কুমিল্লা বিশ্ববিদ্যালয়

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

এটি এই পাতার একটি পুরনো সংস্করণ, যা Ibrahim Husain Meraj (আলোচনা | অবদান) কর্তৃক ১০:৩২, ৭ নভেম্বর ২০১৯ তারিখে সম্পাদিত হয়েছিল (ক্যাট-এ-লট: বিষয়শ্রেণী:সরকারি বিশ্ববিদ্যালয় থেকে বিষয়শ্রেণী:বাংলাদেশের সরকারি বিশ্ববিদ্যালয়-এ স্থানান্তরিত)। উপস্থিত ঠিকানাটি (ইউআরএল) এই সংস্করণের একটি স্থায়ী লিঙ্ক, যা বর্তমান সংস্করণ থেকে ব্যাপকভাবে ভিন্ন হতে পারে।

কুমিল্লা বিশ্ববিদ্যালয়
ধরনসরকারি বিশ্ববিদ্যালয়
স্থাপিত২০০৬
আচার্যরাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন
উপাচার্যঅধ্যাপক ড. এমরান কবির চৌধুরী
শিক্ষায়তনিক ব্যক্তিবর্গ
২২৫
শিক্ষার্থী৪২৮৬
ঠিকানা, ,
শিক্ষাঙ্গন২৫০ একর
অধিভুক্তিবিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন
ওয়েবসাইটcou.ac.bd
মানচিত্র

কুমিল্লা বিশ্ববিদ্যালয় বাংলাদেশের কুমিল্লায় অবস্থিত একটি সরকারি বিশ্ববিদ্যালয়। এটি ২০০৬ সালে প্রতিষ্ঠিত হয়। এই বিশ্ববিদ্যালয়টি বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন কর্তৃক অনুমোদিত।

অবস্থান

প্রশাসনিক ভবন, কুমিল্লা বিশ্ববিদ্যালয়

এটি ঢাকা-চট্টগ্রাম বিশ্বরোডের পশ্চিম পাশে এবং কুমিল্লা শহর থেকে প্রায় ৯ কি,মি পশ্চিমে অবস্থিত। এটি ময়নামতির লালমাই বিহার[১] নামক স্থানে ২৫০ একর জায়গা জুড়ে নির্মিত। এর পাশেই রয়েছে শালবন বিহার, কুমিল্লা ক্যাডেট কলেজ।

প্রতিষ্ঠার ইতিহাস

বাংলাদেশ সরকারের সম্মানিত রাষ্ট্রপতি আব্দুল হামিদ বিশ্ববিদ্যালয়টির আচার্য। ২০০৬ সালে এই বিশ্ববিদ্যলয় প্রতিষ্ঠিত হয় এবং উদ্বোধন করেন তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া

উপাচার্যবৃন্দ

প্রফেসর ড. গোলাম মাওলা এই বিশ্ববিদ্যালয়টির প্রতিষ্ঠাতা উপাচার্য। ২০০৮ খ্রিস্টাব্দের ৩০ জুলাই পর্যন্ত তিনি পদত্যাগ করার আগ পর্যন্ত এই বিশ্ববিদ্যালয়টির দায়িত্ব প্রাপ্ত ছিলেন। গণিত বিভাগের অধ্যাপক ড. জুলফিকার আলী পরবর্তীতে ভারপ্রাপ্ত উপাচার্যের দায়িত্ব পালন করেন।[২] পররর্তী উপাচার্য জিহাদুল করিম ক্যাম্পাসে ভয়াবহ সংঘর্ষের পর ২০০৯ খ্রিস্টাব্দে ৭ অক্টোবর পদত্যাগের ঘোষণা দেন।[৩] ২০০৯ খ্রিস্টাব্দে ২২ নভেম্বর, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞানের অধ্যাপক ড. আমির হোসাইন খান বিশ্ববিদ্যালয়টির উপাচার্য হিসেবে যোগ দেন।[৪] অর্থনীতি বিভাগের অধ্যাপক প্রফেসর ড. আলী আশরাফ ২০১৩ হতে ২০১৭ সাল পর্যন্ত উপাচার্যের দায়িত্ব পালন করেন। অতঃপর ২০১৮ সালে উপাচার্য হিসেবে স্থলাভিষিক্ত হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যপক প্রফেসর ড. এমরান কবির চৌধুরী।

