বাংলাদেশ প্রিমিয়ার লিগের ভেন্যু তালিকা

শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম দেশের ক্রিকেটের হোম, সমস্ত মৌসুমের সব প্লে-অফ ও ফাইনাল আয়োজন করে।
এটি এমন একটি তালিকা, যেখানে সমস্ত ভেন্যুগুলির যা কমপক্ষে একটি করে বাংলাদেশ প্রিমিয়ার লিগের ম্যাচ আয়োজন করা থাকে।[১] সব মৌসুমেই ম্যাচগুলো বেশির ভাগ অনুষ্ঠিত হয় শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। এখন পর্যন্ত প্লে-অফ এবং ৮ মৌসুমের সবকটি ফাইনালই ঢাকায় অনুষ্ঠিত হয়েছে।
খুলনার শেখ আবু নাসের স্টেডিয়াম এবং চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়াম শুধুমাত্র ২য় সংস্করণের জন্য ব্যবহার করা হয়েছিল।[২][৩]
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ৫ম আসর থেকে সীমিত সংখ্যক ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে।[৪]
স্থানের তালিকা[সম্পাদনা]
ভেন্যু | ক্ষমতা | শহর | প্রথম ম্যাচ | শেষ ম্যাচ | ম্যাচের সংখ্যা |
---|---|---|---|---|---|
শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম | ২৬,০০০ | ঢাকা | ২০১২ | ২০২২ | ২১৮ |
জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম | ২২,০০০ | চট্টগ্রাম | ২০১২ | ২০২২ | ৫৭ |
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম | ১৮,৫০০ | সিলেট | ২০১৭ | ২০২২ | ৩০ |
এম এ আজিজ স্টেডিয়াম | ৩০,০০০ | চট্টগ্রাম | ২০১৩ | ২০১৩ | ১০ |
শেখ আবু নাসের স্টেডিয়াম | ১৫,০০০ | খুলনা | ২০১৩ | ২০১৩ | ৮ |
তথ্যসূত্র[সম্পাদনা]
- ↑ "Bangladesh Premier League Statistics", ESPNCricinfo
- ↑ "No new venue in BPL-7"। The Independent BD। সংগ্রহের তারিখ ২১ ডিসেম্বর ২০১৯।
- ↑ "BPL 2013 to kick off on January 17"। ESPNcricinfo (ইংরেজি ভাষায়)। ১১ অক্টোবর ২০১২। সংগ্রহের তারিখ ২১ ডিসেম্বর ২০১৯।
- ↑ "BPL 2017: Sylhet to host BPL for the first time"। CricTracker। ১৯ সেপ্টেম্বর ২০১৭। সংগ্রহের তারিখ ২১ ডিসেম্বর ২০১৯।