ২ সেপ্টেম্বর ২০১৪ (ইউটিসি)[উত্তর দিন]

অবশ্যই মনোনয়ন দেওয়া যাবে, কেন নয়। এখানে কিছু তালিকা পাবেন, কি কি করতে হবে। এছাড়াও আগের নির্বাচিত নিবন্ধগুলো একটু ঘাটলেই আশা করি বুঝতে পারবেন নির্বাচিত হতে হলে কি কি নীতিমালা অনুসরণ করতে হয়। এমনিতে দৈর্ঘ্য-এর ভিত্তিতে ঠিকই আছে। দেখি আমি যথেষ্ঠ চেষ্ঠা করবো, একটু সময় দিন। ঠিক আছে গুম হব না ;) --যুদ্ধমন্ত্রী আলাপ ১৪:১১, ২ সেপ্টেম্বর ২০১৪ (ইউটিসি)[উত্তর দিন]

নোটিশ[সম্পাদনা]

প্রিয়, আপনাকে এই বার্তাটি প্রদান করা হয়েছে কারণ উইকিপিডিয়া:প্রশাসকদের আলোচনাসভা একটি আলোচ্য বিষয়ের অবতারণা করা হয়েছে যেখানে আপনার কোনো বিষয় জড়িত থাকতে পারে। আলোচনার বিষয় প্রধান পাতার নির্বাচিত নিবন্ধ অনুচ্ছেদ। আপনাকে ধন্যবাদ। নাসির খান সৈকতআলাপ ১২:২৯, ৫ সেপ্টেম্বর ২০১৪ (ইউটিসি)[উত্তর দিন]

বাংলা উইকিপিডিয়া ফটোগ্রাফি কনটেস্ট[সম্পাদনা]

দাদা,বাংলা উইকিপিডিয়া ফটোগ্রাফি কনটেস্ট-এ পশ্চিমবঙ্গের কিছুই upload করা জাবে না?প্রঞ্জাপারমিতঃ (আলাপ) ১৫:১৬, ১৬ সেপ্টেম্বর ২০১৪ (ইউটিসি)[উত্তর দিন]

দুঃখিত দাদা, কিন্তু সিদ্ধান্তটি শুধুমাত্র বাংলাদেশের ছবির ক্ষেত্রে হয়েছে যেহেতু এটি উইকিমিডিয়া বাংলাদেশের উদ্যোগে আয়োজন করা হয়েছে। তাছাড়া, পশ্চিমবাংলা থেকে কোন ছবি নির্বাচিত হলে পুরষ্কার প্রদান নিয়েও একটি ঝামালে হতো।--যুদ্ধমন্ত্রী আলাপ ১৫:২০, ১৬ সেপ্টেম্বর ২০১৪ (ইউটিসি)[উত্তর দিন]
ব্যাপারটা দুই দেশ মিলিয়ে করলেই ভালো হত। যাই হোক, কি আর করা যাবে! -- বোধিসত্ত্ব (আলাপ) ২১:২৩, ১৬ সেপ্টেম্বর ২০১৪ (ইউটিসি)[উত্তর দিন]

নোটিশ[সম্পাদনা]

প্রিয়, আপনাকে এই বার্তাটি প্রদান করা হয়েছে কারণ উইকিপিডিয়া:প্রশাসকদের আলোচনাসভা একটি আলোচ্য বিষয়ের অবতারণা করা হয়েছে যেখানে আপনার কোনো বিষয় জড়িত থাকতে পারে। আলোচনার বিষয় Community consultation for future of Wikimedia movement in India। আপনাকে ধন্যবাদ। --জয়ন্ত (আলাপ - অবদান) ১৯:৪৫, ১৮ সেপ্টেম্বর ২০১৪ (ইউটিসি)[উত্তর দিন]

ফিরতি বার্তা![সম্পাদনা]

সুপ্রিয়, NahidSultan। Moheen Reeyad-এর আলাপ পাতায় আপনার জন্য একটি নতুন বার্তা এসেছে।
আপনি {{ফিরতি বার্তা}} টেমপ্লেটটি অপসারণের মাধ্যমে যেকোনো সময় এই বিজ্ঞপ্তিটি মুছে ফেলতে পারেন।

--মহীন রীয়াদ (আলাপ) ১৬:২৫, ২৪ সেপ্টেম্বর ২০১৪ (ইউটিসি)[উত্তর দিন]

অনুসন্ধান[সম্পাদনা]

কিছুদিন আগে আমি যখন "ব্যবহারকারী সৃষ্টির লগ" থেকে নতুন ব্যবহারকারীদের শুভেচ্ছা জানাতাম,তখন সবার শেষে আমার নাম স্বয়ংক্রিয়ভাবে আসত। কিন্তু এখন দেখছি স্বয়ংক্রিয়ভাবে বাংলা উইকিপিডিয়া অভ্যর্থনা কমিটি নাম আসছে!

