জি এম মুশফিকুর রহমান
জি এম মুশফিকুর রহমান | |
---|---|
জন্ম | ৩০ নভেম্বর ১৯৬৬ পারুলীয়া গ্রাম, সাতক্ষীরা জেলা, বাংলাদেশ |
মৃত্যু | ৮ সেপ্টেম্বর ১৯৮৯ লক্ষ্মীছড়ি আর্মি ক্যাম্প, পার্বত্য চট্টগ্রাম, বাংলাদেশ |
আনুগত্য | বাংলাদেশ |
সেবা/ | বাংলাদেশ সেনাবাহিনী |
কার্যকাল | ১৯৮৯ পর্যন্ত |
পদমর্যাদা | লেফটেন্যান্ট |
ইউনিট | ১ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি |
পুরস্কার | বীর উত্তম |
জি এম মুশফিকুর রহমান বীর উত্তম (১৯৬৬-১৯৮৯) বাংলাদেশ সেনাবাহিনীর একজন লেফটেন্যান্ট ছিলেন।[১][২][৩]
জন্ম ও প্রাথমিক জীবন
[সম্পাদনা]৩০ নভেম্বর ১৯৬৬ সাতক্ষীরা জেলার পারুলীয়া গ্রামে জন্ম গ্রহণ করেন। তার পিতার নাম মো. আব্বাস আলী গাজী। তিনি বাংলাদেশ সেনাবাহিনীর ১৫তম বিএমএ লংকোর্সে যোগদান করেন এবং প্রশিক্ষণ শেষে ১ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারিতে কমিশনপ্রাপ্ত হন। তিনি বাঘাইহাট জোনের লক্ষ্মীছড়ি ক্যাম্পের কমান্ডার হিসেবে দায়িত্বরত ছিলেন।[৪]
মৃত্যু
[সম্পাদনা]জি এম মুশফিকুর রহমান ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির অফিসার ছিলেন। ১৯৮৯ সালে ১, ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি তখন পার্বত্য চট্টগ্রামে অপারেশনের দায়িত্বে নিয়োজিত ছিলেন। প্রতিদিনই শান্তিবাহিনীর সদস্যদের সাথে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষ হতো। ৮ সেপ্টেম্বর ১৯৮৯ রাতে জি এম মুশফিকুর রহমান লক্ষ্মীছড়ি আর্মি ক্যাম্প থেকে ১৭ জন রেইডার্স নিয়ে চেলাছড়ার উদ্দেশ্যে রওয়ানা করেছিলেন। ক্যাম্পে যাবার পথে শান্তিবাহিনীর পুঁতে রাখা বোমা বিস্ফোরণে হারান তিনি সহ ৩ জন।[৪][৫]
বীর উত্তম খেতাব লাভ
[সম্পাদনা]২৪ সেপ্টেম্বর তাকে 'বীর উত্তম' উপাধিতে ভূষিত করা হয়। মুক্তিযুদ্ধের পর প্রথম ব্যক্তি হিসেবে 'বীর উত্তম' উপাধি পান তিনি।[৪][৫]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "স্বাধীনতার পর একমাত্র বীর উত্তম লে. মুশফিকের আত্মত্যাগের কাহিনী"। কালের কণ্ঠ। সংগ্রহের তারিখ ২০১৯-০৭-১৩।
- ↑ বাংলাদেশ সেনাবাহিনীর শিক্ষা পরিদপ্তর কর্তৃক প্রকাশিত (মে ২০১৫)। বাংলাদেশ সেনাবাহিনীর ইতিহাস। ৩৬/৭ বাংলাবাজার, ঢাকা: এশিয়া পাবলিকেশনস। পৃষ্ঠা ১ম থেকে ৫ম খণ্ড।
- ↑ History of Counter Insurgency Operations in Chittagong Hill Tracts (1976-1999)। Appendix 4E1-1। পৃষ্ঠা খণ্ড–২, অধ্যায় ৩, ৪, ৫।
- ↑ ক খ গ মেজর জেনারেল (অবঃ) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম। "পার্বত্য চট্টগ্রাম শান্তি প্রক্রিয়া ও পরিবেশ-পরিস্থিতির মূল্যায়ন"।
- ↑ ক খ জি এম মুশফিকুর রহমান, বীর উত্তম। চট্টগ্রাম সেনানিবাস, চট্টগ্রাম।: সদরদপ্তর, ২৪ পদাতিক ডিভিশন।