বিষয়বস্তুতে চলুন

উয়েফা ইউরো ২০২৪ গ্রুপ এ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

উয়েফা ইউরো ২০২৪ গ্রুপ এ-এর সকল ম্যাচ ২০২৪ সালের ১৪ হতে ২৩শে জুন তারিখ পর্যন্ত মিউনিখের আলিয়ানৎস আরেনা, কোলনের কোলন স্টেডিয়াম, স্টুটগার্টের স্টুটগার্ট এরিনা এবং ফ্রাঙ্কফুর্টের ফ্রাঙ্কফুর্ট এরিনায় অনুষ্ঠিত হবে।[১] এই গ্রুপে এই আসরের আয়োজক জার্মানি, স্কটল্যান্ড, হাঙ্গেরি এবং সুইজারল্যান্ড একে অপরের মুখোমুখি হবে। গ্রুপ পর্বের সকল ম্যাচ শেষ পয়েন্ট তালিকার শীর্ষ দুই দল ১৬ দলের পর্বে উত্তীর্ণ হবে।[২]

দল[সম্পাদনা]

অব দল পাত্র পদ্ধতি তারিখ অংশগ্রহণ সর্বশেষ সেরা সাফল্য[ক] অবস্থান
বাছাইপর্ব[খ] ফিফা র‍্যাঙ্কিং[গ]
এ১  জার্মানি আয়োজক ২৭ সেপ্টেম্বর ২০১৮ ১৪তম ২০২০ বিজয়ী (১৯৭২, ১৯৮০, ১৯৯৬)
এ২  স্কটল্যান্ড গ্রুপ এ-এ দ্বিতীয় স্থান অধিকারী ১৫ অক্টোবর ২০২৩ ৪র্থ ২০২০ গ্রুপ পর্ব (১৯৯২, ১৯৯৬, ২০২০) ১৩
এ৩  হাঙ্গেরি গ্রুপ জি-এ প্রথম স্থান অধিকারী ১৬ নভেম্বর ২০২৩ ৫ম ২০২০ তৃতীয় স্থান (১৯৬৪)
এ৪   সুইজারল্যান্ড গ্রুপ আই-এ দ্বিতীয় স্থান অধিকারী ১৮ নভেম্বর ২০২৩ ৬ষ্ঠ ২০২০ কোয়ার্টার-ফাইনাল (২০২০) ২০

টীকা

  1. গাঢ় দ্বারা উক্ত বছরের জন্য চ্যাম্পিয়নকে নির্দেশ এবং বাঁকা দ্বারা উক্ত বছরের আয়োজককে নির্দেশ করা হয়েছে।
  2. ২০২৩ সালের নভেম্বর থেকে উয়েফা ইউরো ২০২৪ বাছাইপর্বের সামগ্রিক অবস্থান চূড়ান্ত ড্রয়ের জন্য পাত্র নির্ধারণের ক্ষেত্রে ব্যবহৃত হয়েছে।
  3. এই অবস্থানগুলো ২০২৪ সালের জুন মাস অনুযায়ী, কেননা এই র‍্যাঙ্কিং জুন মাসে এই আসরের চূড়ান্ত পর্বের খেলা শুরুর পূর্বে সর্বশেষ প্রকাশিত র‍্যাঙ্কিং।

পয়েন্ট তালিকা[সম্পাদনা]

অব দল ম্যাচ জয় ড্র হার স্বগো বিগো গোপা পয়েন্ট যোগ্যতা অর্জন
 জার্মানি (H, Q) +৬ নকআউট পর্বে উত্তীর্ণ
  সুইজারল্যান্ড +২
 স্কটল্যান্ড −৪ নকআউট পর্বে সম্ভাব্য উত্তীর্ণ
 হাঙ্গেরি −৪
১৯ জুন ২০২৪ তারিখের খেলা শেষের পর হালনাগাদকৃত। উৎস: উয়েফা
শ্রেণীবিভাগের নিয়মাবলী: টাইব্রেকার
(H) স্বাগতিক; (Q) নির্দেশিত পর্বে উত্তীর্ণ।

১৬ দলের পর্বে,[২]