এটা কেনো?-বুঝিয়ে বলবেন কি? ~ধন্যবাদ। --নাজির আহমেদ সাব্বির (আলাপ) ১২:২৬, ১৫ অক্টোবর ২০১৪ (ইউটিসি)NaSb.wiki[উত্তর দিন]

যে ব্যবহারকারীদের বটের মাধ্যমে স্বাগতম জানানো হয় সেগুলোতে শুধু অভ্যর্থনা কমিটির নাম আসে কিন্তু আপনি যদি নিজে স্বাগতম জানান ম্যানুয়ালি তাহলে অভ্যর্থনা কমিটি ও আপনার স্বাক্ষর দুটোই আসার কথা। তবে এক্ষেত্রে তখনই আপনার নাম স্বয়ংক্রিয়ভাবে আসবে যখন আপনি টুইংকলের মাধ্যমে স্বাগতম জানাবেন। অন্যথায় আপনার স্বাক্ষর নিজে যুক্ত করতে হবে তারপরই প্রদর্শন করবে। ধন্যবাদ।--যুদ্ধমন্ত্রী আলাপ ১১:১৭, ১৬ অক্টোবর ২০১৪ (ইউটিসি)[উত্তর দিন]

টেম্পলেট সম্পাদনা[সম্পাদনা]

নাহিদ সাহেব, আশা করি ভাল আছেন। সম্প্রতি বীর শ্রেষ্ঠ নামের নিবন্ধটিতে টেমপ্লেট:সাহসিকতায় সামরিক পুরস্কার টেম্পলেটটির সম্পাদনার চেষ্টা করলে দেখতে পাই টেম্পলেটটি সৃষ্টি করতে বলা হচ্ছে। এটা কেন হল এবং এই ধরণের টেম্পলেট সম্পাদনা করার বিশেষ কোন নিয়ম আছে কিনা জানালে কৃতজ্ঞ হব।

টেমপ্লেট:সাহসিকতায় সর্বোচ্চ পুরস্কার নামে একটি টেমপ্লেট ইতোমধ্যে রয়েছে। --মহীন রীয়াদ (আলাপ) ১৭:৫৬, ১৬ অক্টোবর ২০১৪ (ইউটিসি)[উত্তর দিন]

ধন্যবাদ, মহীন সাহেব।--Sajibur (আলাপ) ১৮:১৬, ১৬ অক্টোবর ২০১৪ (ইউটিসি)[উত্তর দিন]

জাতীয় সমাজতান্ত্রিক দল নিবন্ধটির নিরপেক্ষতা ও অন্যান্য[সম্পাদনা]

জাতীয় সমাজতান্ত্রিক দল নিবন্ধটির, আমার কাছে থাকা তথ্যসূত্র অনুসারে, মানোন্নয়ন করা হয়েছে। আপনি একটিবার দেখে আরো পরামর্শ দিলে নিবন্ধটি ভালো করা যেতে পারে। --সাদি (আলাপ) ০৬:১৭, ১৮ অক্টোবর ২০১৪ (ইউটিসি)[উত্তর দিন]

এখানে দেখুন।--যুদ্ধমন্ত্রী আলাপ ১৯:৪১, ১৮ অক্টোবর ২০১৪ (ইউটিসি)[উত্তর দিন]

প্রবেশদ্বার:সূচিপত্র[সম্পাদনা]

নাহিদ ভাই, এখানে আমার সম্পাদনা পূর্বাবস্থায় ফিরিয়ে না নিলে হতো না? আমি লাল নিবন্ধগুলো নীল করার জন্যে কাজ করছিলাম। অনেক নিবন্ধ তৈরিও করেছি। কিন্তু কাজটা সময়সাপেক্ষ তাই সময় নিচ্ছিলাম। অনেক সময় ব্যায় করেছি এই সূচিপত্রের পেছনে। পুরো কাজটাই বাতিল করে দিলেন! সম্ভব হলে আমার সম্পাদনায় ফিরিয়ে নিলে খুশি হবো। আমি কথা দিচ্ছি লাল নিবন্ধগুলো বেশিদিন লাল থাকবে না। --মহীন রীয়াদ (আলাপ) ০৯:৩১, ২০ অক্টোবর ২০১৪ (ইউটিসি)[উত্তর দিন]

