২০২১ দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দলের ওয়েস্ট ইন্ডিজ সফর

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
২০২১ দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দলের ওয়েস্ট ইন্ডিজ সফর
 
  ওয়েস্ট ইন্ডিজ দক্ষিণ আফ্রিকা
তারিখ ১০ জুন – ৩ জুলাই ২০২১
অধিনায়ক ক্রেগ ব্রেদওয়েট (টেস্ট)
কিরণ পোলার্ড (টি২০আই)
ডিন এলগার (টেস্ট)
তেম্বা বাভুমা (টি২০আই)
টেস্ট সিরিজ
ফলাফল ২ ম্যাচের সিরিজে দক্ষিণ আফ্রিকা ২–০ ব্যবধানে জয়ী হয়
সর্বাধিক রান জার্মেইন ব্ল্যাকউড (৮৮) কুইন্টন ডি কক (২৩৭)
সর্বাধিক উইকেট কেমার রোচ (৯) কাগিসো রাবাদা (১১)
সিরিজ সেরা খেলোয়াড় কুইন্টন ডি কক (দক্ষিণ আফ্রিকা)
টোয়েন্টি২০ আন্তর্জাতিক সিরিজ
ফলাফল ৫ ম্যাচের সিরিজে দক্ষিণ আফ্রিকা ৩–২ ব্যবধানে জয়ী হয়
সর্বাধিক রান এভিন লুইস (১৭৮) কুইন্টন ডি কক (২৫৫)
সর্বাধিক উইকেট ডোয়েন ব্র্যাভো (১০) কাগিসো রাবাদা (৭) & তাব্রাইজ শামসী (৭)
সিরিজ সেরা খেলোয়াড় তাব্রাইজ শামসী (দক্ষিণ আফ্রিকা)

দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল দুইটি টেস্ট ক্রিকেট এবং পাঁচটি টুয়েন্টি২০ আন্তর্জাতিক খেলার জন্য ওয়েস্ট ইন্ডিজ সফর করে, যা জুন ২০২১-এ অনুষ্ঠিত হয়। [১][২]

দলীয় সদস্য[সম্পাদনা]

টেস্ট টি২০আই
 ওয়েস্ট ইন্ডিজ  দক্ষিণ আফ্রিকা  ওয়েস্ট ইন্ডিজ  দক্ষিণ আফ্রিকা

টেস্ট সিরিজ[সম্পাদনা]

১ম টেস্ট[সম্পাদনা]

১০–১৪ জুন ২০২১
৯৭ (৪০.৫ ওভার)
জেসন হোল্ডার ২০ (৪১)
লুঙ্গি এনগিডি ৫/১৯ (১৩.৫ ওভার)
৩২২ (৯৬.৫ ওভার)
কুইন্টন ডি কক ১৪১* (১৭০)
জেসন হোল্ডার ৪/৭৫ (২০.৫ ওভার)
১৬২ (৬৪ ওভার)
রস্টন চেজ ৬২ (১৫৬)
কাগিসো রাবাদা ৫/৩৪ (২০ ওভার)
দক্ষিণ আফ্রিকা একটি ইনিংস এবং ৩৮ রানে দ্বারা জয়ী
ড্যারেন স্যামি ক্রিকেট গ্রাউন্ড, সেন্ট লুসিয়া
আম্পায়ার: গ্রিগোরি ব্রেদওয়েট (ওয়েস্ট ইন্ডিজ) ও জোয়েল উইলসন (ওয়েস্ট ইন্ডিজ)
ম্যাচসেরা: কুইন্টন ডি কক (দক্ষিণ আফ্রিকা)

২য় টেস্ট[সম্পাদনা]

১৮–২২ জুন ২০২১
২৯৮ (১১২.৪ ওভার)
কুইন্টন ডি কক ৯৬ (১৬২)
কাইল মেয়ার্স ৩/২৮ (১৫ ওভার)
১৪৯ (৫৪ ওভার)
জার্মেইন ব্ল্যাকউড ৪৯ (১০৬)
উইয়ান মুল্ডার ৩/১ (৪ ওভার)
১৭৪ (৫৩ ওভার)
রাসি ফন ডার ডাসেন ৭৫* (১৪২)
কেমার রোচ ৪/৫২ (১৩ ওভার)
১৬৫ (৫৮.৩ ওভার)
কাইরেন পাওয়েল ৫১ (১১৬)
কেশব মহারাজ ৫/৩৬ (১৭.৩ ওভার)
দক্ষিণ আফ্রিকা ১৫৮ রানে জয়ী
ড্যারেন স্যামি ক্রিকেট গ্রাউন্ড, সেন্ট লুসিয়া
আম্পায়ার: গ্রিগোরি ব্রেদওয়েট (ওয়েস্ট ইন্ডিজ) ও জোয়েল উইলসন (ওয়েস্ট ইন্ডিজ)
ম্যাচসেরা: কাগিসো রাবাদা (দক্ষিণ আফ্রিকা)
  • ওয়েস্ট ইন্ডিজ টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
  • বৃষ্টির কারণে ৩ দিন লাঞ্চের আগে কোনও খেলা সম্ভব হয়নি।
  • কেশব মহারাজ দক্ষিণ আফ্রিকার পক্ষে দ্বিতীয় খেলোয়াড় হন টেস্টে হ্যাটট্রিক
  • বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশীপ পয়েন্ট: দক্ষিণ আফ্রিকা ৬০, ওয়েস্ট ইন্ডিজ –৬।

