বিষয়বস্তুতে চলুন

২০২২–২৩ দক্ষিণ আফ্রিকা পুরুষ ক্রিকেট দলের অস্ট্রেলিয়া সফর

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
২০২২–২৩ দক্ষিণ আফ্রিকা পুরুষ ক্রিকেট দলের অস্ট্রেলিয়া সফর
 
  অস্ট্রেলিয়া দক্ষিণ আফ্রিকা
তারিখ ১৭ ডিসেম্বর ২০২২ – ৮ জানুয়ারি ২০২৩
অধিনায়ক প্যাট কামিনস ডিন এলগার
টেস্ট সিরিজ
ফলাফল ৩ ম্যাচের সিরিজে অস্ট্রেলিয়া ২–০ ব্যবধানে জয়ী
সর্বাধিক রান স্টিভেন স্মিথ (২৩১) তেম্বা বাভুমা (১৮৫)
সর্বাধিক উইকেট প্যাট কামিনস (১২) কাগিসো রাবাদা (১১)
সিরিজ সেরা খেলোয়াড় ডেভিড ওয়ার্নার (অস্ট্রেলিয়া)

দক্ষিণ আফ্রিকা পুরুষ ক্রিকেট দল ২০২২ সালের ডিসেম্বর ও ২০২৩ সালের জানুয়ারি মাসে তিনটি টেস্ট ম্যাচ খেলার জন্য অস্ট্রেলিয়া সফর করে।[] টেস্ট সিরিজটি ২০২১–২০২৩ আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের একটি অংশ হিসেবে খেলা হয়।[] ২০২২ সালের মে মাসে সিরিজের সূচি নিশ্চিত করা হয়।[]

প্রাথমিকভাবে সিরিজে তিনটি একদিনের আন্তর্জাতিক (ওডিআই) ম্যাচও খেলা হওয়ার কথা ছিল।[] ওডিআই ম্যাচগুলো ২০২২–২০২৩ আইসিসি পুরুষ ক্রিকেট বিশ্বকাপ সুপার লিগের অংশ হিসেবে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।[] কিন্তু দক্ষিণ আফ্রিকার নতুন ঘরোয়া টি২০ লিগের সূচির সাথে এ সিরিজের সূচির সমন্বয় না হওয়ায় ২০২২ সালের জুলাই মাসে দক্ষিণ আফ্রিকা ওডিআই সিরিজ থেকে নিজেদের নাম প্রত্যাহার করে নেয়।[] আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের অনুমতিক্রমে সিরিজের ম্যাচগুলোর জয়ী দলের জন্য নির্ধারিত পয়েন্ট অস্ট্রেলিয়াকে প্রদান করা হয়।[][]

সিরিজে অস্ট্রেলিয়া ২–০ ব্যবধানে জয়ী হয়।[]

দলীয় সদস্য

[সম্পাদনা]
 অস্ট্রেলিয়া[১০]  দক্ষিণ আফ্রিকা[১১]

২০২২ সালের ২২ নভেম্বর চোট পেয়ে গ্লেন্টন স্টুরমান দক্ষিণ আফ্রিকা দল থেকে ছিটকে গেলে তাঁর পরিবর্তে লিজাদ উইলিয়ামসকে দলে নেয়া হয়।[১২] তৃতীয় টেস্ট ম্যাচের আগে অ্যাশটন অ্যাগার, জশ হ্যাজলউডম্যাট রেনশকে অস্ট্রেলিয়া দলে যোগ করা হয়।[১৩]

প্রস্তুতিমূলক ম্যাচ

[সম্পাদনা]
৯–১২ ডিসেম্বর ২০২২
স্কোরকার্ড
৩৪৭ (৯৭.২ ওভার)
ডিন এলগার ১০৯ (১৮৬)
ম্যাথিউ কুনেমান ৪/৭৮ (২৩ ওভার)
২২৬ (৭২.৩ ওভার)
ক্যাম্পবেল কেলাওয়ে ১০৫* (১৮৬)
লুংগিসানি ন্‌গিদি ৩/২৬ (৯ ওভার)
৩০৪/৮ঘো (৯৩.৩ ওভার)
র‌্যাসি ফন ডের ডুসেন ৯৫ (১৮৪)
ব্লেক এডওয়ার্ডস ৩/৪৫ (১৬.৩ ওভার)
১৮৪/৬ (৫৮ ওভার)
পিটার হ্যান্ডসকম্ব ৪৮ (৬৬)
কাগিসো রাবাদা ২/২২ (৬ ওভার)
খেলা ড্র
অ্যালান বর্ডার মাঠ, ব্রিসবেন
আম্পায়ার: ডনোভান কোখ (অস্ট্রেলিয়া) ও মাইকেল গ্রাহাম-স্মিথ (অস্ট্রেলিয়া)