প্রথমেই দুঃখিত আমার বার্তা দেওয়ার আগেই আপনি বার্তা দিয়েছেন। আসলে রিভার্ট করে আমি চলে গিয়েছিলাম। প্রবেশদ্বার:সূচিপত্র পাতাটি প্রধান পাতার সাথে লিংক করা। নতুন ব্যবহারকারীরা প্রধান পাতা দিয়েই উইকিতে প্রবেশ করেন। তারা এসে যখন লাল লিংক পান তখন না বুঝেই লাল লিংকগুলোতে অসংলগ্ন নিবন্ধ তৈরি শুরু করে দেন (আমি বেশ কিছুদিন যাবতৈই আপনাকে বলবো বলে ভাবছিলাম কিন্তু আর বলা হয়ে উঠেনি)। আপনি ইংরেজি উইকি অনুসারে প্রকল্পটিতে কাজ করছেন কিন্তু ইংরেজি উইকিতে সংশ্লিষ্ঠ লিংক ও প্রবেশদ্বার কোন কিছুরই অভাব নেই, সে তুলনায় বাংলাতে প্রবেশদ্বার নেই বা প্রবেশদ্বার তৈরির জন্য সংশ্লিষ্ঠ নিবন্ধ সংখ্যা খুব বেশি নেই। এক্ষেত্রে এটা খুব একটা কাজে দিবে বলে আমার মনে হয় না। অন্যদিকে আপনি জুলাইতে সূচিপত্রটিতে কাজ শুরু করেছিলেন, সূচিপত্রের বা উপপাতার ইতিহাস ঘেটে দেখলাম আপনি সেই সমসাময়িক সময়টাতেই ওগুলোতে কাজ করেছিলেন তারপর আর এগোয়নি। আমার পরামর্শ হলো বড় কোন প্রকল্প শুরু করলে যা আপনার মনে হবে তিন/চার মাস সময় লাগবে তাহলে সেটি ব্যবহারকারী উপপাতায়ই করা শ্রেয়; কাজ শেষ হলে একেবারে প্রকল্প নামস্থানে স্থানান্তর করতে পারবেন। যেখানে লিংকটি প্রতিদিনই কেউ না কেউ প্রধান পাতার মাধ্যমে চেক করে; প্রধান পাতায় কোন লিংক প্রদর্শন হচ্ছে তা ঠিকমত কাজ করছে কিনা বা নতুনরা হয়রানির শিকার হচ্ছে কিনা সেটা দেখা কি আমাদের সকলের দায়িত্ব নয়? আরো একটি কথা আমাদের উইকি ইংরেজির মত এতো বড় নয়, সুতরাং বেশি পরিমানে লিংক যত কম দেওয়া যায় ততই ভালো। আশা করি বুঝাতে পেরেছি এবং দুঃখিত আমি রিভার্টি এই পরিস্থিতিতে পূর্বের অবস্থায় ফিরিয়ে নিতে পারছি না (পুরাতন সংস্করণ যে আপনি চাইলেই দেখতে পারবেন বা কপি করে অন্য কোথাও নিতে পারবেন তা নিশ্চই আপনার অজনা নয় :) )।--যুদ্ধমন্ত্রী আলাপ ১০:০০, ২০ অক্টোবর ২০১৪ (ইউটিসি)[উত্তর দিন]
হুম কথায় যুক্তি আছে। তাহলে আপাতত খেলাঘরেই কাজটা শুরু করছি। উত্তরের জন্যে ধন্যবাদ। ভালো থাকবেন। --মহীন রীয়াদ (আলাপ) ১৬:১৮, ২০ অক্টোবর ২০১৪ (ইউটিসি)[উত্তর দিন]

নিবন্ধএকীভূত করন[সম্পাদনা]

আমি বিরিশিরি নামক নিবন্ধটি পুরোপুরি মুছে ফেলতে চাচ্ছি বা তা দুর্গাপুর উপজেলা নামক নিবন্ধে একীভূত করতে চাচ্ছি। কারন বিরিশিরি দুর্গাপুর উপজেলার একটি গ্রাম এবং বিরিশিরি নিবন্ধে অনেক বিভ্রান্তিমুলক তথ্য রয়েছে। কি করতে পারি? Rahat Jaman Aovi (আলাপঅবদান) এই স্বাক্ষরহীন মন্তব্যটি যোগ করেছেন।

@Rahat Jaman Aovi: এটি দূর্গপূর উপজেলার অধীনে হলেও আমি নিবন্ধটি একীভূত করার পক্ষে নয় কারণ যতদূর জানি গ্রামটি ঐতিহাসিক ও পর্যটকদের জন্য অত্যন্ত দর্শনীয় একটি স্থান। তথ্যসূত্রেরও অভাব নেই। আপনি ইচ্ছে করলে দুটি নিবন্ধই সম্বৃদ্ধ করতে পারেন। কোন সমস্যা নেই। আরো কোন প্রশ্ন থাকলে আমার আলাপ পাতায় আপনাকে স্বাগতম। ধন্যবাদ।--যুদ্ধমন্ত্রী আলাপ ১৬:২৫, ২১ অক্টোবর ২০১৪ (ইউটিসি)[উত্তর দিন]

মহল্লার নামে একটা উপজেলার অন্যান্য জায়গার পরিচিতি আপত্তিকর[সম্পাদনা]

কিন্তু ভাইয়া এটা পর্যটক আকর্ষণ করার মত কোন জায়গা নয় । এটা শুধুমাত্র একটা বাস টার্মিনাল। পর্যটক আকর্ষণ করার মত যা কিছু আছে সব সুসং দুর্গাপুরের অন্যান্য জায়গায়। একটা বাস ষ্টেশন মহল্লার নামে একটা উপজেলার অন্যান্য জায়গার পরিচিতি হবে দুর্গাপুরনিবাসি হিসাবে আমার এটা অভিযোগ। ফিডব্যাক এর জন্য অনেক ধন্যবাদ Rahat Jaman Aovi (আলাপঅবদান) এই স্বাক্ষরহীন মন্তব্যটি যোগ করেছেন।

