কাপাসগোলা জামতলা শাহী জামে মসজিদ
অবয়ব
কাপাসগোলা জামতলা জামে মসজিদ | |
---|---|
কাপাসগোলা জামতলা শাহী জামে মসজিদ ক্লক টাওয়ার | |
স্থানাঙ্ক: ২২°২১′৩৬″ উত্তর ৯১°৫০′২৬″ পূর্ব / ২২.৩৫৯৮৮৯৫° উত্তর ৯১.৮৪০৬২১২° পূর্ব | |
অবস্থান | চকবাজার, চট্টগ্রাম, বাংলাদেশ |
প্রতিষ্ঠিত | ১৮৯০ (আনুমানিক) |
শাখা/ঐতিহ্য | ইসলাম সুন্নি |
প্রশাসন | সামাজিক ভাবে পরিচালিত |
পরিচালনা |
|
স্থাপত্য তথ্য | |
ধরন | ঐতিহাসিক |
ধারণক্ষমতা | প্রায় ৭০০০ |
দৈর্ঘ্য | ২৯৫ ফুট |
প্রস্থ | ১০৩ ফুট |
আবৃত স্থান | ০,৫৪ একর |
আয়তন | ৩.৮ একর |
গম্বুজ | ১টি |
গম্বুজের উচ্চতা (বাহ্যিক) | ২২ ফুট |
গম্বুজের উচ্চতা (অভ্যন্তরীণ) | ১৮ ফুট |
গম্বুজের ব্যাস (বাহ্যিক) | ২৮ ফুট |
গম্বুজের ব্যাস (অভ্যন্তরীণ) | ২৪ ফুট |
মিনার | ৮টি (চারটি বড় চারটি ছোট) |
মিনারের উচ্চতা | ২৫ ফুট |
ভবনের উপকরণ | কংক্রিট |
কাপাসগোলা জামতলা শাহী মসজিদ বাংলাদেশের বন্দরনগরী চট্টগ্রাম মহানগরের চকবাজার ওয়ার্ডের কাপাসগোলাস্থ আরাকান সড়কের পাশেই অবস্থিত একটি মসজিদ। ৩ তলা বিশিষ্ট এই মসজিদে একসাথে প্রায় ৭ হাজার মুসল্লী নামাজ আদায় করতে পারেন।
ইতিহাস
[সম্পাদনা]১৮৯০ সালে এই এলাকার কিছু ধর্মপ্রান মুসলমান এই[১] মসজিদ প্রতিষ্ঠা করেন যা কালের বিবর্তনে এখন বিশাল আকারের মসজিদ কমপ্লেক্সে রূপ নিয়েছে।
অবস্থান
[সম্পাদনা]চট্টগ্রাম[২] মহনগরীর চকবাজার ওয়ার্ড এর অন্তর্গত আরাকান সড়কের কাপাসগোলায় এই মসজিদের অবস্থান।
বর্তমান অবস্থা
[সম্পাদনা]এই মসজিদে একটি সুদৃশ্য সবুজ গম্বুজ বিদ্যমান। বর্তমানে একটি বৃহৎ আকারের ঘড়ির টাওয়ার স্থাপনের কাজ চলছে।
আরও দেখুন
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "চট্টগ্রাম বিভাগের মসজিদের তালিকা"।
- ↑ "তথ্যঃ- কাপাসগোলা জামতলা শাহী জামে মসজিদ"। ২০ জুন ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৫ জুলাই ২০১৮।