  • দক্ষিণ আফ্রিকা টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।

টেস্ট সিরিজ

[সম্পাদনা]

১ম টেস্ট

[সম্পাদনা]
১৭–২১ ডিসেম্বর ২০২২
স্কোরকার্ড
১৫২ (৪৮.২ ওভার)
কাইল ভেরেইনা ৬৪ (৯৬)
নাথান লায়ন ৩/১৪ (৮ ওভার)
২১৮ (৫০.৩ ওভার)
ট্র্যাভিস হেড ৯২ (৯৬)
কাগিসো রাবাদা ৪/৭৬ (১৭.৩ ওভার)
৯৯ (৩৭.৪ ওভার)
খায়া জোন্দো ৩৬* (৮৫)
প্যাট কামিনস ৫/৪২ (১২.৪ ওভার)
৩৫/৪ (৮ ওভার)
স্টিভেন স্মিথ ৬ (৫)
কাগিসো রাবাদা ৪/১৩ (৪ ওভার)
অস্ট্রেলিয়া ৬ উইকেটে জয়ী
ব্রিসবেন ক্রিকেট মাঠ, ব্রিসবেন
আম্পায়ার: ক্রিস গ্যাফানি (নিউজিল্যান্ড) ও রড টাকার (অস্ট্রেলিয়া)
ম্যাচ সেরা খেলোয়াড়: ট্র্যাভিস হেড (অস্ট্রেলিয়া)
  • অস্ট্রেলিয়া টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
  • বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ পয়েন্ট: অস্ট্রেলিয়া ১২, দক্ষিণ আফ্রিকা ০।

২য় টেস্ট

[সম্পাদনা]
১৮৯ (৬৮.৪ ওভার)
মার্কো ইয়ানসেন ৫৯ (১৩৬)
ক্যামেরন গ্রিন ৫/২৭ (১০.৪ ওভার)
৫৭৫/৮ঘো (১৪৫ ওভার)
ডেভিড ওয়ার্নার ২০০ (২৫৫)
আনরিখ নর্টখে ৩/৯২ (২৫ ওভার)
২০৪ (৬৮.৫ ওভার)
তেম্বা বাভুমা ৬৫ (১৪৪)
নাথান লায়ন ৩/৫৮ (১৭ ওভার)
অস্ট্রেলিয়া ইনিংস ও ১৮২ রানে জয়ী
মেলবোর্ন ক্রিকেট মাঠ, মেলবোর্ন
আম্পায়ার: পল রাইফেল (অস্ট্রেলিয়া) ও রিচার্ড কেটলবরা (ইংল্যান্ড)
ম্যাচ সেরা খেলোয়াড়: ডেভিড ওয়ার্নার (অস্ট্রেলিয়া)
  • অস্ট্রেলিয়া টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
  • তৃতীয় দিনে বৃষ্টির কারণে ২৭ ওভার খেলা সম্ভব হয়নি।
  • ক্যামেরন গ্রিন (অস্ট্রেলিয়া) টেস্ট ক্রিকেটে নিজের প্রথম পাঁচ উইকেট লাভ করেন।[১৪]
  • অ্যালেক্স ক্যারি (অস্ট্রেলিয়া) টেস্ট ক্রিকেটে নিজের প্রথম শতরানের ইনিংস খেলেন।[১৫]
  • বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ পয়েন্ট: অস্ট্রেলিয়া ১২, দক্ষিণ আফ্রিকা ০।

৩য় টেস্ট

[সম্পাদনা]
৪–৮ জানুয়ারি ২০২৩
স্কোরকার্ড
৪৭৫/৪ঘো (১৩১ ওভার)
উসমান খাওয়াজা ১৯৫* (৩৬৮)
আনরিখ নর্টখে ২/৫৫ (২২ ওভার)
২৫৫ (১০৮ ওভার)
কেশব মহারাজ ৫৩ (৮১)
জশ হ্যাজলউড ৪/৪৮ (২৩ ওভার)
১০৬/২ (৪১.৫ ওভার) (ফলো-অন)
সরেল এরভে ৪২* (১২৫)
জশ হ্যাজলউড ১/১০ (৪ ওভার)
  • অস্ট্রেলিয়া টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
  • প্রথম, দ্বিতীয় ও চতুর্থ দিনে বৃষ্টির কারণে যথাক্রমে ৪৩ ওভার, ১৪ ওভার ও ৩৯ ওভার খেলা সম্ভব হয়নি।
  • তৃতীয় দিনে বৃষ্টির কারণে কোনও খেলা সম্ভব হয়নি।
  • বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ পয়েন্ট: অস্ট্রেলিয়া ৪, দক্ষিণ আফ্রিকা ৪।

