কাটিনা পাক্সিনু
কাটিনা পাক্সিনো | |
---|---|
Κατίνα Παξινού | |
জন্ম | পিরেয়াস, গ্রিস | ১৭ ডিসেম্বর ১৯০০
মৃত্যু | ২২ ফেব্রুয়ারি ১৯৭৩ | (বয়স ৭২)
পেশা | অভিনেত্রী |
কর্মজীবন | ১৯২৮-১৯৭০ |
দাম্পত্য সঙ্গী | ইয়োয়ানিস পাক্সিনোস (বি. ১৯১৭; বিচ্ছেদ. ১৯২৩) আলেক্সিস মিনোটিস (বি. ১৯৪০; মৃ. ১৯৭০) |
সন্তান | ২ |
কাটিনা পাক্সিনু (গ্রিক: Κατίνα Παξινού; ১৭ ডিসেম্বর ১৯০০ - ২২ ফেব্রুয়ারি ১৯৭৩)[১][২] ছিলেন একজন গ্রিক চলচ্চিত্র ও মঞ্চ অভিনেত্রী। তিনি ১৯২৮ সালে গ্রিসে মঞ্চ অভিনয়ের মধ্য দিয়ে তার কর্মজীবন শুরু করেন। তিনি ১৯৩২ সালে প্রতিষ্ঠিত গ্রিসের জাতীয় থিয়েটারের প্রতিষ্ঠাতা সদস্যদের একজন ছিলেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হলে তিনি যুক্তরাজ্য ও পরে মার্কিন যুক্তরাষ্ট্রে চলে যান। যুক্তরাষ্ট্রে ফর হুম দ্য বেল টোলস (১৯৪৩) দিয়ে তার চলচ্চিত্রে আত্মপ্রকাশ ঘটে এবং এই কাজের জন্য তিনি শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী বিভাগে একাডেমি পুরস্কার[৩] এবং গোল্ডেন গ্লোব পুরস্কার অর্জন করেন।
পাক্সিনো অল্প সংখ্যক হলিউড চলচ্চিত্রে অভিনয় করেন এবং ১৯৫০-এর দশকের শুরুতে গ্রিসে ফিরে আসেন। তিনি সেখানে পুনরায় মঞ্চে মনোনিবেশ করেন এবং কয়েকটি ইউরোপীয় চলচ্চিত্রে অভিনয় করেন। দীর্ঘদিন ক্যান্সারের সাথে যুদ্ধের পর তিনি ১৯৭৩ সালে মৃত্যুবরণ করেন।
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "Katina Paxinou | Greek actress"। এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৭ ডিসেম্বর ২০১৮।
- ↑ "Κατίνα Παξινού"। সান সিমেরা (গ্রিক ভাষায়)। সংগ্রহের তারিখ ১৭ ডিসেম্বর ২০১৮।
- ↑ "Katina Paxinou, Won Oscar in '43"। দ্য নিউ ইয়র্ক টাইমস (ইংরেজি ভাষায়)। ২৩ ফেব্রুয়ারি ১৯৭৩। সংগ্রহের তারিখ ১৭ ডিসেম্বর ২০১৮।
বহিঃসংযোগ
[সম্পাদনা]- ইন্টারনেট ব্রডওয়ে ডেটাবেজে কাটিনা পাক্সিনু (ইংরেজি)
- ইন্টারনেট মুভি ডেটাবেজে কাটিনা পাক্সিনু (ইংরেজি)
- ১৯০০-এ জন্ম
- ১৯৭৩-এ মৃত্যু
- ২০শ শতাব্দীর গ্রিক অভিনেত্রী
- গ্রিক চলচ্চিত্র অভিনেত্রী
- গ্রিক মঞ্চ অভিনেত্রী
- গ্রিসে ক্যান্সারে মৃত্যু
- এথেন্সের অভিনেত্রী
- মার্কিন যুক্তরাষ্ট্রে গ্রিক প্রবাসী
- শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী বিভাগে একাডেমি পুরস্কার বিজয়ী
- গোল্ডেন গ্লোব পুরস্কার (সেরা পার্শ্ব অভিনেত্রী - চলচ্চিত্র) বিজয়ী
- মার্কিন চলচ্চিত্র অভিনেত্রী
- মার্কিন নাগরিকত্ব প্রাপ্ত ব্যক্তি
- ২০শ শতাব্দীর মার্কিন অভিনেত্রী
- মার্কিন মঞ্চ অভিনেত্রী