২০২১ ঘানা ক্রিকেট দলের রুয়ান্ডা সফর
ঘানা পুরুষ ক্রিকেট দল ২০২১ সালের আগস্ট মাসে পাঁচটি টোয়েন্টি২০ আন্তর্জাতিক (টি২০আই) ম্যাচের একটি সিরিজ খেলার জন্য রুয়ান্ডা সফর করে, যে সিরিজের ম্যাচগুলো কিগালিতে অবস্থিত গাহাংগা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়।[১] সিরিজটি ২০২১ আইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপের আফ্রিকা অঞ্চলের বাছাইপর্বের জন্য উভয় দলের প্রস্তুতি হিসেবে কাজ করে, যে টুর্নামেন্টটি ২০২১ সালের অক্টোবরে কিগালিতেই অনুষ্ঠিত হয়।[২] এ সিরিজের ম্যাচগুলো ছিল রুয়ান্ডা দলের প্রথম আনুষ্ঠানিক পুরুষ টি২০ আন্তর্জাতিক ম্যাচ।
সিরিজের প্রথম ম্যাচে রুয়ান্ডা ১ উইকেটে জয়লাভ করে। একই দিনে দ্বিতীয় ম্যাচে ঘানা রুয়ান্ডাকে ২ উইকেটে হারিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে নিজেদের প্রথম জয় তুলে নেয়।[৩] তৃতীয় ম্যাচে রুয়ান্ডা ঘানাকে মাত্র ৭৯ রানে অলআউট করে ৫৭ রানে ম্যাচ জিতে নেয়। একই দিনে চতুর্থ ম্যাচে দ্বিতীয় ইনিংসে ৫ ওভার খেলা হওয়ার পর রুয়ান্ডা খেলা হতে নিজেদের সরিয়ে নেয়, যার ফলে নিয়মানুসারে ঘানা জয়ী হয়।[৪] এ ম্যাচের ফলাফলের কারণে সিরিজের পঞ্চম ম্যাচটি অঘোষিত ফাইনালে রূপ নেয়। শেষ ম্যাচে ঘানা রুয়ান্ডাকে ৭ উইকেটে হারিয়ে সিরিজ ৩-২ ব্যবধানে নিজেদের করে নেয়।[৫]
দলীয় সদস্য
[সম্পাদনা]রুয়ান্ডা[৬] | ঘানা[৭] |
---|---|
|
এছাড়াও রুয়ান্ডা দলে ইগনাসে ন্তিরেনগানিয়া ও দামাসিন আবিজেরাকে রিজার্ভ খেলায়াড় হিসেবে রাখা হয়।[৬]
টি২০আই সিরিজ
[সম্পাদনা]১ম টি২০আই
[সম্পাদনা]ব
|
||
অমোলুক সিং সেহমবি ৫৮ (৪০)
জ্যাপি বিমেন্য়িমানা ২/৩২ (৪ ওভার) |
মার্টিন আকাইয়েজু ৫১ (১৯)
গডফ্রেড বাকিওয়েইয়েম ৩/২৮ (৩.৪ ওভার) |
- ঘানা টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
- ইভান মিতালি, উইলসন নিয়িতাংগা, এরিক দুসিংগিজিমানা, এরিক নিয়োমুগাবো, ওর্চিদে তুয়িসেংগে, কেভিন ইরাকোজে, ক্লিন্টন রুবাগুমিয়া, জ্যাপি বিমেন্য়িমানা, দিদিয়ের ন্দিকুবুইমানা, বসকো তুয়িজেরে মার্টিন আকাইয়েজু, শুভাশিস সামাল (রুয়ান্ডা), অমোলুক সিং সেহমবি, ওবেদ হার্ভি আগবোমাদজিয়ে, থিওডর জোসেফ, দেবেন্দ্র সিং মালিক, মোজেস আনাফি ও স্যামসন আউইয়াহ (ঘানা)-এর টি২০আই অভিষেক হয়।
- শুভাশিস সামাল (রুয়ান্ডা)-এর বদলি হিসেবে খেলেন উইলসন নিয়িতাংগা।
২য় টি২০আই
[সম্পাদনা]ব
|
||
মার্টিন আকাইয়েজু ২৯ (২৪)
ওবেদ হার্ভি আগবোমাদজিয়ে ২/১৮ (৪ ওভার) |
অমোলুক সিং সেহমবি ৪৫ (১৯)
কেভিন ইরাকোজে ৪/২১ (৪ ওভার) |
- রুয়ান্ডা টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
৩য় টি২০আই
[সম্পাদনা]ব
|
||
বসকো তুয়িজেরে ৪০ (৪৫)
ওবেদ হার্ভি আগবোমাদজিয়ে ২/৮ (৪ ওভার) |
মোজেস আনাফি ২১ (২২)
জ্যাপি বিমেন্য়িমানা ৩/১৬ (৩.১ ওভার) |
- ঘানা টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
- ডেভিড উয়িমানা, পংকজ ভেকারিয়া (রুয়ান্ডা) ও ফ্রান্সিস বাকিওয়েইয়েম (ঘানা)-এর টি২০আই অভিষেক হয়।
৪র্থ টি২০আই
[সম্পাদনা]ব
|
||
রেক্সফোর্ড বাকুম ৬৩ (৪১)
কেভিন ইরাকোজে ৩/৩৭ (৪ ওভার) |
এরিক নিয়োমুগাবো ১৩* (৯)
ওবেদ হার্ভি আগবোমাদজিয়ে ১/২ (১ ওভার) |
- ঘানা টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
- রুয়ান্ডার ইনিংসে ৫ ওভার খেলা হওয়ার পর রুয়ান্ডা ঘানাকে ম্যাচ উপহার দেয়।
৫ম টি২০আই
[সম্পাদনা]ব
|
||
এরিক নিয়োমুগাবো ৫১ (৪২)
কোফি বাগাবেনা ৩/২৭ (৪ ওভার) |
অমোলুক সিং সেহমবি ৮০* (৫৭)
ক্লিন্টন রুবাগুমিয়া ২/৯ (৩.১ ওভার) |
- রুয়ান্ডা টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "Ghana men's squad to tour Rwanda for T20I series in August"। জারস্পোর্টজ (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৬ আগস্ট ২০২১।
- ↑ "Cricket: Rwanda to host four Africa Regional Qualifying tournaments"। দ্য নিউ টাইমস (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৬ আগস্ট ২০২১।
- ↑ "Ghana, Rwanda share spoils on opening day of T20 series"। দ্য নিউ টাইমস (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৯ আগস্ট ২০২১।
- ↑ "Global Game: A busy week for the Associates"। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৩ আগস্ট ২০২১।
- ↑ "Ghana beat Rwanda to win friendly T20 series"। দ্য নিউ টাইমস (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২২ আগস্ট ২০২১।
- ↑ ক খ @RwandaCricket (৭ আগস্ট ২০২১)। "As we get ready to host Ghana we are pleased to announce the squad for the bilateral series" (টুইট) – টুইটার-এর মাধ্যমে।
- ↑ @CricketGhana (৯ আগস্ট ২০২১)। "Here is the team for the Rwanda job" (টুইট) – টুইটার-এর মাধ্যমে।