ক্যামেরন গ্রীন

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ক্যামেরন গ্রীন
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নামক্যামেরন ডোনাল্ড গ্রীন
জন্ম (1999-06-03) ৩ জুন ১৯৯৯ (বয়স ২৪)
সুবিয়াকো, পশ্চিম অস্ট্রেলিয়া, অস্ট্রেলিয়া
উচ্চতা১.৯৮ মিটার (৬ ফুট ৬ ইঞ্চি)
ব্যাটিংয়ের ধরনডানহাতি
বোলিংয়ের ধরনডানহাতি ফাস্ট-মিডিয়াম
ভূমিকাঅল-রাউন্ডার
আন্তর্জাতিক তথ্য
জাতীয় দল
টেস্ট অভিষেক
(ক্যাপ ৪৫৯)
১৭ ডিসেম্বর ২০২০ বনাম ভারত
শেষ টেস্ট৭ জানুয়ারি ২০২১ বনাম ভারত
একমাত্র ওডিআই
(ক্যাপ ২৩০)
২ ডিসেম্বর ২০২০ বনাম ভারত
ওডিআই শার্ট নং৪২[১]
ঘরোয়া দলের তথ্য
বছরদল
২০১৬/১৭ - বর্তমানওয়েস্টার্ন অস্ট্রেলিয়া
২০১৮/১৯ - বর্তমানপার্থ স্কর্চার্স
খেলোয়াড়ী জীবনের পরিসংখ্যান
প্রতিযোগিতা টেস্ট ওডিআই এফসি এলএ
ম্যাচ সংখ্যা ২৩ ১০
রানের সংখ্যা ৬৮ ২১ ১,৩৮৯ ১৮৮
ব্যাটিং গড় ২২.৬৬ ২১.০০ ৫১.৪৪ ২৬.৮৫
১০০/৫০ ০/০ ০/০ ৫/৩ ০/১
সর্বোচ্চ রান ৪৫ ২১ ১৯৭ ৮৬
বল করেছে ১২৬ ২৪ ১,৫৩৮ ২৯৮
উইকেট ৩৩
বোলিং গড় ২৩.১২ ৩৮.২৯
ইনিংসে ৫ উইকেট
ম্যাচে ১০ উইকেট
সেরা বোলিং ৬/৩০ ৩/৪৪
ক্যাচ/স্ট্যাম্পিং ২/– ০/– ৮/– ৪/–
উৎস: ইএসপিএনক্রিকইনফো.কম, ৭ জানুয়ারি, ২০২১

ক্যামেরন ডোনাল্ড গ্রীন (ইংরেজি: Cameron Green; জন্ম: ৩ জুন, ১৯৯৯) পশ্চিম অস্ট্রেলিয়ার সুবিয়াকো এলাকায় জন্মগ্রহণকারী অস্ট্রেলীয় আন্তর্জাতিক ক্রিকেটার।তিনি অস্ট্রেলিয়া ক্রিকেট দলের অন্যতম সদস্য । ২০২০-এর দশকের সূচনালগ্ন থেকে অস্ট্রেলিয়ার পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশগ্রহণ করছেন। ২০২০ সালের ডিসেম্বরে, অস্ট্রেলিয়ার পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে তার অভিষেক ঘটে।[২]

ক্যামেরন গ্রীন ঘরোয়া প্রথম-শ্রেণীর অস্ট্রেলীয় ক্রিকেটে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া দলের প্রতিনিধিত্ব করেন । দলে তিনি মূলতঃ অল-রাউন্ডার হিসেবে খেলছেন।তিনি ডানহাতে ব্যাটিংয়ের পাশাপাশি ডানহাতে ফাস্ট-মিডিয়াম বোলিংয়ে পারদর্শী ।

প্রথম-শ্রেণীর ক্রিকেট[সম্পাদনা]

পার্থের সুবিয়াকো এলাকায় ক্যামেরন গ্রীনের জন্ম। সুবিয়াকো-ফ্লোরিট ক্রিকেট ক্লাবের মাধ্যমে ক্রিকেট জীবনের সূত্রপাত ঘটে তার। ২০০৯-১০ মৌসুমের অনূর্ধ্ব-১৩ লীগে খেলেন।[৩] এ পর্যায়ে তার বয়স ছিল ১০ বছর। পরবর্তী বছরগুলোয় তার খেলার মানের যথেষ্ট উন্নতি ঘটায় ১৬ বছর বয়সে ওয়াকা প্রথম গ্রেডে খেলার সুযোগ দেয়া হয়। ২০১৬-১৭ মৌসুমের শেফিল্ড শিল্ডকে ঘিরে ওয়াকায় তাকে রুকি চুক্তিতে নিয়ে আসা হয়। এ সময়ে তিনি ৮২ গড়ে রান তুলেছিলেন ও অনূর্ধ্ব-১৯ বয়সীদের জাতীয় লীগে আট খেলায় ২০ উইকেট দখল করেন।[৪]

