২০১৩ বাংলাদেশ প্রিমিয়ার লিগের খেলোয়াড় নিলাম
বাংলাদেশ প্রিমিয়ার লিগ ২০১৩ এর জন্য খেলোয়াড় নিলাম ২০ ডিসেম্বর, ২০১২ তে হোটেল রেডিসন, ঢাকায় অনুষ্ঠিত হয়।নিলামে বিদেশি গোল্ডেন শ্রেণীর খেলোয়াড়দের মূল্যসীমা ৭৫ থেকে এক লাখ ৫০ হাজার ডলার। দেশি গোল্ডেন শ্রেণীর ক্ষেত্রে সীমাটা ৪৫ থেকে ৭০ হাজার ডলার।নিলামে স্থানীয় ও বিদেশি জন্য তিনটি শ্রেণী নির্ধারন করে দেয়া হয়।স্থানীয় খেলোয়াড়দের তিন শ্রেণীর জন্য দাম নির্ধারন করে দেয়া হয় যথাক্রমে ৩০ থেকে ৪৫ হাজার ডলার, ২০ থেকে ৩০ হাজার ডলার ও ১০ থেকে ২০ হাজার ডলার।বিদেশি খেলোয়াড়দের ক্ষেত্রে এই তিন শ্রেণীর মূল্যসীমা যথাক্রমে ৫০ থেকে ৭৫ হাজার ডলার। ‘বি’ শ্রেণীর ৩০ থেকে ৫০ হাজার ডলার এবং ‘সি’ শ্রেণীর ১৫ থেকে ৩০ হাজার ডলার।[১]
খেলোয়াড়ের তালিকা[সম্পাদনা]
দেশীয় খেলোয়াড়[সম্পাদনা]
দেশীয় খেলোয়াড়দের সর্বোচ্চ ৩টি শ্রেণীর মূল্য নিচে দেওয়া হল :
- গোল্ডেন শ্রেণী
- ‘এ’ শ্রেণী
- ‘বি’ শ্রেণী
নাজিমউদ্দিন
জহুরুল ইসলাম
শাহরিয়ার নাফীস
জুনায়েদ সিদ্দিকী
ইমরুল কায়েস
মমিনুল হক
অলোক কাপালি
ফরহাদ রেজা
নাঈম ইসলাম
শাহাদাত হোসেন
রুবেল হোসেন
শফিউল ইসলাম
আবুল হাসান
নাজমুল হোসেন
ইলিয়াস সানি
আরাফাত সানি
মোশাররফ হোসেন
এনামুল হক জুনিয়র
বিদেশী খেলোয়াড়[সম্পাদনা]
বিদেশী খেলোয়াড়দের সর্বোচ্চ ৩টি শ্রেণীর মূল্য নিচে দেওয়া হল:
- গোল্ডেন শ্রেণী ($৭৫,০০০):[২]
- ‘এ’ শ্রেণী ($৫০,০০০):[২]
বিক্রিত খেলোয়াড়[সম্পাদনা]
তথ্যসূত্র[সম্পাদনা]
- ↑ গেইল না থাকলেও আফ্রিদি আছেন[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ ক খ "FOREIGN CRICKETERS (CATEGORYWISE) FOR PLAYER AUCTION" (ইংরেজি ভাষায়)। ২১ ডিসেম্বর ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৯ ডিসেম্বর ২০১২।