কৃষ্ণনগর ইউনিয়ন, নবীনগর

স্থানাঙ্ক: ২৩°৫৫′১১″ উত্তর ৯০°৫৯′২৮″ পূর্ব / ২৩.৯১৯৭২° উত্তর ৯০.৯৯১১১° পূর্ব / 23.91972; 90.99111
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
কৃষ্ণনগর
ইউনিয়ন
৩নং কৃষ্ণনগর ইউনিয়ন পরিষদ
কৃষ্ণনগর চট্টগ্রাম বিভাগ-এ অবস্থিত
কৃষ্ণনগর
কৃষ্ণনগর
কৃষ্ণনগর বাংলাদেশ-এ অবস্থিত
কৃষ্ণনগর
কৃষ্ণনগর
বাংলাদেশে কৃষ্ণনগর ইউনিয়ন, নবীনগরের অবস্থান
স্থানাঙ্ক: ২৩°৫৫′১১″ উত্তর ৯০°৫৯′২৮″ পূর্ব / ২৩.৯১৯৭২° উত্তর ৯০.৯৯১১১° পূর্ব / 23.91972; 90.99111 উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
দেশবাংলাদেশ
বিভাগচট্টগ্রাম বিভাগ
জেলাব্রাহ্মণবাড়িয়া জেলা
উপজেলানবীনগর উপজেলা উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
সরকার
 • চেয়ারম্যানমুফতী আমজাদ হোসাইন আশরাফী
জনসংখ্যা
 • মোট৩১,০৭৬
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
পোস্ট কোড৩৪০০ উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
মানচিত্র
মানচিত্র

কৃষ্ণনগর বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া জেলার অন্তর্গত নবীনগর উপজেলার একটি ইউনিয়ন

আয়তন[সম্পাদনা]

কৃষ্ণনগর ইউনিয়নের আয়তন ৫,০৬৩ একর (২০.৪৯ বর্গ কিলোমিটার)।[১]

জনসংখ্যার উপাত্ত[সম্পাদনা]

২০১১ সালের আদমশুমারি অনুযায়ী কৃষ্ণনগর ইউনিয়নের মোট জনসংখ্যা ৩১,০৭৬ জন। এর মধ্যে পুরুষ ১৪,৬৪০ জন এবং মহিলা ১৬,৪৩৬ জন। মোট পরিবার ৫,৭২৩টি।[১] জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে প্রায় ১,৫১৭ জন।[২]

ইতিহাস[সম্পাদনা]

অবস্থান ও সীমানা[সম্পাদনা]

নবীনগর উপজেলার উত্তরাংশে কৃষ্ণনগর ইউনিয়নের অবস্থান। এ ইউনিয়নের পূর্বে বড়াইল ইউনিয়ন, তিতাস নদীবিদ্যাকুট ইউনিয়ন; দক্ষিণে তিতাস নদী, নবীনগর পূর্ব ইউনিয়ন, নবীনগর পৌরসভানবীনগর পশ্চিম ইউনিয়ন; পশ্চিমে বীরগাঁও ইউনিয়ন এবং উত্তরে আশুগঞ্জ উপজেলার লালপুর ইউনিয়নশরীফপুর ইউনিয়ন অবস্থিত।

প্রশাসনিক কাঠামো[সম্পাদনা]

কৃষ্ণনগর ইউনিয়ন নবীনগর উপজেলার আওতাধীন ৩নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম নবীনগর থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ২৪৭নং নির্বাচনী এলাকা ব্রাহ্মণবাড়িয়া-৫ এর অংশ। এ ইউনিয়নের গ্রামসংখ্যা ১১টি।

শিক্ষা ব্যবস্থা[সম্পাদনা]

২০১১ সালের আদমশুমারি অনুযায়ী কৃষ্ণনগর ইউনিয়নের সাক্ষরতার হার ৩১.৫%।[১]

শিক্ষা প্রতিষ্ঠান[সম্পাদনা]

যোগাযোগ ব্যবস্থা[সম্পাদনা]

ব্রাহ্মণবাড়িয়া টু নবীনগর রোডে পৈরতলা বাসষ্ট্যান্ড থেকে সি এন জি, অটোরিক্সা বা যে কোন গাড়ী দিয়ে গোকর্ণ, কালিশীমা, বড়াইল হয়ে কৃষ্ণনগর বাজার আসতে মাত্র ১৪ কিলোমিটার পাকা রাস্তা।

খাল ও নদী[সম্পাদনা]

কৃষ্ণনগর ইউনিয়নের প্রধান দুইটি নদী তিতাস নদীপাগলা নদী

হাট-বাজার[সম্পাদনা]

কৃষ্ণনগর বাজার, সিতারামপুর বাজার, খলিল মার্কেট দৌলতপুর, থানারকান্দি বাজার, গৌরনগর চকবাজার, গাজিরকান্দি চকবাজার সহ প্রতিটি গ্রামে রয়েছে একাধিক মুদি মালের দোকান।

দর্শনীয় স্থান[সম্পাদনা]

  • কৃষ্ণনগর বড়বাড়ি
  • মধ্যপাড়ার পুরনো বাড়ি (জমিদার ধাঁচের)
  • মধ্যপাড়া চেয়ারম্যান বাড়ীর অভ্যন্তরীণ পুরনো বাড়ি
  • মুফতী সাবের বাড়ী (আশ্রাফপুর)

জনপ্রতিনিধি[সম্পাদনা]

  • বর্তমান চেয়ারম্যান: মুফতী আমজাদ হোসাইন আশরাফী

আরও দেখুন[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "ইউনিয়ন পরিসংখ্যান সংক্রান্ত জাতীয় তথ্য" (পিডিএফ)www.bbs.gov.bd। Archived from the original on ৮ ডিসেম্বর ২০১৫। সংগ্রহের তারিখ ৫ ডিসেম্বর ২০১৯ 
  2. "ব্রাহ্মণবাড়িয়া জেলার তথ্য উপাত্ত" (পিডিএফ)www.bbs.gov.bd। Archived from the original on ১৩ নভেম্বর ২০১৪। সংগ্রহের তারিখ ৫ ডিসেম্বর ২০১৯ 

বহিঃসংযোগ[সম্পাদনা]