ব্যবহারকারী আলাপ:অয়ন সাহা

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

টপ আইকন প্রসঙ্গে[সম্পাদনা]

প্রিয় অয়ন, উইকিতে অবদানের জন্য আপনাকে ধন্যবাদ। বিভিন্ন নিবন্ধে আপনার অন্তউইকি সংযোগ সংশোধনের কাজ অবশ্যই প্রশংসার দাবিদার। যাইহোক, আমি সম্প্রতি খেয়াল করেছি আপনার ব্যবহারকারী পাতার টপ আইকনে আপনি রোলব্যাকার ও সংক্রিয় পরীক্ষক আইকন দুটি যুক্ত করেছেন। কিন্তু রোলব্যকারসংক্রিয় পরীক্ষক তালিকায় আপনার ব্যবহারকারী নাম নেই। অনুগ্রহ করে, এ ধরনের অধিকার প্রাপ্ত না হলে আইকন ব্যবহারের ফলে অন্য ব্যবহারকারীরা বিভান্তিতে পড়তে পারে। অবশ্য আপনি যে কোন সময় উইকিপিডিয়া:অধিকারের আবেদন পাতায় আপনার অধিকারের জন্য আবেদন করতে পারেন। যে কোন পশ্ন থাকলে আমার আলাপ পাতায় আপনাকে স্বাগতম। -- যুদ্ধমন্ত্রী আলাপ ২০:৪২, ২৬ সেপ্টেম্বর ২০১৩ (ইউটিসি)[উত্তর দিন]