  • গ্রুপ এ-এর প্রথম স্থান অধিকারী দল গ্রুপ সি-এর দ্বিতীয় স্থান অধিকারী দলের সাথে মুখোমুখি হবে।
  • গ্রুপ এ-এর দ্বিতীয় স্থান অধিকারী দল গ্রুপ বি-এর দ্বিতীয় স্থান অধিকারী দলের সাথে মুখোমুখি হবে।
  • গ্রুপ এ-এর তৃতীয় স্থান অধিকারী দল গ্রুপ বি, গ্রুপ ই অথবা গ্রুপ এফ-এর প্রথম স্থান অধিকারী দলের সাথে মুখোমুখি হবে।

ম্যাচ[সম্পাদনা]

জার্মানি বনাম স্কটল্যান্ড[সম্পাদনা]

জার্মানি ৫–১ স্কটল্যান্ড
প্রতিবেদন
জার্মানি[৪]
স্কটল্যান্ড[৪]
গো মানুয়েল নয়ার
রা.ব্যা. ইয়োজুয়া কিমিশ
সে.ব্যা. আন্টোনিও রুডিগার
সে.ব্যা. ইয়োনাথান টা হলুদ কার্ড ৬২'
লে.ব্যা. ১৮ মাক্সিমিলিয়ান মাটেলস্টাট
সে.মি. ২৩ রবার্ট আনড্রিখ হলুদ কার্ড ৩১' ৪৬তম মিনিটে মাঠ ত্যাগ করেছেন ৪৬'
সে.মি. টনি ক্রুস ৮০তম মিনিটে মাঠ ত্যাগ করেছেন ৮০'
রা.উ. ১০ জামাল মুসিয়ালা ৭৪তম মিনিটে মাঠ ত্যাগ করেছেন ৭৪'
অ্যা.মি. ২১ ইলকায় গুন্দোয়ান (অধি:)
লে.উ. ১৭ ফ্লোরিয়ান ভিরৎস ৬৩তম মিনিটে মাঠ ত্যাগ করেছেন ৬৩'
সে.ফ. কাই হাভের্ৎস ৬৩তম মিনিটে মাঠ ত্যাগ করেছেন ৬৩'
বদলি খেলোয়াড়:
পাস্কাল গ্রোস ৪৬তম মিনিটে মাঠে প্রবেশ করেছেন ৪৬'
১৯ লিরয় জানে ৬৩তম মিনিটে মাঠে প্রবেশ করেছেন ৬৩'
নিকলাস ফুলক্রুগ ৬৩তম মিনিটে মাঠে প্রবেশ করেছেন ৬৩'
১৩ থমাস মুলার ৭৪তম মিনিটে মাঠে প্রবেশ করেছেন ৭৪'
২৫ এমরে জান ৮০তম মিনিটে মাঠে প্রবেশ করেছেন ৮০'
প্রধান কোচ:
জার্মানি ইয়ুলিয়ান নাগেলসমান
গো অ্যাঙ্গাস গান
সে.ব্যা. ১৩ জ্যাক হেন্ড্রি
সে.ব্যা. ১৫ রায়ান পোর্টেয়াস লাল কার্ড ৪৪'
সে.ব্যা. কিরান টিয়ার্নি ৭৭তম মিনিটে মাঠ ত্যাগ করেছেন ৭৭'
ডি.মি. ক্যালাম ম্যাকগ্রেগর ৬৭তম মিনিটে মাঠ ত্যাগ করেছেন ৬৭'
সে.মি. অ্যান্টনি রলস্টন হলুদ কার্ড ৪৮'
সে.মি. অ্যান্ড্রু রবার্টসন (অধি:)
অ্যা.মি. স্কট ম্যাকটমিনে
রা.উ. জন ম্যাকগিন ৬৭তম মিনিটে মাঠ ত্যাগ করেছেন ৬৭'
সে.ফ. ১০ শে অ্যাডামস ৪৬তম মিনিটে মাঠ ত্যাগ করেছেন ৪৬'
লে.উ. ১১ রায়ান ক্রিস্টি ৮২তম মিনিটে মাঠ ত্যাগ করেছেন ৮২'
বদলি খেলোয়াড়:
গ্রান্ট হ্যানলি ৪৬তম মিনিটে মাঠে প্রবেশ করেছেন ৪৬'
১৪ বিলি গিলমোর ৬৭তম মিনিটে মাঠে প্রবেশ করেছেন ৬৭'
২৩ কেনি ম্যাকলিন ৬৭তম মিনিটে মাঠে প্রবেশ করেছেন ৬৭'
২৬ স্কট ম্যাককেনা ৭৭তম মিনিটে মাঠে প্রবেশ করেছেন ৭৭'
লরেন্স শ্যাঙ্কল্যান্ড ৮২তম মিনিটে মাঠে প্রবেশ করেছেন ৮২'
প্রধান কোচ:
স্কটল্যান্ড স্টিভ ক্লার্ক