এখন আমি একটু কিউরিয়াস আপনি বলছেন জায়গাগুলো অন্য কোথাও কিন্তু এখানকারএখানকার লিংক অনুসারে এগুলো বিরিশিরিতেই। আপনি কি আমাকে একটু ব্যাখ্যা করে বলতে পারবেন যেহেতু আপনি ওখানকার স্থানীয় তাই আমার বুঝতে একটু সবিধা হতো। ধন্যবাদ।--যুদ্ধমন্ত্রী আলাপ ১৭:৫৮, ২১ অক্টোবর ২০১৪ (ইউটিসি)[উত্তর দিন]

http://netrakona-r-alo-page1-history.blogspot.com/2012/07/blog-post_1225.html এই খানে দেখুন বিরিশিরি নয় বিজয়পুর। বিজয়পুর দুর্গাপুর উপজেলার কুল্লাগরা ইউনিওনের একটি সীমান্তবর্তী গ্রাম। আর বিরিশিরি পৌরসভার একটি ওয়ার্ড। কি উদ্দ্যেশ্যে পত্রিকাতে এই রকম রিপোর্ট হয়েছে তা বোধগম্য নয়। দেখুন জনকন্ঠের আর একটি নিউজ যেখানে বলা হয়েছে কুল্লাগড়া ও বিজয়পুরে সাদামাটির পাহাড় অবস্থিত http://www.dailyjanakantha.com/news_view.php?nc=27&dd=2009-11-16&ni=784 আরও লিঙ্ক দেখুন বাংলাপিডিয়া লিঙ্ক http://bn.banglapedia.org/index.php?title=%E0%A6%A6%E0%A7%81%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%97%E0%A6%BE%E0%A6%AA%E0%A7%81%E0%A6%B0_%E0%A6%89%E0%A6%AA%E0%A6%9C%E0%A7%87%E0%A6%B2%E0%A6%BE_(%E0%A6%A8%E0%A7%87%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%95%E0%A7%8B%E0%A6%A8%E0%A6%BE)

বাংলাপিডিয়ার আর একটি http://www.banglapedia.org/HT/W_0059.htm

ডেইলি স্টার : http://www.thedailystar.net/under-the-white-hill-14211

ইত্তেফাক http://archive.ittefaq.com.bd/index.php?ref=MjBfMDhfMDhfMTRfMV8yXzFfMTUxMzAw

প্রিও ডট কম http://www.priyo.com/2014/09/24/108718.html এইখানে http://www.nokkhotro.com/post/139157-290652-f1b7aa-b65cd3-.76229-374 এইখানে http://www.djanata.com/index.php?ref=MjBfMDlfMjhfMTNfMV85XzFfNDIxMzg=


এইযে আর এক জায়গায় দেখুন http://susangdurgapur.blogspot.com/p/susang-durgapur-attractive-location.html

http://www.bnc24.net/index.php/%E0%A6%B6%E0%A6%B9%E0%A6%B0-%E0%A6%97%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%AE/1355-%E0%A6%A8%E0%A7%87%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%95%E0%A7%8B%E0%A6%A8%E0%A6%BE%E0%A6%B0-%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%9C%E0%A6%AF%E0%A6%BC%E0%A6%AA%E0%A7%81%E0%A6%B0%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%B8%E0%A6%BE%E0%A6%A6%E0%A6%BE-%E0%A6%B8%E0%A7%8B%E0%A6%A8%E0%A6%BE-%E0%A6%89%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%A4%E0%A7%8B%E0%A6%B2%E0%A6%A8-%E0%A6%86%E0%A6%A6%E0%A6%BF%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%B8%E0%A7%80%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%AC%E0%A6%B8%E0%A6%A4%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%A1%E0%A6%BC%E0%A7%80-%E0%A6%9C%E0%A7%80%E0%A6%AC%E0%A6%A8-%E0%A6%B9%E0%A7%81%E0%A6%AE%E0%A6%95%E0%A6%BF%E0%A6%B0-%E0%A6%AE%E0%A7%81%E0%A6%96%E0%A7%87

http://yourshot.nationalgeographic.com/photos/4204240/

http://www.pipilika.com/site_ajax_calls/show_details/1267738/bn/new_window Rahat Jaman Aovi (আলাপঅবদান) এই স্বাক্ষরহীন মন্তব্যটি যোগ করেছেন।

দুর্গাপুরের দর্শনীয় স্থান গুলোকে বিরিশিরি না বলার যুক্তিকতা[সম্পাদনা]

