বিষয়বস্তুতে চলুন

২০২১ পর্তুগাল ত্রিদেশীয় সিরিজ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
২০২১ পর্তুগাল ত্রিদেশীয় সিরিজ
তারিখ১৯ আগস্ট ২০২১ – ২২ আগস্ট ২০২১
স্থানপর্তুগাল
ফলাফল পর্তুগাল সিরিজে জয়ী
দলসমূহ
 জিব্রাল্টার  পর্তুগাল  মাল্টা
অধিনায়কবৃন্দ
এডমন্ড প্যাকার্ড নাজাম শাহজাদ বিক্রম অরোরা
সর্বাধিক রান
ক্রিস ডেলানি (১৫১) আজহার আনদানি (২৭৬) বরুণ তমোতরম (১৬২)
সর্বাধিক উইকেট
এডমন্ড প্যাকার্ড (৪)
অ্যাডাম ওরফিলা (৪)
সিরাজউল্লাহ খাদেম (৯) মুহাম্মদ বিলাল (৫)
ওয়াসিম আব্বাস (৫)

২০২১ পর্তুগাল ত্রিদেশীয় সিরিজ ছিল একটি ত্রিদেশীয় টোয়েন্টি২০ আন্তর্জাতিক (টি২০আই) ক্রিকেট সিরিজ যেটি ২০২১ সালের আগস্ট মাসে পর্তুগালে অনুষ্ঠিত হয়।[] সিরিজটিতে স্বাগতিক পর্তুগালের সঙ্গে অংশগ্রহণ করে জিব্রাল্টারমাল্টা[] সিরিজের ম্যাচগুলো পর্তুগালের সাঁতারাঁয় জেলার অন্তর্গত গুশেরি এলাকার সাঁতারাঁয় ক্রিকেট মাঠে অনুষ্ঠিত হয়।[] এ ম্যাচগুলো ছিল পর্তুগালের মাটিতে অনুষ্ঠিত হওয়া প্রথম পুরুষ টি২০ আন্তর্জাতিক ম্যাচ।

সিরিজে অপরাজিত চ্যাম্পিয়ন হয় পর্তুগাল।[]

দলীয় সদস্য

[সম্পাদনা]
 জিব্রাল্টার[]  পর্তুগাল[]  মাল্টা[]
  • এডমন্ড প্যাকার্ড (অধি.)
  • অ্যাডাম ওরফিলা
  • কেনরয় নেস্টর
  • ক্রিস ডেলানি
  • চার্লস হ্যারিসন
  • জেমস ফিৎসজেরাল্ড
  • জোসেফ মার্পলস (উই.)
  • ডেভিড রোবসন
  • প্যাট্রিক হ্যাচম্যান
  • বালাজি অবিনাশ পাই
  • মার্ক গ্যারাট
  • রিচার্ড কানিংহাম
  • রিচার্ড হ্যাচম্যান
  • লুই ব্রুস
  • সমর্থ বোধা
  • নাজাম শাহজাদ (অধি.)
  • অমনদীপ সিং
  • অ্যান্থনি চেম্বারস (উই.)
  • আজহার আনদানি
  • আমির জাইব
  • আর্সলান নাসিম
  • ইমরান খান
  • জুনায়েদ খান
  • জুলফিকার আলি শাহ
  • পাউলো বুচ্চিমাৎসা (উই.)
  • মিগেল স্তোমান
  • মিয়ান শহিদ মাহমুদ
  • রাহুল ভরদ্বাজ
  • সিরাজউল্লাহ খাদেম
  • বিক্রম অরোরা (অধি.)
  • অমর শর্মা
  • অশোক বিষ্ণোই
  • ওয়াসিম আব্বাস
  • গোপাল চতুর্বেদি
  • জাস্টিন সাজু
  • জিশান খান
  • নিরাজ খান্না
  • বরুণ তমোতরম
  • মাইকেল গুণাতিলকা
  • মুহাম্মদ বিলাল
  • রবীন্দ্র সিং
  • স্যামুয়েল আকুইলিনা (উই.)
  • স্যামুয়েল স্তানিসলাউস
  • হাইনরিখ গেরিকে (উই.)
  • হারুন মুগল