ম্যান অব দ্য ম্যাচ:
জামাল মুসিয়ালা (জার্মানি)[৫]

সহকারী রেফারি:[৪]
নিকোলাস দানোস (ফ্রান্স)
বঁজামাঁ পাজ (ফ্রান্স)
চতুর্থ রেফারি:
ফ্রঁসোয়া ল্যতেক্সিয়ের (ফ্রান্স)
সংরক্ষিত সহকারী রেফারি:
সিরিল মুনিয়ের (ফ্রান্স)
ভিডিও সহকারী রেফারি:
জেরোম ব্রিজার (ফ্রান্স)
সহকারী ভিডিও সহকারী রেফারি:
উইলি দ্যলাজো (ফ্রান্স)
মাসসিমিলিয়ানো ইররাতি (ইতালি)

হাঙ্গেরি বনাম সুইজারল্যান্ড[সম্পাদনা]

হাঙ্গেরি ১–৩  সুইজারল্যান্ড
প্রতিবেদন
হাঙ্গেরি[৭]
সুইজারল্যান্ড[৭]
গো পেতের গুলাচি
সে.ব্যা. আদাম লাং ৪৬তম মিনিটে মাঠ ত্যাগ করেছেন ৪৬'
সে.ব্যা. উইলি ওরবান
সে.ব্যা. আতিলা সালাই হলুদ কার্ড ৬৯' ৭৯তম মিনিটে মাঠ ত্যাগ করেছেন ৭৯'
ডি.মি. আদাম নাগি ৬৭তম মিনিটে মাঠ ত্যাগ করেছেন ৬৭'
ডি.মি. ১৩ আন্দ্রাশ শেফার
রা.মি. আতিলা ফিওলা
লে.মি. ১১ মিলোশ কেরকেজ ৭৯তম মিনিটে মাঠ ত্যাগ করেছেন ৭৯'
অ্যা.মি. ২০ রোলান্দ শালাই
অ্যা.মি. ১০ দোমিনিক সোবোসলাই (অধি:)
সে.ফ. ১৯ বার্নাবাশ ভার্গা
বদলি খেলোয়াড়:
১৪ বেন্দেগুজ বোলা হলুদ কার্ড ৮৮' ৪৬তম মিনিটে মাঠে প্রবেশ করেছেন ৪৬'
১৫ লাসলো ক্লেইনহেইসলার ৬৭তম মিনিটে মাঠে প্রবেশ করেছেন ৬৭'
মার্তিন আদাম ৭৯তম মিনিটে মাঠে প্রবেশ করেছেন ৭৯'
২৪ মার্তোন দারদাই ৭৯তম মিনিটে মাঠে প্রবেশ করেছেন ৭৯'
প্রধান কোচ:
ইতালি মার্কো রসসি
গো ইয়ান সোমার
সে.ব্যা. ২২ ফাবিয়ান শেয়ার
সে.ব্যা. মানুয়েল আকানজি
সে.ব্যা. ১৩ রিকার্দো রোদ্রিগ্রেস
ডি.মি. ১০ গ্রানিত জাকা (অধি:)
ডি.মি. রেমো ফ্রয়লার হলুদ কার্ড ৫৯' ৮৬তম মিনিটে মাঠ ত্যাগ করেছেন ৮৬'
রা.মি. সিলভান ভিডমার হলুদ কার্ড ৫' ৬৮তম মিনিটে মাঠ ত্যাগ করেছেন ৬৮'
লে.মি. ১৯ দান এনদোয়ে ৮৬তম মিনিটে মাঠ ত্যাগ করেছেন ৮৬'
অ্যা.মি. ২০ মিখেল এবিশার
অ্যা.মি. ১৭ রুবেন ভারগাস ৭৪তম মিনিটে মাঠ ত্যাগ করেছেন ৭৪'
সে.ফ. ১৮ কুয়াদো দুয়াহ ৬৮তম মিনিটে মাঠ ত্যাগ করেছেন ৬৮'
বদলি খেলোয়াড়:
২৫ জেকি আমদুনি ৬৮তম মিনিটে মাঠে প্রবেশ করেছেন ৬৮'
লেওনিদাস স্তের্গিউ ৬৮তম মিনিটে মাঠে প্রবেশ করেছেন ৬৮'
ব্রেল এমবোলো ৭৪তম মিনিটে মাঠে প্রবেশ করেছেন ৭৪'
১৬ ভিনসেন্ট সিয়েরো ৮৬তম মিনিটে মাঠে প্রবেশ করেছেন ৮৬'
২৬ ফাবিয়ান রিডার ৮৬তম মিনিটে মাঠে প্রবেশ করেছেন ৮৬'
প্রধান কোচ:
সুইজারল্যান্ড মুরাত ইয়াকিন হলুদ কার্ড ৮৮'