শ্রদ্ধেয় ভাইয়া,বিরিশিরি দুর্গাপুর পৌরসভার একটি ওয়ার্ড এবং বিরিশিরি নামে একটি ইউনিয়ন রয়েছে। দুর্গাপুর সদর পৌরসভা কিন্তু দুর্গাপুর নামেরও একটি আলাদা ইউনিয়ন রয়েছে। দুর্গাপুর ছোট শহর এবং মূল শহরে ঢুকতে হলে বিরিশিরি পার হয়ে ঢুকতে হয়। চার পাঁচ বছর আগেও যেহেতু খরস্রোতা সোমেশ্বরীতে ব্রিজ ছিলনা তাই সঙ্গত কারনেই বাস গুলো এসে বিরিশিরিতে থামত। এখন ব্রীজ নির্মিত হলেও স্থান সল্পতার কারনে বাস টার্মিনাল মূল শহরে আনা যাচ্ছে না। তাই বাস গুলো বিরিশিরিতে এসে থামে। আর বিরিশিরি গারো উপজাতি অধ্যুষিত হওয়ায় এখানে বিভিন্ন বিদেশী মিশনারি চার্চ সমাজ উন্নয়ন মুলক কাজ করে। সেই সুত্রে বিভিন্ন দেশি বিদেশী ব্যাক্তিদের সুবিধার্থে দুইটি ভাল ভাল রেস্ট হাঊস তৈরি হয়েছে YMCA এবং YWCA নামে। তাই সাধারনত যারা বেড়াতে আসে বিরিশিরির অই দুই গেস্ট হাঊস এই থাকে। বিরিশিরি থেকে নদী পার হয়ে উত্তর দিকে দুর্গাপুর মূল শহর অবস্থিত। দুর্গাপুর মূল শহর থেকে আরও তিন চার কিলোমিটার উত্তরে সীমান্ত এলাকায় দর্শনীও স্থান গুলো অবস্থিত। তাহলে এই স্থান গুলোর সাথে বিরিশিরি নামের যৌক্তিকতা কি? আমরা যদি দুর্গাপুর থেকে ঢাকার লালবাগ কেল্লা বা হাতিরঝিল ভ্রমন করতে যাই তবে আমরা মহাখালী টার্মিনালে বাস থেকে নামব। আমি বাস থেকে মহাখালী নামি বলে কি লালবাগ কেল্লা হাতিরঝিল মহাখালিতে অবস্থিত?? আশা রইল বিষয়টি বিবেচনা করবেন সহযোগিতার জন্য আন্তরিক ভাবে ধন্যবাদ। Rahat Jaman Aovi (আলাপঅবদান) এই স্বাক্ষরহীন মন্তব্যটি যোগ করেছেন।

নীতিমালা অনুযায়ী নিবন্ধ দুটিতে একত্রিত করার ট্যাগ লাগিয়ে দিয়েছি। আপনার উত্তরের জ্যন্য ধন্যবাদ।--যুদ্ধমন্ত্রী আলাপ ২১:০৪, ২৩ অক্টোবর ২০১৪ (ইউটিসি)[উত্তর দিন]


Rahat Jaman Aovi (আলাপ) ০৮:২১, ২৫ অক্টোবর ২০১৪ (ইউটিসি)[উত্তর দিন]

ধন্যবাদ নাহিদ ভাই ট্যাগ লাগানোর জন্য[সম্পাদনা]

ধন্যবাদ নাহিদ ভাই ট্যাগ লাগানোর জন্যধ। এখন কি আপনা আপনি একীভূত হবে? না আপনারা মন্তব্য যাচাই করে একীভূত করবেন জানতে কৌতুহল হচ্ছে Rahat Jaman Aovi (আলাপঅবদান) এই স্বাক্ষরহীন মন্তব্যটি যোগ করেছেন।

আসলে উইকিপিডিয়াতে কোন কিছু পরিবর্তন করতে চাইলে সে ব্যাপারে আলোচনা করার জন্য সম্প্রদায়কে আমন্ত্রন জানানো হয়, এটা শুধু্ একটা প্রক্রিয়া মাত্র। এখন ইচ্ছে করলে এ ব্যাপারে কেউ মন্তব্য করতে পারে। যদি কয়েকদিনের মধ্যে কোন মন্তব্য না আসে তাহলে আমি নিজেই নিবন্ধটি একত্রীত করে দেব। না, এটা আপনা আপনি একীভূত হয় না। আর একটি কথা কারো আলাপ পাতায় বার্তা রাখার পর স্বাক্ষর করতে হয়, এ জন্য আপনাকে শুধু চারটি টিন্ডা চিহ্ন ~~~~ ব্যবহার করলেই হবে, তাহলেই আপনার স্বাক্ষর ও তারিখ অটোমেটিক যুক্ত হয়ে যাবে। আপনার আলাপ পাতায় এখনি চিহ্ন চারটি দিয়ে টেস্ট করে দেখতে পারেন।-যুদ্ধমন্ত্রী আলাপ ২১:৫৪, ২৪ অক্টোবর ২০১৪ (ইউটিসি)[উত্তর দিন]

ধন্যবাদ নাহিদ ভাই আমি সাক্ষর করার নিয়ম জানতাম না। আমি দুর্গাপুর উপজেলা নিবন্ধে তিনজন বিশিস্ট ব্যাক্তির ছবি যোগ করেছিলাম কিন্তু একজনের ছবি বাদে বাকি দুইজনের ছবি মুছে গেছে। এমন কেন হল জানতে পারি কি? Rahat Jaman Aovi (আলাপ) ০৮:১৯, ২৫ অক্টোবর ২০১৪ (ইউটিসি)[উত্তর দিন]

