বিষয়বস্তুতে চলুন

২০২১ অস্ট্রিয়া নারী ক্রিকেট দলের ইতালি সফর

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
২০২১ অস্ট্রিয়া নারী ক্রিকেট দলের ইতালি সফর
 
  ইতালি অস্ট্রিয়া
তারিখ ৯ আগস্ট ২০২১ – ১২ আগস্ট ২০২১
অধিনায়ক কুমুডু পেডরিক গান্ধালি বাপাত
টোয়েন্টি২০ আন্তর্জাতিক সিরিজ
ফলাফল ৫ ম্যাচের সিরিজে অস্ট্রিয়া ৩–২ ব্যবধানে জয়ী
সর্বাধিক রান কুমুডু পেডরিক (১২৫) আন্দ্রেয়া-মে ৎসেপেডা (১১১)
সর্বাধিক উইকেট শ্যারন ভিথানাগে (৭) ভালেন্টিনা আভদিলায় (৮)

অস্ট্রিয়া নারী ক্রিকেট দল পাঁচটি টোয়েন্টি২০ আন্তর্জাতিক (টি২০আই) ম্যাচ খেলার জন্য ২০২১ সালের আগস্ট মাসে ইতালি সফর করে।[] ম্যাচগুলো রোমের স্পিনাচেতো এলাকার রোমা ক্রিকেট মাঠে অনুষ্ঠিত হয়।[] এ সিরিজের ম্যাচগুলো ছিল ইতালি দলের প্রথম আনুষ্ঠানিক নারী টি২০ আন্তর্জাতিক ম্যাচ।[] শুরুতে জার্সিকে নিয়ে একটি ত্রিদেশীয় সিরিজ আয়োজনের পরিকল্পনা থাকলেও কোভিড-১৯-এর কারণে যাতায়াতের নিষেধাজ্ঞা থাকায় তা বাস্তবায়ন করা যায়নি।[]

সিরিজের প্রথম ম্যাচে ইতালি ৮ উইকেটে জয়লাভ করে।[] সিরিজের পরবর্তী তিন ম্যাচে অস্ট্রিয়া জয় পাওয়ায় এক ম্যাচ হাতে রেখে তারা সিরিজ জয় করে।[][] শেষ ম্যাচে ইতালি অস্ট্রিয়াকে ১ রানে পরাজিত করলে অস্ট্রিয়া ৩-২ ব্যবধানে সিরিজে জয়ী হয়।[]

দলীয় সদস্য

[সম্পাদনা]
 ইতালি[]  অস্ট্রিয়া[১০]
  • কুমুডু পেডরিক (অধি.)
  • গায়ত্রী বাটাগোডা
  • তেশানি আরালিয়া
  • দয়ানা সমরাসিংহে
  • দিলাইশা নানায়ক্কার
  • দিশানি সমরবিক্রম
  • নিপুণি পোন্নানপেরুমাগে
  • নিরোশনি দিমিঙ্গুওয়ারিগে
  • ফ্রানচেসকা ভাক্কারেল্লা
  • রশিনি অত্থিদি (উই.)
  • শ্যারন ভিথানাগে
  • সাদালি মালওয়াট্টা
  • সারা সাবেল্লি
  • সেউমিনি কাননকেগে
  • গান্ধালি বাপাত (অধি.) (উই.)
  • আনিশা নূকল (উই.)
  • আন্দ্রেয়া-মে ৎসেপেডা
  • আশমান সাইফি
  • জো-অঁতোয়ানেত স্টিশলিৎস
  • প্রিয়দর্শিনী পোনরাজ
  • প্রিয়া সাবু
  • বুসরা উজা (উই.)
  • ভালেন্টিনা আভদিলায়
  • মহাদেবা পাথিরান্নেহেলাগে
  • শ্রিয়া কোমতি রেড্ডি
  • সিলভিয়া কৈলাথ
  • সৌজন্য ব্যাঙ্গালোর চামুণ্ডাইয়া
  • হরজীবন ভুল্লার
  • হরজোত ধালিওয়াল (উই.)

টি২০আই সিরিজ

[সম্পাদনা]

১ম টি২০আই

[সম্পাদনা]
৯ আগস্ট ২০২১
০৯:৩০
স্কোরকার্ড
অস্ট্রিয়া 
১০৭/৩ (২০ ওভার)
 ইতালি
১০৮/২ (১৬.১ ওভার)
আন্দ্রেয়া-মে ৎসেপেডা ৩৩ (৬০)
দিশানি সমরবিক্রম ১/১৪ (৪ ওভার)
কুমুডু পেডরিক ৪৭* (৪৭)
ভালেন্টিনা আভদিলায় ২/৯ (৩.১ ওভার)
ইতালি ৮ উইকেটে জয়ী
রোমা ক্রিকেট মাঠ, রোম
আম্পায়ার: ক্লাউদিও ফাবরি (ইতালি) ও শানাকা ফের্নান্দো (ইতালি)
  • অস্ট্রিয়া টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
  • কুমুডু পেডরিক, গায়ত্রী বাটাগোডা, তেশানি আরালিয়া, দয়ানা সমরাসিংহে, দিলাইশা নানায়ক্কার, দিশানি সমরবিক্রম, নিরোশনি দিমিঙ্গুওয়ারিগে, রশিনি অত্থিদি, শ্যারন ভিথানাগে, সাদালি মালওয়াট্টা, সেউমিনি কাননকেগে (ইতালি), আশমান সাইফি, গান্ধালি বাপাত ও মহাদেবা পাথিরান্নেহেলাগে (অস্ট্রিয়া)-এর টি২০আই অভিষেক হয়।