২০১৭ সাল থেকে ক্যামেরন গ্রীনের প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবন চলমান রয়েছে। বিদ্যালয়ের ছাত্র অবস্থাতেই ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার সাথে খেলার জন্যে চুক্তিবদ্ধ হন। ১৭ বছর বয়সে তাসমানিয়ার বিপক্ষে প্রথম-শ্রেণীর অভিষেক খেলায় তিনি ৫/২৪ বোলিং পরিসংখ্যান দাঁড় করিয়েছিলেন। ২০০ সেন্টিমিটার উচ্চতার অধিকারী ক্যামেরন গ্রীনকে শুরুতে বোলার হিসেবে খেলানো হয়। তবে, পিঠের আঘাতের কারণে তার আউটসুইং বোলিংয়ে বাঁধার প্রাচীর হয়ে দাঁড়ায়। কৈশোরে তার ব্যাটিংয়ের মানও বেশ ভালো ছিল। রান সংগ্রহের দিক নজর রাখতেন ও নিজেকে অল-রাউন্ডার হিসেবে গড়ে তুলেন।

১০ জানুয়ারি, ২০১৭ তারিখে ব্রিসবেনে সফররত পাকিস্তানি একাদশের বিপক্ষে প্রস্তুতিমূলক খেলার অংশ হিসেবে ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের সদস্যরূপে লিস্ট ক্রিকেটে প্রথম খেলেন।[৫] ১০ ফেব্রুয়ারি, ২০১৭ তারিখে হোবার্টে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার সদস্যরূপে শেফিল্ড শিল্ডে প্রথম-শ্রেণীর ক্রিকেটে প্রথম অংশগ্রহণের সুযোগ লাভ করেন।[৬] ১৩ ফেব্রুয়ারি, ২০১৯ তারিখে পার্থে বিগ ব্যাশ লীগে পার্থ স্কর্চার্সের সদস্যরূপে টুয়েন্টি২০ ক্রিকেটে অভিষেক ঘটে তার।[৭]

স্বর্ণালী সময়[সম্পাদনা]

২০১৭-১৮ মৌসুমে কোন প্রথম-শ্রেণীর ক্রিকেট খেলায় অংশগ্রহণ করেননি তিনি। ২০১৮ সালের শীতকালে ব্রিসবেনভিত্তিক ক্রিকেট অস্ট্রেলিয়ার ন্যাশনাল পারফরম্যান্স সেন্টারে প্রশিক্ষণ গ্রহণ করেন। ২০১৯-২০ মৌসুমে আরেকটি স্তরে উপনীত হন। এরপর আরও একবার আঘাতের কবলে পড়েন ও বোলিং করা থেকে বিরত থাকেন। নিজস্ব প্রথম শতরানের ইনিংস খেলেন। গাব্বায় কুইন্সল্যান্ডের বিপক্ষে অপরাজিত ৮৭ রান সংগ্রহের পর ১২১ রানের অপরাজিত ইনিংস খেলে খেলাকে ড্রয়ের দিকে নিয়ে যান। ঐ গ্রীষ্মে আরও দুইটি শতরানের ইনিংস খেলার পর অক্টোবর, ২০২০ সালে নিউ সাউথ ওয়েলসের বিপক্ষে ৪৩৮ বলে ব্যক্তিগত সেরা ১৯৭ রান করেন।

সুন্দর ক্রীড়াশৈলী প্রদর্শনের স্বীকৃতিস্বরূপ প্রথমবারের মতো আন্তর্জাতিক ক্রিকেট খেলায় অংশ নিতে তাকে অস্ট্রেলিয়া দলের সদস্য করা হয়। সফররত ভারত দলের বিপক্ষে ওডিআই ও টি২০আই দলে রাখা হয়।

আন্তর্জাতিক ক্রিকেট[সম্পাদনা]