ম্যান অব দ্য ম্যাচ:
গ্রানিত জাকা (সুইজারল্যান্ড)[৫]

সহকারী রেফারি:[৭]
তোমাজ ক্লাঞ্চনিক (স্লোভেনিয়া)
আন্দ্রাজ কোভাচিচ (স্লোভেনিয়া)
চতুর্থ রেফারি:
রাদে ওব্রেনোভিচ (স্লোভেনিয়া)
সংরক্ষিত সহকারী রেফারি:
ইয়ুরে প্রাপ্রোতনিক (স্লোভেনিয়া)
ভিডিও সহকারী রেফারি:
নেইৎস কায়তাজোভিচ (স্লোভেনিয়া)
সহকারী ভিডিও সহকারী রেফারি:
বার্তোশ ফ্রাঙ্কোভস্কি (ফ্রান্স)
তোমাশ কভিয়াতকোভস্কি (ইতালি)

জার্মানি বনাম হাঙ্গেরি[সম্পাদনা]

জার্মানি[৯]
হাঙ্গেরি[৯]
গো মানুয়েল নয়ার
রা.ব্যা. ইয়োজুয়া কিমিশ
সে.ব্যা. আন্টোনিও রুডিগার হলুদ কার্ড ২৭'
সে.ব্যা. ইয়োনাথান টা
লে.ব্যা. ১৮ মাক্সিমিলিয়ান মাটেলস্টাট হলুদ কার্ড ৮৯'
সে.মি. ২৩ রবার্ট আনড্রিখ ৭২তম মিনিটে মাঠ ত্যাগ করেছেন ৭২'
রা.উ. টনি ক্রুস
রা.উ. ১০ জামাল মুসিয়ালা ৭২তম মিনিটে মাঠ ত্যাগ করেছেন ৭২'
অ্যা.মি. ২১ ইলকায় গুন্দোয়ান (অধি:) ৮৪তম মিনিটে মাঠ ত্যাগ করেছেন ৮৪'
লে.উ. ১৭ ফ্লোরিয়ান ভিরৎস ৫৮তম মিনিটে মাঠ ত্যাগ করেছেন ৫৮'
সে.ফ. কাই হাভের্ৎস ৫৮তম মিনিটে মাঠ ত্যাগ করেছেন ৫৮'
বদলি খেলোয়াড়:
১৯ লিরয় জানে ৫৮তম মিনিটে মাঠে প্রবেশ করেছেন ৫৮'
নিকলাস ফুলক্রুগ ৫৮তম মিনিটে মাঠে প্রবেশ করেছেন ৫৮'
২৫ এমরে জান ৭২তম মিনিটে মাঠে প্রবেশ করেছেন ৭২'
১১ ক্রিস ফুহরিখ ৭২তম মিনিটে মাঠে প্রবেশ করেছেন ৭২'
২৬ দেনিজ উন্দাভ ৮৪তম মিনিটে মাঠে প্রবেশ করেছেন ৮৪'
প্রধান কোচ:
ইয়ুলিয়ান নাগেলসমান
গো পেতের গুলাচি
সে.ব্যা. আতিলা ফিওলা
সে.ব্যা. উইলি ওরবান
সে.ব্যা. ২৪ মার্তোন দারদাই
রা.মি. ১৪ বেন্দেগুজ বোলা ৭৫তম মিনিটে মাঠ ত্যাগ করেছেন ৭৫'
সে.মি. আদাম নাগি ৬৪তম মিনিটে মাঠ ত্যাগ করেছেন ৬৪'
সে.মি. ১৩ আন্দ্রাশ শেফার
লে.মি. ১১ মিলোশ কেরকেজ ৭৫তম মিনিটে মাঠ ত্যাগ করেছেন ৭৫'
অ্যা.মি. ২০ রোলান্দ শালাই ৮৭তম মিনিটে মাঠ ত্যাগ করেছেন ৮৭'
অ্যা.মি. ১০ দোমিনিক সোবোসলাই (অধি:) হলুদ কার্ড ৯০+৩'
সে.ফ. ১৯ বার্নাবাশ ভার্গা হলুদ কার্ড ২২' ৮৭তম মিনিটে মাঠ ত্যাগ করেছেন ৮৭'
বদলি খেলোয়াড়:
১৫ লাসলো ক্লেইনহেইসলার ৬৪তম মিনিটে মাঠে প্রবেশ করেছেন ৬৪'
১৮ জোলত নাগি ৭৫তম মিনিটে মাঠে প্রবেশ করেছেন ৭৫'
মার্তিন আদাম ৭৫তম মিনিটে মাঠে প্রবেশ করেছেন ৭৫'
১৬ দানিয়েল গাজদাগ ৮৭তম মিনিটে মাঠে প্রবেশ করেছেন ৮৭'
২৩ কেভিন চোবোত ৮৭তম মিনিটে মাঠে প্রবেশ করেছেন ৮৭'
প্রধান কোচ:
ইতালি মার্কো রসসি হলুদ কার্ড ৯০+৩'

