বিষয়বস্তুতে চলুন

মাক্সিমিলিয়ান বাইয়ার

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
মাক্সিমিলিয়ান বাইয়ার
ব্যক্তিগত তথ্য
জন্ম (2002-10-17) ১৭ অক্টোবর ২০০২ (বয়স ২১)
জন্ম স্থান ব্রাডেনবুর্গ আন ডার হাভেল, জার্মানি
উচ্চতা ১.৮৫ মিটার (৬ ফুট ১ ইঞ্চি)
মাঠে অবস্থান আক্রমণভাগের খেলোয়াড়
ক্লাবের তথ্য
বর্তমান দল
হফেনহাইম
জার্সি নম্বর ১৪
‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ১১:৫৪, ২৫ এপ্রিল ২০২৪ (ইউটিসি) তারিখ অনুযায়ী সঠিক।

মাক্সিমিলিয়ান বাইয়ার (জার্মান: Maximilian Beier; জন্ম: ১৭ অক্টোবর ২০০২) হলেন একজন জার্মান পেশাদার ফুটবল খেলোয়াড়[১] তিনি বর্তমানে জার্মানির পেশাদার ফুটবল লিগের শীর্ষ স্তর বুন্দেসলিগার ক্লাব হফেনহাইমের হয়ে আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন। তিনি মূলত কেন্দ্রীয় আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে খেললেও মাঝেমধ্যে ডান পার্শ্বীয় আক্রমণভাগের খেলোয়াড় অথবা বাম পার্শ্বীয় আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন।

২০১৯ সালে, বাইয়ার জার্মানি অনূর্ধ্ব-১৭ দলের হয়ে জার্মানির বয়সভিত্তিক পর্যায়ে অভিষেক করেছিলেন।

প্রারম্ভিক জীবন[সম্পাদনা]

মাক্সিমিলিয়ান বাইয়ার ২০০২ সালের ১৭ই অক্টোবর তারিখে জার্মানির ব্রাডেনবুর্গ আন ডার হাভেলে জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন।

আন্তর্জাতিক ফুটবল[সম্পাদনা]

বাইয়ার জার্মানি অনূর্ধ্ব-১৭, জার্মানি অনূর্ধ্ব-২০ এবং জার্মানি অনূর্ধ্ব-২১ দলের হয়ে খেলার মাধ্যমে জার্মানির প্রতিনিধিত্ব করেছেন। জার্মানির বয়সভিত্তিক দলের হয়ে তিনি প্রায় ৩ বছরে ১৯ ম্যাচে অংশগ্রহণ করে ৩টি গোল করেছেন।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Maximilian Beier - Spielerprofil"DFB Datencenter (জার্মান ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৪-০৬-২৩ 

বহিঃসংযোগ[সম্পাদনা]