সমগ্র খেলোয়াড়ী জীবনে দুইটিমাত্র টেস্ট ও একটিমাত্র একদিনের আন্তর্জাতিকে অংশগ্রহণ করেছেন ক্যামেরন গ্রীন। সবগুলো টেস্টই ভারতের বিপক্ষে খেলেছেন তিনি। ১৭ ডিসেম্বর, ২০২০ তারিখে অ্যাডিলেডে সফরকারী ভারত দলের বিপক্ষে টেস্ট ক্রিকেটে অভিষেক ঘটে তার। এরপর, ২৬ ডিসেম্বর, ২০২০ তারিখে মেলবোর্নে একই দলের বিপক্ষে সর্বশেষ টেস্টে অংশ নেন তিনি। এছাড়াও, ২ ডিসেম্বর, ২০২০ তারিখে ক্যানবেরায় একই দলের বিপক্ষে একটিমাত্র একদিনের আন্তর্জাতিকে অভিষেক ঘটে তার।

অক্টোবর, ২০২০ সালে সফররত ভারত দলের বিপক্ষে সীমিত ওভারের খেলায় অংশগ্রহণকল্পে তাকে অস্ট্রেলিয়া দলে যুক্ত করা হয়।[৮] নভেম্বর, ২০২০ সালে তাকে ভারতের বিপক্ষে টেস্ট খেলার উদ্দেশ্যে অস্ট্রেলিয়া দলের সদস্য করা হয়।[৯] ২ ডিসেম্বর, ২০২০ তারিখে ক্যানবেরায় সিরিজের তৃতীয় ওডিআইয়ে ভারতের বিপক্ষে ওডিআইয়ে অভিষেক ঘটে তার।[১০] টেস্ট সিরিজ শুরুর পূর্বে প্রস্তুতিমূলকখেলার অস্ট্রেলিয়া এ দলের সদস্যরূপে সফররত ভারত দলের বিপক্ষে শতরানের ইনিংস খেলেন।[১১] ১৭ ডিসেম্বর, ২০২০ তারিখে অ্যাডিলেডে দিবা-রাত্রির প্রথম টেস্টে ভারতের বিপক্ষে অভিষেক পর্ব সম্পন্ন হয় তার।[১২]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "'Made for Test cricket': The day Cameron Green arrived"Sydney Morning Herald। সংগ্রহের তারিখ ২৯ ডিসেম্বর ২০২০ 
  2. "Cameron Green"ESPN Cricinfo। সংগ্রহের তারিখ ১০ জানুয়ারি ২০১৭ 
  3. "MyCricket: Cameron Green"MyCricket। সংগ্রহের তারিখ ২২ ডিসেম্বর ২০১৯ 
  4. "Cameron Green | WACA Western Australia Cricket Association"www.waca.com.au। ২১ ডিসেম্বর ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২১ ডিসেম্বর ২০১৯ 
  5. "Pakistan tour of Australia, Tour Match: Cricket Australia XI v Pakistanis at Brisbane, Jan 10, 2017"ESPN Cricinfo। সংগ্রহের তারিখ ১০ জানুয়ারি ২০১৭ 
  6. "Sheffield Shield, 20th Match: Tasmania v Western Australia at Hobart, Feb 10-13, 2017"ESPN Cricinfo। সংগ্রহের তারিখ ১০ ফেব্রুয়ারি ২০১৭ 
  7. "30th Match (N), Big Bash League at Perth, Jan 13 2019"। ESPN Cricinfo। সংগ্রহের তারিখ ১৩ জানুয়ারি ২০১৯ 
  8. "Cameron Green earns Australia call-up, Moises Henriques returns after three years"ESPN Cricinfo। সংগ্রহের তারিখ ২৯ অক্টোবর ২০২০ 
  9. "Pucovski, Green headline Test and Australia A squads"Cricket Australia। সংগ্রহের তারিখ ১২ নভেম্বর ২০২০ 
  10. "3rd ODI (D/N), Canberra, Dec 2 2020, India tour of Australia"ESPN Cricinfo। সংগ্রহের তারিখ ২ ডিসেম্বর ২০২০ 
  11. "Cameron Green hits century, makes another case for Test elevation"ESPN Cricinfo। সংগ্রহের তারিখ ৭ ডিসেম্বর ২০২০ 
  12. "1st Test (D/N), Adelaide, Dec 17 - Dec 21 2020, India tour of Australia"ESPN Cricinfo। সংগ্রহের তারিখ ১৭ ডিসেম্বর ২০২০ 

আরও দেখুন[সম্পাদনা]

বহিঃসংযোগ[সম্পাদনা]