অনুষদ ও বিভাগসমূহ

প্রতিষ্ঠাকালে বিশ্ববিদ্যালয়টির মাত্র ৭টি বিভাগ ছিল। বর্তমানে (ডিসেম্বর ২০১৫)[তথ্যসূত্র প্রয়োজন] ৬ টি অনুষদের অধীনে মোট ১৯টি বিভাগ চালু রয়েছে।

প্রকৌশল অনুষদ
  • কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল।
  • তথ্য ও যোগাযোগ প্রযুক্তি।
বিজ্ঞান অনুষদ
  • ফার্মেসী।
  • পদার্থ বিজ্ঞান।
  • রসায়ন।
  • পরিসংখ্যান।
  • গণিত।
ব্যবসায় শিক্ষা অনুষদ
  • হিসাব ও তথ্য ব্যবস্থাপনা।
  • মার্কেটিং।
  • ব্যাবস্থাপনা শিক্ষা।
  • ফিন্যান্স ও ব্যাংকিং।
কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদ
  • লোক প্রশাসন।
  • নৃবিজ্ঞান।
  • বাংলা।
  • ইংরেজি।
  • প্রত্নতত্ত্ব।
  • গণযোগাযোগ সাংবাদিকতা।
  • অর্থনীতি।
আইন অনুষদ
  • আইন।

একাডেমিক ভবনসমূহ

  • বিজ্ঞান অনুষদ ভবন
  • কলা ও মানবিক অনুষদ ভবন
  • ব্যবসা ও বাণিজ্য অনুষদ ভবন
  • প্রকৌশল ও আইন অনুষদ ভবন (নির্মাণাধীন)

পরিবহন ব্যবস্থা

  • ছাত্রছাত্রীদের জন্য বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ৫ টি নীল বাস এবং বিআরটিসির ৯ টি ভাড়া বাসসহ সর্বমোট ১৪টি বাসের ব্যবস্থা রয়েছে।
  • শিক্ষকদের জন্য বাস-মাইক্রোবাস মিলিয়ে সর্বমোট ৭ টি যানবাহন রয়েছে।
  • বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা কর্মচারীদের জন্যও যাতায়াতের ব্যবস্থা রয়েছে।

আবাসিক হলসমূহ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ৪ টি আবাসিক হল রয়েছে। ছাত্রদের জন্য ৩ টি, ছাত্রীদের জন্য রয়েছে একটি। এছাড়াও শিক্ষকদের জন্য রয়েছে ডরমেটরি।

ছাত্র হলসমূহ
  • শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হল।
  • বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল
  • কবি কাজী নজরুল ইসলাম হল
ছাত্রী হলসমূহ
  • নবাব ফয়জুন্নেসা চৌধুরানী হল
  • শেখ হাসিনা হল (নির্মাণাধীন)

রাজনৈতিক দলসমূহ

বিশ্ববিদ্যালয়ে সক্রিয় ছাত্র সংগঠনসমূহঃ

ক্যাম্পাসের প্রসিদ্ধ স্থান

বঙ্গবন্ধু ভাস্কর্য,ফরেস্ট অব আর্ডেন,লালন চত্বর,বাবুই চত্বর, পিএ চত্বর, কাঠাল তলা,বৈশাখী চত্বর, মুক্ত মঞ্চ,প্রেম সেতু,ক্যাফেটেরিয়া,ভিসিটং শহীদ মিনার ও স্নান সেট ভ্যালি

তথ্যসূত্র

  1. "About Us"। কুমিল্লা বিশ্ববিদ্যালয়। সংগ্রহের তারিখ ২০ জুন ২০১৪ 
  2. History
  3. "সংঘর্ষের পর কুমিল্লা বিশ্ববিদ্যালয় বন্ধ, পদত্যাগের ঘোষণা উপাচার্যের"। bdnews24.com। ২০০৯-১০-০৮। ২০০৯-১০-১১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০০৯-১০-১০ 
  4. "আমির হোসেন খান কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ২০১৩ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন"। Daily Prothom Alo। ২০০৯-১১-২২। সংগ্রহের তারিখ ২০০৯-১০-২৪ 

বহিঃসংযোগ