ম্যান অব দ্য ম্যাচ:
ইলকায় গুন্দোয়ান (জার্মানি)[৫]

সহকারী রেফারি:[৯]
হেসেল স্টেগস্ট্রা (নেদারল্যান্ডস)
ইয়ান ডে ভ্রিস (নেদারল্যান্ডস)
চতুর্থ রেফারি:
সারদার গোজুবুয়ুক (নেদারল্যান্ডস)
সংরক্ষিত সহকারী রেফারি:
ইয়োহান বাল্ডার (নেদারল্যান্ডস)
ভিডিও সহকারী রেফারি:
রব ডিপেরিঙ্ক (নেদারল্যান্ডস)
সহকারী ভিডিও সহকারী রেফারি:
পল ভান বোকেল (নেদারল্যান্ডস)
স্টুয়ার্ট অ্যাটওয়েল (ইংল্যান্ড)

স্কটল্যান্ড বনাম সুইজারল্যান্ড[সম্পাদনা]

স্কটল্যান্ড[১১]
সুইজারল্যান্ড[১১]
গো অ্যাঙ্গাস গান
সে.ব্যা. ১৩ জ্যাক হেন্ড্রি
সে.ব্যা. গ্রান্ট হ্যানলি
সে.ব্যা. কিরান টিয়ার্নি ৬১তম মিনিটে মাঠ ত্যাগ করেছেন ৬১'
রা.উ.ব্যা. অ্যান্টনি রলস্টন
লে.উ.ব্যা. অ্যান্ড্রু রবার্টসন (অধি:)
ডি.মি. ১৪ বিলি গিলমোর ৭৯তম মিনিটে মাঠ ত্যাগ করেছেন ৭৯'
ডি.মি. ক্যালাম ম্যাকগ্রেগর
রা.উ. স্কট ম্যাকটমিনে হলুদ কার্ড ৫১'
লে.উ. জন ম্যাকগিন হলুদ কার্ড ৭১' ৯০তম মিনিটে মাঠ ত্যাগ করেছেন ৯০'
সে.ফ. ১০ শে অ্যাডামস ৯০তম মিনিটে মাঠ ত্যাগ করেছেন ৯০'
বদলি খেলোয়াড়:
২৬ স্কট ম্যাককেনা হলুদ কার্ড ৬৮' ৬১তম মিনিটে মাঠে প্রবেশ করেছেন ৬১'
২৩ কেনি ম্যাকলিন ৭৯তম মিনিটে মাঠে প্রবেশ করেছেন ৭৯'
১১ রায়ান ক্রিস্টি ৯০তম মিনিটে মাঠে প্রবেশ করেছেন ৯০'
লরেন্স শ্যাঙ্কল্যান্ড ৯০তম মিনিটে মাঠে প্রবেশ করেছেন ৯০'
প্রধান কোচ:
স্টিভ ক্লার্ক
গো ইয়ান সোমার
সে.ব্যা. ২২ ফাবিয়ান শেয়ার
সে.ব্যা. মানুয়েল আকানজি
সে.ব্যা. ১৩ রিকার্দো রোদ্রিগ্রেস হলুদ কার্ড ৩১'
ডি.মি. ১০ গ্রানিত জাকা (অধি:)
ডি.মি. রেমো ফ্রয়লার ৭৫তম মিনিটে মাঠ ত্যাগ করেছেন ৭৫'
রা.মি. সিলভান ভিডমার ৮৬তম মিনিটে মাঠ ত্যাগ করেছেন ৮৬'
