জাতীয় সমাজতান্ত্রিক দল (রব)

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
(Jatiya Samajtantrik Dal-JSD থেকে পুনর্নির্দেশিত)
জাতীয় সমাজতান্ত্রিক দল
নেতাআ.স.ম. আবদুর রব
প্রতিষ্ঠা১৯৭২
সদর দপ্তর৬৫, বঙ্গবন্ধু এভিনিউ (৪র্থ তলা), ঢাকা-১০০০[১]
ভাবাদর্শসমাজতন্ত্র
রাজনৈতিক অবস্থানবামপন্থী
জাতীয় অধিভুক্তিজাতীয় ঐক্যফ্রন্ট
আন্তর্জাতিক অধিভুক্তিনাই
আনুষ্ঠানিক রঙলাল ও হলুদ
নির্বাচনী প্রতীক
তারা
বাংলাদেশের রাজনীতি
রাজনৈতিক দল
নির্বাচন

জাতীয় সমাজতান্ত্রিক দল (সংক্ষেপে জাসদ) বাংলাদেশের একটি রাজনৈতিক দল। এটি ১৯৮০ সালে মূল জাতীয় সমাজতান্ত্রিক দল বিভক্তির দ্বারা গঠিত হয়েছিল। ইনুর নেতৃত্বে মূল দল থেকে আলাদা করে বলার জন্য দলটিকে মাঝে মাঝে জাতীয় সমাজতান্ত্রিক দল (রব) (দলের প্রধান নেতা আ.স.ম. আব্দুর রব) হিসাবে উল্লেখ করা হয়। বাংলাদেশ নির্বাচন কমিশন দলটিকে জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি নামে ডাকে।

বর্তমানে নিবন্ধিত দল জেএসডি এর সভাপতি আ.স.ম. আবদুর রব এবং সাধারণ সম্পাদক আবদুল মালেক। অন্য অংশ জাসদ এর সভাপতি হাসানুল হক ইনু। এই অংশ ১৪ দলীয় জোট এবং বর্তমান মহাজোট সরকারের সাথে শরিক দল।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "রাজনৈতিক দলের তালিকা"। সংগ্রহের তারিখ ১১ সেপ্টেম্বর ২০২০