২০২১–২২ শ্রীলঙ্কা ক্রিকেট দলের অস্ট্রেলিয়া সফর
অবয়ব
(২০২১-২২ শ্রীলঙ্কা ক্রিকেট দলের অস্ট্রেলিয়া সফর থেকে পুনর্নির্দেশিত)
২০২১–২২ শ্রীলঙ্কা পুরুষ ক্রিকেট দলের অস্ট্রেলিয়া সফর | |||
---|---|---|---|
অস্ট্রেলিয়া | শ্রীলঙ্কা | ||
তারিখ | ১১ ফেব্রুয়ারি ২০২২ – ২০ ফেব্রুয়ারি ২০২২ | ||
অধিনায়ক | অ্যারন ফিঞ্চ | দাসুন শানাকা | |
টোয়েন্টি২০ আন্তর্জাতিক সিরিজ | |||
ফলাফল | ৫ ম্যাচের সিরিজে অস্ট্রেলিয়া ৪–১ ব্যবধানে জয়ী | ||
সর্বাধিক রান | জশুয়া ইংলিস (১৫৫) | পাথুম নিশঙ্কা (১৮৪) | |
সর্বাধিক উইকেট |
জশ হ্যাজলউড (৮) কেন রিচার্ডসন (৮) | দুষ্মন্ত চামিরা (৭) | |
সিরিজ সেরা খেলোয়াড় | গ্লেন ম্যাক্সওয়েল (অস্ট্রেলিয়া) |
শ্রীলঙ্কা পুরুষ ক্রিকেট দল ২০২২ সালের ফেব্রুয়ারি মাসে পাঁচটি টোয়েন্টি২০ আন্তর্জাতিক (টি২০আই) ম্যাচ খেলার জন্য অস্ট্রেলিয়া সফর করে।[১][২] ২০২১ সালের মে মাসে ক্রিকেট অস্ট্রেলিয়া সফরের সূচি নিশ্চিত করে।[৩][৪] ২০২২ সালের জানুয়ারি মাসে কোভিড-১৯ সংক্রান্ত ঝুঁকি কমানোর উদ্দেশ্যে ক্রিকেট অস্ট্রেলিয়া সূচিতে পরিবর্তন আনে।[৫][৬]
সিরিজে অস্ট্রেলিয়া ৪–১ ব্যবধানে জয়ী হয়।[৭]
দলীয় সদস্য
[সম্পাদনা]২০২২ সালের ৮ ফেব্রুয়ারি শ্রীলঙ্কার কুশল মেন্ডিসের দেহে কোভিড-১৯ শনাক্ত হয়, যার ফলে সিরিজের প্রথম দুই ম্যাচে তিনি খেলতে অসমর্থ বলে গণ্য হন।[১০]
টি২০আই সিরিজ
[সম্পাদনা]১ম টি২০আই
[সম্পাদনা]ব
|
||
- শ্রীলঙ্কা টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
- বৃষ্টির কারণে শ্রীলঙ্কার লক্ষ্য ১৯ ওভারে ১৪৩ নির্ধারণ করা হয়।
- জশুয়া ইংলিস (অস্ট্রেলিয়া)-এর টি২০আই অভিষেক হয়।
২য় টি২০আই
[সম্পাদনা]ব
|
||
জশুয়া ইংলিস ৪৮ (৩২)
দুষ্মন্ত চামিরা ২/৩০ (৪ ওভার) |
- শ্রীলঙ্কা টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
- নুয়ান থুশারা (শ্রীলঙ্কা)-এর টি২০আই অভিষেক হয়।
৩য় টি২০আই
[সম্পাদনা]ব
|
||
- অস্ট্রেলিয়া টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
৪র্থ টি২০আই
[সম্পাদনা]ব
|
||
- অস্ট্রেলিয়া টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
৫ম টি২০আই
[সম্পাদনা]ব
|
||
- অস্ট্রেলিয়া টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
- কামিল ইশারা ও জনিত লিয়ানাগে (শ্রীলঙ্কা)-এর টি২০আই অভিষেক হয়।
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "Men's Future Tours Programme" (পিডিএফ)। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১১ জানুয়ারি ২০১৯।
- ↑ "Fixture confirmed for dual Ashes series, Afghan Test"। ক্রিকেট অস্ট্রেলিয়া (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৯ মে ২০২১।
- ↑ "Australia's Test drought poses possible Ashes problems"। ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৯ মে ২০২১।
- ↑ "The SLC announces Sri Lanka's Cricketing Calendar for the year 2022"। দ্যপাপারে (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৫ জানুয়ারি ২০২২।
- ↑ "Schedule confirmed for Sri Lanka's tour of Australia"। দ্যপাপারে (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০ জানুয়ারি ২০২২।
- ↑ "SCG, MCG, Manuka Oval to host Sri Lanka T20Is"। ক্রিকবাজ (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০ জানুয়ারি ২০২২।
- ↑ "Mendis and Shanaka script consolation win for Sri Lanka"। ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০ ফেব্রুয়ারি ২০২২।
- ↑ "McDermott in, Warner out of Australia's T20 squad"। ক্রিকেট অস্ট্রেলিয়া (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৫ জানুয়ারি ২০২২।
- ↑ "Sri Lanka T20I squad for Australia tour 2022"। শ্রীলঙ্কা ক্রিকেট (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৬ জানুয়ারি ২০২২।
- ↑ "Sri Lanka's Kusal Mendis tests positive for Covid-19, to miss start of Australia T20I series"। ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৮ ফেব্রুয়ারি ২০২২।