রওনক মাহমুদ
রওনক মাহমুদ | |
---|---|
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব | |
কাজের মেয়াদ ৩১ ডিসেম্বর ২০১৯ – সেপ্টেম্বর ২০২২ | |
পূর্বসূরী | রইছউল আলম মন্ডল |
উত্তরসূরী | ড. নাহিদ রশীদ |
ব্যক্তিগত বিবরণ | |
জন্ম | ২৬ অক্টোবর ১৯৬২ বাউফল, পটুয়াখালী |
সন্তান | দুই পুত্র |
প্রাক্তন শিক্ষার্থী | বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় |
পেশা | সরকারি কর্মকর্তা |
রওনক মাহমুদ একজন একজন অবসরপ্রাপ্ত বাংলাদেশি সরকারি কর্মকর্তা যিনি সর্বশেষ মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন।[১] ইতিপূর্বে তিনি কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব এবং কারিগরী শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন।[২]
প্রারম্ভিক জীবন[সম্পাদনা]
রওনক মাহমুদ ২৬ অক্টোবর ১৯৬২ সালে তৎকালীন পূর্বপাকিস্তানের পটুয়াখালীর বাউফলের জন্মগ্রহণ করেন। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে তিনি বিএসসি সম্মান ও মাস্টার্স ডিগ্রী অর্জন করেন। তার দুই পুত্র সন্তান।[২]
কর্মজীবন[সম্পাদনা]
রওনক মাহমুদ বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসন ক্যাডারের অষ্টম ব্যাচের সদস্য হিসেবে ক্যাডার সার্ভিসে যোগদান করেন। চাকুরিজীবনে তিনি প্রশাসনের বিভিন্ন স্তরে সহকারী কমিশনার, উপজেলা নির্বাহী অফিসার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটসহ উপজেলা ও জেলায় বিভিন্ন দায়িত্ব পালন করেন। তিনি রপ্তানী উন্নয়ন ব্যুরো, ঢাকা সিটি কর্পোরেশন, এনজিও বিষয়ক ব্যুরো, বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ে বিভিন্ন পদেও দায়িত্ব পালন করেন।[২]
৩১ ডিসেম্বর ২০১৯ সাল থেকে ২০২২ সালের সেপ্টেম্বর পর্যন্ত দায়িত্ব পালন করেছেন তিনি মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন।[১][২][৩]
তথ্যসূত্র[সম্পাদনা]
- ↑ ক খ গোপালগঞ্জ প্রতিনিধি (২ জানুয়ারি ২০২০)। "জাতির জনকের সমাধিতে নতুন সাত সচিবের শ্রদ্ধা"। বাংলা ট্রিবিউন। ১৯ ফেব্রুয়ারি ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৫ নভেম্বর ২০২০।
- ↑ ক খ গ ঘ "জনাব রওনক মাহমুদ, সচিব মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সংক্ষিপ্ত জীবনী"। বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন। ২৫ নভেম্বর ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৫ নভেম্বর ২০২০।
- ↑ "রওনক মাহমুদ-সচিব, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়"। প্রিয়.কম। সংগ্রহের তারিখ ২৫ নভেম্বর ২০২০।