লে.মি. ২৩ জেরদান শাচিরি ৬০তম মিনিটে মাঠ ত্যাগ করেছেন ৬০'
অ্যা.মি. ২০ মিখেল এবিশার
অ্যা.মি. ১৭ রুবেন ভারগাস ৭৫তম মিনিটে মাঠ ত্যাগ করেছেন ৭৫'
সে.ফ. ১৯ দান এনদোয়ে ৮৬তম মিনিটে মাঠ ত্যাগ করেছেন ৮৬'
বদলি খেলোয়াড়:
ব্রেল এমবোলো ৬০তম মিনিটে মাঠে প্রবেশ করেছেন ৬০'
২৬ ফাবিয়ান রিডার ৭৫তম মিনিটে মাঠে প্রবেশ করেছেন ৭৫'
১৬ ভিনসেন্ট সিয়েরো হলুদ কার্ড ৮৬' ৭৫তম মিনিটে মাঠে প্রবেশ করেছেন ৭৫'
২৫ জেকি আমদুনি ৮৬তম মিনিটে মাঠে প্রবেশ করেছেন ৮৬'
লেওনিদাস স্তের্গিউ ৮৬তম মিনিটে মাঠে প্রবেশ করেছেন ৮৬'
প্রধান কোচ:
মুরাত ইয়াকিন

ম্যান অব দ্য ম্যাচ:
মানুয়েল আকানজি (সুইজারল্যান্ড)[৫]

সহকারী রেফারি:[১১]
ব্রানিস্লাভ হানকো (স্লোভাকিয়া)
ইয়ান পাজোর (স্লোভাকিয়া)
চতুর্থ রেফারি:
ইরফান পেলতো (বসনিয়া ও হার্জেগোভিনা)
সংরক্ষিত সহকারী রেফারি:
সেনাদ ইব্রিশিম্বেগোভিচ (বসনিয়া ও হার্জেগোভিনা)
ভিডিও সহকারী রেফারি:
তোমাশ কভিয়াতকোভস্কি (পোল্যান্ড)
সহকারী ভিডিও সহকারী রেফারি:
বার্তোশ ফ্রাঙ্কোভস্কি (পোল্যান্ড)
নেইৎস কায়তাজোভিচ (স্লোভেনিয়া)

সুইজারল্যান্ড বনাম জার্মানি[সম্পাদনা]

স্কটল্যান্ড বনাম হাঙ্গেরি[সম্পাদনা]

শাস্তিমূলক পয়েন্ট[সম্পাদনা]

গ্রুপ পর্বের সকল ম্যাচ শেষে যদি সামগ্রিক তথ্য ও হেড-টু-হেড ম্যাচের তথ্যের নিয়ম ব্যবহার করার পরও যদি একাধিক দল একই সমতায় থাকে (এবং যদি পেনাল্টি শুট-আউট টাইব্রেকার হিসেবে প্রযোজ্য না হয়), তবে সুশৃঙ্খলভাবে খেলার মাধ্যমে অর্জিত পয়েন্টের উপর ভিত্তি করে দলীয় অবস্থান নির্ধারণ করা হবে। গ্রুপ ম্যাচে প্রাপ্ত হলুদ ও লাল কার্ডের উপর ভিত্তি করে এই পয়েন্ট নির্ণয় করা হবে, যা নিম্নে উল্লেখ করা হয়েছে:[২]