টি২০আই সিরিজ[সম্পাদনা]

১ম টি২০আই[সম্পাদনা]

২৬ জুন ২০২১
১৪:০০
দক্ষিণ আফ্রিকা 
১৬০/৬ (২০ ওভার)
বনাম
 ওয়েস্ট ইন্ডিজ
১৬১/২ (১৫ ওভার)
এভিন লুইস ৭১ (৩৫)
তাব্রাইজ শামসী ১/২৭ (৪ ওভার)
ওয়েস্ট ইন্ডিজ ৮ উইকেটে জয়ী
জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, গ্রেনাডা
আম্পায়ার: প্যাট্রিক গাস্টার্ড (ওয়েস্ট ইন্ডিজ) ও লেসলি রেইফার (ওয়েস্ট ইন্ডিজ)
ম্যাচ সেরা খেলোয়াড়: এভিন লুইস (ওয়েস্ট ইন্ডিজ)

২য় টি২০আই[সম্পাদনা]

২৭ জুন ২০২১
১৪:০০
দক্ষিণ আফ্রিকা 
১৬৬/৭ (২০ ওভার)
বনাম
 ওয়েস্ট ইন্ডিজ
১৫০/৯ (২০ ওভার)
দক্ষিণ আফ্রিকা ১৬ রানে জয়ী
জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, গ্রেনাডা
আম্পায়ার: গ্রিগোরি ব্রেদওয়েট (ওয়েস্ট ইন্ডিজ) ও নাইজেল ডুগুইড (ওয়েস্ট ইন্ডিজ)
ম্যাচ সেরা খেলোয়াড়: জর্জ লিন্ডে (দক্ষিণ আফ্রিকা)
  • ওয়েস্ট ইন্ডিজ টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।

৩য় টি২০আই[সম্পাদনা]

২৯ জুন ২০২১
১৪:০০
দক্ষিণ আফ্রিকা 
১৬৭/৮ (২০ ওভার)
বনাম
 ওয়েস্ট ইন্ডিজ
১৬৬/৭ (২০ ওভার)
এভিন লুইস ২৭ (২১)
তাব্রাইজ শামসী ২/১৩ (৪ ওভার)
দক্ষিণ আফ্রিকা ১ রানে জয়ী
জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, গ্রেনাডা
আম্পায়ার: নাইজেল ডুগুইড (ওয়েস্ট ইন্ডিজ) ও জোয়েল উইলসন (ওয়েস্ট ইন্ডিজ)
ম্যাচ সেরা খেলোয়াড়: তাব্রাইজ শামসী (দক্ষিণ আফ্রিকা)
  • ওয়েস্ট ইন্ডিজ টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
  • কুইন্টন ডি কক (দক্ষিণ আফ্রিকা) তার ৫০তম টি২০আই খেলেছেন এবং তার ৭তম অর্ধশতক করেছেন।

৪র্থ টি২০আই[সম্পাদনা]

১ জুলাই ২০২১
১৪:০০
ওয়েস্ট ইন্ডিজ 
১৬৭/৬ (২০ ওভার)
বনাম
 দক্ষিণ আফ্রিকা
১৪৬/৯ (২০ ওভার)
ওয়েস্ট ইন্ডিজ ২১ রানে জয়ী
জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, গ্রেনাডা
আম্পায়ার: প্যাট্রিক গাস্টার্ড (ওয়েস্ট ইন্ডিজ) ও লেসলি রেইফার (ওয়েস্ট ইন্ডিজ)
ম্যাচ সেরা খেলোয়াড়: কিরণ পোলার্ড (ওয়েস্ট ইন্ডিজ)
  • দক্ষিণ আফ্রিকা টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।

৫ম টি২০আই[সম্পাদনা]

৩ জুলাই ২০২১
১৪:০০
দক্ষিণ আফ্রিকা 
১৬৮/৪ (২০ ওভার)
বনাম
 ওয়েস্ট ইন্ডিজ
১৪৩/৯ (২০ ওভার)
এভিন লুইস ৫২ (৩৪)
লুঙ্গি এনগিডি ৩/৩২ (৪ ওভার)
দক্ষিণ আফ্রিকা ২৫ রানে জয়ী
জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, গ্রেনাডা
আম্পায়ার: গ্রিগোরি ব্রেদওয়েট (ওয়েস্ট ইন্ডিজ) ও জোয়েল উইলসন (ওয়েস্ট ইন্ডিজ)
ম্যাচ সেরা খেলোয়াড়: এইডেন মার্করাম (দক্ষিণ আফ্রিকা)
  • দক্ষিণ আফ্রিকা টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
  • আকিয়াল হোসেইন (ওয়েস্ট ইন্ডিজ) তার টি২০আই অভিষেক হয়।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "South Africa to tour West Indies for two Tests, five T20Is in June"First Post। সংগ্রহের তারিখ ৭ মে ২০২১ 
  2. "South Africa To Tour West Indies In June This Year"NDTV। সংগ্রহের তারিখ ৭ মে ২০২১ 

বহিঃসংযোগ[সম্পাদনা]