আসলে ছবিগুলো আপনি উইকিমিডিয়া কমন্সে যুক্ত করেছিলেন, কমন্সে আপনাকে ছবি দিতে হলে ছবি অবশ্যই আপনার নিজের তোলা হতে হবে অথবা ছবিটি ফ্রি লাইসেন্সের হতে হবে। নিজের তোলা মানে এই নয় যে আপনি অন্য একটি ছবি থেকে ক্যামারার মাধ্যমে আরেকটি ছবি ধারণ করলেন। ছবিগুলো বাংলা উইকিতে থেকে সম্ভবত সম্পাদনার সময় ভুলবশত রিমুভ হয়ে গেছে কিন্তু কমন্সে রয়ে গেছে (যদিও কমন্স থেকেও কিছুক্ষনের মধ্যে মুছে ফেলা হবে।) সাধারণ নিয়মে যিনি ছবির ফটোগ্রাফার থাকেন তিনিই ছবির কপিরাইট হোল্ডার সেক্ষেত্রে ওই ছবিগুলোর কপিরাইট হোল্ডার অন্য কেউ। পরবর্তিতে ছবি যুক্ত করলে দয়া করে নিজের তোলা ছবিই কমন্সে আপ করবেন। ধন্যবাদ।--যুদ্ধমন্ত্রী আলাপ ০৮:৩০, ২৫ অক্টোবর ২০১৪ (ইউটিসি)[উত্তর দিন]

ধন্যবাদ। নতুন নতুন কাজ করছি। সেক্ষেত্রে ভুলগুলো অতি দ্রুত সংশোধন করতে পারব আশা করি Rahat Jaman Aovi (আলাপ) ১৮:৩৯, ২৫ অক্টোবর ২০১৪ (ইউটিসি)[উত্তর দিন]

নিবন্ধ তৈরি প্রসঙ্গে[সম্পাদনা]

ধন্যবাদ আপনাকে। ফয়সল সাইফ (আলাপঅবদান) এই স্বাক্ষরহীন মন্তব্যটি যোগ করেছেন।

File metadata cleanup[সম্পাদনা]

Hi! I'm contacting you because you offered to help with the File metadata cleanup drive on this wiki. There are still many files lacking machine-readable information, and many of them can be fixed by adding special markers to the information and copyright templates. Even occasional or small edits are appreciated :) I'm available via email, IRC or on-wiki to answer questions if you're not sure how to proceed. Let me know if you need help! Guillaume Paumier ২১:১২, ১৭ নভেম্বর ২০১৪ (ইউটিসি)[উত্তর দিন]

নিবন্ধ একীভূত করন প্রসঙ্গে[সম্পাদনা]

নাহিদ ভাইয়া বিরিশিরি নামক নিবন্ধটি দুর্গাপুর উপজেলা নামক নিবন্ধে একীভূত করার জন্য ২৩ অক্টোবর ২০১৪ তে ট্যাগ লাগানো হয়েছিল। তা কবে নাগাদ একীভূত করা হবে সেই সম্পর্কে জানতে আগ্রহী। Rahat Jaman Aovi (আলাপ) ১৪:২৬, ১৮ নভেম্বর ২০১৪ (ইউটিসি)[উত্তর দিন]

লিখনবিধি নিবন্ধের অপসারণ প্রস্তাবনা রোলব্যাক প্রসঙ্গে[সম্পাদনা]

সুপ্রিয়, লিখনবিধি নিবন্ধটি খুবই সংক্ষিপ্ত আকারের ১ লাইনের একটি নিবন্ধ, যা উইকির নীতিমালা মোতাবেক উইকিতে যায়গা ধরে রাখার যোগ্য নয়। যার ফলে নিবন্ধে অপসারণ প্রস্তাবনা রাখা হয়েছিল। অপসারণ করাতো দুরে থাক আপনি সেটাকে রোলব্যাক করেছেন। কারণ কি জানতে পারি জনাব?  মাসুম ইবনে মুসা  কথোপকথন ০৪:২৯, ২৫ নভেম্বর ২০১৪ (ইউটিসি)[উত্তর দিন]

আমি একেবারেই যে রোলব্যাক করেছি তা কিন্তু সঠিক নয়, একটি সংরাংশও দিয়েছি এবং সেখানে লিখেছি 'ফর নাউ'। যদিও নিবন্ধটি পুরাতন কিন্তু ছোট দু/তিন লাইনের নিবন্ধ নিয়ে কিছুদিনের জন্য নীতিমালা একটু যাতে শীথল করা হয় সে জন্য অতিশীঘ্রই আমি আলোচনাসভায় একটি আলোচনার অবতারনা করব (কারণসহ) এবং আশাকরি সেখানে আপনি আপনার উত্তর পেয়ে যাবেন।--যুদ্ধমন্ত্রী আলাপ ০৫:৪৫, ২৬ নভেম্বর ২০১৪ (ইউটিসি)[উত্তর দিন]

কিম কি দুক[সম্পাদনা]

কোরিয়ান চলচ্চিত্র পরিচালক কিম কি দুক এর উইকি পাতা গুগলে সার্চ দিলে পাওয়া যায়না নাজমুল হাসান মজুমদার (আলাপ) ১২:০২, ৩০ নভেম্বর ২০১৪ (ইউটিসি)[উত্তর দিন]

নাজমুল ভাই, এখানে পেলামতো। যদিও এটি আট নম্বর লিংকে রয়েছে। ভিজিট বেশি হলে, লিংকটি প্রথমে চলে যাওয়ার কথা।--যুদ্ধমন্ত্রী আলাপ ১৯:৩০, ৩০ নভেম্বর ২০১৪ (ইউটিসি)[উত্তর দিন]

