বিষয়বস্তুতে চলুন

কেনি ম্যাকলিন

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
কেনি ম্যাকলিন
২০২১ সালে নরউইচ সিটির হয়ে ম্যাকলিন
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম কেনেথ ম্যাকলিন
জন্ম (1992-01-08) ৮ জানুয়ারি ১৯৯২ (বয়স ৩২)
জন্ম স্থান রাদারগ্লেন, স্কটল্যান্ড
উচ্চতা ১.৮৩ মিটার (৬ ফুট ০ ইঞ্চি)
মাঠে অবস্থান মধ্যমাঠের খেলোয়াড়
ক্লাবের তথ্য
বর্তমান দল
নরউইচ সিটি
জার্সি নম্বর ২৩
‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ১৭:৫১, ১৩ জুন ২০২৪ (ইউটিসি) তারিখ অনুযায়ী সঠিক।

কেনেথ ম্যাকলিন (ইংরেজি: Kenny McLean; জন্ম: ৮ জানুয়ারি ১৯৯২; কেনি ম্যাকলিন নামে সুপরিচিত) হলেন একজন স্কটল্যান্ডীয় পেশাদার ফুটবল খেলোয়াড়। তিনি বর্তমানে ইংল্যান্ডের পেশাদার ফুটবল লিগের দ্বিতীয় স্তর ইএফএল চ্যাম্পিয়নশিপের ক্লাব নরউইচ সিটি এবং স্কটল্যান্ড জাতীয় দলের হয়ে মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেলেন। তিনি মূলত কেন্দ্রীয় মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেললেও মাঝেমধ্যে আক্রমণাত্মক মধ্যমাঠের খেলোয়াড় অথবা রক্ষণাত্মক মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেলেন।

২০১০ সালে, ম্যাকলিন স্কটল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলের হয়ে স্কটল্যান্ডের বয়সভিত্তিক পর্যায়ে অভিষেক করেছিলেন। প্রায় তিন বছর যাবত স্কটল্যান্ডের বয়সভিত্তিক দলের হয়ে খেলার পর, তিনি ২০১৬ সালে স্কটল্যান্ডের হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছেন; স্কটল্যান্ডের জার্সি গায়ে তিনি এপর্যন্ত ৩৮ ম্যাচে ২টি গোল করেছেন।

প্রারম্ভিক জীবন[সম্পাদনা]

কেনেথ ম্যাকলিন ১৯৯২ সালের ৮ই জানুয়ারি তারিখে স্কটল্যান্ডের রাদারগ্লেনে জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন।

আন্তর্জাতিক ফুটবল[সম্পাদনা]

ম্যাকলিন স্কটল্যান্ড অনূর্ধ্ব-১৯ এবং স্কটল্যান্ড অনূর্ধ্ব-২১ দলের হয়ে খেলার মাধ্যমে স্কটল্যান্ডের প্রতিনিধিত্ব করেছেন। ২০১০ সালের ৩রা অক্টোবর তারিখে তিনি স্কটল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলের হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছেন। স্কটল্যান্ডের বয়সভিত্তিক দলের হয়ে তিনি প্রায় ৩ বছরে ১২ ম্যাচে অংশগ্রহণ করেছেন।

২০১৬ সালের ২৪শে মার্চ তারিখে, ২৪ বছর, ২ মাস ও ১৬ দিন বয়সে, বাম পায়ে ফুটবল খেলায় পারদর্শী ম্যাকলিন চেক প্রজাতন্ত্রের বিরুদ্ধে অনুষ্ঠিত প্রীতি ম্যাচে অংশগ্রহণ করার মাধ্যমে আন্তর্জাতিক ফুটবলে স্কটল্যান্ডের হয়ে অভিষেক করেছেন।[১] তিনি উক্ত ম্যাচের মূল একাদশে অন্তর্ভুক্ত ছিলেন;[২] ম্যাচে তিনি ১৯ নম্বর জার্সি পরিধান করে আক্রমণাত্মক মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেলেছিলেন।[৩] ম্যাচটি স্কটল্যান্ড ১–০ গোলের ব্যবধানে জয়লাভ করেছিল।[৪] স্কটল্যান্ডের হয়ে অভিষেকের বছরে ম্যাকলিন সর্বমোট ১ ম্যাচে অংশগ্রহণ করেছেন। জাতীয় দলের হয়ে অভিষেকের ৩ বছর পর, স্কটল্যান্ডের জার্সি গায়ে প্রথম গোলটি করেছেন;[৫] ২০১৯ সালের ২৪শে মার্চ তারিখে, সান মারিনোর বিরুদ্ধে ম্যাচের ৪র্থ মিনিটে রায়ান ফ্র্যাসারের অ্যাসিস্ট হতে স্কটল্যান্ডের হয়ে ম্যাচের প্রথম গোলটি করার মাধ্যমে তিনি আন্তর্জাতিক ফুটবলে তার প্রথম গোলটি করেছেন।[৬][৭]

পরিসংখ্যান[সম্পাদনা]

আন্তর্জাতিক[সম্পাদনা]

১৩ জুন ২০২৪ পর্যন্ত হালনাগাদকৃত।
দল সাল ম্যাচ গোল
স্কটল্যান্ড ২০১৬
২০১৭
২০১৮
২০১৯
২০২০
২০২১
২০২২
২০২৩
২০২৪
সর্বমোট ৩৮

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Czechia vs. Scotland - 24 March 2016 - Soccerway"int.soccerway.com। সংগ্রহের তারিখ ২০২৪-০৬-১৩ 
  2. "Czech Republic - Scotland 0:1 (Friendlies 2016, March)"worldfootball.net (ইংরেজি ভাষায়)। ২০১৬-০৩-২৪। সংগ্রহের তারিখ ২০২৪-০৬-১৩ 
  3. "Czech Republic - Scotland, Mar 24, 2016 - International Friendlies - Match sheet"www.transfermarkt.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৪-০৬-১৩ 
  4. Strack-Zimmermann, Benjamin। "Czech Republic vs. Scotland"www.national-football-teams.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৪-০৬-১৩ 
  5. "San Marino vs. Scotland - 24 March 2019 - Soccerway"int.soccerway.com। সংগ্রহের তারিখ ২০২৪-০৬-১৩ 
  6. "San Marino - Scotland, Mar 24, 2019 - European Qualifiers - Match sheet"www.transfermarkt.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৪-০৬-১৩ 
  7. "San Marino - Scotland 0:2 (EURO Qualifiers 2019/2020, Group I)"worldfootball.net (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৪-০৬-১৩ 

বহিঃসংযোগ[সম্পাদনা]