বরিশাল বুলস
![]() | |
কর্মীবৃন্দ | |
---|---|
অধিনায়ক | ![]() |
কোচ | ![]() |
মালিক | অ্যক্সিওম টেকনোলজিস |
দলের তথ্য | |
প্রতিষ্ঠা | ২০১৫ |
স্বাগতিক মাঠ | বরিশাল বিভাগীয় স্টেডিয়াম |
ধারণক্ষমতা | ১৫০০০ |
দাপ্তরিক ওয়েবসাইট | www |
বরিশাল বুলস হল একটি ফ্রাঞ্চাইজ ক্রিকেট দল যা টুয়েন্টি২০ ক্রিকেট টুর্নামেন্ট বাংলাদেশ প্রিমিয়ার লীগ-এ বাংলাদেশের বরিশালকে উপস্থাপন করে। দলটি পূর্বের দল বরিশাল বার্নার্সের পরিবর্তে বিপিএলে আসে। দলটির স্বত্বাধিকারী অ্যক্সিওম টেকনোলজিস যারা ২০১৫ সালে দলটির মালিকানা কিনে নেয়। আর্থিক শর্ত না মানায় দলটিকে বিপিএল ৫ থেকে বাদ দেয়া হয়।[১] ২০১৮ সালে ষষ্ঠ বিপিএলে অংশগ্রহণের জন্য আর্থিক নিরাপত্তা দিতে না পারায় দলটিকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেয় বিপিএল গভর্নিং কাউন্সিল।[২]
২০১৫ বাংলাদেশ প্রিমিয়ার লীগে দলটিকে নেতৃত্ব দেয় মাহমুদুল্লাহ রিয়াদ ও দলটির কোচ ছিলেন গ্রাহাম ফোর্ড। ২০১৬ বাংলাদেশ প্রিমিয়ার লীগে দলটির প্রধান কোচ ছিলেন অস্ট্রেলিয়ার ডেভ হোয়াটমোর এবং অধিনায়ক ছিলেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম।
আরও দেখুন[সম্পাদনা]
তথ্যসূত্র[সম্পাদনা]
- ↑ "বরিশাল বুলস থাকছে না বিপিএলে"। দৈনিক প্রথম আলো। সংগ্রহের তারিখ ৯ আগস্ট ২০১৭।
- ↑ "এবারের বিপিএলও খেলা হচ্ছে না বরিশাল বুলসের"। প্রিয়.কম। ১৩ আগস্ট ২০১৮। ২৬ এপ্রিল ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১০ ফেব্রুয়ারি ২০১৯।