পতেঙ্গা থানা[সম্পাদনা]

যুদ্ধমন্ত্রী,আমার নিবন্ধটিতে নজর দেয়ার জন্য আপনাকে ধন্যবাদ। আশা করছি এভাবে আপনার সহযোগিতা অব্যাহত থাকবে। Tanvir87bd (আলাপ) ২০:৪১, ৩০ নভেম্বর ২০১৪ (ইউটিসি)[উত্তর দিন]

ওরা আসে নিঝুম রাতে[সম্পাদনা]

নাহিদ, এই নিবন্ধটির লিখনশৈলী সম্পূর্ণ বিজ্ঞাপনের মতো ও ব্লগের মতো করে লেখা। হররের সাথে হিউমারের এমন চমৎকার মিশ্রণ আমি খুব কম লেখকের লেখাতেই পেয়েছি, অবশ্য আমার পড়ার গন্ডি খুবই সীমিত।, হররপ্রেমীরা গল্পগুলো না পড়লে বড় একটা মিস করবেন। ইত্যাদি লাইনগুলি পড়লেই তা বোঝা যাবে। একই ধরণের আত্মা ও পিশাচ রহস্য নামে আরো দুইটি নিবন্ধ তৈরী হয়েছিল, যা অপসারণ করা হয়েছে। নতুন ব্যবহারকারী নতুন নিবন্ধ তৈরী করছেন, সে তো খুব ভালো ব্যাপার, কিন্তু তার তো একটা মান থাকা চাই। প্রশাসকদের আলোচনা সভার লেখাটা আমি পড়েছি, আমার তাতে অবশ্যই মত আছে, কিন্তু এক্ষেত্রে ছাড়টা একটু বেশি হয়ে গেল না? আমি তো একই ব্যবহারকারীর তৈরী মিলন গাঙ্গুলী নিবন্ধ নিয়ে কোন আপত্তি তুলছি না, যদিও সেখানে উল্লেখযোগ্যতা নিয়ে প্রশ্ন থাকছে। -- বোধিসত্ত্ব (আলাপ) ১৫:৪৭, ১০ ডিসেম্বর ২০১৪ (ইউটিসি)[উত্তর দিন]

Bodhisattwada, Hope you're well. I'm out of home and will be for next couple of days actually for bnwiki workshop. So i'll make this comment small as much as possible and hope to talk with you when i'll get back. That article is/was created by a user from barisal workshop and those edits were his first. Accutally, he created the article because we were trying to convince them to create it in the first place. Because Wikipedia situtation here is more than worse then any other part of the world. Believe it or not some of the participants even dont know what wikipedia is at all. Now, what do we actually expect from them? I'm not saying those edits were right but please at least during the workshop/10th anyvirsary program do not tag this type of article for speedy deletion. This might end up with zero measure of success in those workshops if those users get deletion tag notifications on there talk page for their first-time contributions. Instead of twinkle notifications a manually hand written note might be useful.-যুদ্ধমন্ত্রী আলাপ ১৬:৪৯, ১১ ডিসেম্বর ২০১৪ (ইউটিসি)[উত্তর দিন]
বুঝলাম। ওয়ার্কশপের সাফল্যের জন্য অনেক শুভেচ্ছা রইল। ভিসার জন্য আবেদন করেছ তো? আর কিন্তু বেশি দেরী নেই। -- বোধিসত্ত্ব (আলাপ) ১৭:০৯, ১১ ডিসেম্বর ২০১৪ (ইউটিসি)[উত্তর দিন]
Thanks :) Not yet, but will apply by next week. -যুদ্ধমন্ত্রী আলাপ ১৭:১৪, ১১ ডিসেম্বর ২০১৪ (ইউটিসি)[উত্তর দিন]

শ্রী সন্দীপ সরকারের ব্যবহারকারীর পৃষ্ঠায় সম্পাদনা প্রসঙ্গে[সম্পাদনা]

শ্রদ্ধেয় নাহিদ সুলতান ভাই,
আমি অরিন্দম মৈত্র, আমার বন্ধু শ্রী সন্দীপ সরকারের ব্যবহারকারীর পৃষ্ঠায় তাঁর সাথে ব্যক্তিগত আলাপচারিতার ভিত্তিতেই প্রবেশ করে 'বাঙ্গালী' বানানটি পরিবর্তন করে 'বাঙালি' করেছি। কারণ, আমাদের জ্ঞানমতে এই বানানটিই সর্বাধুনিক। তবে আপনার যুক্তিটি অনস্বীকার্য। ব্যবহারকারীর পৃষ্ঠায় সম্পাদনার ক্ষেত্রে অবশ্যই নিজের নামে লগ ইন করে তবেই তা করা উচিত। এবং পৃষ্ঠাটি যাঁর, তাঁর সম্পাদনাই অন্তত এ'ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ। সেই হিসেবে দেখলে, আমারও যে এই ক্ষেত্রে প্রবেশ করা উচিত হয়নি, সে' কথাও অনস্বীকার্য।
ভালো থাকবেন। --Arindam Maitra (আলাপ) ১৯:০০, ১৮ ডিসেম্বর ২০১৪ (ইউটিসি)[উত্তর দিন]