ওডিআই সিরিজ

[সম্পাদনা]

১ম ওডিআই

[সম্পাদনা]
১২ জানুয়ারি ২০২৩
স্কোরকার্ড
অস্ট্রেলিয়া জয়ী (দক্ষিণ আফ্রিকার ম্যাচ উপহার)
বেলরিভ ওভাল, ক্ল্যারেন্স
  • ম্যাচের সময়ে ঘরোয়া টি২০ লিগ আয়োজনের উদ্দেশ্যে দক্ষিণ আফ্রিকা অস্ট্রেলিয়াকে ম্যাচ উপহার দেয়।
  • বিশ্বকাপ সুপার লিগ পয়েন্ট: অস্ট্রেলিয়া ১০, দক্ষিণ আফ্রিকা ০।

২য় ওডিআই

[সম্পাদনা]
১৪ জানুয়ারি ২০২৩
স্কোরকার্ড
অস্ট্রেলিয়া জয়ী (দক্ষিণ আফ্রিকার ম্যাচ উপহার)
সিডনি ক্রিকেট মাঠ, সিডনি
  • ম্যাচের সময়ে ঘরোয়া টি২০ লিগ আয়োজনের উদ্দেশ্যে দক্ষিণ আফ্রিকা অস্ট্রেলিয়াকে ম্যাচ উপহার দেয়।
  • বিশ্বকাপ সুপার লিগ পয়েন্ট: অস্ট্রেলিয়া ১০, দক্ষিণ আফ্রিকা ০।

৩য় ওডিআই

[সম্পাদনা]
১৭ জানুয়ারি ২০২৩
স্কোরকার্ড
অস্ট্রেলিয়া জয়ী (দক্ষিণ আফ্রিকার ম্যাচ উপহার)
পার্থ স্টেডিয়াম, পার্থ
  • ম্যাচের সময়ে ঘরোয়া টি২০ লিগ আয়োজনের উদ্দেশ্যে দক্ষিণ আফ্রিকা অস্ট্রেলিয়াকে ম্যাচ উপহার দেয়।
  • বিশ্বকাপ সুপার লিগ পয়েন্ট: অস্ট্রেলিয়া ১০, দক্ষিণ আফ্রিকা ০।

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "Australia's cricket schedule is INSANE as epic journey is revealed"ফক্স স্পোর্টস (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১০ মে ২০২২ 
  2. "Ultimate Guide: All you need to know for #AUSvSA Tests"ক্রিকেট অস্ট্রেলিয়া (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৬ ডিসেম্বর ২০২২ 
  3. "Australia's international fixtures for 2022-23 revealed"ক্রিকেট অস্ট্রেলিয়া (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৩০ মে ২০২২ 
  4. "Australia announce busy summer schedule"আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৯ মে ২০২২ 
  5. "CSA ANNOUNCES WITHDRAWAL FROM PROTEAS ODI TOUR TO AUSTRALIA"ক্রিকেট দক্ষিণ আফ্রিকা (ইংরেজি ভাষায়)। ২২ জুলাই ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ জুলাই ২০২২ 
  6. "South Africa's ODI World Cup hopes hang by a thread as Australia series cancelled"ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৩ জুলাই ২০২২ 
  7. "Big blow for South Africa's World Cup hopes"আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৩ জুলাই ২০২২ 
  8. "Crucial Super League points for South Africa after win over India"আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৬ অক্টোবর ২০২২ 
  9. "Proteas stand tall to grind out third-Test draw"ক্রিকেট অস্ট্রেলিয়া (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৮ জানুয়ারি ২০২৩ 
  10. "Hazlewood out as Aussies shift focus to Proteas"ক্রিকেট অস্ট্রেলিয়া (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১২ ডিসেম্বর ২০২২ 
  11. "CSA ANNOUNCES PROTEAS TEST SQUAD FOR AUSTRALIA TOUR"ক্রিকেট দক্ষিণ আফ্রিকা (ইংরেজি ভাষায়)। ১৪ নভেম্বর ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৪ নভেম্বর ২০২২ 
  12. "South Africa's Glenton Stuurman ruled out of Australia Tests"ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২২ নভেম্বর ২০২২ 
  13. "Agar and Renshaw earn Australia call-ups for Sydney Test"ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৩০ নভেম্বর ২০২২ 
  14. "Green takes maiden five-wicket haul as South Africa fold for 189"ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৬ ডিসেম্বর ২০২২ 
  15. "Carey's maiden ton and Green's defiant fifty bury South Africa"ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৮ ডিসেম্বর ২০২২ 

বহিঃসংযোগ

[সম্পাদনা]