১৯৮০-৮১ ভারত ক্রিকেট দলের অস্ট্রেলিয়া সফর
Indian cricket team in Australia in 1980–81 | |||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
তারিখ | ২২ নভেম্বর ১৯৮০ – ১১ ফেব্রুয়ারি ১৯৮১ | ||||||||||||||||||||||||
স্থান | Australia | ||||||||||||||||||||||||
ফলাফল | 3-match series drawn 1-1 | ||||||||||||||||||||||||
| |||||||||||||||||||||||||
ভারত জাতীয় ক্রিকেট দল ১৯৮০-৮১ মৌসুমে অস্ট্রেলিয়া সফর করেছিল ৩ টি টেস্ট ম্যাচ খেলতে। সিরিজটি ১-১ গোলে ড্র হয়েছিল।
বিতর্ক
[সম্পাদনা]সুনীল গাওস্করের নেতৃত্বে ভারতীয় দল সেই বার প্রথম অস্ট্রেলিয়ার মাটিতে সিরিজ ড্র করে ফেরে। কিন্তু বিতর্ক তৈরি হয় দ্বিতীয় ইনিংসে গাওস্করের আউট নিয়ে। ডেনিস লিলির বল গাওস্করের প্যাডে লাগলে আউটের সিদ্ধান্ত জানান আম্পায়ার রেক্স হোয়াইটহেড। গাওস্কর বার বার ব্যাট দিয়ে প্যাডে আঘাত করে বুঝিয়ে দিতে চান বল ব্যাটে লেগেছে।
আম্পায়ারের সিদ্ধান্তে বেরিয়ে যাচ্ছিলেন গাওস্কর। এমন সময় লিলি তাঁর উদ্দেশে কিছু বলেন। গাওস্কর ফিরে এসে চেতন চৌহানকে বলে মাঠ ছেড়ে বেরিয়ে আসতে। অধিনায়কের সঙ্গে ফেরার পথ ধরেন চেতন। দলের ম্যানেজার শহীদ দুরানি বাউন্ডারি পেরোনোর আগেই বুঝিয়ে ফেরত পাঠান অপরাজিত চৌহানকে। ম্যাচটি জিতে সিরিজে সমতা ফেরায় ভারত। তৈরি হয় ইতিহাস।[১]
তথ্যসূত্র
[সম্পাদনা]বহিঃসংযোগ
[সম্পাদনা]- Tour home at ESPNcricinfo archive
- India Tour of Australia & New Zealand 1980-81 ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ৫ আগস্ট ২০২০ তারিখে at test-cricket-tours.co.uk
- ক্রিকেটআর্কাইভে India in Australia and New Zealand 1980/81 (সদস্যতা প্রয়োজনীয়) (ইংরেজি)