দাদা, বনানে অবশ্যই সমস্যা ছিলো এবং সংশোধন করায় আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। যাইহোক, রিভার্ট করার কারণটিতো আপনি জেনেই গেছেন। ভালো থাকবেন।--যুদ্ধমন্ত্রী আলাপ ০৮:১৯, ১৯ ডিসেম্বর ২০১৪ (ইউটিসি)[উত্তর দিন]

শুভ জন্মদিন[সম্পাদনা]

সুপ্রিয় নাহিদ ভাই, আমার পক্ষ থেকে আপনাকে জন্মদিনের শুভেচ্ছা। শুভ জন্মদিন!——তাওহীদ ১৯:৫৩, ১৮ ডিসেম্বর ২০১৪ (ইউটিসি)[উত্তর দিন]
যদিও দিনটি আগামীকাল কিন্তু অগ্রীম শুভেচ্ছার জন্য তোমাকে ধন্যবাদ। ওহ, তুমিই মনে হয় প্রথম শুভেচ্ছা জানালে :)--যুদ্ধমন্ত্রী আলাপ ০৮:১৮, ১৯ ডিসেম্বর ২০১৪ (ইউটিসি)[উত্তর দিন]

জন্মদিনের শুভেচ্ছা[সম্পাদনা]

 মাসুম ইবনে মুসা  কথোপকথন

প্রভাল[সম্পাদনা]

নাহিদ ভাই, অবশেষে এমা ওয়াটসনকে ভাল নিবন্ধের জন্য প্রস্তাব করেছি। নিবন্ধটা মূল্যায়ন করে আমাকে বাধিত করুন। এটা আপনার কাছে আমার এক বিশেষ সবিনয় আবদার।  – তানভির (আলাপ) ১৮:০১, ২৬ ডিসেম্বর ২০১৪ (ইউটিসি)[উত্তর দিন]

সবই বুঝলাম এবং কাজ শুরু করবো কিন্তু “প্রভাল” কথাটার মানে কি?--যুদ্ধমন্ত্রী আলাপ ১৮:০৩, ২৬ ডিসেম্বর ২০১৪ (ইউটিসি)[উত্তর দিন]
প্রস্তাবিত ভাল নিবন্ধ :P  – তানভির (আলাপ) ১৮:০৭, ২৬ ডিসেম্বর ২০১৪ (ইউটিসি)[উত্তর দিন]
ইদানীং তাহলে এরকম সংক্ষিপ্তকরণ শুরু করছো :পি --যুদ্ধমন্ত্রী আলাপ ১৮:০৮, ২৬ ডিসেম্বর ২০১৪ (ইউটিসি)[উত্তর দিন]

নাম পরিবর্তন[সম্পাদনা]

প্রিয় নাহিদ সুলতান, কোন নিবন্ধের নাম পরিবর্তনের সিস্টেম কি? ফেদৌ (টক শো) ১১:৫৯, ২৯ ডিসেম্বর ২০১৪ (ইউটিসি)[উত্তর দিন]

এটা দেখুন। শুধু মুভ-এর বাংলা স্থানান্তর কথাটি লিখা আছে।--যুদ্ধমন্ত্রী আলাপ ১২:০২, ২৯ ডিসেম্বর ২০১৪ (ইউটিসি)[উত্তর দিন]

ক্ষমা প্রাথনা[সম্পাদনা]

সালাম, নাহিদ ভাই আমি আন্তরিকতার সাথে ক্ষমা চাচ্ছি। আমি আর কোন দিন এই ধরণের কথা বলব না। আমি বাংলা উইকিকে সম্পূর্ণ করার কাজ করছি। আমি বাংলা উইকিকে আরো উন্নতির দিকে নিয়ে যেতে চাই।দয়া করে আমাকে মাফ করুন। একবার আমাকে শেষ সুযোগ দেন। আর কোন দিন এরকম ভুল হবেনা। আমি আবার ক্ষমা চাচ্ছি।আমি আমার সৃষ্টিকর্তা মহান আল্লাহর কসম খেয়ে বলছি এরম আর কোন দিন হবেনা। শেষ সুযোগ দিন।আমি দুঃখিত আমি দুঃখিত আমি দুঃখিত। এরকম আর কোন দিন হবে।খান আল নোমান (আলাপ · অবদান)১২:৩৪, ২৯ ডিসেম্বর ২০১৪ (ইউটিসি)[উত্তর দিন]

লাল লিঙ্ক[সম্পাদনা]

নাহিদ, প্রশাসনিক আলোচনাসভা মুছে দেওয়ায় সাম্প্রতিক পরিবর্তনসমূহ পাতায় আলোচনা সভা অংশটা লাল লিঙ্ক দেখাচ্ছে। ওটা ঠিক করে দিও। -- বোধিসত্ত্ব (আলাপ) ০৬:৫০, ৩০ ডিসেম্বর ২০১৪ (ইউটিসি)[উত্তর দিন]

ওহ, হ্যাঁ। করে দিয়েছি।--যুদ্ধমন্ত্রী আলাপ ১২:০৭, ৩০ ডিসেম্বর ২০১৪ (ইউটিসি)[উত্তর দিন]