  • হলুদ কার্ড = −১ পয়েন্ট
  • দুইটি হলুদ কার্ডের ফলে লাল কার্ড = −৩ পয়েন্ট
  • সরাসরি লাল কার্ড = −৪ পয়েন্ট
  • একটি হলুদ কার্ডের পর সরাসরি লাল কার্ড = −৫ পয়েন্ট

উপর্যুক্ত নিয়মের মধ্যে এক ম্যাচে কেবল একজন খেলোয়াড়ের ক্ষেত্রে প্রয়োগ করা হয়েছিল।

দল ১ম ম্যাচ ২য় ম্যাচ ৩য় ম্যাচ পয়েন্ট
হলুদ কার্ড হলুদ কার্ড হলুদ-লাল কার্ড লাল কার্ড হলুদ কার্ড লাল কার্ড হলুদ কার্ড হলুদ কার্ড হলুদ-লাল কার্ড লাল কার্ড হলুদ কার্ড লাল কার্ড হলুদ কার্ড হলুদ কার্ড হলুদ-লাল কার্ড লাল কার্ড হলুদ কার্ড লাল কার্ড
 জার্মানি −৪
 স্কটল্যান্ড −৭
 হাঙ্গেরি –৫
  সুইজারল্যান্ড –৫

আরও দেখুন[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "UEFA Euro 2024 match schedule" (পিডিএফ)UEFA.com। Union of European Football Associations। ২ ডিসেম্বর ২০২৩। সংগ্রহের তারিখ ২ ডিসেম্বর ২০২৩ 
  2. "Regulations of the UEFA European Football Championship, 2022–24" (পিডিএফ)। Union of European Football Associations। ১০ মে ২০২২। ১৬ মে ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৬ মে ২০২২ 
  3. "Full Time Summary – Germany v Scotland" (পিডিএফ)UEFA.com। Union of European Football Associations। ১৪ জুন ২০২৪। সংগ্রহের তারিখ ১৪ জুন ২০২৪ 
  4. "Tactical Line-ups – Germany v Scotland" (পিডিএফ)UEFA.com। Union of European Football Associations। ১৪ জুন ২০২৪। সংগ্রহের তারিখ ১৪ জুন ২০২৪ 
  5. "Every EURO 2024 Player of the Match"UEFA.com। ১৪ জুন ২০২৪। সংগ্রহের তারিখ ১৪ জুন ২০২৪ 
  6. "Full Time Report – Hungary v Switzerland" (পিডিএফ)UEFA.com। Union of European Football Associations। ১৫ জুন ২০২৪। সংগ্রহের তারিখ ১৫ জুন ২০২৪ 
  7. "Tactical Line-ups – Hungary v Switzerland" (পিডিএফ)UEFA.com। Union of European Football Associations। ১৫ জুন ২০২৪। সংগ্রহের তারিখ ১৫ জুন ২০২৪ 
  8. "Full Time Report – Germany v Hungary" (পিডিএফ)UEFA.com। Union of European Football Associations। ১৯ জুন ২০২৪। সংগ্রহের তারিখ ১৯ জুন ২০২৪ 
  9. "Tactical Line-ups – Germany v Hungary" (পিডিএফ)UEFA.com। Union of European Football Associations। ১৯ জুন ২০২৪। সংগ্রহের তারিখ ১৯ জুন ২০২৪ 
  10. "Full Time Report – Scotland v Switzerland" (পিডিএফ)UEFA.com। Union of European Football Associations। ১৯ জুন ২০২৪। সংগ্রহের তারিখ ১৯ জুন ২০২৪ 
  11. "Tactical Line-ups – Scotland v Switzerland" (পিডিএফ)UEFA.com। Union of European Football Associations। ১৯ জুন ২০২৪। সংগ্রহের তারিখ ১৯ জুন ২০২৪ 

বহিঃসংযোগ[সম্পাদনা]