২য় টি২০আই

[সম্পাদনা]
১০ আগস্ট ২০২১
০৯:৩০
স্কোরকার্ড
ইতালি 
৯৮/৬ (২০ ওভার)
 অস্ট্রিয়া
৯৯/৩ (১৯.১ ওভার)
দিশানি সমরবিক্রম ৩৩ (৩৮)
সিলভিয়া কৈলাথ ১/১১ (২ ওভার)
গান্ধালি বাপাত ১৯ (৩৫)
দিশানি সমরবিক্রম ১/১২ (৪ ওভার)
অস্ট্রিয়া ৭ উইকেটে জয়ী
রোমা ক্রিকেট মাঠ, রোম
আম্পায়ার: ক্লাউদিও ফাবরি (ইতালি) ও মুহাম্মদ শহিদ (ইতালি)
  • ইতালি টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
  • শ্রিয়া কোমতি রেড্ডি (অস্ট্রিয়া)-এর টি২০আই অভিষেক হয়।

৩য় টি২০আই

[সম্পাদনা]
১১ আগস্ট ২০২১
০৯:৩০
স্কোরকার্ড
অস্ট্রিয়া 
১২০/৫ (২০ ওভার)
 ইতালি
১১৩/৩ (২০ ওভার)
আন্দ্রেয়া-মে ৎসেপেডা ৪৩ (৪৪)
শ্যারন ভিথানাগে ৩/৩২ (৪ ওভার)
কুমুডু পেডরিক ৫০* (৬৬)
সিলভিয়া কৈলাথ ১/১৮ (২ ওভার)
অস্ট্রিয়া ৭ রানে জয়ী
রোমা ক্রিকেট মাঠ, রোম
আম্পায়ার: মুহাম্মদ শহিদ (ইতালি) ও শানাকা ফের্নান্দো (ইতালি)
  • ইতালি টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
  • সারা সাবেল্লি (ইতালি)-এর টি২০আই অভিষেক হয়।

৪র্থ টি২০আই

[সম্পাদনা]
১১ আগস্ট ২০২১
১৬:০০
স্কোরকার্ড
ইতালি 
৭৩ (১৭.১ ওভার)
 অস্ট্রিয়া
৭৪/৪ (১২.১ ওভার)
রশিনি অত্থিদি ৮* (১৮)
ভালেন্টিনা আভদিলায় ৪/১২ (৪ ওভার)
জো-অঁতোয়ানেত স্টিশলিৎস ১৪ (১৪)
শ্যারন ভিথানাগে ২/২২ (৪ ওভার)
অস্ট্রিয়া ৬ উইকেটে জয়ী
রোমা ক্রিকেট মাঠ, রোম
আম্পায়ার: আলি হাসান (ইতালি) ও মুহাম্মদ শহিদ (ইতালি)
  • ইতালি টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
  • ফ্রানচেসকা ভাক্কারেল্লা (ইতালি)-এর টি২০আই অভিষেক হয়।

৫ম টি২০আই

[সম্পাদনা]
১২ আগস্ট ২০২১
১৬:০০
স্কোরকার্ড
ইতালি 
৯৯/৫ (২০ ওভার)
 অস্ট্রিয়া
৯৮/৮ (২০ ওভার)
কুমুডু পেডরিক ২৮ (৩৭)
সিলভিয়া কৈলাথ ১/৪ (১ ওভার)
গান্ধালি বাপাত ৩৭ (৩৬)
দিশানি সমরবিক্রম ২/৯ (৪ ওভার)
ইতালি ১ রানে জয়ী
রোমা ক্রিকেট মাঠ, রোম
আম্পায়ার: আলি হাসান (ইতালি) ও শানাকা ফের্নান্দো (ইতালি)
  • ইতালি টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
  • নিপুণি পোন্নানপেরুমাগে (ইতালি)-এর টি২০আই অভিষেক হয়।

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "Italia–Austria: Tutte le informazioni dell'esordio ufficiale"ইতালীয় ক্রিকেট ফেডারেশন (ইতালীয় ভাষায়)। সংগ্রহের তারিখ ৫ আগস্ট ২০২১ 
  2. "All you need to know about Austria Women's tour of Italy 2021"ফিমেল ক্রিকেট (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১০ আগস্ট ২০২১ 
  3. "Italy to host Austria for women's T20I series"ক্রিকেটইউরোপ (ইংরেজি ভাষায়)। ৩ আগস্ট ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৫ আগস্ট ২০২১ 
  4. "Italy Women's team set for maiden T20Is against Austria in August 2021"জারস্পোর্টজ (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৩ আগস্ট ২০২১ 
  5. "Historic start for Italy as they win their first-ever T20I by eight wickets"উইমেন'স ক্রিকজোন (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৯ আগস্ট ২০২১ 
  6. "Austria level the series with a seven-wicket win over Italy"উইমেন'স ক্রিকজোন (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১০ আগস্ট ২০২১ 
  7. "Austria clinch T20I series against Italy"উইমেন'স ক্রিকজোন (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১২ আগস্ট ২০২১ 
  8. "Italy win final T20I; Austria take series 3-2"উইমেন'স ক্রিকজোন (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০২১ 
  9. "Italy to make T20I debut against Austria"উইমেন'স ক্রিকজোন (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৯ আগস্ট ২০২১ 
  10. "Austria tours to Rome, Italy 2021"অস্ট্রীয় ক্রিকেট অ্যাসোসিয়েশন (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১ সেপ্টেম্বর ২০২১ – ফেসবুক-এর মাধ্যমে। 

বহিঃসংযোগ

[সম্পাদনা]