পয়েন্ট তালিকা

[সম্পাদনা]
অব দল খেলা হা টাই ফহ পয়েন্ট নে.রা.রে.
 পর্তুগাল +৩.১১০
 মাল্টা −০.১৫৯
 জিব্রাল্টার −২.৯৫২

     চ্যাম্পিয়ন

১৯ আগস্ট ২০২১
১১:০০
স্কোরকার্ড
মাল্টা 
১৪৬/৮ (২০ ওভার)
 পর্তুগাল
১৪৭/৪ (১৮.১ ওভার)
জিশান খান ৩৯ (২১)
সিরাজউল্লাহ খাদেম ২/২৮ (৪ ওভার)
আজহার আনদানি ৪৬ (৪২)
মুহাম্মদ বিলাল ১/১৪ (৪ ওভার)
পর্তুগাল ৬ উইকেটে জয়ী
সাঁতারাঁয় ক্রিকেট মাঠ, গুশেরি
আম্পায়ার: নাইম আখতার (পর্তুগাল) ও পার্থ জুনজাত (পর্তুগাল)
ম্যাচ সেরা খেলোয়াড়: আমির জাইব (পর্তুগাল)
  • পর্তুগাল টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
  • অমনদীপ সিং, অ্যান্থনি চেম্বার্স, আজহার আনদানি, আমির জাইব, জুনায়েদ খান, মিগেল স্তোমান, সিরাজউল্লাহ খাদেম (পর্তুগাল) ও জাস্টিন সাজু (মাল্টা)-এর টি২০আই অভিষেক হয়।

২০ আগস্ট ২০২১
১১:০০
স্কোরকার্ড
জিব্রাল্টার 
১৪৮/৫ (২০ ওভার)
 মাল্টা
১৪৯/২ (১৭.৩ ওভার)
লুই ব্রুস ৬০ (৫৩)
ওয়াসিম আব্বাস ৩/২৯ (৪ ওভার)
বিক্রম অরোরা ৫৯* (৪৯)
অ্যাডাম ওরফিলা ১/২০ (৩ ওভার)
মাল্টা ৮ উইকেটে জয়ী
সাঁতারাঁয় ক্রিকেট মাঠ, গুশেরি
আম্পায়ার: নাইম আখতার (পর্তুগাল) ও সুনিল চন্দ্রমণি (জিব্রাল্টার)
ম্যাচ সেরা খেলোয়াড়: ওয়াসিম আব্বাস (মাল্টা)
  • মাল্টা টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
  • চার্লস হ্যারিসন, জোসেফ মার্পলস, প্যাট্রিক হ্যাচম্যান ও লুই ব্রুস (জিব্রাল্টার)-এর টি২০আই অভিষেক হয়।

২১ আগস্ট ২০২১
০৯:০০
স্কোরকার্ড
পর্তুগাল 
২১৭/৮ (২০ ওভার)
 জিব্রাল্টার
১২১/৮ (২০ ওভার)
আজহার আনদানি ১০০ (৫১)
এডমন্ড প্যাকার্ড ৩/৩৪ (৪ ওভার)
জেমস ফিৎসজেরাল্ড ২৭ (২৫)
জুনায়েদ খান ৩/২৪ (৪ ওভার)
পর্তুগাল ৯৬ রানে জয়ী
সাঁতারাঁয় ক্রিকেট মাঠ, গুশেরি
আম্পায়ার: নাইম আখতার (পর্তুগাল) ও সুনিল চন্দ্রমণি (জিব্রাল্টার)
ম্যাচ সেরা খেলোয়াড়: আজহার আনদানি (পর্তুগাল)
  • জিব্রাল্টার টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
  • আজহার আনদানি প্রথম পর্তুগিজ ক্রিকেটার হিসেবে পুরুষ টি২০আই ক্রিকেটে শতরানের ইনিংস খেলেন।[]

