বিষয়বস্তুতে চলুন

এন্দ্রে বোতকা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
এন্দ্রে বোতকা
২০২০ সালে হাঙ্গেরির হয়ে বোতকা
ব্যক্তিগত তথ্য
জন্ম (1994-08-25) ২৫ আগস্ট ১৯৯৪ (বয়স ২৯)
জন্ম স্থান বুদাপেস্ট, হাঙ্গেরি
উচ্চতা ১.৭৭ মিটার (৫ ফুট + ইঞ্চি)
মাঠে অবস্থান রক্ষণভাগের খেলোয়াড়
ক্লাবের তথ্য
বর্তমান দল
ফেরেন্তসভারোসি
জার্সি নম্বর ২১
‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ১৬:৩৭, ২০ মে ২০২৪ (ইউটিসি) তারিখ অনুযায়ী সঠিক।

এন্দ্রে বোতকা (হাঙ্গেরীয়: Endre Botka; জন্ম: ২৫ আগস্ট ১৯৯৪) হলেন একজন হাঙ্গেরীয় পেশাদার ফুটবল খেলোয়াড়। তিনি বর্তমানে হাঙ্গেরীয় ক্লাব ফেরেন্তসভারোসি এবং হাঙ্গেরি জাতীয় দলের হয়ে রক্ষণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন। তিনি মূলত ডান পার্শ্বীয় রক্ষণভাগের খেলোয়াড় হিসেবে খেললেও মাঝেমধ্যে বাম পার্শ্বীয় রক্ষণভাগের খেলোয়াড় অথবা কেন্দ্রীয় রক্ষণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন।

২০১০ সালে, বোতকা হাঙ্গেরি অনূর্ধ্ব-১৬ দলের হয়ে হাঙ্গেরির বয়সভিত্তিক পর্যায়ে অভিষেক করেছিলেন। প্রায় চার বছর যাবত হাঙ্গেরির বয়সভিত্তিক দলের হয়ে খেলার পর, তিনি ২০১৬ সালে হাঙ্গেরির হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছেন; হাঙ্গেরির জার্সি গায়ে তিনি এপর্যন্ত ২৫ ম্যাচে ১টি গোল করেছেন।

প্রারম্ভিক জীবন[সম্পাদনা]

এন্দ্রে বোতকা ১৯৯৪ সালের ২৫শে আগস্ট তারিখে হাঙ্গেরির বুদাপেস্টে জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন।

আন্তর্জাতিক ফুটবল[সম্পাদনা]

বোতকা হাঙ্গেরি অনূর্ধ্ব-১৬, হাঙ্গেরি অনূর্ধ্ব-১৯, হাঙ্গেরি অনূর্ধ্ব-২০ এবং হাঙ্গেরি অনূর্ধ্ব-২১ দলের হয়ে খেলার মাধ্যমে হাঙ্গেরির প্রতিনিধিত্ব করেছেন। ২০১০ সালের ১১ই মে তারিখে তিনি অস্ট্রিয়া অনূর্ধ্ব-১৬ দলের বিরুদ্ধে ম্যাচে হাঙ্গেরি অনূর্ধ্ব-১৬ দলের হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছেন।[১] হাঙ্গেরির বয়সভিত্তিক দলের হয়ে তিনি প্রায় ৪ বছরে ২২ ম্যাচে অংশগ্রহণ করেছেন।

২০১৬ সালের ১৫ই নভেম্বর তারিখে, ২২ বছর, ২ মাস ও ২১ দিন বয়সে, ডান পায়ে ফুটবল খেলায় পারদর্শী বোতকা সুইডেনের বিরুদ্ধে অনুষ্ঠিত প্রীতি ম্যাচে অংশগ্রহণ করার মাধ্যমে আন্তর্জাতিক ফুটবলে হাঙ্গেরির হয়ে অভিষেক করেছেন।[২] উক্ত ম্যাচের ৬৯তম মিনিটে রক্ষণভাগের খেলোয়াড় আতিলা ফিওনার বদলি খেলোয়াড় হিসেবে তিনি মাঠে প্রবেশ করেছিলেন;[৩] ম্যাচে তিনি ২ নম্বর জার্সি পরিধান করে ডান পার্শ্বীয় রক্ষণভাগের খেলোয়াড় হিসেবে খেলেছিলেন।[৪] ম্যাচটি সুইডেন ২–০ গোলের ব্যবধানে জয়লাভ করেছিল।[৫] হাঙ্গেরির হয়ে অভিষেকের বছরে বোতকা সর্বমোট ১ ম্যাচে অংশগ্রহণ করেছেন। জাতীয় দলের হয়ে অভিষেকের ৪ বছর, ৯ মাস ও ২৪ দিন পর, হাঙ্গেরির জার্সি গায়ে প্রথম গোলটি করেছেন;[৬] ২০২১ সালের ৮ই সেপ্টেম্বর তারিখে, অ্যান্ডোরার বিরুদ্ধে ম্যাচের ১৮তম মিনিটে সাবোলচ শোনের অ্যাসিস্ট হতে হাঙ্গেরির হয়ে ম্যাচের দ্বিতীয় গোলটি করার মাধ্যমে তিনি আন্তর্জাতিক ফুটবলে তার প্রথম গোলটি করেছেন।[৭][৮]

পরিসংখ্যান[সম্পাদনা]

আন্তর্জাতিক[সম্পাদনা]

২০ মে ২০২৪ পর্যন্ত হালনাগাদকৃত।
দল সাল ম্যাচ গোল
হাঙ্গেরি ২০১৬
২০১৮
২০২০
২০২১
২০২২
২০২৩
সর্বমোট ২৫

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Hungary U16 - Austria U16, May 11, 2010 - International Friendlies - Match sheet"www.transfermarkt.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৪-০৬-০৯ 
  2. "Hungary vs. Sweden - 15 November 2016 - Soccerway"int.soccerway.com। সংগ্রহের তারিখ ২০২৪-০৬-০৯ 
  3. "Hungary - Sweden 0:2 (Friendlies 2016, November)"worldfootball.net (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৪-০৬-০৯ 
  4. "Hungary - Sweden, Nov 15, 2016 - International Friendlies - Match sheet"www.transfermarkt.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৪-০৬-০৯ 
  5. Strack-Zimmermann, Benjamin। "Hungary vs. Sweden"www.national-football-teams.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৪-০৬-০৯ 
  6. "Hungary vs. Andorra - 8 September 2021 - Soccerway"int.soccerway.com। সংগ্রহের তারিখ ২০২৪-০৬-০৯ 
  7. "Hungary - Andorra, Sep 8, 2021 - World Cup qualification Europe - Match sheet"www.transfermarkt.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৪-০৬-০৯ 
  8. "Hungary - Andorra 2:1 (WC Qualifiers Europe 2021/2022, Group I)"worldfootball.net (ইংরেজি ভাষায়)। ২০২১-০৯-০৮। সংগ্রহের তারিখ ২০২৪-০৬-০৯ 

বহিঃসংযোগ[সম্পাদনা]