২১ আগস্ট ২০২১
১৫:০০
স্কোরকার্ড
মাল্টা 
১৯৭/৩ (২০ ওভার)
 জিব্রাল্টার
১৯৩/২ (২০ ওভার)
বরুণ তমোতরম ১০৪* (৫২)
কেনরয় নেস্টর ২/৩২ (৪ ওভার)
ক্রিস ডেলানি ৬৯* (৩৭)
মুহাম্মদ বিলাল ১/২৯ (৪ ওভার)
মাল্টা ৪ রানে জয়ী
সাঁতারাঁয় ক্রিকেট মাঠ, গুশেরি
আম্পায়ার: পার্থ ‍জুনজাত (পর্তুগাল) ও সুনিল চন্দ্রমণি (জিব্রাল্টার)
ম্যাচ সেরা খেলোয়াড়: বরুণ তমোতরম (মাল্টা)
  • জিব্রাল্টার টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
  • রিচার্ড কানিংহাম (জিব্রাল্টার)-এর টি২০আই অভিষেক হয়।
  • বরুণ তমোতরম প্রথম মাল্টীয় ক্রিকেটার হিসেবে পুরুষ টি২০আই ক্রিকেটে শতরানের ইনিংস খেলেন।

২২ আগস্ট ২০২১
০৯:০০
স্কোরকার্ড
পর্তুগাল 
২১৮/৬ (২০ ওভার)
 জিব্রাল্টার
১০৮ (১৮.৩ ওভার)
আজহার আনদানি ৮১ (৪৫)
জেমস ফিৎসজেরাল্ড ২/৪৭ (৪ ওভার)
প্যাট্রিক হ্যাচম্যান ২২ (২৫)
সিরাজউল্লাহ খাদেম ৩/১৬ (৪ ওভার)
পর্তুগাল ১১০ রানে জয়ী
সাঁতারাঁয় ক্রিকেট মাঠ, গুশেরি
আম্পায়ার: নাইম আখতার (পর্তুগাল) ও পার্থ জুনজাত (পর্তুগাল)
ম্যাচ সেরা খেলোয়াড়: আজহার আনদানি (পর্তুগাল)
  • জিব্রাল্টার টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।

২২ আগস্ট ২০২১
১৫:০০
স্কোরকার্ড
মাল্টা 
১৩২/৮ (২০ ওভার)
 পর্তুগাল
১৩৬/৭ (১৭.৫ ওভার)
বরুণ তমোতরম ৩৬ (২৭)
সিরাজউল্লাহ খাদেম ৩/২৪ (৪ ওভার)
আজহার আনদানি ৪৯ (৪১)
ওয়াসিম আব্বাস ২/৩০ (৩.৫ ওভার)
পর্তুগাল ৩ উইকেটে জয়ী
সাঁতারাঁয় ক্রিকেট মাঠ, গুশেরি
আম্পায়ার: নাইম আখতার (পর্তুগাল) ও পার্থ জুনজাত (পর্তুগাল)
ম্যাচ সেরা খেলোয়াড়: আমির জাইব (পর্তুগাল)
  • মাল্টা টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
  • আর্সলান নাসিম, জুলফিকার আলি শাহ ও রাহুল ভরদ্বাজ (পর্তুগাল)-এর টি২০আই অভিষেক হয়।

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "Portugal to host Austria and Gibraltar in T20I Tri-series in August 2021"জারস্পোর্টজ (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৬ আগস্ট ২০২১ 
  2. "👀 Não percas de vista este evento! A nossa Seleção de Cricket a jogar em casa 🤩Triangular BGA CUP 2021 🏅"পর্তুগিজ ক্রিকেট ফেডারেশন (পর্তুগিজ ভাষায়)। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০২১ – ফেসবুক-এর মাধ্যমে। 
  3. "Portugal sweep tri-series"ক্রিকেটইউরোপ (ইংরেজি ভাষায়)। ২২ আগস্ট ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২২ আগস্ট ২০২১ 
  4. "Our first international squad announcement since 2019😍🏏"জিব্রাল্টার ক্রিকেট (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০২১ – ফেসবুক-এর মাধ্যমে। 
  5. "⚠️⚠️ALERTA⚠️⚠️"পর্তুগিজ ক্রিকেট ফেডারেশন (পর্তুগিজ ভাষায়)। সংগ্রহের তারিখ ১৭ আগস্ট ২০২১ – ফেসবুক-এর মাধ্যমে। 
  6. "Global Game: A busy week for the Associates"আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৩ আগস্ট ২০২১ 

বহিঃসংযোগ

[সম্পাদনা]